নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বোধাতীত

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬

হে সুভাষিণী, তোমাদের হৃদয় যখন প্রেমাচ্ছন্ন থাকে,
প্রেমের জোয়ার উথলে এসে যেন কন্ঠেও ভাসে।
সাধারণ বাক্যালাপও তখন সঙ্গীতসম কানে বাজে,
কোকিলের কুহুতান শুনি কন্ঠের সকল কারুকাজে।

বিরাগী হলে তোমাদের হৃদয় যেন এক যাদুর রুমাল,
বোধাতীত আচরণ করে যায় হঠাৎ হঠাৎ --
কখনো চোখে ঘোর লাগিয়ে দেয়, করে বেসামাল,
কখনো অগ্নিশর্মা হয়ে আনে বিনা মেঘে বজ্রপাত!


ঢাকা
১৩ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


জীবন শুরু হচ্ছে, আলো-বাতাস অনুভবে আসছেড!

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯

অরুনি মায়া অনু বলেছেন: মানুষ বড়ই বিচিত্র | একঘেয়ে আচরণ কারোরই ভাল লাগেনা | তাই কপটতা এড়িয়ে ছলনাকে এড়িয়ে একটু রহস্যময় হয়ে উঠলে মন্দ হয়না কিন্তু | ভাল লিখেছেন বরাবরের মত |

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: মানুষের (বিশেষ করে নারীদের) মনে যখন প্রেম থাকে, তার কন্ঠ ও দেহের ভাষায়ও তা প্রতিফলিত হয়।
প্রেমহীন মনের ভাষা কর্কশ হয়।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুরাগ-বিরাগ কাব্যে ভাললাগা :)

অল্পকথায় দারুন সত্য তুল ধরেছেন :)

+++++

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: অনুরাগ-বিরাগের তারতম্য মানুষের কন্ঠে এবং দেহভাষ্যে অনুরূপে সঞ্চারিত হয়।
কবিতা ভাল লেগেছে জেনে এবং অল্প কথায় অধিক প্রশংসায় অত্যন্ত প্রীত হলাম। +++++ পেয়ে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: সুভাষিণীরা বোধাতীত-ই হয়ে থাকেন!:)

এ যেন সৃষ্টির এক চিরন্তন রহস্য!:)

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৮

খায়রুল আহসান বলেছেন: সুভাষিণীরা বোধাতীত-ই হয়ে থাকেন! -- সবাই সব সময়ে না। কেউ কেউ, সময়ে সময়ে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতা পড়ে নিজস্ব ভাবনাটুকু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, বিলিয়ার রহমান।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লাইক!:)

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ২য় লাইকটি আপনার কাছ থেকে পেয়ে অনুপ্রাণিত হ'লাম। :)

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন: অণ্প কথায় হলেও
এ কবিতায় হৃদয়তন্ত্রীতে জাগায় নব শিহরণ ।
কবির প্রতি রইল অভিনন্দন ।

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছন্দে মন্তব্য রেখে গেলেন ডঃ এম এ আলী। খুবই প্রেরণাদায়ক আপনার মন্তব্য।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: :)
ভাল থাকুন।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ৩য় প্লাস।

বোধাতীত! তাই হয়তো সুভাষিণী।

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: ৩য় প্লাস এর জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
বোধাতীত! তাই হয়তো সুভাষিণী -- তাই????

১০| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:
ঝাল-মিষ্টি সত্য কবিতা। ছোট্ট কিন্তু ভাব গভীর, বাস্তব।

+

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট কিন্তু ভাব গভীর, বাস্তব -- অশেষ ধন্যবাদ রক্তিম দিগন্ত, আপনার এই ছোট্ট কিন্তু উচ্চ প্রশংসা বাক্যটির জন্য।
প্লাসেও অনুপ্রাণিত হ'লাম।
আপনার নিজের লেখা পড়ে আর অন্যদের লেখায় আপনার মন্তব্য থেকে যতটুকু জেনেছি, আপনি গল্প, বিশেষ করে থ্রিলারের অনুরাগী পাঠক। কিন্তু ইদানিং কবিতার প্রতিও আপনার আগ্রহ লক্ষ্য করে প্রীত বোধ করছি।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
বিরাগী হলে তোমাদের হৃদয় যেন এক যাদুর
ভালো লাগা রেখে গেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম -- অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




সেই বেড়ালের মতো আমাদের সুভাষিণীরাও প্রেম-অপ্রেম মিলিয়ে দিনরাত গররররররররররর.. গর করেই যায় । একটু আদরেই সে বেড়াল যেমন গুটিসুটি মেরে কোলে উঠে আসে আবার মনমতো না হলে খামচাতেও দ্বিধা নেই তার !

এবার বেশ ছন্দময় হয়েছে কবিতাটি ।

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: সেই বেড়ালের মতো আমাদের সুভাষিণীরাও প্রেম-অপ্রেম মিলিয়ে দিনরাত গররররররররররর.. গর করেই যায় । একটু আদরেই সে বেড়াল যেমন গুটিসুটি মেরে কোলে উঠে আসে আবার মনমতো না হলে খামচাতেও দ্বিধা নেই তার -- একদম ঠিক কথা বলেছেন, আহমেদ জী এস, একেবারে টু দ্য পয়েন্ট!
এবার বেশ ছন্দময় হয়েছে কবিতাটি -- মন্তব্যে এবং প্লাসে (+) অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
আপনার আজকের পোস্টটা দুর্দান্ত হয়েছে।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২২

অবনি মণি বলেছেন: ভালো লাগলো!!!

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫২

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আপনার কবিতা ভালোলাগলো । বোধাতীত মানে কি ? জী এস ভাইয়ার কথাগুলিও খুব মজার । ++++

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম, পড়ার জন্য ধন্যবাদ।
বোধাতীত মানে বোধের অতীত- যা বা যাকে সহজে বোঝা যায় না।
জী এস ভাইয়ার কথাগুলিও খুব মজার । ++++ - জ্বী, একমত।
শুভেচ্ছা রইলো।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবিক অনুভবতার রুমালে জড়িয়ে কবিতার মিষ্টমুখ, খুবই রোমান্টিক লেগেছে। কবিতায় প্লাস ++

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভ্রমরের ডানা। সুন্দর মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.