নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সম্বোধন

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪০

কত পাখি ডাকে আকুলি বিকুলি, তার সাথীরে-
কত ভালবেসে, কত ভিন সুরে!
কোকিলের কুহুতান,
কিংবা বিরহিণী ডাহুকের কোয়াক কোয়াক,
অথবা অদূর জলাশয়ে জলের কাক
পানকৌড়ির ডানা ঝাপটানো ডাক,
সবই পরিচিত ভাষায় ডাক দিয়ে যায়
নিজ নিজ সাথীরে- কাছে আয়, কাছে আয়!

কবিকে অনেকেই কবি বলে ডাকে,
কেউ কেউ তুচ্ছার্থে, কেউ বা ভক্তিভরে।
তুমি যেভাবে ডাকো, ওভাবে কে ডাকিছে কবে?
সে সম্বোধন কখনো মনে হয়- পিছু নেয়া শিশুর
অপরিণত ভাষার আদুরে একটা আধফোটা বোল।
আবার কখনো তোমার একান্ত, প্রেমসিঞ্চিত প্রণতি।
কে তোমারে জানায়, কবির কবিতারা ভাষা খুঁজে পায়
কেবল তোমার ঐ একটি প্রেমময় সম্বোধনের আশায়!

ঢাকা
১৪ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!:)

ভালোলাগা ++

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান, মন্তব্যে এবং ভালোলাগায় (++) অনুপ্রাণিত হ'লাম।

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: কে তোমারে জানায়, কবির কবিতারা ভাষা খুঁজে পায়
কেবল তোমার ঐ একটি প্রেমময় সম্বোধনের আশায়!


শুধু কি কবিরাই ঐ সম্বোধনের আশায় ভাষা খুঁজে পায়?
আমার তো মনে হয় সবাই তাদের ভাষা খুঁজে পায় কোন না কোন সম্বোধন শোনার আশায়।

+

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: যে কোন সৃষ্টিশীল কাজের পেছনে যদি একটু কারো আদর-স্নেহ, প্রেম-ভালবাসা, উৎসাহ-উদ্দীপনা পাওয়া যায়, তবে সে কাজ আরো বেগবান হয়, গৌরবান্বিত হয়। কেউ কেউ অনেক সময় প্রকাশ্যে সেরকম ভাষা ব্যবহার করতে না পারলেও শুধুমাত্র একটু মধুর সম্বোধন দিয়েও অনেক অনুপ্রেরণা যুগিয়ে যায়। অবশ্যই এটা শুধুমাত্র কবিদের বেলায় প্রযোজ্য নয়, যে কোন সৃষ্টিশীল কাজে প্রয়াসী ব্যক্তির বেলায় এ কথাটা প্রযোজ্য। একটা প্রেরণাময় সম্ভাষণ বা সম্বোধন শিল্পীর সৃষ্টিকে অনেকদূর এগিয়ে নিতে পারে।
কবিতা পড়ে আপনার ভাবনাটুকু এখানে উল্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতায় প্লাস + পেয়ে অনুপ্রাণিত হ'লাম।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে এখানে মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
শুভেচ্ছা রইলো।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: অন্তর দিয়ে করা সম্বোধন সবাইকে টানে। সম্বোধনের ধরণেই বোঝা যায় তাতে ভক্তি কতটুকু। কবিরাও চায় কেউ একজন তাঁর কবিতাকে ভালবাসুক।
ভাল লেগেছে কবিতা।

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিরাও চায় কেউ একজন তাঁর কবিতাকে ভালবাসুক -- শুধু একজন নয়, অনেকেই ভালবাসুক। তবে প্রত্যেকের ভালবাসারই একটা আলাদা মূল্য আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০

মেহেদী রবিন বলেছেন: কবিতার পরিণতিটা অসাধারণ

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪২

খায়রুল আহসান বলেছেন: তাই? অনেক ধন্যবাদ আপনাকে, মেহেদী রবিন, কবিতা পড়ে আপনার ভাবনাটাকে এখানে শেয়ার করার জন্য।
ভাল থাকুন, কবিতা পড়ুন।
শুভেচ্ছা রইলো।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব, কবিতার প্রশংসার জন্য এবং প্লাস দেয়ার জন্য। অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর কথামালায় সাজানো কাব্য, শুভেচ্ছা জানবেন কবি

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

ইমরান আল হাদী বলেছেন: "সে সম্বোধন কখনো মনে হয়- পিছু নেয়া শিশুর
অপরিণত ভাষার আদুরে একটা আধফোটা বোল"
চমৎকার প্রকাশ।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, ইমরান আল হাদী। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি যেভাবে ডাকো, -
---ওভাবে কে ডাকিছে কবে?

একি ভ্রম!
মোহ!
আসক্তি!
অন্ধবিশ্বাস!
না
সত্যিই সেই ভাললাগা যা অনুভব করি হৃদয় দিয়ে :)

এমন একটা ডাকে মুছে যায় জনমজনমের ব্যাথা ;)

++++++++++++

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: এত্তগুলো প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ! সুগভীর উপলব্ধি মিশ্রিত মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
এমন একটা ডাকে মুছে যায় জনমজনমের ব্যাথা - চমৎকার বলেছেন!
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.