নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমায় ‘পিলো টক\'

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৮

আজকের এই শারদীয় পূর্ণিমা দেখার প্রকৃষ্ট সময়
ঠিক মধ্যরাতের পর, একান্তে, নিরিবিলি নীরবতায়।
কিন্তু কোথায়? মাঠ ঘাট, উন্মুক্ত প্রান্তর কিংবা
তরুতলে নয়, গৃহছাদ কিংবা বারান্দার রেলিঙে নয়,
রূপোলী নদীবক্ষে নয়, পুকুরপাড়ে বেঞ্চিতে বসে নয়,
আজ আমরা বেডরুমে বসেই পূর্ণিমার চাঁদ দেখবো-
দখিনের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে। বানের মত
জ্যোৎস্না ঘরে ঢুকে যাবে, মেঝেতে আছড়ে পড়বে,
বিছানা ভেসে যাবে তার স্নিগ্ধ আলোর স্রোতধারায়...
আর সে আলো গায়ে মেখে মেখে আমরা হারিয়ে যাব
আলাপচারিতায়, স্নিগ্ধ আলোয় পড়ে নেব চেনা মুখের
যত অচেনা গল্পের কথা। বিছানায় শুয়ে মন ভোলানো
কিছু পিলো টক করতে করতে, ঘুমিয়ে পড়ার আগেই
আমি মনে মনে এঁকে নেব এক নতুন কবিতার খসড়া।


ঢাকা
১৬ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:



চাঁদ সাগরের পানিকে নিজের কাছে টানে, সাগরের বুকে জোয়ার হয়; চাঁদ কবিকেও টানছে

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সব সময় পূর্ণিমায় ঘর ছাড়তে চাই, আপনি দেখছি ব্যতিক্রম, বিছানায় শুয়ে পিলো টকের ধারণাও দিলেন.....শুভেচ্ছা জানিয়ে গেলাম খায়রুল ভাই।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিকই বলেছেন, সাদা মনের মানুষ। হুমায়ুন আহমেদ পূর্ণিমার রাতে গৃহত্যাগী হতে চেয়েছিলেন তার লেখা একটা কবিতায়। কবিতাটা পড়ে আমার নিজস্ব ভাবনাটা এখানে প্রকাশ করলাম।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২২

আলোরিকা বলেছেন: পূর্ণিমায় ‘পিলো টক' !!-------- মজার একটা শব্দ শেখা হলো - ‘পিলো টক' !

শুভকামনা ভাইয়া , ভাল থাকুন :)

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আলোরিকা, অনেকদিন পড়ে এসে আমার এ কবিতাটা পড়ে কিছু বলে যাবার জন্যে। "লাইক" এ অনুপ্রাণিত হ'লাম।
আপনি ঠিকই বলেছেন, ‘পিলো টক' মজার একটা শব্দ। ইংরেজীতে এ শব্দ জোড়ার অর্থের একটা আলাদা connotation আছে।একই অর্থ বোঝাতে সক্ষম এমন কোন শব্দ বা শব্দগুচ্ছ আমি বাংলায় পাইনি, তাই ইংরেজী শব্দ দুটোকেই আমি আমার এ কবিতায় ব্যবহার করেছি, শুধুমাত্র সঠিক connotation এর জন্য।
শুভেচ্ছা জানবেন, আশাকরি ভাল আছেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪১

ইমরান আল হাদী বলেছেন: আপনি ঘুমিয়ে আছের আর আপনার পায়ের কাছে পড়ে আছে এক টুকরো জ্যোস্না, নৈসর্গিক দৃশ্য কবির কাছে জ্যোস্না এসেছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে কবিতার ভাবানুযায়ী মন্তব্য রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ, ইমরান আল হাদী। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। তবে পিলো টকের বদলে অন্য কোন বাংলা শব্দ ব্যবহার করা যায় কি?

যদিও শব্দটি পড়তে খারাপ লাগেনি। ;)

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
তবে পিলো টকের বদলে অন্য কোন বাংলা শব্দ ব্যবহার করা যায় কি? -- কথাটা নিয়ে আমিও ভেবেছিলাম। ইংরেজীতে এ শব্দ জোড়ার একটা আলাদা connotation আছে। একই অর্থ বোঝাতে সক্ষম এমন কোন শব্দ বা শব্দগুচ্ছ আমি বাংলায় পাইনি, তাই ইংরেজী ‘pillow talk’ শব্দ দুটোকেই আমি বাংলা কবিতায় ব্যবহার করেছি, শুধুমাত্র সঠিক connotation এর জন্য।
অক্সফোর্ড ডিকশনারীতে ‘pillow talk’ এর অর্থ দেয়া আছে এভাবে- Intimate conversation in bed. আর কথাটার বাক্যে ব্যবহার প্রসঙ্গে উদাহরণ হিসেবে দেয়া আছে- ‘After a little bit of pillow talk we fall asleep together.’
আশাকরি এ ব্যাখ্যার পরে ইংরেজী ‘pillow talk’ শব্দ দুটো কবিতার ভাবার্থের সাথে আপনার কাছে সহনীয় বলে মনে হবে।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

প্রথমকথা বলেছেন: অল্পতে অনেক সুন্দর কবিতা। ভাললাগা জানবেন।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ প্রথমকথা, কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২

পুলহ বলেছেন: পিলো টক শব্দটা ব্যবহারের কারণে কবিতায় একটা স্ফুর্তির ভাব চলে এসেছে, যেমন এসেছে পুকুরপাড়ে বেঞ্চিতে বসে জোছনা দেখার দৃশ্যকল্পের মাধ্যমে পশ্চিমা সাহিত্য-ধাচ।
আমার কাছে পিলো টক শব্দ ব্যবহারের পেছনে আপনার দেয়া ব্যাখ্যা ভালো লেগেছে (৫ নং প্রতি-মন্তব্য)। তবে পিলো টকের আগে সাধারণ শব্দটা ব্যবহার না করে ( বিছানায় শুয়ে কিছু সাধারণ
পিলো টক করতে করতে.....) অন্য কিছু কি ব্যবহার করা যায়?
হুমায়ূন আহমেদের কবিতায় ছিলো গৃহত্যাগী হবার বাসনা, আর আপনার কবিতা পড়ে মনে হয়েছে- এতো শান্তির ঘর ছেড়ে মানুষ অন্য কোন শান্তির সন্ধানে যাবে!
+++++

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনি একেবারে আসল জায়গায় তির ছুঁড়েছেন, পুলহ!
সম্ভবতঃ অন্যদের লেখায় আপনার বিভিন্ন মন্তব্য পড়ে কিংবা আপনার লেখা বিভিন্ন পোস্ট পড়ে আমার মনে ধারণা হয়েছিল, আপনি বুঝি গল্প বলা ও লেখার লোক, ভ্রমণ কাহিনীর লোক, প্রকৃতি প্রেমিক- প্রকৃ্তির বর্ণনা করা ও পড়ার লোক, তবে কবিতার লোক ততটা নন। কিন্তু আপনার এ মন্তব্যটা পড়ে এখন আমি আর সেটা মানতে পারছিনা। সন্দেহ নেই, আপনি কবিতা বেশ ভাল বোঝেন এবং আমার এ কবিতাটা আপনি বেশ মন দিয়ে পড়েছেন। কবিতাটা লেখার পড় থেকে আমার মনে ঐ একটি শব্দ নিয়ে একটা খুঁতখুঁতে অতৃপ্তি ছিল- সাধারণ। পিলো টক সাধারণ কথা যে নয়, আপনি সেটা ঠিকই ধরেছেন। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কবিতার এ অসঙ্গতিটুকু তুলে ধরার জন্য।
অন্য কিছু কি ব্যবহার করা যায়? -- হ্যা যায়, এবং সেটা করেছিও। আরেকবার দেখে নিয়ে মতামত জানালে বাধিত হবো।
হুমায়ূন আহমেদের কবিতায় ছিলো গৃহত্যাগী হবার বাসনা, আর আপনার কবিতা পড়ে মনে হয়েছে- এতো শান্তির ঘর ছেড়ে মানুষ অন্য কোন শান্তির সন্ধানে যাবে! -- আপনার এ চমৎকার মন্তব্যটাও কবিতা লেখার সময়কালে আমার ভাবনার সাথে মিলে যাচ্ছে। হুমায়ুন আহমেদ পূর্ণিমার রাতে গৃহত্যাগী হতে চেয়েছিলেন- মাত্র সেদিন তার লেখা একটা কবিতায় এমনটা পড়লাম। কবিতাটা পড়ে আমার নিজস্ব ভাবনাটা কবিতায় তুলে ধরার প্রয়াস পেলাম।
আপনার অব্জেক্টিভ কমেন্ট এ্যাপ্রিশিয়েট করছি। শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: বলতে চাচ্ছিলাম যে কবিতাটায় আপনার "লাইক" পেয়ে অনুপ্রাণিত হয়েছি। কিন্তু আপনার লেখা সামুর কয়েকজন ব্লগার এবং তাদের অ আ ক খ (রম্য পোস্ট) পোস্টটা পড়ে ইতস্ততঃ করতে করতে সেটা না বলেই মন্তব্যটা প্রকাশ করে ফেললাম। :)
আমার দীর্ঘ ব্লগ জীবনে কাউকে লাইকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখি নাই। উনি এমনকি লাইকের জন্যও তোমাকে কৃতজ্ঞতা জানাবেন -- আমি কিন্তু লাইকের জন্য কৃতজ্ঞতা খুব কম জানিয়েছি। বেশী জানিয়েছি অনুপ্রাণিত বোধ করার কথা। :)

৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০১

সুমন কর বলেছেন: আপনার ব্যাখাটি ভালো লাগল। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: পুনরায় ফিরে এসে আমার ব্যাখ্যাটি ভাল লাগার কথা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

৯| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর অবয়বে মিষ্টি রোমান্টিক কবিতা!

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: মিষ্টি রোমান্টিক কবিতা -- আপনার এ মিষ্টি মন্তব্য অশেষ প্রেরণা দিয়ে গেল। + + এর জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।

১০| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:
পূর্ণিমায় ঘরে থাকব? অসম্ভব! পূর্ণিমায় রাস্তায় হাঁটতেই বেশি আনন্দ আমার।

প্রথম প্লাসটা আমিই দিয়ে গিয়েছিলাম। তখন অবশ্য কবিতাটা পড়িনি।

পিলো টক নিয়ে বলতে গেলে মোটামুটি বড়সর টক শো ই হয়ে গেল।

আপনার ব্যাখ্যা পড়ে - শব্দটার সমার্থক কিছু মাথায় আসলো।

যত অচেনা গল্পের কথা। বিছানায় শুয়ে মন ভোলানো
কিছু পিলো টক করতে করতে, ঘুমিয়ে পড়ার আগেই
আমি মনে মনে এঁকে নেব এক নতুন কবিতার খসড়া।


এটাকে লেখা যায়,
যত অচেনা গল্পের কথা। বিছানায় শুয়ে মন ভোলানো
অন্তরঙ্গ কিছু কথা বলতে বলতে, ঘুমিয়ে পড়ার আগেই
আমি মনে মনে এঁকে নেব এক নতুন কবিতার খসড়া।

অর্থ ঠিক থাকলেও এতে কাব্যিক ধারাটা থাকবে কিনা তা জানি না। শুধু মনে হল - সবগুলো বাংলা শব্দের মাঝে দুইটা ইংরেজী শব্দ বেখাপ্পা লাগছে। ঐ দুই শব্দও বাংলাতেই থাকুক।
কবিতার ভাব আমি অতটা বুঝি না - উহা কবিসমাজই ভাল বুঝবে।

যাই হোক - কবিতা ভাল লাগলো।

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাসটা আমিই দিয়ে গিয়েছিলাম। তখন অবশ্য কবিতাটা পড়িনি -- কবিতা না পড়েই প্লাস?? যাক, তবুও সেটা পেয়ে অনেক খুশী হ'লাম।
পূর্ণিমা কাউকে গৃহত্যাগী করে, কাউকে গৃহমুখী।
অন্তরঙ্গ তো লিখতেই পারতাম, তবে ওটাতে ঠিক 'পিলো টক' এর ছবিটা আসেনা।
বেখাপ্পা দুটো ইংরেজী শব্দ ব্যবহারের পরেও কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্য ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: আহা! দারুণ রোমান্টিক এক দৃশ্যপট। পিলো টক শব্দটির সাথে পরিচিত হলাম, এবং এর ব্যাখ্যাও পেলাম। পছন্দ হইছে।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: পছন্দ হইছে -- প্রীত হইলাম! সেই সাথে প্লাসেও অনুপ্রাণিত।
উদার প্রশংসার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর | জোছনার ঝড়ে ভেসে উড়ে যাবে জীবনের গ্লানি | বাঁধনহারা প্রেম সিক্ত হবে শীতল রূপালী আলোর বৃষ্টিতে | এমন আলোঝরা রাত বার বার ফিরে আসুক আপনার জীবনে | শুভকামনা অফুরান |

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর কাব্যিক প্রশংসায় ভীষণ অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন, অরুনি মায়া অনু।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪

পুলহ বলেছেন: মন ভোলানো পিলো টক... ভালো লেগেছে। আমি কবিতা ইন্টেলেকচুয়ালি হয়তো অতটা বুঝি না, তবে ইমোশন দিয়ে অনুভব করার চেষ্টা করি- এই যা। আপনার প্রতি-মন্তব্যে অনেক বেশি সম্মানিত বোধ করলাম।
শুভকামনা শ্রদ্ধেয় খায়রুল আহসান।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: আমি কবিতা ইন্টেলেকচুয়ালি হয়তো অতটা বুঝি না, তবে ইমোশন দিয়ে অনুভব করার চেষ্টা করি -- সেটা আপনার মন্তব্য থেকে বেশ বোঝা যায়।
আপনার প্রতিও আন্তরিক শুভকামনা রইলো। ভাল থাকুন।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: আপনার কবিতার গায়ে জ্যোৎস্না লেগে থাকতে দেখলাম । খুব ভালো লাগলো ।

আর কমেন্ট ও উত্তরগুলোও পড়েছি । ওগুলোও খুব ভালো লেগেছে ।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতার গায়ে জ্যোৎস্না লেগে থাকতে দেখলাম -- খুবই ভাল লাগলো আপনার এ ছোট্ট বাক্যটুকু। ধন্যবাদ।
কবিতা, মন্তব্য, প্রতিমন্তব্য- এসব কিছুই আপনার ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার স্বাহা হবো কবিতায় আমার মন্তব্যের উত্তরে যা বলেছেন, সেটাও খুব ভাল লেগেছে।
ভাল থাকুন। আরো সুন্দর সুন্দর কবিতা লিখে যান... সমৃদ্ধ হোক আপনার কবিতার ভান্ডার।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ও মন্তব্য অনেক ভালো লেগেছে। আপনার অবসর আরো ভালো কাটুক। আরো অনেককাল বেঁচে থাকুন,এই দোয়া থাকলো। আপনাকে অভিবাবক মানছি।

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ আন্তরিক শুভকামনার জন্য।
কবিতা ও মন্তব্য অনেক ভালো লেগেছে -- প্রীত হ'লাম তা জেনে।
মন্তব্যে অনুপ্রাণিত ও সম্মানিত বোধ করছি।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগা রেখে গেলাম ।

ভালো থাকুন,ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, শাহরিয়ার কবীর। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৭| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!:)

অনেক ভালোলাগা ++

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, অনেক ভালোলাগায় ++ অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.