নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্যের প্রতি ভালবাসার বার্তা

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

এখানে কোন সাবমেরিন কেবল নেই,
কোন ওয়াই ফাই সংযোগও নেই,
ইথারে কোন কন্ঠ ভেসে আসবে না-
বার্তা বিনিময়ের কোন সুযোগ নেই!

তবে আছে বার্তা প্রেরণের একমুখী পথ,
প্রেরক থাকবে দাঁড়িয়ে, আনত আননে।
প্রাপক নিদ্রিত, অসাড়, অন্তিম শয়নে।
অসাড় দেহেও সে রবে জাগ্রত মননে।

প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!

পাদটীকাঃ গত ০৫ ডিসেম্বর ২০১৬ তারিখে একজন প্রয়াত সহকর্মীর দাফনে অংশগ্রহণকালে তার জন্য প্রস্তুতকৃত কবরের দিকে যখন তাকিয়ে ছিলাম, তখনই এ ভাবনাগুলো মাথায় আসে।

ঢাকা
১৩ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: গভীর শোকাবহ এবং অর্থবোধক একটি লেখা....

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

ধ্রুবক আলো বলেছেন: লেখাটায় চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। কবরে কোন কিছুই নেই, মৃত্যুর পর সব পৃথিবীর সব প্রয়োজন শেষ! একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।

আপনার প্রয়াত সহকর্মির মাগফেরাত কামনা করছি; আল্লাহ্ উনাকে বেহেশ্ত নছীব করুক।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: আমার প্রয়াত সহকর্মীর মাগফেরাত কামনা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কবরে কোন কিছুই নেই, মৃত্যুর পর সব পৃথিবীর সব প্রয়োজন শেষ! একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে - আপনি ঠিকই বলেছেন এ কথাগুলো।
শুভেচ্ছা রইলো।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হৃদয়ে দাগ কেটে দিল আপনার অসাধারণ পক্তিমালা। আল্লাহ মরহুমকে বেহেস্তের সুউচ্চ স্থান দান করুন আমিন।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: মরহুমের জন্য আপনার এ দোয়া আল্লাহ কবুল করুন! মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতায় প্রথম প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন!

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

জগতারন বলেছেন:
প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!


অসাধারন কথামালা।
মরহুম-এর রূহের মাগফেরাত প্রার্থনা করি করুনাময় সৃষ্টিকর্তার প্রতি।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

জগতারন বলেছেন:
প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!


অসাধারন কথামালা।
মরহুম-এর রূহের মাগফেরাত প্রার্থনা করি করুনাময় সৃষ্টিকর্তার প্রতি।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: একদিন সবাইকে যেতে হবে........চমৎকার লিখেছেন।
+।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
বিজয়ের শুভেচ্ছা!

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

অগ্নিবেশ বলেছেন: মরবো বলে করবো না,
বাঁচলে খাবো কি?

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: ঠিক বুঝলাম না, তাই উত্তরও দিতে পারলাম না।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

ক্লে ডল বলেছেন: আপনার সহকর্মীর আত্নার মাগফেরাত কামনা করি।

আপনার উপলব্ধি আমোঘ সত্য।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, ক্লে ডল। কবিতায় প্লাস দেয়ার জন্য কৃতজ্ঞতা।
অনুপ্রাণিত হ'লাম।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সহকর্মীর আত্নার মাগফেরাত কামনা করি।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: হুম শুধুই নিরব প্রার্থনা, এছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয়। মৃতব্যক্তির প্রতি গভীর ভালবাসা প্রকাশের এই একটি মাধ্যমই খোলা থাকে। অনুভূতির সুন্দর প্রকাশ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: মৃতব্যক্তির প্রতি গভীর ভালবাসা প্রকাশের এই একটি মাধ্যমই খোলা থাকে -- কবিতার নির্যাসটুকু এভাবে ব্যক্ত করে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অরুনি মায়া অনু। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: উন্নত ভাবনার কথা । আপনার সহকর্মী জান্নাতবাসী হোন আল্লার কাছে সে দোয়াই করি ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ডঃ এম এ আলী, আপনার এ নেক দোয়ার জন্য। মন্তব্যে প্রেরণা পেলাম।
শুভেচ্ছা জানবেন।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সাহসী সন্তান বলেছেন: খুব টাচি একটা কবিতা! মাত্র বার লাইনের এই কবিতার শব্দ গুলো মন খারাপ করে দেওয়ার পক্ষে যথেষ্ট! ফুট নোটটা পড়ে মনটা আরো খারাপ হয়ে গেল! :(

আপনার প্রয়াত সহকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি! আপনিও ভাল থাকবেন!

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: সময় করে আমার এ কবিতাটা পড়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ, সাহসী সন্তান। আবার প্লাসের তালিকাতেও নাম রেখে গেছেন, সেজন্য কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অতলে ছুঁয়ে গেল। মুগ্ধতা। ভালোলাগা। +++++

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা সাধারণতঃ পাঠকের মন পায় না। সে জায়গায় এটা অতলে ছুঁয়ে গেল জেনে গর্বিত বোধ করছি।
মুগ্ধতা, ভালোলাগা আর +++++ গুলো অনেক প্রেরণা দিয়ে গেল!
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের ছবি দিয়ে পদ্য লেখা, ভালো লাগেনি

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রতি সম্মান জানিয়ে আমি ছবিটা মুছে ফেলেছি।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

কানিজ ফাতেমা বলেছেন: এমন ঘোরতর সত্যে খুব মন খারাপ হয়ে যায় । আপনার সহকর্মীকে আল্লাহ জান্নাত দান করুন ... আমিন ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন:
প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!


..........আপনার প্রয়াত সহকর্মী যেকানেই থাকুক ভালো থাকুক এই কামনা করছি।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং আমার প্রয়াত সহকর্মীর প্রতি এই শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

আছে বহুমূখি অপশন যদি রয় ক্বলবে এক্টিভশন :)

শুধু পার্থিব ধ্যানে
দেয়নি নজর অন্য জ্ঞানে
অথচ জ্ঞানীজন
অবাধে করে আহরণ
তত্ব, তথ্য সত্য
পায় জীবেনর ওপারের জীবন :)

ভাল লাগল ভাবনায়। ++++

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আছে বহুমূখি অপশন যদি রয় ক্বলবে এক্টিভশন -- বাহ, বাহ! চমৎকার কথা বলেছেন!
দেয়নি নজর অন্য জ্ঞানে
অথচ জ্ঞানীজন
অবাধে করে আহরণ
তত্ব, তথ্য সত্য
পায় জীবেনর ওপারের জীবন
- এটা একটা বিরাট মটিভেশন, ধন্যবাদ।
আপনার অনেক পুরনো একটা পোস্ট হুজুর যা বলে তাই--ই সত্য পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

রানা আমান বলেছেন: আপনি খুবই ভালো লেখেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: এমন পষ্টাপষ্টি প্রশংসা খুব কমই পাই। অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরটা আপনার জন্য সুখ ও সাফল্যের বছর হয়ে উঠুক!

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: মৃত্যু- শূন্যতার নিমন্ত্রন পত্র!

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: মৃত্যু- শূন্যতার নিমন্ত্রন পত্র!- আমি এ ব্যাপারে নিশ্চিত নই, হয়তো কেউই তা হতে পারেনা। তবে মৃত্যু যে এক অনিশ্চয়তার পথে নবযাত্রা, এ কথা তো বলা যায়!
মন্তব্যের জন্য ধন্যবাদ। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২২

রাবেয়া রাহীম বলেছেন: অমোঘ বিধান মেনে নিয়ে কি দারুন অকপটে হৃদয়ের আকুতি বলে গেলেন ভাইয়া! সত্যি আব্গতারিত হয়েছি। ভালো থাকবেন অনেক। আপনার সুসাসথ্য কামনা করছি

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ২০১৭ আপনার জন্য হয়ে উঠুক সুখ ও সাফল্যের, আশাপূরণ আর অর্জনের বছর।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: কবিতা থেকে নির্বাসন চাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: কেন কবি? দয়া করে ব্যাখ্যা করুন প্লীজ!

২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভাষায় ও বক্তব্যে তাৎপর্যপূর্ণ একটি কবিতা।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
নতুন বছরের জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা! কোন মন খারাপের কারণ যেন আপনাকে কখনো ব্লগ বিমুখ করে না দেয়, সে কামনাই করে যাবো। (আপনার মুখোশই সত্য! - লেখাটা থেকেই এ আশঙ্কার জন্ম)

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার প্রয়াত সহকর্মীর আত্মার মাগফেরাত কামনা করি ।

এই জীবন, এই মৃত্যু এর মাঝে কোন অবস্থান নেই । যা আছে তা আপনার কবিতার মতই । অথবা হয় কিছু লেনাদেনা হৃদয়ে হৃদয়ে কোন অজানা কক্ষপথে !

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: আমার প্রয়াত সহকর্মীর আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনেক ধন্যবাদ।
অথবা হয় কিছু লেনাদেনা হৃদয়ে হৃদয়ে কোন অজানা কক্ষপথে ! - চমৎকার বলেছেন কথাটা। মুগ্ধ হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: একজন সহব্লগারের প্রতি সন্মান জানানো নীজেরই মহানুবতার অপরূপ প্রকাশ । তবে আন্তিমে সেখানেইতো যেতে হবে , কার যে কখন ডাক আসে কে জানে, চোখের সন্মূখে ওটা যদি থাকে অনুভবে আসবে তা অনুক্ষন , তার প্রভাবটাও বিলক্ষন পড়বে নীজ কর্ম ও আচরণে । অনেক খুঁজে পেতে নীজ আলয়টি আমি বেছে নিয়েছি গুরস্থানের একেবারে পাশে, সর্বক্ষন যেন তা মনে বাজে দিবস ও রজনীতে । তাই আমার কাছে খুব ভাল লেগেছিল ওটা লিখাটির পাশে থাকাতে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার সুচিন্তিত এবং স্পষ্ট মন্তব্যের জন্য ধন্যবাদ, ডঃ এম এ আলী। কবিতাটি যেদিন লিখেছি এবং পোস্ট করেছিলাম, সে দিনটি ছিল আমার জন্মদিন। জন্মদিনে কেন যেন মৃত্যু ভাবনাটাই আমাকে ঘিরে রেখেছিল।
ক্ববরের ছবি দেখতে সবার ভাল লাগেনা। একজন আপত্তি জানিয়েছিলেন বলে নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবে ছবিটা তুলে নিয়েছি।
আপনার মনযোগী পাঠ, সুবিবেচিত মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

পুলহ বলেছেন: "প্রেরক থাকবে দাঁড়িয়ে, আনত আননে। "-- আনত নয়নে হবে কি??
খুব টাচি কবিতা। সম্ভবত আপনার হৃদয় থেকে একান্ত উৎসারিত দেখেই কবিতার ভাবনাগুলো শত হৃদয় স্পর্শ করে যাবে।
আপনার সহকর্মীর জন্য প্রার্থনা, পরম করুণাময় উনাকে ক্ষমা করুন। এবং আমাদের সবাইকেও।
শুভকামনা শ্রদ্ধেয়

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: অনলাইন অভিধানে দেখলাম, "আনন" শব্দটার মানে মুখ, বদন, মুখমন্ডল, ইত্যাদি। তাতে মনে হচ্ছে প্রেরক থাকবে দাঁড়িয়ে, আনত আননে লাইনটা ঠিকই আছে। এখানে বার্তা প্রেরক হচ্ছে মৃত ব্যক্তির নিকটজন এবং শুভার্থীরা। তারা নতমুখে দাঁড়িয়ে মনে মনে মৃত ব্যক্তির জন্য বার্তা (দোয়া) প্রেরণ করছেন/করবেন, এমন একটা ধারণা থেকেই ঐ লাইনটা লিখেছি।
সম্ভবত আপনার হৃদয় থেকে একান্ত উৎসারিত দেখেই কবিতার ভাবনাগুলো শত হৃদয় স্পর্শ করে যাবে। ভীষণ প্রেরণাদায়ক একটা মন্তব্য রেখে গেলেন পুলক, এজন্য আন্তরিক ধন্যবাদ!
ভাল থাকুন, দোয়া ও শুভকামনা রইলো...

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন...

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
প্রার্থনারত মনের চেয়ে সুন্দর মন আর দ্বিতীয়টি নেই। প্রার্থনা রইল আপনার প্রয়াত সহকর্মীর জন্য। জান্নাতবাসী হোক সে দোয়া করি!

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসে দারুণ অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
একটু বিরতির পর আপনি পুনরায় ব্লগে ফিরে এলেন... ভাল লাগছে।

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

ANIKAT KAMAL বলেছেন: এ‌তো ভা‌লোলাগা স্ষটার প‌রে অাপনার প্রতি

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, যদিও স্ষটার প‌রে কথাটার মানে বুঝতে পারিনি।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আমি এ যাবত যতগুলো লেখা পোস্ট করেছি, তার মধ্যে আমার এ কবিতাটাই সর্বাধিক পঠিত (৯০৫)।
ব্যাপারটা লক্ষ্য করে প্রীত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.