নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
শকুনির অশুচি গলায় আজ শোভা পায়
কপট শান্তির ঝলমলে পদক,
যদিও তার তীক্ষ্ণ চঞ্চু আর নখের আঁচড়ে
বিলুপ্ত হয়ে গেছে মানবতার নামফলক।
গেরুয়া বসনে শান্তির ললিত বাণী জপে
অহোরাত্রি নির্বাণ লাভের কপট বাসনায়-
যারা জগতের সকল প্রাণীর সুখশান্তি চায়,
মানবতা কাঁদে আজ তাদেরই নৃশংসতায়!
অধোবদনে স্বর্গে বসে কাঁদে আজ মহামতি
তাঁর আনত আননে বহে জলের ধীর গতি।
বিশ্ববিবেক স্তব্ধ, কষছে হিসেব লাভক্ষতির
দ্বিধায় দোদুল্যমান কেন বিবেক স্বজাতির?
খুলে দাও দুয়ার, আশ্রয় দাও বিপদাপন্নকে
ভাগ করে নাও দুমুঠো অন্ন, তাদেরই সাথে।
শান্তির পদক খুলে নাও শকুনির গ্রীবা থেকে
ঊর্ধ্বে ওড়াও মানবতার সবুজ পতাকাটাকে।
সোচ্চার হও বুলন্দ কন্ঠে, বন্ধ কর নির্যাতন!
মেকী সভ্যতার মুখোশ আজ কর উন্মোচন!
জয় হোক মানবতার, পতন হোক বর্বরতার,
শান্তির শুভযাত্রায় অবসান হোক উন্মাদনার!
পাদটীকাঃ আমার এ কবিতাটি মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি উৎসর্গিত। আজ সকালে বিদ্রোহী ভৃগুর ক্ষমা করো হে তোহাইত! শীর্ষক কবিতাটি পড়ে অনুপ্রাণিত হয়ে এ কবিতাটি লিখেছি।
ঢাকা
১৯ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতাটি পড়ে নির্যাতিতদের প্রতি যে সমবেদনা প্রকাশ করে গেলেন, তাতে কবিতাটি সার্থক হলো।
শুভেচ্ছা জানবেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: অনেক আগে মহামারির আকারে দেখা দেয়ার আগেই রোহিঙ্গাদের নিয়ে লেখায় আমাকে চুপ করিয়ে দেয়া হয়েছিল।। আর আজ যখন.....।। কবিতা যদিও অবোধ্য কিন্তু ভাবতো নয়।। এমন বিন্দু বিন্দু করেই তো মহা কিছু হবে।। কবিতা,গানে, লেখায় উউুক প্রতিবাদ ।। ধন্যবাদ।।
২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা যদিও অবোধ্য কিন্তু ভাবতো নয় -- কবিতাটি কি আসলেই অবোধ্য হয়েছে, সচেতনহ্যাপী?
কবিতা,গানে, লেখায় উঠুক প্রতিবাদ -- জ্বী, আমিও সেটাই চাই। জগতের সকল সংখ্যালঘুদের অবস্থান নিরাপদ হোক!
অনেকদিন পর আমার কোন লেখায় এসে মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ের মাসের শুভেচ্ছা জানবেন।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: দারুন অনুভবের কবিতা । কামনা করি মানবতা জেগে উঠুক,
অশান্তির প্ললেপে মাখা শান্তির পদক ধুলায় মিশে যাক
নির্যাচিত মানবতার আর্তনাদে । সাম্রাজ্যবাদী খল নায়কেরা
বুঝে নিক সচেতন জনতা উঠছে জেগে নিভাতে শকুনীর
হিংস্র থাবা ।
শুভেচ্ছা রইল
২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করে এখানে সমব্যথী ভাবনা ব্যক্ত করে যাওয়ার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি, ডঃ এম এ আলী।
শুভকামনা রইলো, ভাল থাকুন সব সময়।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন দ্রোহের কবিতায় অভিবাদন কবি।
এই অমর সৃষ্টিতে এই অধমের কবিতার প্রেরণার স্বীকৃতি দেখে পুলকিত হলাম অনেক অনেক।
ভীষন রকম হিপোক্রেট সভ্যতায় চাই রবী ঠাকুরের আধমরাদের ঘা মেরে তুই বাাঁর মতো আঘাত
চাই নজরুলের ঝাকড়া চুলের দ্রোহ- চেঙ্গিস হালাকু আর কালাপাহাড়ের চেতনা!
মিষ্টি কথায় যে তারা ভোলবার নয়!
তারা মিথ্যুক, তারা স্বার্থপর। তারা সুশীলতার আড়ালে ভন্ড!
২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা পড়েই যে এ কবিতাটি আমার মাথায় এসেছিলো, সে কথা গতকালই একটা মন্তব্যে বলে গিয়েছিলাম। আজ সেটার আনুষ্ঠানিক উল্লেখ করলাম।
চমৎকার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
কবিতায় একমাত্র প্লাসটিও আপনার কাছ থেকেই পাওয়া। সেজন্য কৃতজ্ঞতা!
শুভেচ্ছা জানবেন, কবি।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
আলোরিকা বলেছেন: 'গেরুয়া বসনে শান্তির ললিত বাণী জপে
অহোরাত্রি নির্বাণ লাভের কপট বাসনায়-
যারা জগতের সকল প্রাণীর সুখশান্তি চায়,
মানবতা কাঁদে আজ তাদেরই নৃশংসতায়! ' ---- দারুণ !
দ্রোহের আগুন উঠুক জ্বলে
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: দ্রোহের আগুন উঠুক জ্বলে - চমৎকার বলেছেন। উদ্ধৃতি ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ!
আপনার পুরনো পোস্ট একা আমি! পড়ে সেখানে একটি মন্তব্যে রেখে আসলাম, যা "সাম্প্রতিক মন্তব্য" কলামে দেখাচ্ছেনা।
শুভকামনা রইলো...
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: জয় হোক মানবতার, পতন হোক বর্বরতার,
শান্তির শুভযাত্রায় অবসান হোক উন্মাদনার! -- ভালো লিখেছেন।
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
কবিতা এক জোরালো মাধ্যম, কবিতা হলো সমাজের হৃদয়ের কথা; কিন্তু রোহিংগাদের নিয়ে যা চলছে, সুচী তাতে ১ম থেকে ছিলো না।
রোহিংগাদের উপর খড়গ নেমে আসার পর, তারা সঠিক পথে এগুতে পারেনি, ক্রমাগতভাবে ভুল করে আসছিল; তারা দেশবাসীর সাথে প্রতিকুল অবস্হায় থেকে সরকারের বিপক্ষে অস্ত্র ধরেছিল; সেটা ছিল নিজের পায়ে কুঠার মারা; তাদের লুকাবার জায়গাও রলো না।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: সুচিন্তিত মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: মানবতা জেগে উঠুক!!
কবিতা সুন্দর হয়েছে কবি!
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রািত হ'লাম।
বিজয়ের মাসের শুভেচ্ছা জানবেন।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
অতৃপ্তচোখ বলেছেন: 'জয় হোক মানবতার, পতন হোক বর্বরতার'
এই কথাটুকুর জয় হোক। পুরোটাই ভালো লেগেছে স্যার।
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি অবোধ্য বলতে আমার নিজের কথাই বুঝিয়েছি।। আমি নিজেই কবিতা বুঝি না ।।ধন্যবাদ।।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ অনেক, ফিরে এসে এ ব্যাখ্যাটুকু রেখে যাবার জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্ভাগ্য এই যে, একটি রাষ্ট্র যারা মনে করে জীব হত্যা মহাপাপ তারাই আজ অত্যাচারীর খড়গ হাতে! ধিক্কার। আজ বিশ্বের সকল মানবতাবাদীকে কবি নজরুলের মত উচ্চারণ করতে হবে-
আমি বিদ্রোহী রণ ক্লান্ত-
সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দনরোল
আকাশে বাতাসে রণিবে না,
অত্যাচারীর খড়গ - কৃপাণ ভীম রণভূমে রনিবে না,
আমি সেই দিন হব শান্ত!
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
একটি রাষ্ট্র যারা মনে করে জীব হত্যা মহাপাপ তারাই আজ অত্যাচারীর খড়গ হাতে! - এ কথাটাই আমিও কবিতায় বলেছি।
আপনার তোমাদের কোলাহলে আজও কান পেতে শুনি লেখাটা পড়ে একটা মন্তব্য পোস্ট করলাম, কিছুক্ষণ ধরে একটা গোল চক্রেও ঘুরতে ঘুরতে থেমে জানালোঃ একটা ভুল পাওয়া গেছে। লেখাটিতে লেখক কোন কমেন্ট গ্রহণ করবেন না।
তাই নাকি? পন্ডশ্রম হলো!
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় লেখক, সেটিংস জনিত সমস্যার কারনে এমনটি হয়েছিল। এখন ঠিক করে দিয়েছি। আশা করি আপনার মন্তব্য পাব।
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা! ঠিক আছে, আবার যাচ্ছি সেখানে।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
ভ্রমরের ডানা বলেছেন: এই যে কবিতার লিংকটি
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য করে এলাম।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: জয় হোক মানবতার, পতন হোক বর্বরতার,
শান্তির শুভযাত্রায় অবসান হোক উন্মাদনার!
কবিকে শুভ কামনা, বিনম্র শ্রদ্ধা জানাই, এরকম একখানা কবিতা লেখার জন্য...!
যারা অসহায় মানুষের উপর নির্যাতন চালায় তারা মানুষ নয়, পশুর চেয়েও নিকৃষ্ট।।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
যারা অসহায় মানুষের উপর নির্যাতন চালায় তারা মানুষ নয়, পশুর চেয়েও নিকৃষ্ট - একমত।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: আমাদের মনবতা কোথায় গিয়ে ঠেকেছে ভাবতেও লজ্জা হয়। টিভি নিউজ দেখে শুধু আফসোসের মধ্যেই সীমাবদ্ধ। আসলেই কি আমরা মানুষ হবার যোগ্যতা রাখি। বিদেশী দামি কুকুরকে কোলে বসিয়ে দামি বিস্কিট খাওয়ানো হয় একই সাথে একবিন্দু পানির অভাবে মরছে মানুষ। নাহ ক্ষমা নাই আমাদের। কবিতাটা পড়ে বেদনায় ভরে উঠল মন।