নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বইঃ

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বই “প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই”। এটা কবিতার বই- মানব প্রেম, প্রকৃতির প্রেম এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার প্রেম, এই তিনটি থীমই কবিতাগুলোর মূল উপজীব্য বিষয়। কবিতার প্রতি অনেক পাঠকের যেমন অনীহা আছে জানি, আবার অনেকের ভালবাসাও আছে সেটাও জানি। একুশের বইমেলায় নতুন কথাশিল্পী, ঔপন্যাসিক, রম্য লেখক এবং ভ্রমণ কাহিনী লেখকদের বই তবুও কিছুটা চলে, কিন্তু সেই তুলনায় নতুন কবিদের বই তেমন চলেনা, চলবেনা- সেটাও গতবারের বইমেলায় বেশ কিছুদিন ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে জেনেছি। তবুও, বইটি প্রত্যাশিত তারিখের তিনদিন পূর্বেই একুশে বইমেলার নির্ধারিত স্টলে তার ঠিকানা খুঁজে পেল, এ তথ্যটুকু বন্ধুদের সাথে শেয়ার করতে পেরে খুব আনন্দ বোধ করছি।

বলাই বাহুল্য, প্রকাশনার এই প্রচন্ড চাপের মরশুমে যখন লেখকদের বই প্রকাশনার তারিখ কেবল পিছিয়েই যায়, সেখানে আমার এ বইটির ক্ষেত্রে তিন দিনের সময় সংকোচন সম্ভব হয়েছে প্রকাশকের আন্তরিক প্রচেষ্টায়। সেজন্য তাকে এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বইটির উপর সহৃদয় পাঠকদের মন্তব্য ও পাঠ-প্রতিক্রিয়া স্বাগতম।

“প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই” এর প্রকাশক জাগৃতি প্রকাশনী
স্টল নম্বর ১৫৯-১৬০, অমর একুশে গ্রন্থমেলা-২০১৭।
(মেলার "তথ্যকেন্দ্র" এর কাছাকাছি, উত্তর পূর্ব কোণে)

ঢাকা
১৭ ফেব্রুয়ারী ২০১৭

মন্তব্য ৯০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



দুরে থাকায় সংগ্রহ করা সম্ভব হচ্ছে না; পরে চেস্টা করবো; শুভ কামনা রলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

খায়রুল আহসান বলেছেন: পরে চেস্টা করবো -- এ ইচ্ছেটুকু ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে অনুপ্রাণিত।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

পলাশমিঞা বলেছেন: আহসান সাহেব আপনার বইর সফলতা কামনা করছি।

আপনার জন্য শুভ কামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০

খায়রুল আহসান বলেছেন: আমার বই এর সফলতা কামনা করার জন্য অনেক ধন্যবাদ, পলাশমিঞা। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:
অনেক অভিনন্দন রইল।
বইয়ের সফলতা কামনা করি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আরজু পনি। বইয়ের সফলতা কামনা করায় অনুপ্রাণিত বোধ করছি, যদিও জানি, এটা কবিতার বই!
শুভেচ্ছা জানবেন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

জাহিদ অনিক বলেছেন: বাহ ! জাগৃতি থেকে । বই এর মলাট ও নাম আমাকে আকৃষ্ট করেছে । আপনাকে কবে স্টলে পাওয়া যাবে ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯

খায়রুল আহসান বলেছেন: বই এর মলাট ও নাম আমাকে আকৃষ্ট করেছে - এ মন্তব্যটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।
আমি আগামীকাল সকাল ১১ টার পরে বইমেলায় যাব বলে আশা রাখি। এরপর থেকে প্রতিদিনই মেলা শেষ না হওয়া পর্যন্ত বিকেল থেকে উপস্থিত থাকার আশা রাখি।
মন্তব্যের জন্য ধন্যবাদ, জাহিদ অনিক। শুভেচ্ছা রইলো...

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

নেয়ামুল নাহিদ বলেছেন: অভিনন্দন :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, নেয়ামুল নাহিদ। প্রাণিত হ'লাম।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৭

পুলহ বলেছেন: অভিনন্দন স্যার।
আন্তরিক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৬

পলাশমিঞা বলেছেন: শুভ কামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: পুনর্বার মন্তব্যের জন্য আরো অধিক অনুপ্রাণিত। শুভেচ্ছা...

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩২

উম্মে সায়মা বলেছেন: আপনার বইয়ের সাফল্য কামনা করছি...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, উম্মে সায়মা। মন্তব্যে অনুপ্রাণিত।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

নাগরিক কবি বলেছেন: শুভ কামনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

সুমন কর বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইলো ....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো,

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো। প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা, তবে এবার মেলায় মনে হয় যাওয়া হবেনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তবে একটি দিনের জন্যেও মেলায় আসতে পারবেন না জেনে খারাপই লাগছে। দুই একজন বন্ধু বান্ধব নিয়ে এলে কিংবা মেলায় পরিচিত কারো সাক্ষাৎ পেয়ে গেলে সময় কাটানো কোন ব্যাপার নয়।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!
গুড গুড ভেরী গুড!!!!!!!!!!!!!!!

অনেক অনেক ভালো লাগলো!!!!!!!!!!!!!!!

:) :) :)

অনেক অনেক শুভকামনা!!!!!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, এই গুড গুড ভেরী গুড! এর জন্য।
আজ সকালে মেলায় গিয়েছিলাম। আপনার বইটাও এক কপি নিয়ে এসেছি।
শুভেচ্ছা...

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

পলাশমিঞা বলেছেন: আমার পোস্টে আপনি মন্তব্য করেছিলেন, আমি হয়তো দেরিতে উত্তরে দিয়েছিলাম। মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন।

দোয়া কাম্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: ভাই পলাশমিঞা, নোটিফিকেশন বিভ্রাটের কারণে অনেকের অনেক মন্তব্যই নজরে আসেনা। আর পুরনো পোস্ট হলে তো কথাই নেই।
তাই মনে কষ্ট নেয়ার তো প্রশ্নই আসেনা।
দোয়া কাম্য। -- আপনিও আমাকে দোয়ায় রাখবেন।
মন্তব্যে প্রীত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

গেম চেঞ্জার বলেছেন: শুভকামনা খায়রুল ভাই! :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: @ গেম চেঞ্জার,
:) :) :)
Much pleased to have your comment and the smile!
Thanks!

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সত্যি?!!! এটা কি দুপুরেই স্টলে ছিল??

দূরে থাকায় আমি বইমেলায় যেতে পারছি না বলে এক বন্ধুকে আমার বইয়ের তালিকা দিয়েছিলাম। বলেছিলাম ২০ তারিখের পর যেতে। কিন্তু তার কর্মজীবনের ব্যস্ততায় আজ দুপুরেই যাওয়া সম্ভব ছিল বলে আমার মন খারাপ হচ্ছিল। কারণ তালিকায় এই বইটির নামও ছিল। এখনো ফোনে তাকে পাইনি বলে কিছু জানতেও পারছিনা। বই পেলে অনেক ভালো লাগবে। আর সাথে একটু খারাপ লাগাও থেকে যাবে। কারণ আমি বইয়ে লেখকদের অটোগ্রাফ সংগ্রহের কথাও বলে দিয়েছিলাম। কিন্তু আপনি তো বোধহয় আজ ছিলেন না। :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার বইটা গতকাল অর্থাৎ ১৭ তারিখ দুপুরে স্টলে এসেছিল।
এত কষ্ট করে আপনাকে বইমেলা থেকে বই সংগ্রহ করতে হচ্ছে, এবং তাও বোধকরি সানন্দেই করছেন, এজন্য আপনার স্পেশাল থ্যাঙ্কস প্রাপ্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বন্ধু যদি আমার বইটা না পেয়ে বা না নিয়ে থাকেন, এবং তার পরেও যদি আপনি বইটা চান, তবে ঠিকানা জানালে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব, এবং অবশ্যই অটোগ্রাফ সহই।
আমি আমার স্টলে দুপুর ১ টা পর্যন্ত ছিলাম, তার পরে চলে এসেছি। আগামী কালকেও বিকেল ৫টার পর থেকে থাকবো বলে আশা রাখছি।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভকামনা থাকলো তৃতীয় প্রকাশনায়।


ভালোবাসার ফুল ফুটুক শুষ্ক হৃদয়েই

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, নাঈম জাহাঙ্গীর নয়ন। অনুপ্রাণিত হ'লাম।
ভালোবাসার ফুল ফুটুক শুষ্ক হৃদয়েই -- সেটাই চেয়েছি। :)

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: দেখি চেষ্টা করে আসা যায় কিনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




অভিনন্দন ।

পাঠকের মনেও ফুল ফুটুক ভালোলাগার ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস। প্রেরণা পেলাম।
পাঠকের মনেও ফুল ফুটুক ভালোলাগার - ফুটুক, সেটাই তো একান্ত কাম্য!
আশাকরি আমার বইটি আপনার হাতে পৌঁছবে। :)

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

অতঃপর হৃদয় বলেছেন: আজ নয়তো কাল আপনার বইটি পড়ব, শুভ কামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয়। খুবই প্রেরণাদায়ক কথা।
শুভেচ্ছা নিরন্তর...

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

কালীদাস বলেছেন: কনগ্রাচুলেশনস :) পার্টি দেন, এখনই হাঁটা দিতাছি !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্কস কালীদাস, মেলা শেষ হোক, পার্টি দেয়া যাবে। এখন দম ফেলার সময় কই?
Love your spirit! Thanks!

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: নাহ! সকালে গিয়ে আপনার বই নাকি পায়নি। শুধু তাই নয় শায়মাপু, নাহিদ ভাই উনাদের বইও পায়নি। আমি কারণ বুঝলাম না। কেবল চারটি বই পেয়েছে। এবং উইদাউট এনি অটোগ্রাফ! লেখকরা নাকি ছিলেন না।বুঝুন তাহলে। এসব শুনে আমার মন তখন কতটাই খারাপ হয়েছে সেটা নাই বলি।

তবে এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মেইল ঠিকানা দিন :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: মেল-ঠিকানা তো আমার প্রোফাইলেই আছে- "আমার পরিচয়" এ।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: বইমেলায় কবে যাবেন, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: আজ বিকেল বা সন্ধ্যে থেকে সেখানে থাকার ইচ্ছে আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা...

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৬

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ্র শুভ কামনা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিস্ট চেক করে দেখলাম সংগ্রহের তালিকায় বইটি ৮ নম্বরে আছে। :)
কবি ও কাব্যগ্রন্থের জন্য শুভ কামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আশাকরি দেখা হবে বইমেলায়, এরই মধ্যে কোন এক দিন।
শুভেচ্ছা...

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬

অরুনি মায়া অনু বলেছেন: অভিনন্দন জানাচ্ছি। সম্ভব হলে অবশ্যই সংগ্রহ করব। শুভকামনা অফুরান।
আপনার কবিতা স্থান পাক, সবার হৃদয়েই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এই শুভকামনার জন্য। অনেক শুভেচ্ছা...

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

শিখা রহমান বলেছেন: অনেক অনেক অভিনন্দন আর বইটির সাফল্য কামনা করছি। শুভকামনা রইলো। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, লেখাটি পড়ার জন্য এবং বইটির সাফল্য কামনা করার জন্য।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

ধ্রুবক আলো বলেছেন: আমি আমার যত বন্ধু আছে সবাইকেই আপনার বইয়ের কথা বলেছি। আমি তো নেবোই,
পিন পোস্টে আপনার কমেন্ট দেখলাম। আমি চেষ্টা করবো আরো অনেকের কাছে আপনার বইয়ের কথা জানানোর, ইনশাআল্লাহ্।
আশা রাখি অনেক সাড়া পাবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

খায়রুল আহসান বলেছেন: কী বলে যে আপনার এ অমূল্য অবদানটুকুর স্বীকৃতি দেব, তা ভেবে পাচ্ছিনা, ধ্রুবক আলো। কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন!
কোন ভাল কাজের বিনিময় আরও ভাল কিছু বই হতে পারেনা। আল্লাহতা'লা আপনাকে উত্তম বিনিময় দান করুন!
ভাল থাকুন সব সময়, এই দোয়া করি।
আপনার সকল মহত প্রচেষ্টায় সাফল্য আপনার দুয়ারে করাঘাত করে যাক!

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

জুন বলেছেন: আপনার বই এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। সাথে আপনার জন্যও রইলো শুভকামনা খায়রুল আহসান।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এ মন্তব্যে। আমার এবং আমার বই এর প্রতি আপনার এ শুভকামনা আমাকে আরো ভাল কিছু লিখতে উদবুদ্ধ করবে।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৬

বৃতি বলেছেন: অনেক শুভেচ্ছা থাকলো :) বই এবং লেখকের সাফল্য কামনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, বৃতি। আমার প্রথম দিকের একটা বা দুটো লেখায় আপনার মন্তব্য পেয়েছিলাম বলে মনে পড়ে। বহুদিন পরে এসে সাফল্য কামনা করে গেলেন। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন!:)
শুভকামনা!:)
কাব্য গ্রন্থের সংখ্যা ৩ থেকে ৩০ এ পৌঁছাক সেই প্রর্থনা করছি!:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, বিলিয়ার রহমান। আপনার এ প্রত্যাশা পূরণ হতে হলে আমাকে আরো বহুগুণ বেশী পরিশ্রম করতে হবে। তবে এ রকম অনুপ্রেরণা পেতে থাকলে কাজটা বেশ সহজ হয়ে যাবে বলে মনে হয়।
কুম্ভিলকদেরকে প্রতিহত করার ব্যাপারে আপনার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করছি। শীঘ্রই আপনার পোস্টে গিয়ে এ কথা জানিয়ে আসবো বলে আশা রাখি।

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা রইল, এগিয়ে যান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

শামীম সরদার নিশু বলেছেন: আপনাকে ফেসবুকে ম্যাসেজ দিয়েছি। একটু খেয়াল করবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

খায়রুল আহসান বলেছেন: আমি ফেইসবুক ব্যবহার করি পারিবারিক সদস্যদের এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও সতীর্থদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। আপাততঃ নতুন কোন বন্ধু যোগ করা বন্ধ রেখেছি। আবার যখন যোগ করা শুরু করবো, আপনার কথা মনে রাখবো।
তবে আপনার আগ্রহে প্রীত হয়েছি। শুভেচ্ছা জানবেন।

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

টুটুল বলেছেন: এ মাসে ছুটি মিলবে কিনা, জানিনা। তবে ঢাকায় এলে অবশ্যই এক কপি সংগ্রহ করবিো। আপনার বই ভালো কাটুক, এই প্রার্থনা রইলো; সে সাথে রইলো শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: ঢাকায় এলে অবশ্যই এক কপি সংগ্রহ করবো -- এই যে ইচ্ছেটুকু ব্যক্ত করলেন, এতেই আমি সন্তুষ্ট। আপনার প্রার্থনা এবং শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কী আকর্ষণীয় একটি নাম.... নিশ্চয়ই কবিতাগুলো হবে সেরকম!

মেলায় গিয়েছিলাম.... আড্ডাও হলো। সেটা ১১ তারিখে...

অন্য কোন দৈবাৎ সুযোগের অপেক্ষায় রইলাম :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: কী আকর্ষণীয় একটি নাম.... নিশ্চয়ই কবিতাগুলো হবে সেরকম! -- পরীক্ষা প্রার্থনীয়! :) :)
মেলায় গিয়েছিলাম.... আড্ডাও হলো। সেটা ১১ তারিখে... -- আমার বইটা মেলায় এসেছে ১৭ তারিখে, আপনি গেলেন ১১ তারিখে। বইটা ১১ তারিখের আগে আসলে আমি জানি সেটার একটা কপি আপনার হাতে থাকতো... :)
অন্য কোন দৈবাৎ সুযোগের অপেক্ষায় রইলাম -- আমিও! :)
ভাল থাকুন, প্রিয় ব্লগার! অধুনা মুখোশাবৃত থাকলেও, আপনার সেই পুরনো হাসিখুশী মুখটা আমি এখনো দেখতে পাই।

৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

ভাবুক কবি বলেছেন: অনেক শুভ কামনা ভাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাবুক কবি। শুভেচ্ছা জানবেন।

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রকাশনার এই চাপের মৌসুমে বইটি তবুও আসতে পেরেছে বই মেলায় । /:) অনেক লেখকের কাছেই শোনা যাচ্ছে সঠিক সময়ে পান্ডুলিপি জমা দেওয়ার পরও বই মেলায় বই আসতে দেরি হয় B:-/ । এই বিষয় গুলো আলোচনায় আসা উচিত । অথচ বই মেলা কে কেন্দ্র করে পাঠক আর লেখকের কতো আগ্রহ থাকে । শ্রদ্ধেয় লেখকের প্রতি রইল শ্রদ্ধা এবং শুভ কামনা । বইটি সংগ্রহ করে খুব শীঘ্রই রিভিও দিব । নিয়মিত লেখা পড়ার প্রত্যাশায় রইলাম । B-) B:-) :-B

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: শোনা যাচ্ছে সঠিক সময়ে পান্ডুলিপি জমা দেওয়ার পরও বই মেলায় বই আসতে দেরি হয় -- আমার ক্ষেত্রে এ কথাটি ঠিক নয়। আমিই এখানে দোষী। পান্ডুলিপি জমা দিয়েছিলাম মেলা শুরু হবার তিন চার দিন পর। তার পরেও প্রকাশকের ঐকান্তিক প্রচেষ্টায় বইটি ১৭ তারিখেই মেলায় চলে আসে।
বইটি সংগ্রহ করে খুব শীঘ্রই রিভিও দিব -- খুবই আশান্বিত হ'লাম এ কথাটি শুনে। অনেক অনেক ধন্যবাদ এ মহতি ইচ্ছে প্রকাশের জন্য। রিভিউ এর জন্য অধীর প্রতীক্ষায় রইলাম। আমিও গত বছর প্রয়াত হুমায়ুন আহমেদ এর স্ত্রী গুলতেকিন খান এর একটা কবিতার বই কিনে (আজও কেউ হাঁটে, অবিরাম) তার উপর একটা রিভিউ সামুতে প্রকাশ করেছিলাম। অন্য একজন কথাশিল্পীর বই এর উপরেও একটা রিভিউ লিখেছিলাম। আজও সামুর বাইরের একজন কবির একটা কবিতার বই এর উপর (চতুষ্কোণ) রিভিউ লিখে পোস্ট করেছি।
নিয়মিত লেখা পড়ার প্রত্যাশায় রইলাম - অনেক ধন্যবাদ। আমিও ইন শা আল্লাহ নিয়মিতভাবেই পড়বো আপনার লেখা।

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:


খায়রুলভাই আপনার সাহায্য চাই।
আমার আসল নিক শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)। আমি বর্তমানে কমেন্ট ব্যান, অন্যের পোস্টে কমেন্ট করতে পারি না। অসুস্হতার কারণে গত কয়েকদিন যাবত ব্লগেও অনিয়মিত। গতকাল থেকে দেখছি আমার নাম বদনামি করে তিনটি নিক অশ্রাব্য ভাষায় মানুষের পোস্টে পোস্টে মন্তব্য করে আসছে। জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিকের মন্তব্য খুব কাছাকাছি হওয়াতে অনেকে বিশ্বাসও করছে। ঐ নিকটাও আসল না, এরা আমার এবং সামুর ক্ষতি করার জন্য এসব করছে।

আপনারা আমাকে সাহায্য করূন। এদের নামে রিপোর্ট করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা।

৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গতকাল মেলায় গিয়েছিলাম। সবচেয়ে বেশি যে আশাটা মনে ছিল, সেটা হচ্ছে আপনার সাথে দেখা করা। আপনার বইএ বউয়ের নামে একটা অটোগ্রাফ নেয়া। আপনি দিব্য প্রকাশে আমাকে খোঁজ করেছিলেন জেনে আগ্রহ আরো বেড়ে গেল।বইটা কিনে হাতে নিয়ে ঘুরছি। কিছু সময় পর পর ঢু মারায়, একজন বললেন- আপনার বোধ হয় উনাকে খুব বেশি দরকার। নিন ফোন নাম্বার। ফোন দিলাম। নো আনসার ।

আরো ঘন্টা খানেক অপেক্ষার পর বুঝলাম, সবার সব আশা পুরন হয়না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত, গিয়াস উদ্দিন লিটন। গত ২৩ তারিখ সকালে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম। সেখানে এক রাত থেকে পরদিন শুক্রবারে ফিরে এসে সন্ধ্যায় বইমেলায় গিয়েছিলাম। প্রথমেই আমার পাশের স্টলে গিয়ে আপনার খোঁজ করেছিলাম। সেখানে না পেয়ে ভেবেছি, আরো তো কয়েকটা দিন আছে। নিশ্চয়ই এর মধ্যে আপনি একদিন আসবেন এবং দেখা হবেই ইন শা আল্লাহ!
আমি আজ বিকেল ৫টায় যাচ্ছি, আপনি যাবেন? আগামী কাল আর পরশুও একই সময়ে যাবার আশা রাখছি। আপনি আসলে অবশ্যই দেখা হবে। আর আমার বইটাতেই আমার ফোন নাম্বার আর ই-মেইল ঠিকানা দেয়া আছে। ভাবীজীর নামটা যদি আমাকে এখনই জানান, তবে আমি আরেকটি বই এ স্বাক্ষর করে তৈরী হয়ে যাবো। আপনাকে যদি আজ না পাই, তবে কি বইটা "দিব্য প্রকাশের" কাউরো হাতে রেখে আসবো??
আমি যেখানে ছিলাম, সেখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। কথা বলা যাচ্ছিল না। খালি কেটে কেটে যাচ্ছিল। এজন্য বিরক্ত হয়ে কল রিসিভ করছিলাম না। আর আপনার নাম্বারটা সেভ করা ছিলনা, তাই হয়তো ধরিনি। এখন খুঁজে বের করলাম, ঐদিন সন্ধ্যে ৬টা ১৪ মিনিটে একটা মিসড কল ছিল। ধরে নিচ্ছি, ওটাই আপনার নাম্বার হবে। যাহোক, আজ আরো পরে আমি আপনার সাথে কথা বলবো।
আরো ঘন্টা খানেক অপেক্ষার পর বুঝলাম, সবার সব আশা পুরন হয়না -- হায়, হায়! এ কথাটায় আরো বেশী করে দুঃখ বোধ করছি। আশাকরি, এবারে হবে।
আমার বই এর জন্য এতটা আগ্রহ দেখানোর জন্য অত্যন্ত সম্মানিত বোধ করছি। অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

প্রথমকথা বলেছেন:
অভিনন্দন এবং শুভ কামনা। ঢাকার বাহিরে তাই এখন নিতে পারছিনা। সংগ্রহ করে নেবো। ভাল থাকবেন প্রিয় কবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা!!

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

নিষ বলেছেন: আপনার বইটি পড়ার ইচ্ছে পোষণ করলাম। আচ্ছা রকমারিতে কি পাওয়া যাবে? থাকলে লিংক দিয়ে দেন। কৃতজ্ঞ থাকব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: আমার বইটি পড়ার ইচ্ছে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। বইটি রকমারিতে পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত নই। হয়তো আমার প্রকাশক বলতে পারবেন। আপনি যদি আপনার ঠিকানা ও ফোন নম্বর জানান, তবে কুরিয়ারে পাঠাতে পারি।
আপনার আগ্রহে অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা!!

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৪

সোহানী বলেছেন: কোন এক সময়ে কালেকশানে থাকবে আমার প্রিয় সব লেখকদের বই, পরিপূর্ণ করবে আমার ক্ষুদ্র বইয়ের সঞ্চয়।

বইমেলায় যাবার খুব ইচ্ছে। কিন্তু সমস্যা আমার যে জব তাতে ফেব্রুয়ারীতে কোনভাবেই ছুটি নেয়া যায় না। তারউপর নিয়তির উপর রাগ করেই দেশে যাই না…...। আমার অবর্তমানে কেন মা চলে গেল। যে মা'কে ছেড়ে যেতে হবে বলে সহজে কোথাও যেতাম না, সেই মা'ই চলে গেল আমাকে না জানিয়ে। মা শূণ্য বাড়িতে কিভাবে থাকবো… সেই বিছানা, সেই বারান্দা, সেই বারান্দার ইজি চেয়ার আর বেতের সোফাটা সেই রকমেই আছে যেখানে মা বসে থাকতেন……...। এতো শূণ্যতার মাঝে কিভাবে যাবো…...

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: কোন এক সময়ে কালেকশানে থাকবে আমার প্রিয় সব লেখকদের বই, পরিপূর্ণ করবে আমার ক্ষুদ্র বইয়ের সঞ্চয় - আপনার এ আশাটুকু যেন খুব দ্রুতই পূরণ হয়, এ কামনা করি।
এতো শূণ্যতার মাঝে কিভাবে যাবো…... - প্রয়াত মাকে নিয়ে লেখা আপনার কথাগুলো স্পর্শ করে গেল। ওনার মাগফিরাত কামনা করছি।
পুরনো পোস্টে মন্তব্য এবং লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

জোহা প্রকাশন বলেছেন: গত বছর আপনার আত্মজীবনী সংগ্রহ করতে চেয়েছিলাম কিন্তু পারি নি। আগামী বইমেলায় কি নতুন কোন বই আসছে

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার বইটির (জীবনের জার্নাল) আর কোন কপি প্রকাশকের হাতে থাকার কথা নয়, যদি না তিনি নতুন করে আরো কিছু বই ছাপিয়ে থাকেন। তবে আমার ব্যক্তিগত সংগ্রহে এখনো বেশ কয়েকটি কপি রয়ে গেছে।
এখনো পান্ডুলিপি চূড়ান্ত করতে পারিনি, তাই আগামী বইমেলায় আমার নতুন কোন বই প্রকাশ অনিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.