নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রতিদিনই কোকিলটার গান শুনি। মনে হয়, পরিচিত কারো কন্ঠ শুনছি। খুব পরিচিত হয়ে গেছে। অথচ কোকিলটা জানেও না, কেউ একজন কত গভীর আগ্রহে ওর গান শুনে থাকে। আমিও যেমন জানিনা ও কার জন্য এমন মধুর সুরে গান গেয়ে যায়। জীবন পথের উভয় প্রান্তে পথিকদের এমন কত কিছু অজানা রয়ে যায়!
আর বড় জোর হয়তো এক দেড় মাস। এই এক দেড় মাসেই ওর যা গান শোনা যাবে। তারপর ও আর গান গাবে না। কোথায় চলে যাবে জানিনা। হয়তো আসে পাশেই থাকবে, হয়তো না, কিন্তু থাকলেও গান গাবে না। প্রকৃতির নিয়মেই। প্রকৃতির এই অমোঘ নিয়মে বছরের একটা নির্দিষ্ট সময়ে ওর গান শোনা যায়। বসন্তকালের দু’মাস, আর হয়তো আগে পিছে পনের দিন করে। মোট এই তিন মাস। এবারে চলে গেলে আসবে আবার আগামী শীতের শেষে, জানুয়ারীর শেষ সপ্তাহে। এভাবেই শুনে যাচ্ছি গত কয়েকটা বছর। এভাবেই হয়তো শুনে যাবো আরও কয়েকটা বছর। একদিন আমি আর ওর গান শুনবো না। অন্য কেউ শুনবে। এই কোকিলটারই, অথবা অন্য কোন নতুন কোকিলের গান। প্রকৃতির নিয়মেই গায়ক ও শ্রোতার পরিবর্তন হয়ে যাবে।
এ বছর প্রথম কোকিলের ডাক শুনি গত ২৮ জানুয়ারী ২০১৭ তারিখে, মোতাবেক ১৫ মাঘ ১৪২৩। গত কয়েক বছর ধরে কোকিলের প্রথম ডাক শোনার পর আমি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আসছি। সেদিনও দিয়েছিলাম এই স্ট্যাটাসটাঃ
"প্রথম কুউ....
আজ ১৫ই মাঘ, এখন বিকেল ৩টা ৪৭ মিনিট। এখনো শীতকাল চলছে, যদিও গতরাতে পাখা ছেড়ে ঘুমোতে হয়েছে। কাগজে কলমে বসন্তকাল আসতে এখনো অন্ততঃ আরো দিন পনেরো বাকী আছে। তা থাক, কিন্তু আমি যে এই মুহূর্তে শুনলাম একটা মধুর ডাক- কু, কুউ, কুউউ...! অর্থাৎ ঋতুরাজ বসন্ত এসে গেছে!
ছোটবেলায় বসন্ত আমার সবচেয়ে প্রিয় ঋতু ছিল। এমনিতেই ভালবাসতাম, তার উপর স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রিয় ঋতু নিয়ে রচনা লিখার প্রশ্ন আসলে মন খুলে বানিয়ে বানিয়ে বসন্ত বন্দনা করতাম। এখন অবশ্য পরিণত বয়সে আমার সব ঋতুই ভাল লাগে, কেননা বাঙলার সব ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য আছে। শুধু চোখ মেলে দেখতে হয়।
আমার বাসার কাছেই আছে বড় ছোট অনেক গাছ গাছালি। তাই কোকিলসহ বিভিন্ন পাখির কাকলি শুনেই আমার দিন শুরু হয়। এই অচেনা কোকিলটির অন্তর্ভেদী আকুতিকে স্মরণীয় করে রাখার জন্য এবং ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর জন্য আমার আজকের এ পোস্ট। আজি বসন্ত জাগ্রত দ্বারে! সবাইকে অগ্রিম বাসন্তী শুভেচ্ছা!"
ছবিসূত্রঃ গুগল
ঢাকা
১৩ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: একসময় আমারও প্রিয় ঋতু ছিল শীত, এখন সব ঋতুরই সৌন্দর্য আলাদাভাবে উপভোগ করতে পারি।
ফেইসবুককে অনেকে অপছন্দ করে জানি, কিন্তু আমি ভালবাসি। ফেইসবুকের কল্যাণে অনেক হারানো বন্ধুকে খুঁজে পেয়েছি। আবার অনেক অসাধারণ নতুন বন্ধুকেও পেয়েছি। তবে এ কথা সত্য, ফেইসবুক মানুষের জীবন থেকে অনেক সময় খেয়ে ফেলে। এ ব্যাপারে একটু ব্যালেন্স করে চলতে পারলে, ফেইসবুক উপভোগ্য। ফেইসবুকের মাধ্যমেই প্রথম জানতে পেরেছি, আমার অকিঞ্চিৎকর লেখাও কিছু কিছু পাঠকের ভাল লাগে। ফেইসবুকের হাত ধরেই আমি ব্লগে এসেছি। তবে আপাততঃ ফেইসবুকের পরিসর আর বাড়াচ্ছিনা। সময়ও সীমিত রাখছি। ব্লগেই বেশী সময় দিচ্ছি।
প্রথম মন্তব্য করেছেন, অনেক অনেক ধন্যবাদ। প্রথম 'লাইক' এর জন্যেও। দুটোতেই প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
সুমন কর বলেছেন: আপনাকেও অগ্রিম বাসন্তী শুভেচ্ছা ! !
ভালো লিখেছেন।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: আমি অগ্রিম বাসন্তী শুভেচ্ছা বলেছিলাম, কারণ তখন বসন্ত আসতে আরো ১৫ দিনের মত বাকী ছিল। এখন তো বসন্ত বিদায়ের পালা। বসন্ত যাই যাই করছে।
লেখার প্রশংসা করার জন্য আন্তরিক ধন্যবাদ। অনুপ্রাণিত।
৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৪
পুলহ বলেছেন: "কোকিলটা জানেও না, কেউ একজন কত গভীর আগ্রহে ওর গান শুনে থাকে। আমিও যেমন জানিনা ও কার জন্য এমন মধুর সুরে গান গেয়ে যায়..."
"একদিন আমি আর ওর গান শুনবো না। অন্য কেউ শুনবে। এই কোকিলটারই, অথবা অন্য কোন নতুন কোকিলের গান"
এ দু'টো লাইনের দার্শনিক গভীরতা আলোড়িত করলো। সঙ্গত কারণেই পোস্টের সব থেকে ভালোলাগার লাইনগুলোও এরাই !
আমার স্মৃতিশক্তি খুব একটা ভালো না, তারপরো যতদূর মনে পড়ে- ছোটবেলাতে আমার প্রিয় ঋতু ছিলো বর্ষা।
আরো বহুদিন আপনি কোকিলের ডাক শুনে যান ! আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করছি।
ভালো থাকুন শ্রদ্ধেয়।
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যগুলো সবসময়ই অন্তর ছুঁয়ে যায়, কারণ আপনি গভীর মনযোগের সাথে লেখা পাঠ করে লেখকের সাথে একাত্ম হয়ে যেতে পারেন। এটা একজন ভাল পাঠকের বড় গুণ।
অনেক অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এই চমৎকার মন্তব্যে।
আরো বহুদিন আপনি কোকিলের ডাক শুনে যান ! আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করছি - অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞ রইলাম।
বর্ষা কখনো আমার প্রিয় ঋতু ছিল না, তবে এখন বর্ষা ভাল লাগে। সাথে অবশ্যই রবীন্দ্র সঙ্গীত আর খিচুড়ি ভূনা।
৪| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৫
বাঁকখালির বাঁকে বলেছেন: ++++++++++++++++
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: এতগুলো প্লাসের পরেও কেন তালিকায় নাম দেখছিনা?
অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৫| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
হাফিজ বিন শামসী বলেছেন:
" অথচ কোকিলটা জানেও না, কেউ একজন কত গভীর আগ্রহে ওর গান শুনে থাকে। আমিও যেমন জানিনা ও কার জন্য এমন মধুর সুরে গান গেয়ে যায়। "
সত্যিই এভাবেই এক সৃষ্টি অন্য সৃষ্টিকে আনন্দ দিচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। জীবন বিলিয়ে দিচ্ছে। অথচ এমনও হয় দুই সৃষ্টির মাঝে কখনো পরিচয়ও হয় না। সুন্দর লেখা। ভাললাগা রেখে গেলাম।
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
সত্যিই এভাবেই এক সৃষ্টি অন্য সৃষ্টিকে আনন্দ দিচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। জীবন বিলিয়ে দিচ্ছে। অথচ এমনও হয় দুই সৃষ্টির মাঝে কখনো পরিচয়ও হয় না - আপনার এ মন্তব্যটাও খুব ভাল লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা...
৬| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
উম্মে সায়মা বলেছেন: কতদিন কোকিলের ডাক শুনিনা.....
ভালো লাগল পোস্ট খায়রুল আহসান ভাই। আপনাকেও বসন্তের অগ্রিম শুভেচ্ছা।
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪
খায়রুল আহসান বলেছেন: বসন্ত তো অর্ধেক চলেই গেছে। এখন আর "অগ্রিম শুভেচ্ছা" কেন?
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৭| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮
জগতারন বলেছেন:
প্রতিদিনই কোকিলটার গান শুনি। মনে হয়, পরিচিত কারো কন্ঠ শুনছি। খুব পরিচিত হয়ে গেছে। অথচ কোকিলটা জানেও না, কেউ একজন কত গভীর আগ্রহে ওর গান শুনে থাকে। আমিও যেমন জানিনা ও কার জন্য এমন মধুর সুরে গান গেয়ে যায়। জীবন পথের উভয় প্রান্তে পথিকদের এমন কত কিছু অজানা রয়ে যায়!
প্রিয় ব্লগার খায়রুল আহসানঃ আপনার মত আমিও একসময় প্রান ভরে কোকিলের গান শুনতাম। ছোট্ট কালে অনেক শুনেছি যৌবন কালে প্রথম শুনেছিলাম ১৯৭৮ সালে ১২ ক্লাশ পরীক্ষার পর। সত্যি এক বিস্ময়কর মোহ। আজ ৩ যুগ ধরে প্রবাসী, গতকাল স্ত্রী'কে ফোন দিলাম; ফোনে দূর থেকে ভেসে আসছে সেই হারানো দিনের কোকিলের সুমধুর আহ্বান; এখন বসন্তকাল!
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
খায়রুল আহসান বলেছেন: ফোনে দূর থেকে ভেসে আসছে সেই হারানো দিনের কোকিলের সুমধুর আহ্বান -- আপনি নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান ব্যক্তি। কারণ দেশ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও টেলিফোনে দেশের কোকিলের সুমধুর আহ্বান শুনতে পারাটা সত্যি এক সৌভাগ্যেরই ব্যাপার।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৮| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০০
কানিজ ফাতেমা বলেছেন: //অথচ কোকিলটা জানেও না, কেউ একজন কত গভীর আগ্রহে ওর গান শুনে থাকে। আমিও যেমন জানিনা ও কার জন্য এমন মধুর সুরে গান গেয়ে যায়। জীবন পথের উভয় প্রান্তে পথিকদের এমন কত কিছু অজানা রয়ে যায়! //
ভীষন ভাললাগা কোকিলময় এই কাব্যময়তায়।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি ।
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭
খায়রুল আহসান বলেছেন: ভীষন ভাললাগা কোকিলময় এই কাব্যময়তায় -- এত সুন্দর করে কথাগুলো বলার জন্য অনেক, অনেক ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত। শুভেচ্ছা জানবেন।
৯| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৮
বৃতি বলেছেন: বসন্তবন্দনা খুব ভালো লাগলো কোকিলের গানের সাথে বসন্তের যে সম্পৃক্ততা, তা অনেকটাই ভুলে গেছি। আমাদের এখানে এখনও শীতকাল। তবে গাছগুলোতে নতুন পাতা,ফুল, উজ্জ্বল দিন আর রাস্তার পাশের কমলালেবুর ফার্ম থেকে বয়ে আসা সুগন্ধ মনে করিয়ে দিচ্ছে, বসন্ত প্রায় এসে গেছে।
বাসন্তী শুভেচ্ছা আপনার জন্যও
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: আর রাস্তার পাশের কমলালেবুর ফার্ম থেকে বয়ে আসা সুগন্ধ মনে করিয়ে দিচ্ছে, বসন্ত প্রায় এসে গেছে -- আহা, তেমন সুগন্ধ যদি এখানেও কিছুটা পাওয়া যেত!
লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কাব্যিক মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১০| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৭
করুণাধারা বলেছেন: একদিন আমি আর ওর গান শুনবো না। অন্য কেউ শুনবে। এই কোকিলটারই, অথবা অন্য কোন নতুন কোকিলের গান। প্রকৃতির নিয়মেই গায়ক ও শ্রোতার পরিবর্তন হয়ে যাবে।
বড় সত্যি কথা। বড় ভাল লাগল।++++++++++
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: আমার এ লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উদ্ধৃতি এবং 'লাইক' এর জন্যেও অশেষ ধন্যবাদ।
প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...
১১| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১
ফেরদৌসা রুহী বলেছেন: বসন্ত আমারো প্রিয়।
কতদিন কোকিলের ডাক শুনিনা।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪
খায়রুল আহসান বলেছেন: দেশে আসুন, শুনে যান।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসটা প্রেরণা দিয়ে গেল।
শুভকামনা...
১২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০০
মো: খায়রুল ইসলাম বলেছেন: আপনাকেও অগ্রিম বাসন্তী শুভেচ্ছা ! !
ভালো লিখেছেন।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১৩| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
হাতুড়ে লেখক বলেছেন: গল্প কবিতায় কোকিলকে যেভাবে উপস্থাপন করা হয়, আমার কাছে কোকিলকে তেমনটা রোমান্টিক লাগে না
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫
খায়রুল আহসান বলেছেন: হায় হায় বলেন কি! এমন উদাত্ত কন্ঠে ক'জনা পারে তার সঙ্গীটিকে কাছে ডেকে নিতে?
ঋতুর প্রভাবে পারিপার্শ্বিকতায় যে একটা মায়াবী পরিবেশ থাকে, তার কারণেই হয়তোবা কোকিলের ডাকটাকে এতটা মধুর লাগে। বিরহী মন বুঝে সাথীকে কাছে পাওয়ার আকর্ষণ কত তীব্র হয়ে থাকে!
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেসশা রইলো।
আপনার প্রথম পোস্ট আত্মহত্যা পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।
১৪| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
অরুনি মায়া অনু বলেছেন: বসন্তের শেষলগ্নে কোকিলটি সুরে সুরে না জানি কি বার্তা দিয়ে যাচ্ছে। প্রকৃতির জানিনা কেন এমন নিয়ম। শুধু বসন্তেই তার গান শুনতে পাব অন্য ঋতুতে নয় কেন। কোকিলের গান বলতে মনে পড়ে ছোটবেলায় নানাবাড়িতে ভোরবেলায় ঘুম ভাঙা। এরপর হোম ইকোনমিক্স কলেজের প্রাঙ্গণে। আর শোনা হয়নি। ঢাকায় কেবলই কাকের কা কা কর্কশ ধ্বনি। তাই ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাসায় কেবল কা কা আর চড়ুইয়ের কিঁচির মিচির ।
লেখাটি অনেক ভাল লাগল। তবে কেন যেন বিষণ্ণ হয়ে গেলাম পড়া শেষে।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: তবে কেন যেন বিষণ্ণ হয়ে গেলাম পড়া শেষে -- হয়তো স্মৃতিতাড়িত হয়ে, হয়তো কোন বেদনার স্মৃতি!
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
আশাকরি ভাল আছেন। শুভেচ্ছা জানবেন।
১৫| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
মাঝিবাড়ি বলেছেন: বেশ চমৎকার করে বসন্তের ছবি তুলে ধরেছেন, আপনি বলেছেন "কোথায় চলে যাবে জানিনা"
আমারও প্রশ্নঃ কোথায় যায় তাঁরা, আবার ফিরে আসে কোথা থেকে, তাঁর সময়টা নিখুঁত ভাবে সে বুঝে! আহা...
২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: নিখুঁত আপনার পর্যবেক্ষণ। বুঝতে পারলাম, লেখাটা আপনি মন দিয়ে পড়েছেন। এজন্য অনেক ধন্যবাদ।
প্রকৃতির ক্যালেন্ডারের সাথে এদের জীবনের ঘড়ির কাঁটা বাঁধা আছে। তাই বুঝি এরা টের পায়। হয়তো এদের প্রজনন স্পৃহাও ঋতু বৈচিত্রের সাথে সম্পর্কযুক্ত। প্রাণী বিজ্ঞানীরা ভাল বলতে পারবেন।
মন্তব্যে পেরীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক শুভেচ্ছা...
২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে পেরীত ও অনুপ্রাণিত হ'লাম। < পড়তে হবে মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৬| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
ঢাকার প্রকৃতি মনে হয়, এখনো একেবারে হারিয়ে যায়নি, এখনো কোকিল ডাকছে; মানুষের জন্য ভালো খবর।
২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এটা অত্যন্ত সুখবর যে রাজধানীর বুকে বাস করে এখনো কোকিলের ডাক শুনতে পাচ্ছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
১৭| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪
ধ্রুবক আলো বলেছেন: প্রকৃতির নিয়মে প্রকৃতি চলে, জীবনের নিয়মে জীবন চলে, ঋতু বদলায় ঋতুর আবির্ভাবে!
আর ভবিষ্যৎ কে জানে??
আপনি সবসময় সুস্থ থাকুন, আমাদেরই মাঝে থাকুন, সবার মাঝেই থাকুন। এই প্রার্থনা করি আল্লাহর কাছে।
শত বর্ষ কোকিলের ডাক শুনে যান।
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির নিয়মে প্রকৃতি চলে, জীবনের নিয়মে জীবন চলে, ঋতু বদলায় ঋতুর আবির্ভাবে! আর ভবিষ্যৎ কে জানে?? -- অত্যন্ত চমৎকৃ্ত হ'লাম তোমার কাছ থেকে এমন একটা সুন্দর মন্তব্য পেয়ে।
আপনি সবসময় সুস্থ থাকুন, আমাদেরই মাঝে থাকুন, সবার মাঝেই থাকুন। এই প্রার্থনা করি আল্লাহর কাছে। শত বর্ষ কোকিলের ডাক শুনে যান। -- কথাগুলো হৃদয়ের গভীরে স্পর্শ করে গেল!
অনেক অনেক ধন্যবাদ এমন সুবিবেচিত মন্তব্যের জন্য। অনেক শুভেচ্ছা...
১৮| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন পথের উভয় প্রান্তে পথিকদের এমন কত কিছু অজানা রয়ে যায়!
নিরেট সত্য
শুভেচ্ছা +++++
২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং শুভেচ্ছার জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হলাম।
১৯| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বসন্তবন্দনা আহসান ভাই!!
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা, মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২০| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: আমি অনেক অনেক অনেক দিন কোকিলের ডাক শুনিনা। কি বসন্ত কি শীতের শেষ। সব শেষ করে দিয়েছি আমরাই।
ছবিটা কি আপনার তোলা? খুব সুন্দর পিকটা
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪
খায়রুল আহসান বলেছেন: ছবিটা কি আপনার তোলা? খুব সুন্দর পিকটা - না, ছবিটা গুগল ঘেঁটে নিয়েছি। পোস্টের শেষে ছবিসূত্রঃ গুগল কথাটা উল্লেখ করা আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হলাম।
২১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: এখানের যান্ত্রিক জীবনে ৩৬৫দিন ৬ ঘন্টাই একই চক্রাকারে ঘূর্নীত।। আর বাস্তবে পাই দুই ঋতু, শীত আর গরম।।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: আর বাস্তবে পাই দুই ঋতু, শীত আর গরম খুবই একঘেঁয়ে লাগার কথা ঋতুবৈচিত্রহীন এমন দেশে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
২২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০
আরাফআহনাফ বলেছেন: "এখন অবশ্য পরিণত বয়সে আমার সব ঋতুই ভাল লাগে, কেননা বাঙলার সব ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য আছে। শুধু চোখ মেলে দেখতে হয়।"
চোখ মেলে তাই দেখি, অনুভব করি।
আপনি ভালো থাকুন - অনেক অনেক শুভ কামনা।
আপনার জন্য গানখানি - view this link
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭
খায়রুল আহসান বলেছেন: সুন্দর এই গানটির লিঙ্ক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গানটি ভাল লেগেছে।
আমার এ লেখাটি পড়েছেন, মন্তব্য করেছেন- এতে প্রীত ও অনুপ্রাণিত বোধ করছি।
ভাল থাকুন, শুভকামনা...
২৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ছোট থাকতে যখন কোকিল ডাকত তখন আমিও কোকিলের সাথে কুউ করে গলা মেলাতাম।
আপনার লেখার ভেতরে কেমন যেন একটা বেদনা অনুভব করলাম।একদিন আমরা সকলেই এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। সুন্দর এই পৃথিবীর অনেক কিছুই থেকে যাবে। যারা বেঁচে থাকবে তারাই সেটা উপভোগ করবে।
ভাল থাকুন ভাইয়া সবসময় সেই কামনায় করি।
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: ছোট থাকতে যখন কোকিল ডাকত তখন আমিও কোকিলের সাথে কুউ করে গলা মেলাতাম। -- অনেকেই এরকম করে থাকে। আমিও মাঝে মাঝে করতাম।
একদিন আমরা সকলেই এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। সুন্দর এই পৃথিবীর অনেক কিছুই থেকে যাবে। যারা বেঁচে থাকবে তারাই সেটা উপভোগ করবে। -- জ্বী, লেখার সময় এ রকমের একটা ভাবনা মাথায় ছিল।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মোস্তফা সোহেল। আপনার মন্তব্য পেয়ে আপনার কিছু অনুভূতির কথাও জানতে পারলাম, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক শুভকামনা...
২৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৪
মানবী বলেছেন: "ফেইসবুককে অনেকে অপছন্দ করে জানি"
-ফেসবুকে যেহেতু আমার কোন এ্যাকাউন্ট নেই, এটাকে পছন্দ বা অপছন্দ করি বলাটা অন্যায় হবে মনে হয়।
আপনার এই পোস্টের মূল বক্তব্যে এটা বিষাদের সুর আছে, সেটা থেকে মনযোগ ফেরাতেই ফেসবুকের প্রসঙ্গকে হাইলাইট করা। কম্পিউটার বন্ধ করতে এসে আপনার পোস্ট দেখে মন্তব্য করতে একমিনিটের জন্য লগইন করেছিলাম, তাড়াহুড়া করে মন্তব্য লিখতে গিয়ে সংক্ষেপ হয়েছে দেখে হয়তো ভুল বুঝেছেন।
সেই সাথে আগের মন্তব্যের নীচে একটা টাইপো আছে দেখছি! আমি কোন ভাবেই লেখাটিকে খ রেটিং দিয়েছি এমন যেনো কেউ মনে না করেন তাই জানিয়ে রাখছি এটা নিতান্তই ভুল করে টাইপ হয়েছে :-)
আবারও ধন্যবাদ খায়রুল আহসান।
ভালো থাকুন।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: "ফেইসবুককে অনেকে অপছন্দ করে জানি" -- কথাটা মোটেও আপনাকে উদ্দেশ্য করে বলিনি, মানবী। তবে কথাটা সত্য, এই ব্লগেই অনেক মন্তব্যে এমন ধারণা পাওয়া যায়।
আমি কোন ভাবেই লেখাটিকে খ রেটিং দিয়েছি এমন যেনো কেউ মনে না করেন তাই জানিয়ে রাখছি এটা নিতান্তই ভুল করে টাইপ হয়েছে :-) - হা হা হা, "খ" টা আপনি বলার পরেই কেবল নজরে এসেছে। বাট, হিউমারটা উপভোগ করলাম!
পুনরায় ফিরে এসে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬
ক্লে ডল বলেছেন: একদিন আমি আর ওর গান শুনবো না। অন্য কেউ শুনবে। এই কোকিলটারই, অথবা অন্য কোন নতুন কোকিলের গান।প্রকৃতির নিয়মেই গায়ক ও শ্রোতার পরিবর্তন হয়ে যাবে।
হৃদয় স্পর্শ করল কথা গুলো!!
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, ক্লে ডল। আপনার মন্তব্যটাও স্পর্শ করে গেল। প্লাসটাও অনেক প্রেরণা রেখে গেল।
ভাল থাকুন, অফুরন্ত শুভেচ্ছা...
২৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২১
অভিজিৎ সমদ্দার বলেছেন: চমৎকার বসন্তবন্দনা
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা রইলো...
২৭| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৪
অপ্সরা বলেছেন: ভাইয়া বসন্ত আমার যেমনি প্রিয় তেমনই কোকিলও আর তাই অনেক অনেক ভালো লাগা এ ভালোলাগার লেখাতেও।
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৭
খায়রুল আহসান বলেছেন: আমি জানি যে বসন্ত আপনার খুব প্রিয় একটা ঋতু। আপনার অনেক লেখায় এবং মন্তব্যে এটা পড়েছি। আর তা ছাড়া আপনার লেখা (যৌথভাবে) "বসন্তদিন" আমি এখনো পড়ে যাচ্ছি।
প্রকৃতির বসন্ত তো এখন প্রায় বিদায়ের পথে। আপনার জীবনে বসন্ত রয়ে যাক চিরদিন, অমলিন!
এ লেখার এ যাবত শেষ মন্তব্যটি এবং শেষ ভাললাগাটুকু (+ +) আপনার কাছ থেকে পেয়েছি- এজন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন শত ব্যস্ততায়... শুভকামনা রইলো।
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
মো: সাজেদুর রহমান সাজু বলেছেন: বসন্ত আসে বসন্ত যায় বসন্ত আবার ফিরে আসে। মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায় কিন্তু আর ফিরে আসেনা। এই আসা-যওয়ার মাঝে কিছু স্মৃতি রেখে যায়। আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগল। পৃথিবী যত দিন থাকবে বসন্তও তত দিন থাকবে, কিন্তু মানুষের স্মৃতি একসময় মুছে যাবে। আবার কিছু কিছু মানুষের স্মৃতি বসন্তকালের মতই বারবার ফিরে আসবে। আমি অত্তন্ত আসাবাদি যে আপনিও বসন্তকালের মতই যুগ যুগ ধরে পাঠকের মাঝে বারবার ফিরে আসবেন। আপনার সুসাস্থ ও মঙ্গল কামনা করছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: আমার এ লেখাটি পড়ে আপনার খুব ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
আমি অত্তন্ত আসাবাদি যে আপনিও বসন্তকালের মতই যুগ যুগ ধরে পাঠকের মাঝে বারবার ফিরে আসবেন। আপনার সুসাস্থ ও মঙ্গল কামনা করছি। - এমন একটা প্রশংসা এবং আন্তরিক শুভেচ্ছা পেয়ে আপ্লুত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
মানবী বলেছেন: আমার প্রিয় ঋতু শীত! কুয়াশা ঢাকা হোক অথবা শুভ্র তুষারে ঢাকা।
ফেসবুকে যেহেতু এ্যাকাউন্ট নেই তাই ফেসবুকের পোস্টটা দেখে মজার মনে হলো :-)
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ খায়রুল আহসান।
খ