নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার আশা

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।

তুমি যাদের ভালবাসো
ফেরেশতারাও আকছার
ডাকে তাদের সসম্মানে
মানুষ তো কোন ছার!

প্রতিপালক একাই তুমি,
স্রষ্টা আমার, মানি
সৃষ্টিরা সব বেঁচে থাকে
তোমার দয়ায়, জানি।

ভুলের পাহাড় মাথায় নিয়ে
পথ চলেছি যত,
ভুলের বোঝা বেড়েই গেছে
হিসেব যে নেই কত!

আমার যত পাপের বোঝা,
তা মোচনের উপায় নেই।
তোমার ক্ষমায় মুছে দিও
প্রেমিক তোমার নামেতেই।


ঢাকা
১৯ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৯২ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

মৌমুমু বলেছেন: চমৎকার!
প্রতিটি প্যারাই দারুন লিখেছেন।
অনেক শুভকামনা আপনার জন্য।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পোস্ট "অশ্রুসিক্ত নয়ন..." খুবই চমৎকার হয়েছে।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি পড়ে মনে কেমন শান্তি শান্তি অনুভব করলাম। খুবই সুন্দর কবিতা। কেমন আছেন খায়রুল ভাই?

ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।............আমিন।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মোস্তফা সোহেল। প্রেরণাদায়ক মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আমি ভাল আছি। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় বেশ মুগ্ধতা, একদম অসাধারণ ++++++

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। এতগুলো প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভকামনা...

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।

ভালোবাসাই ঘৃণা, পাপ নিঃশেষ করে দিতে পারে।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। ভালবাসায় বিদ্বেষ দূরীভূত হয়।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: ভুলের পাহাড় মাথায় নিয়ে
পথ চলেছি যত,
ভুলের বোঝা বেড়েই গেছে
এখন দিন যে সমাগত!
- :( :( :(

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
এখানে পাওয়া আপনার প্রথম পোস্টে একটা মন্তব্য রেখে এলাম।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।


খুব সুন্দর লিখেছেন +++


২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন স্যার।

অনেক ভালো লাগলো নিজেকে স্রষ্টার কাছে সপে দিয়ে ভুলক্রটির জন্য ক্ষমা চাওয়া।
খুব সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন বিধাতার কাছে প্রেমপত্র।

শুভকামনা রইল স্যার।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার প্রেরণাদায়ক মন্তব্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
খুব সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন বিধাতার কাছে প্রেমপত্র -- অনেক ধন্যবাদ, এ কাব্যিক মন্তবের জন্য।
ভাল থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা...

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন, মামুন ইসলাম। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনেক অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

মানবী বলেছেন: "তুমি যাদের ভালবাসো
তারাই সুখে থাকে
ফেরেশতা আর মানুষেরা
তাদেরেই ভালবাসে। "


- কখনও কখনও হয়তো সত্য, কখনও কখনও নয়। অনেকে আছেন অন্যায়ের সাথে আপোষহীণ বলে তাঁদের অনেকের বিরাগভাজন হতে হয়, আর অন্যায়কারীদের যেহেতু নীতিবোধ বিবেকবোধ নেই- তারা মানুষটাকে অসীম কষ্টের মাঝে রাখে।
অনেক পরহেজগার মানুষ অভাব অনটন সহ বিভিন্ন অসুস্থতা আর সমস্যায় জর্জরিত থাকে, ছোটবেলায় এ নিয়ে প্রশ্ন করায় উত্তর পেয়েছিলাম, "মহান আল্লাহ্ পৃথিবীর ক্ষুদ্র সময়টা তাঁদের পরীক্ষার মাঝে রাখলেও পরকালে ইনশাহ্আল্লাহ্ পুরস্কৃত হবেন" :-)


সুন্দর কবিতার জন্য ধন্যবাদ খায়রুল আহসান।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ সুতীক্ষ্ণ বিশ্লেষণের জন্য। কবিতাটি লেখার পর থেকে এর দ্বিতীয় স্তবকটা নিয়ে আমি নিজেও খুব একটা স্বস্তিতে ছিলাম না। মনে হচ্ছিল, যা বলতে চেয়েছি, তা ঠিকমত প্রকাশ করতে পারিনি। আসলে, সেদিন রাতে শোয়ার আগে বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছিলাম। ঘুমের আগে সেই হাদিসের কথা ভাবতে ভাবতেই মাথার মধ্যে এ কবিতাটির জন্ম হয়। পরদিন সকালে উঠে লিখে ফেলি, কিন্তু যেভাবে চেয়েছিলাম, সেভাবে লিখতে পারিনি। যাহোক, আপনার মন্তব্য পড়ে পুরো কবিতাটিই আবার ভালভাবে পড়লাম। পড়ার পরে সম্পাদনা করলাম। এতে কলেবর এক স্তবক বৃদ্ধি পেয়েছে।
যারা কবিতাটি সম্পাদনার আগে পড়ে মন্তব্য করেছেন, কবিতা থেকে উদ্ধৃতি দিয়েছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী, সম্পাদনার পর কবিতার অনেকাংশ বদলে গেছে বলে।
একজন মনযোগী পাঠককে কবিতায় পেয়ে গর্বিত, প্রীত এবং অনুপ্রাণিত হ'লাম। :)

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০

কানিজ ফাতেমা বলেছেন: আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।
.................................... প্রার্থনা সঙ্গীত হিসেবে এটি দারুন হবে।

সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা ।

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক মন্তব্যে অভিভূত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....
প্রার্থনা সঙ্গীত হিসেবে এটি দারুন হবে --- লেখাটা কোন ভাল সুরকারের চোখে পড়লে হয়তো হবে। ধন্যবাদ এ প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

ওমেরা বলেছেন: আল্লাহ মহান নিশ্চয় তিনি আমাদের ক্ষমা করবেন । যদি আমরা তা চাই । আল্লাহর কাছে সব সময় বলি হে আল্লাহ আমি যখন কোন ভুলের পথে পা বাড়াই তুমি পিছন থেকে টেনে ধরিও যাতে ভুল করতে না পারি !কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া ।

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আমি যা বলতে চেয়েছি, আপনিও তাই এখানে বলে দিলেন। অনেক অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন:
ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।


অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। +।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: ছোট ছোট মন্তব্য এবং মাঝে মাঝে প্লাস দিয়ে আপনি নিয়মিতভাবে উৎসাহ দিয়ে যান। আপনার এ বিশেষ গুণটি হাজারো ব্লগারের মাঝে আপনা্র পরিচয়ে আলাদা করে দীপ্তি সঞ্চার করে। অনেক অনেক ধন্যবাদ সুমন কর, এই প্রশংসা আর প্লাসের জন্য।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে মহোদয়। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক মন্তব্য এবং দোয়ার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

নতুন নকিব বলেছেন:



ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ+।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত অনুপ্রাণিত হয়েছি।
ভাল থাকুন। শুভেচ্ছা রইলো...

১৬| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব চমৎকার কথাগুলো একটি মালা হয়েছে। অনেক সুন্দর। যাযাকাল্লাহ খায়রান।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১৭| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন-
মনটা ভরে গেলো ভাইয়া

অনেক ভাল লাগা কবিতা
খুব সুন্দর হয়েছে

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

খায়রুল আহসান বলেছেন: এতটা উদারভাবে আমার এ কবিতার প্রশংসা করে গেলেন, খুবই প্রীত হ'লাম। প্লাসেও অনুপ্রাণিত।
ওনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৮| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

ফারজানা সিদ্দিকী নম্রতা বলেছেন: অসাধারণ

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি শব্দে অনেক বড় প্রেরণা দিয়ে গেলেন। প্লাসটিও প্রেরণার প্রতীক হয়ে রইলো।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৯| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

আমি ইহতিব বলেছেন: প্রার্থনাময় কবিতা অনেক ভালো লাগলো। মনের মধ্যে কেমন যেন শান্তি শান্তি অনুভূতি হল।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

খায়রুল আহসান বলেছেন: মনের মধ্যে কেমন যেন শান্তি শান্তি অনুভূতি হল। -- অনেক ধন্যবাদ এ কথাটা জানানোর জন্য। অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন। শুভেচ্ছা রইলো...

২০| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



বাস্তবতার সীমা আছেই বলে মানুষ কল্পনকে বেছে নেয়

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:

টাইপো:

কল্পনকে ----> কল্পনাকে

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

খায়রুল আহসান বলেছেন: বুঝতে পেরেছি, ধন্যবাদ।

২২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

অতৃপ্তনয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল কবিতায়।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,অকবিতা পড়ে ভালো লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্যে।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

২৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ভুলের পাহাড় মাথায় নিয়ে
পথ চলেছি যত,
ভুলের বোঝা বেড়েই গেছে
এখন দিন যে সমাগত!

সুন্দর লিখেছেন
জানিনা কবির বেলায় একথাগুলি কতটুকু সত্য
তবে হলফ করে বলতে এগুলি আমার জীবনে
শতভাগ সত্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: সত্য বলেই তো বোধকরি কথাগুলো কবিতায় উঠে এসেছে।
কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট বাংলাদেশ অধিনায়ক এক্সক্লুসিভ : আনন্দ বাজার পড়ে খুব ভাল লাগলো। সেখানে একটা মন্তব্য রেখে এলাম।

২৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

করুণাধারা বলেছেন:
কবিতা পাঠ করার সাথে সাথে প্রার্থনা জানানো হল- চমৎকার ভাবনা। খুব ভাল লাগল। আপনার প্রার্থনা আমাদের সকলের প্রার্থনা হয়ে উঠুক।

ভাল থাকুন আত্মসমর্পণকারী কবি।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই মন্তব্যে অত্যন্ত প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
প্রভুর নিকট আত্মসমর্পণেই প্রশান্তি।
আপনিও ভাল থাকুন। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

২৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

নীলপরি বলেছেন: তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।


পুরো কবিতাটাই খুব ভালো লাগলো । ++++++

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। পুরো কবিতাটাই খুব ভালো লেগেছে জেনে খুবই প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন সপরিবারে। শুভেচ্ছা রইলো...

২৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮

Tanju H বলেছেন: অসাধারন কবিতা

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

২৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

নাগরিক কবি বলেছেন: স্যার অসম্ভব সুন্দর।।।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক অনুপ্রাণিত এ উদার প্রশংসায়।
শুভকামনা...

২৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
নেই কারন আমি মনে করি, কিছু কিছু কর্মফল আমরা পৃথিবীতেই ভোগ করি।।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৯

উম্মে সায়মা বলেছেন: ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।

আমিন.... কবিতা পড়ে মন ভরে গেল খায়রুল আহসান ভাই।
ভালো থাকুন।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কবিতার উদার প্রশংসা আর কবিতা থেকে উদ্ধৃতির জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনার ভালোবাসার প্রতিদানে কবিতাটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।

৩০| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।
সুন্দর +

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...

৩১| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃত্যু চিন্তা ইমানদারির লক্ষণ ।
আমাদের অপরাধ যত বড়, আল্লাহ পাকের ক্ষমার ক্ষমতা তার চেয়ে বেশি।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: আমাদের অপরাধ যত বড়, আল্লাহ পাকের ক্ষমার ক্ষমতা তার চেয়ে বেশি -- নিশ্চয়ই, নিশ্চয়ই!
তবে মানুষ, ও পশু পাখিদের বিরুদ্ধে কেউ অপরাধ করলে আল্লাহ তা'লা সেটা ক্ষমা করেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা প্রাণী তাকে ক্ষমা করে। কাজেই, এ ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে।

৩২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যার আপনার লিখা সম্পর্কে যাই বলব কম বলা হবে।
তাই কিছু বলছি না।
+++

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সিনবাদ জাহাজি, এতটা উদারভাবে আমার কবিতার প্রশংসা করে যাবার জন্য।
প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

ক্লে ডল বলেছেন: ভাল লাগল। সকলের যাবতীয় সৎ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করুন।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
সকলের যাবতীয় সৎ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করুন -- আমীন!

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা!:)

থিমের সাথে সহমত!


কবিতায় প্লাস!:)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। কবিতার থীমের সাথে সহমত পোষণের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল...

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১০

মুহাঃ আমিরুল ইসলাম বলেছেন: আমার যত পাপের বোঝা,
প্রায়শ্চিত্তের নেই উপায়।
তোমার প্রেমের শর্তে সেসব
ক্ষমা করো ভালবাসায়।
.....অনেক অেনেক ভাল লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণৃিত হ'লাম।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৭

নাইম রাজ বলেছেন: ভালো কবিতা।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!

খুবই সুন্দর প্রার্থনা কাব্য!

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য এবং প্রশংসার জন্য।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
বৈশাখী শুভেচ্ছা...

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালবাসায় রেখো আমায়,
শাস্তিতে নয় কভু,
ভুলের পথে পা বাড়ালে
শুধরে দিও প্রভু।

এই প্যারাটা বেশ ভালো লাগলো।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দে ছন্দে বলে দিয়েছেন জীবনের আল্টিমেট গোল ।

সুন্দর ভালো লাগলো ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: বাহ, কতটা গুছিয়ে অল্প কথায় বলে গেলেন কবিতা পড়ে উপলব্ধ জীবনের আল্টিমেট গোল এর ভাবনাটার কথা! এই সুন্দর মন্তব্যে 'লাইক'+।
অনেকদিন পরে এলেন। আশাকরি কুশলেই ছিলেন এতদিন।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪০| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ফকির আবদুল মালেক বলেছেন: ++++

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: কথাহীন সাংকেতিক অভিব্যক্তিটুকুর জন্য ধন্যবাদ।
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
প্লাসে প্রীত হ'লাম। শুভেচ্ছা...

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৪

বিদ্যুৎ বলেছেন: আহ!

এত ভাল কবিতা হয় কি ভাবে
আমার জানতে খুব ইচ্ছে করে।
স্বপ্নে থাকি স্বপ্নেই করি বসবাস
আপনার কবিতা পাঠ মোর সাধ।
খুব সুন্দর চাই আরও সুন্দরতর
ভাল লাগা জানাতে সইছেনা তর।
+++++ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের মাধ্যমে আন্তরিকভাবে উৎসাহ প্রদান করে যাবার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিদ্যুৎ।
মনে হয়, আমার কোন কবিতায় আপনি এই প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার। আমাদের সবার মনের কথাই এটা।
ভালো লাগলো কবি।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন। শুভকামনা রইলো...

৪৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

নুরুজ্জামান তুষার বলেছেন: কি লেখা বাহ সুন্দর /অসাধারন, পড়ে কিন্তু আমার ভরে গেল মন ।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

খায়রুল আহসান বলেছেন: ছন্দবদ্ধ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

আমি একলা পথিক বলেছেন: এত সুন্দর করে লিখছেন বারবার পড়তে ইচ্ছে করছে।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

খায়রুল আহসান বলেছেন: আপনিও এত সুন্দর করে কথাটা বললেন, বারবার এমন কথা শুনতে ইচ্ছে হয়। :)
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৩

মানবী বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্য পড়ে পুরো কবিতাটিই আবার ভালভাবে পড়লাম। পড়ার পরে সম্পাদনা করলাম। এতে কলেবর এক স্তবক বৃদ্ধি পেয়েছে।

- আপনি শুধু একজন এ্যাচিভারই নন, সেই সাথে বড় মাপের মানুষও! তাই এতো সহজে নিজের ভুল(যদিও এটাকে সেভাবে ভুল বলা যায়না) স্বীকার ও সংশোধন করতে জানেন। আমার মতো সাধারন মানব মানবীরা ভুল স্বীকার বা সংশোধন দূরের কথা, ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে যুক্তি হিসেবে প্রতিষ্ঠার হাস্যকর চেষ্টায় মেতে থাকি।
:-)

আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন খায়রুল আহসান।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য সঠিক ছিল, তাই নিঃসঙ্কোচে সম্পাদনা করেছি। বাকী যেটুকু বললেন, তা আপনার উদারতা।
অনেক অনেক ধন্যবাদ, ফিরে এসে মন্তব্য করার জন্য, অনুপ্রাণিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.