নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পাখিরা আকাশের বুকে উড়ে বেড়ায়,
মনের সুখে। ওদের মাঝে কোন ভুল
বোঝাবুঝি নেই, হিংসা বিদ্বেষ নেই।
ওরা প্রত্যেকেই স্বাবলম্বী, তবুও ওরা
সবাই মিলে দল বেঁধে উড়ে বেড়ায়।
কোন মান অভিমান নেই, রাগ নেই
সকালে উড়ে যায় আহারের সন্ধানে,
সন্ধ্যায় কূলে ফিরে আসে একসাথে।
কিচির মিচির কলতানে মুখরিত হয়ে
একত্রে ওরা দিনের শেষ গানটি গায়।
নিবেদন শেষে স্বীয় নীড়ে প্রবেশ করে।
হতে পারে সেটি কোন প্রার্থনার গান,
কৃতজ্ঞতার কিংবা ভালবাসার কূজন।
ওদের জীবন ভালবাসাময়, মায়াময়।
উদার আকাশে স্বাধীন উড্ডয়ন শেষে
প্রেমের উষ্ণতায় ওদের ক্লান্তি দূর হয়।
ঢাকা
০৪ মে ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য, অনেক খুশী হ'লাম। আপনার মন্তব্যটিও অনেক সুন্দর।
শুভকামনা রইলো...
২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৫
শামীম সরদার নিশু বলেছেন: এক কথায় অসাধারণ প্রকাশ
০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অত্যন্ত প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল পাখির জীবনবৃত্তান্ত ধারণ করা কবিতায়। কবিতার ভাবে আমি একটা প্রশ্ন পেয়েছি।
মানুষ কেন হতে পারেনা পাখির মতো সকলে সবার !!!
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা কবির জন্য।
শুভকামনা রইল স্যার।
০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:১৩
খায়রুল আহসান বলেছেন: মানুষ কেন হতে পারেনা পাখির মতো সকলে সবার -- কবিতা লেখার সময় এ প্রশ্নটা আমার মনেও এসেছিল।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
৪| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। আমাদের জন্য মহান আল্লাহ তার সব সৃষ্টির মাঝেই কিছু না কিছু শিক্ষনীয় বিষয় রেখেছেন।
০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করে যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনার উপলব্ধির সাথে একমত পোষণ করি।
মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।
৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিবেদন শেষে স্বীয় নীড়ে প্রবেশ করে।
হতে পারে সেটি কোন প্রার্থনার গান,
কৃতজ্ঞতার কিংবা ভালবাসার কূজন।
+++++++++++++
০৮ ই মে, ২০১৭ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: +++++++++++++ - এগুলো পেয়ে অনেক অনুপ্রাণিত বোধ করছি। কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
আন্তরিক শুভেচ্ছা...
৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৬
কানিজ ফাতেমা বলেছেন: ছবিগুলো চমৎকার আর কবিতার দ্বিতীয় অংশটি নান্দনিক ।
খুব ভাল থাকুন সতত ।
০৮ ই মে, ২০১৭ রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ছবি এবং কবিতার দ্বিতীয় অংশের প্রশংসার জন্য। ছবির কৃতিত্ব গুগলের এবং পরেরটার, আমার বলে দাবী করতেই পারি।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা রইলো...
৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া
০৯ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা...
৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:২৭
ওমেরা বলেছেন: পাখির কোন লোভ নেই তাই তাদের মাঝে কোন হিংসা বিদ্বেষ ও নেই । আহারে আমি যদি পাখি হতাম !!
ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতার জন্য ।
১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: সত্যিই পাখিদের সহজ সরল সুশৃঙ্খল জীবন আমারও ভীষণ ভাল লাগে। ওদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে।
আপনার পুরনো পোস্ট আঙ্গুর ফল টক পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত হ'লাম।
৯| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫২
নীলপরি বলেছেন: কিচির মিচির কলতানে মুখরিত হয়ে
একত্রে ওরা দিনের শেষ গানটি গায়।
খুব ভালো লাগলো কবিতা । আর সাথের ছবিগুলোও খুব সুন্দর ।
+++++++++
১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
১০| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: পাখিরা আকাশের বুকে উড়ে বেড়ায়,
মনের সুখে। ওদের মাঝে কোন ভুল
বোঝাবুঝি নেই, হিংসা বিদ্বেষ নেই।
ওদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই এরকম জীবন যদি পাওয়া যেত, এই পাখির জীবনের মত!!
০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: মানুষের মাঝে হিংসা বিদ্বেষহীন জীবন পাওয়া অসম্ভব ব্যাপার। তবে পাখিদের মত হতে পারলে আমরা অনেক শান্তিতে থাকতে পারতাম।
১১| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১১ ই মে, ২০১৭ রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩৭
কানিজ রিনা বলেছেন: অসাধারণ পাখিরা উড়তে পারে, পুরা পৃথিবী
পাখিদের চারণভূমি। পাখিদের জীবন আদর্শ
কেন মানুষ শিখলো না। ছোটকাল থেকে
সেই ভাবনায় থাকতাম। ধন্যবাদ,
১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।
১৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:০৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++
পাখির জীবনটা আমাকে বেশ টানে। আজকাল গাজীপুরের টংগীতেও পাখি খুব কম দেখা যায়।
আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়ানো পাখি.....!
১৩ ই মে, ২০১৭ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: পুনরায় মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
বৃক্ষ নিধনের সাথে সাথে পাখিদেরও আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি।
১৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: পক্ষীর ছবিগুলেঅ কিন্তু সেই!
কবিতার বিষয়বস্তুতে ভালোলাগা!
২১ শে মে, ২০১৭ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
১৫| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৬
সিনবাদ জাহাজি বলেছেন: ছবিগুলো এবং কবিতা সব মিলিয়ে চমৎকার।
অনেক ভালো লাগলো।
+++
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনার এ উদার প্রশংসার জন্য। প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
গত ২২শে মার্চ ২০১৭ তারিখে লিখিত আপনার কবিতা বর্তমান পড়ে এলাম। ভাল লেগেছে। মন্তব্য করেছি।
১৬| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭
সাদা মনের মানুষ বলেছেন: পাখিদের নিয়ে চমৎকার ভেবেছেন আপনি, ওডের প্রতি দুর্বলতা আমার সারা জীবনের.......ভালোলাগা জানিয়ে গেলাম।
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। পাখি আমারও খুব প্রিয়। ওদের নিরীহ স্বভাব এবং মায়াময় জীবনাচারের জন্য ওদেরকে খুব ভালবাসি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৭| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২০
সাদা মনের মানুষ বলেছেন:
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: ওরেব্বাবা! এত 'লাইক'!
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো...
১৮| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৬
রাতুল_শাহ বলেছেন: যদি পাখি হতে পারতাম!!!
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪
খায়রুল আহসান বলেছেন: বাস্তবে হতে না পারলেও, কল্পনায় তো হওয়াই যায়! আর তা পারলে সেটা হয় একটা অনিন্দ্য সুন্দর সুখের অনুভূতি।
অনেকদিন পরে আমার কোন লেখায় এলেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই ব্লগে আপনার দ্বিতীয় পোস্ট একটি বিরক্তি---------------- পড়ে অনেকদিন আগে একটি মন্তব্য করেছিলাম। আশাকরি সেটা দেখেছেন।
১৯| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি শব্দের এই প্রশংসাটুকুই অনেক প্রেরণা যুগিয়ে গেল, এবং মন্তব্যের সাথে থাকা ঐ প্লাসটাও (+)।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
২০| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩০
শামছুল ইসলাম বলেছেন: আপনার কবিতা পড়ে পক্ষী হতে মন চাচ্ছে ।
সত্যি কী স্বাধীন, মুক্ত ওদের জীবন ।
মন ভালো করা কবিতা ।
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: পক্ষী হবার বাসনা থেকেই তো এ কবিতা লেখা হয়েছে।
মন ভালো করা কবিতা-- মন্তব্যের এ অংশটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন সব সময়, শুভেচ্ছা জানবেন।
২১| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৫
রায়হানুল এফ রাজ বলেছেন: অসাধারণ।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি শব্দে অনেক প্রশংসা করে গেলেন। অনেক ধন্যবাদ, রায়হানুল এফ রাজ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৩
নাগরিক কবি বলেছেন: পাখি গুলো সুন্দর। কবিতাটি আরো সুন্দর।