নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চক্রব্যুহ

০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮

আমার এখানে যখন গভীর অমানিশা,
অন্য কোন দূর দিগন্তে তখন অরুণোদয় হচ্ছে।
সেখানে পাখিরা ভোরের প্রার্থনা সঙ্গীত শুরু করেছে,
বিশ্বাসীরা দল বেঁধে উপাসনালয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে।

আর কিছুক্ষণ পরে,
সেখানে সোনালী আলোর রশ্মি ছড়িয়ে পড়বে
পাহাড় উপত্যকা পেরিয়ে, লোকালয়ে, বিস্তৃত মাঠে।
মানব মানবীরা বেড়িয়ে পড়বে নিত্যদিনের যাপন কর্মে।

কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।


ঢাকা
০৭ জুন ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন: খুব চেনা পরিচিত একজনের কথা মনে পড়ে গেল । আমার এখানে যখন গভীর রাত , তার তখন সকাল। মাঝ রাতে আমি তাকে লিখি, "শুভ সকাল" । কি হাস্যকর তাই না ?

এই জন্যই এই ব্লগটা ভালবাসি । এক একজন তার নিজের লেখনী দিয়ে যেন আমার মনের কথাটাই লিখে আমার সামনেই উপস্থাপন করে দিচ্ছে ।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পোস্ট করার ১৫ মিনিটের মধ্যে প্রথমেই আপনার মন্তব্যটি পেলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা মন্তব্যের জন্য।
কবিতাটির মানে আপনার নিজের মত করে ভেবে নিয়ে আনন্দ লাভ করেছেন, এতে আমিও আনন্দিত হ'লাম।

২| ০৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫

শূন্যনীড় বলেছেন: বাহ! স্যার সুন্দর কবিতা লিখেছেন। মুগ্ধতা রইল ++++++++

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।
মুগ্ধতা !!

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে আমিও মুগ্ধ হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা এবং রামাদান কারীম!

৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দু মেরুর দুজন মানুষকে নিয়ে লেখা হয়ত।ভালো লাগলো।
কবিতা কম বুঝি,এর বেশি কিছু তাই বলতে পারছি নাহ। :(

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
সুখ-দুঃখ, আশা-নিরাশা, আলো-আঁধার, প্রেমের প্রশান্তি ও প্রাদাহ, ইত্যাকার অনুভূতি মানব জীবনে চক্রাকারে ঘুরে ঘুরে আসে, এমন একটা বক্তব্যই কবিতায় ব্যক্ত করার প্রয়াস পেয়েছি।
কবিতা কম বুঝেও মন্তব্য করার জন্য ধন্যবাদ। প্রীত হয়েছি।
এই ব্লগে প্রকাশিত আপনার প্রথম পোস্ট আইস"অথবা ছাত্রসমাজ ধ্বংসের অন্যতম কারণ-"ইয়াবার গুড়ো" পড়ে সেখানে একটা মন্তব্য রেখে আসলাম।

৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৮

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক ভালো লাগলো। কয়েকবার পড়েছি। বুঝতে একটু দেরী হলো আরকি!!!!!!!!!!!

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার অনেক ভালো লাগলো জেনে আমারও ভাল লাগলো।
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্ট টাকা দেখতে কেমন পড়ে একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি সময় করে একবার দেখে নেবেন।

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:১৮

দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ভালো লাগল পড়ে।

২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:২৪

নকীব মুহাম্মদ হাবীবুল্লাহ বলেছেন: ভাল লাগলো

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্ট অনু গল্প পড়ে এলাম। খুব ভাল লেগেছে।

৮| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩৮

আখেনাটেন বলেছেন: কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।
---সুন্দর লেখা।

তবে কখনও কখনও এই আলো-আধাঁরের খেলা সময়ের পরিমাপে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। ফলে মানুষ হতাশ হয়ে পড়ে যদি শুধু অন্ধকারের ছায়া দেখে ছোট্ট জীবনে। তবে অমানিশা কেটে শুভ্র-স্নিগ্ধ মনোমুগ্ধকর ভোরের অালো উঁকি দিবে এই আশায় কাটিয়ে দেয় সারা জীবন। কেউ দেখে কেউ দেখে না।

অসীম ভালো লাগা কবিতায়।+++++

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: তবে কখনও কখনও এই আলো-আধাঁরের খেলা সময়ের পরিমাপে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে -- হ্যাঁ, তা পারে বৈকি! পরের কথাগুলোও সুন্দর বলেছেন।
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: এখন আমার মাত্র সন্ধ্যা আর দেশে গভীর রাত।
সুন্দর কবিতা। কোন কিছুই নিয়মের বাহিরে না।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
ঈদের শুভেচ্ছা জানবেন।
আপনার পুরনো পোস্ট আমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একটু সময় করে একবার দেখে নিলে প্রীত হবো।

১০| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:০৪

ধ্রুবক আলো বলেছেন: প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।


আমিও না, কি এক আজব নিয়ম, মানুষ নিজের মত বাঁচতে পারে না...!!!!

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

১১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব মনোমুগ্ধকর কবিতা +++++ অসাধারণ,,,,,

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: ভীষণ প্রেরণাদায়ক মন্তব্য। অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১২| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৪

উম্মে সায়মা বলেছেন: কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।

খুব সুন্‌দর কথামালা খায়রুল আহসান ভাই। অনেকদিন পর কবিতা দিলেন। ভালো আছেন আশা করি।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
কিছু অসুবিধের মধ্যে ছিলাম, তাই কবিতা দিতে একটু দেরীই হলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও কুশলেই আছেন।
শুভকামনা...

১৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ২:৩০

অর্ক বলেছেন: ভীষণ সুন্দর কবিতা, অনাড়ম্বর সহজ কিছু কথায় সহজ উপলব্ধি জীবনের! আসলে মানুষের জীবন সরলরৈখিক, আমরাই মিছিমিছি একে পেঁচিয়ে জটিল করে তুলি। আপনার কবিতাটি পড়ে প্রাণ ভরে উঠলো।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে প্রীত হ'লাম।
অনাড়ম্বর সহজ কিছু কথায় সহজ উপলব্ধি জীবনের - আপনার এ উপলব্ধির কথাটাও খুব সহজ করে বুঝালেন। ধন্যবাদ।
মানুষের জীবন সরলরৈখিক, আমরাই মিছিমিছি একে পেঁচিয়ে জটিল করে তুলি - কথাটা অনেকাংশে সত্য। অনেক ধন্যবাদ, এ ভাবনাটা এখানে তুলে ধরার জন্য।
শুভেচ্ছা জানবেন।

১৪| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার কথা সবাই বলে দিয়েছে আমি আর কি বলব ভাইয়া?
শুধু প্লাস দিয়ে গেলাম।+++

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার দেয়া প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

১৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: প্রকৃতির অবাক নিয়ম !! কবিতা ভালো লাগল।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রকৃতির অনেক নিয়মে আমরা বিস্মিত হই বটে, তবে দিনশেষে দেখা যায়, প্রকৃতির নিয়মগুলোই নিখুঁত এবং প্রণিধানযোগ্য।

১৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা ভাল লাগল ভাইয়া :)

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা ভাল লাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য। প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রকৃতির এই চক্রব্যুহ ভেদ করে আমাদের কারুরই বেরুনোর সাধ্য নেই।
চমৎকার কবিতাটির জন্য লগ ইন করতে হল।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতাটির জন্য লগ ইন করতে হল -- কবিতা পড়ে লগ ইন করে আপনার চমৎকার ভাবনাটা এখানে শেয়ার করে যাবার জন্য অনেক ধন্যবাদ। বলা বাহুল্য, মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আন্তরিক শুভেচ্ছা...

১৮| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: অতি সুন্দর ভাবগাম্ভীর্যময় কবিতাটি প্রিয়তে গেল ।
কবিতাটিতে পরে আবার আসব সময় করে ।
শুভেচ্ছা রইল

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটিকে "প্রিয়"তে নেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লাসেও অনুপ্রাণিত হয়েছি, প্রশংসায় প্রীত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চক্রবুহ্যের ভেতরেই আগম নিগমের খেলা এ জীবন!

মুক্তির পথে বুহ্য ভাঙ্গার যাতনা -সইলে পরে বৃহত চক্রাবর্তের হাতছানি ;)

ভাললাগা একরাশ
++++++++

১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: আলোকিত মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২০| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।


অসাধারণ লাগলো । ++++

শুভকামনা ।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার কাছে 'অসাধারণ' লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২১| ১০ ই জুন, ২০১৭ রাত ১২:৩১

ডঃ এম এ আলী বলেছেন: কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।


পুরাটা কবিতাই অসাধরণ ও বহু অর্থবোধক কথামালায় সজ্জিত ।
কবিতার উপরের কথা কটি নিয়ে চোখ বুঁজে পড়ে থাকা যায় ঘন্টার পর ঘন্টা চিন্তার জগতে ।
এই পবিত্র রমজানে কবিতার কথামালার সুত্র ধরে অনায়াসে স্বরণে আসে সৃস্টি কর্তার কথা যেখানে পবিত্র কোরানের সুরা আম্বিয়ার ৩৩ নং আয়াতে রাত ও দিন প্রসঙ্গে চন্দ্র সুর্য ও তাদের নীজ নীজ কক্ষপথে বিচরণের কথা বলা হয়েছে কত সুন্দর ভাবে

জগতের যেদিকেই তাকানো যাক কেন সেখানেই দেখতে পাওয়া যায় আল্লার অপরূপ সৃস্টির নিদর্শন, বিশ্ব প্রকৃতির সৃষ্টির মাঝে স্রষ্টার জ্ঞানের স্বাক্ষর । প্রকৃতির আইন স্রষ্টার প্রজ্ঞা ও জ্ঞানকে ধারন করে। আল্লার সৃস্টি প্রকৃতির সৌন্দর্য ও শৃঙ্খলা কবি মনেও ধারণ করে সুন্দরভাবে । সূর্যাস্তের পশ্চিম আকাশে রং এর ছটা, ফুলের পাপড়ির বিভিন্ন রং এর বাহার, পত্র-পল্লবের বিচিত্র সমাবেশ, রাত ও দিনে আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়ে সৌন্দর্যের যে বিকাশ ঘটে তা সম্পূর্ণ অনুধাবন করা যায় যখন কোন কিছু মানুষের চিন্তা ও মননে বাসা বাঁধে । তেমনি এই কবিতাটি পাঠের সাথে মনটাও চলে যায় বিশ্ব প্রকৃতির কথা চিন্তা করতে । ভাবনার মোহে অন্তর দৃস্টি চলে যায় সেই সুদুর নিহারিকায় চন্দ্র সুর্য গ্রহ তারা ছেড়ে অমীমের সন্ধানে সৃস্টি কর্তার অপার মহিমার ধ্যানে । গভীর বিস্ময়ে চোখ বুঁজে কবিতার সুন্দর কথামালার অনুরননে ভাবের মালা গেথে গভীর ধ্যানের তন্ময়তা এমনিতেই চলে আসে চেতন কিংবা অবচেতন মনে ।

ধন্যবাদ এই পবিত্র মাহে রমজানে এমন সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, পবিত্র ক্বুর'আন মাজিদ থেকে আমার কবিতার সমর্থনে উদ্ধৃতি দেয়ার জন্য জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
দ্বিতীয়তঃ, আমার এ নগন্য কবিতাটি থেকে চারটি চরণ উদ্ধৃত করার জন্যেও জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
এত সুন্দর করে আমার কবিতার দার্শনিক ব্যাখ্যা দিয়ে গেলেন, একে যথাযথভাবে একনলেজ করার ভাষা আমার জানা নেই। তাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকুন, সবসময়...

২২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।


শেষ লাইনটা অনেক বেশি বাঙ্‌ময়।

অনেক ভালো লাগলো কবিতাটি।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং ভাল লাগার কথাটি জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: কোথাও আলো কোথাও আধাঁর, কোথায় সুখ কোথাও দুখ্, কোথাও শেষ কোথাও শুরু, কোথাও জীবন কোথাও মরণ,........ এই নিয়েই এই চরাচর।

এর মধ্যে আমিও আছি।

কেমন আছেন?

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটা দিয়েই শুরু করছি- আমি ভাল আছি। আশাকরি আপনিও কুশলেই ছিলেন এবং আছেন। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
যে কথাগুলো বলেছেন, হ্যাঁ, এগুলো নিয়েই এই চরাচর!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৪| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

সামিয়া বলেছেন: অনেক ভাললাগলো

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট মন্তব্যেও অনেক অনুপ্রাণিত হ'লাম। প্লাসেও।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৫| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু ব্যতিক্রম তো আছেই কবি। সেগুলো তো জীবনের অংশ।

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন। শুভকামনা...

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্ট পরীর জন্য ভবিষ্যৎ চিন্তা পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।

২৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ঈদ নিয়ে লেখা আপনার এবারের কবিতাটা পড়ে এলাম। কিন্তু সেখানে আপনার একটাও প্রতিমন্তব্য না দেখে ভাবনা হচ্ছে, ভাল আছেন তো?
ভাল থাকুন, সপরিবারে। শুভকামনা...

২৭| ২০ শে জুন, ২০১৭ রাত ২:৩৮

নীল মনি বলেছেন: চমৎকার কথামালা :)

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৮| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
শুভেচ্ছা রইল ্

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.