নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
যারে খুঁজি অহর্নিশি
সুখে কিংবা দুঃখে ভাসি’
ব্যস্ততা বা বিরামে বসি’
তারে আমি ভালবাসি।
ভালবাসি বলেই খুঁজি,
জেগে কিংবা চক্ষু বুঁজি,
শিশু যেমন খোঁজে মা’কে
তেমনি আমি খুঁজি তাকে।
ঢাকা
২০ জুন ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২১ শে জুন, ২০১৭ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনেকদিন পরে কিছু লিখলাম। প্রথম মন্তব্যে কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:০৯
ধ্রুবক আলো বলেছেন: এটাই হলো হলো ভালোবাসা।
২১ শে জুন, ২০১৭ রাত ১২:১২
খায়রুল আহসান বলেছেন: কথাটা ধ্রুবক সত্য। মন্তব্যে প্রীত হ'লাম, প্রথম প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...
৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: যে ভালোবাসে সে অহর্নিশি খুঁজে।
কবিতা খানি খুব সুন্দর হয়েছে।
কেমন আছেন?
২১ শে জুন, ২০১৭ রাত ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আলহামদু লিল্লাহ! ভাল আছি এখন।
৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:১৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অল্প কথায় হয়ত ভালোবাসার তীব্রতা বুঝিয়েছেন।বিশেষ করে শেষ দুটো লাইন সত্যিই চমকপ্রদ।
২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।
কবিতায় 'ভালোবাসার তীব্রতা' হয়তো কিছুটা প্রকাশ পেয়েছে, তবে এখানে আমার অদৃশ্য প্রতিপালক স্রষ্টার কথা বুঝিয়েছি।
শেষ দুটো লাইন সত্যিই চমকপ্রদ -- অনুপ্রাণিত হ'লাম। আবারো ধন্যবাদ এবং শুভেচ্ছা...
আপনার দ্বিতীয় পোস্ট বর্তমান ছাত্র রাজনীতি=আমি অমুক ভাইয়ের লোক পড়ে এলাম।
৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:৩২
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা হয়েছে।শুভ কামনা রইল।
২১ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: শুভকামনা এবং কবিতার উদার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। প্লাসটা বাড়তি প্রেরণা যোগালো।
ধন্যবাদ এবং শুভেচ্ছা...
আপনার আমি এক ভাড়াটিয়া কবিতাটা পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল খায়রুল আহসান ভাই। অনেকদিন পর ব্লগে পোস্ট দিলেন। ভালো আছেন আশা করি।
২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
হ্যাঁ, নানাবিধ ব্যস্ততার কারণে অনেকদিন পরেই এ পোস্টটা দিতে পারলাম।
আমি ভাল আছি। আশাকরি আপনিও কুশলেই আছেন।
শুভেচ্ছা জানবেন।
৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালবাসি বলেই খুঁজি,
জেগে কিংবা চক্ষু বুঁজি,
শিশু যেমন খোঁজে মা’কে
তেমনি আমি খুঁজি তাকে।
কবিতা ভালো হয়েছে ।
আপনি কেমন আছেন ?
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
আমি ভাল আছি। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।
৮| ২১ শে জুন, ২০১৭ ভোর ৪:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসার মানুষকে এভাবেই খুঁজে হয়তো।
কবিতায় ভালোলাগা।
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে ভাল লাগা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
এখানে আমি যাকে খোঁজার কথা বলেছি, তিনি অবশ্যই ভালবাসার মৌলিক উৎস, তবে তিনি মানুষ নন।
অনেকদিন পরে আমার কোন লেখায় এলেন। প্রীত হ'লাম।
আপনার পুরনো পোস্ট আমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।
ঈদের শুভেচ্ছা রইলো...
৯| ২১ শে জুন, ২০১৭ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট কবিতা খানি অনেক ভাল লাগল ভাইয়া।
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ঈদের শুভেচ্ছা জানবেন।
১০| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৬
সামিয়া বলেছেন: বাহ
চমৎকার ভাব প্রকাশ!!
২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ঈদের শুভেচ্ছা জানবেন।
১১| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:১৯
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: শিশু যেমন খোঁজে মা’কে
তেমনি আমি খুঁজি তাকে। তাকে হা হা হা।
২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার কাছে কি এ চরণ দুটিকে হাসির মনে হয়েছে?
১২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২৪
বিজন রয় বলেছেন: কেউ কি হারিয়ে গেল!!
কেমন আছেন?
মা ও প্রেমিকা দুজনই নারী, কিন্তু অনুভূতি আলাদা।
ছোট্ট কিন্তু গভীর কবিতায় অনেক ভাললাগা।
৩০ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: কেউ হারিয়ে যায় নি, আমিই হারিয়েছি। I am lost!
এ প্রেম অন্য প্রেম। সকল প্রেমের উৎস।
আমি ভাল আছি। অনেক ধন্যবাদ, মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবার জন্য।
ভাল থাকুন, সবসময়।
১৩| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
যিনি খোঁজেন, তিনিই শুধু পেয়ে থাকেন!
৩০ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কথা বলেছেন, চাঁদগাজী। না খুঁজলে পাওয়া যাবে কী করে?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর কবির একটা ছন্দবদ্ধ কবিতা পেলাম।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন, কবিতাটি পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হয়েছে কবিতা
ভালবাসি বলেই খুঁজি,
জেগে কিংবা চক্ষু বুঁজি,
শিশু যেমন খোঁজে মা’কে
তেমনি আমি খুঁজি তাকে।
ছোট্ট এই কবিতায় অনেক কথাই গেলেন যে বলে
কামনা করি খুঁজছেন যাকে পেয়ে যান যেন তাকে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: যাকে খুঁজি, তিনি ভেতরেই থাকেন। তবু, কখনো তাঁকে পাই, কখনো হেলায় হারাই! সম্বিত ফিরে পেয়ে আবারো খুঁজি!
কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৬| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির ভালোবাসার আবেগ খুব প্রখরত্ব ভরা। মুগ্ধতা রইল ছন্দময় ভালোবাসা কাব্যে। +++++
শুভকামনা সবসময় আপনার জন্য।
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এমন সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য। সাথে রেখে যাওয়া প্লাসেও অনুপ্রাণিত হ'লাম।
১৭| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা কবিতায়
শুভেচ্ছা কবিকে
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ার জন্য এবং কবিতা ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
সহজ কথাটি সহজ করে বলে দিলেন!!!! মুগ্ধতা
+++++
১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ে এখানে মুগ্ধতার কথাটুকু জানিয়ে যাবার জন্য।
প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...
১৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮
ওমেরা বলেছেন: খুঁজার মত খুঁজেন ভাইয়া ঠিকই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমার সন্মানিত ভাইয়া ।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: এ খোঁজা তো চলছেই.... অহর্নিশি,
সুখে কিংবা দুঃখে ভাসি’,
ব্যস্ততা বা বিরামে বসি’।
তবে তাঁর সাক্ষাৎ লাভ করা তো কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তাঁর ভালবাসা চোখ বুঁজলেই অনুভব করি।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো দুটো পোস্ট- মায়াবী মুখ এবং চমকে উঠেছিলাম পড়ে মন্তব্য রেখে এলাম।
২০| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭
আমিই মিসির আলী বলেছেন: শিশু যেমন মাকে খোঁজে...
তেমনি খুঁজি সকাল সাঁঝে তাকে.।
মায়ের খোঁজার মতোই খোঁজা কি হয় আসলে!!
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: আমি যাকে খোঁজার কথা বলেছি, তাকে মানুষ মায়ের মতই খোঁজে। শিশুর কাছে মা যেমন নিরাপদ, একটা পর্যায়ে মানুষ বুঝতে পারে তিনিও তার জন্য তেমনি বা তারও বেশী নিরাপদ।
আপনার রম্য পোস্ট - কোরবানীর হাঁট এবং আমাদের ক্লোজআপ হাসি । নানা ধরনের গরু পরিচিতি। শতভাগ রম্য পড়ে এলাম। ভাল লেগেছে।
২১| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আপনার বিচরণ কিছুটা কমে গেছে?
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, কিছুটা কমে গেছে বৈকি! লক্ষ্য করার জন্য ধন্যবাদ।
২২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
আসছে পবিত্র দিনটির শুভেচ্ছা ............
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর এই শুভেচ্ছাবার্তার জন্য অনেক ধন্যবাদ। চোখ জুড়ানো ছবিটা পেয়ে মুগ্ধ হ'লাম।
কবিতাটা মনে হয় কবিতা হয় নি, অথবা আপনার ভাল লাগেনি। সেজন্যই হয়তো বা ওটা সম্পর্কে কোন কথা নেই...
ভাল থাকুন, আপনাকেও পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা!
২৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ছন্দোবদ্ধ কবিতা ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
২৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
তবে কবিতা সম্পর্কে মন্তব্য করিনি , তা আপনার কবিতা ভালো লাগেনি বলে নয় । খেয়াল করবেন, আপনার অনেক লেখাতেই আমার মন্তব্য নেই । যদিও আপনার সব লেখাই পড়া হয় । মন্তব্য করিনে, কারন প্রতীক্ষা আমার সয়না । ওটা আমার একদম অপছন্দ ।
মন্তব্যের জবাব দিতে দীর্ঘসূত্রিতার জন্যে আপনার তরফের ব্যাখ্যাও আমি বুঝতে পারি । সে ব্যাখ্যাকে সম্মান জানানোর কারনেই আপনার লেখাতে মন্তব্য করা হয়না । কারন তো আগেই বলেছি, প্রতীক্ষা ।
মন্তব্য না করলেও আমি আপনার সুহৃদ একজন , এটা জানবেন ।
শুভেচ্ছান্তে ।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: বুঝতে পারলাম। ব্যাখ্যাটুকুর জন্য ধন্যবাদ।
মন্তব্য না করলেও আমি আপনার সুহৃদ একজন , এটা জানবেন - এটা জানি, এবং বুঝি, যে এটা আমার সৌভাগ্য।
শুভকামনা...
২৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:১২
ডঃ এম এ আলী বলেছেন:
আসছে আনন্দময় পবিত্র দিনটির জন্য রইল
২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আলী ভাই, এই সুন্দর ঈদ কার্ডটির জন্য। আপনার এবং আপনার পরিবারের সবার জন্য রইলো আমার আন্তরিক ঈদ শুভেচ্ছা!
২৬| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:২৪
বর্ষন হোমস বলেছেন:
ছোট খাট সুন্দর কবিতা।কবিতা ভাল লাগছিল।আরেক টু বড় হলে ভাল হত।
ভাল থাকবেন।ঈদ মোবারক।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আরেকটু বড় হলে হয়তো কবিতাটিকে সম্পূর্ণ মনে হতো, কিন্তু ঐ জায়গাটাতে এসেই মনে হলো, যা বলতে চেয়েছিলাম, তা বলে দিয়েছি।
মন্তব্য এবং ঈদ শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আশাকরি, ঈদের দিনটা আপনারও ভালই কেটেছে।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম দুটো পোস্ট পড়ে মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একটু সময় করে দেখে নেবেন।
২৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ঈদ মোবারক! ভাইজান,
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
২৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: এক কথায় অসাধারণ। এত নিখুঁত ভাবে খুঁজলে কাঙ্ক্ষিত লক্ষের সন্ধান মিলবেই মিলবে। কবিতা পাঠে আবার নতুন করে খুঁজতে শিখলাম। কবিতাটির জন্য কবির প্রতি সীমাহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ উদার প্রশংসা পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুঁজে পেয়েছেন কি তাকে
খুঁজেন যাকে ?
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: জ্বী, অন্তরেই তার বাস।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:০৬
সুমন কর বলেছেন: ভালো লাগল।