নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ঈদ মুবারক!

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:০৩


আজ সন্ধ্যে ৭টা ২০ মিনিটে আমার শয়নকক্ষ থেকে ঈদুল ফিতর-২০১৭ এর নতুন চাঁদের ছবি।


আজ সন্ধ্যে ৭টা ২০ মিনিটে আমার শয়নকক্ষ থেকে ঈদুল ফিতর-২০১৭ এর নতুন চাঁদের ছবি।

আলহামদুলিল্লাহি রাব্বুল ‘আ-লামীন!

রমজানের শেষ দিনে আজ ঘরে বসেই মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ে বেডরুমের পর্দাটা সরিয়ে দেখি, আকাশের বুকে একফালি চাঁদ। ঈদুল ফিতর-২০১৭ এর চাঁদ। জীবনে এর আগে কখনো ঘরে বসে শয়নকক্ষ থেকে নতুন উদিত কোন চাঁদ দেখিনি, দেখার চেষ্টাও কখনো করিনি। চাঁদটাকে ঘরে বসে দেখতে পেয়ে যেন ঈদের আনন্দটা একটু বেড়ে গেল। এক এক করে বাসার সবাইকে ডেকে দেখালাম। সেলফোন থেকে কয়েকটা ছবি তুলে রাখলাম। তবে ক্যামেরা জুম করাতে হয়তোবা নতুন চাঁদটাকে একটু বেশীই বড় দেখাচ্ছে।

সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের আনন্দে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবার! আনন্দে কাটুক সবার ঈদের দিনটি, এবং এর পরের দিনগুলোও! ভাল থাকুন সবাই, সপরিবারে!

মন্তব্য ৫৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:১৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে বিশেষ শুভেচ্ছা-- ঈদ মুবারক!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে প্রীত।

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

বিজন রয় বলেছেন: ভাল থাকুন, সুস্থ থাকুন।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:১৭

খায়রুল আহসান বলেছেন: শুভকামনায় প্রীত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক; শুভেচ্ছা রলো

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আমাদের এখানে এখন ঈদের সকাল। আপনাদের ওখানে তো বোধহয় গতকাল ঈদ হয়ে গেছে।

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,





দারুন ছবি । অপূর্ব ।
তবে "ঈদুল ফিতর" এর ছবি না কি "ঈদের চাঁদ" এর ছবি হবে ? :||

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই! প্রশংসায় প্রীত।
ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সংশোধন করে নিয়েছি।

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৪৪

ওমেরা বলেছেন:

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: শুভেচ্ছা কার্ডের জন্য ধন্যবাদ। কার্ডের কথাগুলো খুব ভাল লেগেছে।
আমাদের এখানে এখন ঈদের সকাল। আপনাদের ওখানে বোধকরি গতকাল ঈদ হয়ে গেছে?

৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৪

সুমন কর বলেছেন:

ঈদের শুভেচ্ছা।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: ঈদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ, সুমন কর। ভাল থাকুন সপরিবারে।

৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক
ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কার্ড। তোমাকেও ঈদ মুবারক জানাচ্ছি। ভাল থেকো, আনন্দে কাটুক আজ সারাটা দিন।
প্লাসে প্রীত হ'লাম।

৮| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কাজী ফাতেমা ছবি। ভাল থাকুন সপরিবারে। আনন্দে কাটুক আজ সারাটা দিন।
প্লাসে প্রীত হ'লাম।

৯| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন:

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: শুভেচ্ছা কার্ডের জন্য ধন্যবাদ।
ঈদের আনন্দে কেটে যাক আজ সারাটা দিন! ভাল থাকুন।

১০| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫০

ঋতো আহমেদ বলেছেন: ঈদ মোবারক। আপনার নাতনি কেমন আছে যাকে নিয়ে একটি কবিতা পোস্ট করেছিলেন কিছুদিন আগে।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ঋতো আহমেদ। আমার নাতনি আনায়া ভাল আছে। ওর বয়স এখন প্রায় তিন ছুঁই ছুঁই করছে। এবারেই প্রথম সে ঈদের আনন্দটুকু বেশ উপভোগ করছে। আগে তো ঈদ কি, তা ঠিক বুঝতো না। গতকাল পাড়া পড়শীরা এসে ওর হাতে মেহেদী দিয়ে গেছে। ও তা বেশ উপভোগ করছে। ওর মা আজ ঈদের দিনে কর্তব্যস্থল ত্যাগ করতে পারছেনা, তাই ও মা বাবার সাথে ঢাকার বাইরে ঈদ করছে। ওকে খুব মিস করছি।

১১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: ঘরে বসে ঈদের চাঁদ!! শরীর ভাল তো??
ঈদ মুবারক।।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: ঘরে বসে ঈদের চাঁদ! -- জ্বী, সচেতনহ্যাপী। হঠাৎ করেই যেন দেখা পাওয়া গেল! আগে কখনো পাইনি।
আমি ভাল আছি। আশাকরি আপনিও কুশলেই আছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ডামাডোলে আশাকরি আপনার ক্ষতিগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই।
ভাল থাকুন, প্রবাসে আনন্দে থাকুন, যতটা পারা যায়।

১২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক B-) সেমাই খাওয়ার দাওয়াত থাকলো :-B

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম। দাওয়াত পেয়ে অভিভূত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, নাগরিক কবি।

১৩| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নিজে দর্শন করেই খূশী হন নি- আমাদেরও দর্শন করিয়েছেন ...
অনেক অণেক ধন্যবাদ।

ইট-কংক্রিটের শহরে চাঁদ দেখা হয়না কত বছর!!!!!

ঈদ মোবারক :)

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: নিজে দর্শন করে খুশী হয়েছি বলেই আপনাদেরও দর্শন করিয়েছি। শুধু ঈদের চাঁদ দেখা ছাড়া বছরের আর কোন চাঁদ এমন ঘটা করে দেখা হয়না। তবে এবারেই প্রথম ঘরে বসে চাঁদ দেখলাম। সেই খুশীতেই এই পোস্ট। অন্যান্য বছরে মাঝে মাঝে ছাদে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করতাম। কখনো সফল হ'তাম, কখনো না।
ছোট্ট এ পোস্টেও প্লাস দিয়ে গেলেন, অনুপ্রাণিত হ'লাম।
আনন্দে কাটুক ঈদের সারাটা দিন, এবং পরের দিনগুলোও। শুভেচ্ছা...

১৪| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের আনন্দে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবার!

ইদ মুবারক ।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: লেখা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। ঈদ মুবারক।

১৫| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে ।
ঈদের শুভেচ্ছা রইলো ।

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভকামনা রইলো...

১৬| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাকুল্যে পোষ্ট খুব ভাল লেগেছে।

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা খুব ভাল লেগেছে জেনে খুব খুশী হ'লাম। আশাকরি আজ ঈদের দিনটা আপনার খুব ভাল কেটেছে।
ঈদ মুবারক।

১৭| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ আনন্দ লেগে থাকুক প্রতিদিন সবসময় প্রাণভরে


২৬ শে জুন, ২০১৭ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর এই শুভেচ্ছাবাণীতে প্রাণ ভরে গেল...
কার্ডটি খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৮| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:৫১

শূন্যনীড় বলেছেন: ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও রইলো ঈদের শুভেচ্ছা...

১৯| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:৪৯

বিষাদ সময় বলেছেন: এবারের ঈদের চাঁদ দেখা হয়নি, আপনার দেয়া চাঁদের ছবি দেখে সেই সাধ কিছুটা মিটলো। তবে আপনি সৌভাগ্যবান পশ্চিম দিক খোলা মেলা একটা শয়ন কক্ষ পেয়েছেন যেখান থেকে জোস্না দেখে কবিতা লিখতে পারবেন। হাঃ হাঃ

ঈদ মুবারাক, ভাল থাকুন সুস্থ থাকুন সব সময় সেই কামনা।

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: তবে আপনি সৌভাগ্যবান পশ্চিম দিক খোলা মেলা একটা শয়ন কক্ষ পেয়েছেন যেখান থেকে জোস্না দেখে কবিতা লিখতে পারবেন -- আপনি ঠিকই বলেছেন। গগনচুম্বী কংক্রিটের এই অরণ্যের মাঝ দিয়ে খোলা আকাশ দেখতে পারাটা সৌভাগ্যের ব্যাপারই বটে! আমার পশ্চিমের বাড়ীটা চারতলার বেশী উঠেনি, তাই রক্ষে!
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।
শুভেচ্ছা...

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো কবিতা "অতৃপ্ত শত্রু" পড়ে একটা মন্তব্য রেখে এলাম। একবার সময় করে দেখে নেবেন।

২০| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬

অদ্ভুত_আমি বলেছেন: ঈদ মুবারক !:#P !:#P !:#P

২৭ শে জুন, ২০১৭ সকাল ৭:১০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আপনাকেও ঈদ মুবারক!

২১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:২৫

বর্ষন হোমস বলেছেন:
ঈদের চাঁদ খুব কমই দেখা যায়।এবারের মত এত সহজে চাঁদ আগে কখনো দেখিনি।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: এবারের মত এত সহজে চাঁদ আগে কখনো দেখিনি - ঠিক তাই, আমিও দেখিনি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: ঈদ মোবারক খায়রুল আহসান ভাই! একদিন দেরী হয়ে গেল। আশা করি প্রিয়জনদের সাথে অনেক আনন্দে কেটেছে।

২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মাশা আল্লাহ! ভালই কাটিয়েছি ঈদের দিনটা (ঘরে বসেই)।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:৫৫

শূন্যনীড় বলেছেন: ঈদ মোবারক

২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা!
দোয়া করি আপনার শূণ্যনীড় পূর্ণ হয়ে কলকাকলিতে মুখর হয়ে উঠুক!

২৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৩:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঈদ মোবারক.... :)

২৯ শে জুন, ২০১৭ ভোর ৬:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর...
ধন্যবাদ, আশাকরি ভালই আছেন এবং ছিলেন।
আপনাকেও ঈদের শুভেচ্ছা--ঈদ মুবারক!

২৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০

নায়না নাসরিন বলেছেন: লেইট ইদ মোবারক :)

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্ক ইউ! মাচ এপ্রিশিয়েট!

২৬| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মোস্তফা সোহেল। আশাকরি বাড়ীতে ঈদের ছুটি ভালই কাটিয়ে আসলেন।
ভাল থাকুন, শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.