নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সে রাতে আকাশটা অঝোরে ঝরেছিলো

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

সে রাতে আকাশ যেন ভেঙে পড়েছিলো,
জলভরা মেঘগুলো নেমে এসেছিলো,
পাখিদের নীড়গুলো ভিজে গিয়েছিলো,
নিশাচর পথিকেরা বাড়ী ফিরেছিলো।

সে রাতে আকাশটা অঝোরে ঝরেছিলো,
মেঘ ভরা জলধারা ঝরে পড়েছিলো,
সরীসৃপেরা সারারাত বিবরে ছিলো,
বাহিরের কিছু প্রাণী ভেসে গিয়েছিলো।

সে রাতে আকাশ থেকে নেমে এসেছিলো,
এক সুন্দরী জলপরী মায়ায় ভরা।
এক ঘুমহারা পাখিকে ঘুম পাড়িয়ে,
হারিয়ে গিয়েছিলো সে মায়াবী অপ্সরা।


ঢাকা
১১ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: প্রথম

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ মনোমুগ্ধকর কবিতা।

সে রাতে এক জলপরী নেমে এসেছিলো,
কাগজের কিস্তি ভাসিয়ে খেলা করেছিলো
,
সুন্দর..

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য আবারো ধন্যবাদ।
কবিতাটা কিছুটা সম্পাদনা করাতে আপনার উদ্ধৃতাংশটুকু এখন আর সেখানে নেই, এজন্য দুঃখিত। তবে উদ্ধৃতির জন্য ধন্যবাদ রইলো।
প্রশংসায় প্রীত, প্লাসে অনুপ্রাণিত।

৩| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে রাতে আকাশটা অঝোরে ঝরেছিলো,

দারুন শিরোনাম!!!

সুন্দর কাব্য ++++

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা অনেক পাঠকই খেয়াল করেন না (তবে আমি সব সময় করে থাকি)। আপনি খেয়াল করে এর প্রশংসা করে গেলেন, অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: খুব মিষ্টি কবিতা। কবিতায় প্লাস।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৯

প্রাইমারি স্কুল বলেছেন: অসাধারন কবিতা

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

রানা আমান বলেছেন: ঢাকা শহরে আকাশ অঝোরে ঝড়লে পর যে অবস্থার সৃস্টি হয় তেমন অবস্থায় এমন সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মাত ৫ জন পাঠক কবিতাটি পাঠ করে 'লাইক' করেছেন। তার মধ্যে আপনিও একজন।
অনুপ্রাণিত।

৭| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা ++++

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সে রাতে এক জলপরী নেমে এসেছিলো,
কাগজের কিস্তি ভাসিয়ে খেলা করেছিলো,
এক রাতজাগা পাখিকে ঘুম পাড়িয়েছিলো,
দু’ফোঁটা অশ্রু রেখে পরী উড়ে গিয়েছিলো।


খুব সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা...

১০| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

নিষ বলেছেন: সে রাতের অঝোরে কান্নাই আজকের এ সমুদ্রের উৎপত্তির কারণ!

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
সব কবিতার পেছনেই কিছু সুখ দুঃখ, হাসিকান্নার অনুভূতি লুকিয়ে থাকে।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


পৃথিবীর হৃদয় থেকে যখন আনন্দাশ্র ঝরে, কল্পনার জগতে লুকিয়ে থাকা অপ্সরাগণ পাখা মেলে বাতাসে ভেসে আসে।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীর হৃদয় থেকে যখন আনন্দাশ্র ঝরে, কল্পনার জগতে লুকিয়ে থাকা অপ্সরাগণ পাখা মেলে বাতাসে ভেসে আসে -- আমার এ কবিতাটি পড়ে এমন চমৎকার একটি কাব্যিক মন্তব্য এখানে রেখে যাওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

কল্লোল পথিক বলেছেন:

চমৎকার কবিতা!স্বদেশী ভ্রাতা।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি। অনেকদিন পরে ব্লগে ফিরলেন মনে হচ্ছে। আশাকরি এতদিন ভালই ছিলেন?
কবিতার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, সব সময়।

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

ধ্রুবক আলো বলেছেন: সে রাতে এক জলপরী নেমে এসেছিলো,
কাগজের কিস্তি ভাসিয়ে খেলা করেছিলো,
আমার কাছে এই দুই উদ্ধৃতাংশটুকু সত্যি বেশ ভালো লেগেছিলো তাই উল্লেখ করেছি।

আপনি কেমন আছেন?!

ব্লগে ইদানিং সব অদ্ভুত কান্ড ঘটছে, অনেকেই ব্লগ থেকে বিদায় নিচ্ছে!! কিছুই বুঝলাম নাএর রহস্য।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৬

খায়রুল আহসান বলেছেন: অদ্ভুত কান্ড ঘটছে, অনেকেই ব্লগ থেকে বিদায় নিচ্ছে! - কী অদ্ভূত কান্ড ঘটেছে? কেন বিদায় নিচ্ছে? কে কে নিয়েছে?
আমি তো কিছুই টের পাইনি। হতে পারে, যারা সাধারণতঃ আমার পোস্ট পড়ে থাকেন এবং মন্তব্য করে থাকেন, তাদের প্রায় সবাই আছেন।

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে রাতে আকাশ থেকে নেমে এসেছিলো,
এক সুন্দরী জলপরী মায়ায় ভরা।
এক ঘুমহারা পাখিকে ঘুম পাড়িয়ে,
হারিয়ে গিয়েছিলো সে মায়াবী অপ্সরা।
অসাধারণ।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার কবির তার ব্লগের সব পোষ্ট মুছে ফেলেছে।
আর এখন ব্লগে একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: উনি আবার ব্লগে ফিরে এসেছেন দেখেছি।
আর এখন ব্লগে একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে - শালীনতা ও শিষ্টাচার বজায় রেখে একে অপরের বিপক্ষে কথা বলায় অসুবিধে নেই। তবে এর অন্যথা হলে আপত্তি আছে।

১৬| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: অনেক সুন্দর লাগলো কবিতাটি

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
টিউলিপ ফুলগুলো খুব সুন্দর। এগুলোর জন্যেও অশেষ ধন্যবাদ।
আপনার দুটো পুরনো পোস্ট পড়ে এসেছি, এর মধ্যে একটি কবিতা ছিল।
শুভকামনা...

১৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার মুগ্ধতা পেয়ে ধন্য হ'লাম, কবিতাটি সম্মানিত হলো। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, ডঃ এম এ আলী

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সে রাতে আকাশ থেকে নেমে এসেছিলো,
এক সুন্দরী জলপরী মায়ায় ভরা।
এক ঘুমহারা পাখিকে ঘুম পাড়িয়ে,
হারিয়ে গিয়েছিলো সে মায়াবী অপ্সরা।
এই লাইগুলো বেশ জাদুকরী হয়েছে, আহা! কত ভাললাগলো, বুঝাবো কেমনে।

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃত পংক্তিগুলো আপনার এতটা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, শিরোনামটা বেশ হয়েছে। ইশশ, আমি যদি এত ভালো লিখতে পারতাম।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা বেশ হয়েছে - ধন্যবাদ, আষাঢ়-শ্রাবন মাসের কবিতায় অঝোরে আকাশ ঝরার কথা এমনিতেই চলে আসে।
আপনিও অনেক ভাল লিখেন। লেখা চালিয়ে যাবেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.