নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অস্তাচলের ভাবনা....

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১


সন্ধ্যা ঘনায়ে এলো,পাখি খোঁজে নীড়,
মেঘ তুমি ভেসে যাবে ছড়িয়ে আবির।
আমি হেথা দেখে যাবো রঙের খেলায়
তোমার হারিয়ে যাওয়া আঁধার বেলায়।


মেঘ তুমি ভেসে যাবে কোন দেশেতে?
অনুপম এ রঙে তোমায় কে এঁকেছে?
সোনালী আভায় মোড়া নীল ধুপছায়া
প্রেয়সীর কপোল সম কোমল কায়া!


দলবলে ওড়ো তুমি আপন খেয়ালে,
গৃহী আমি বসে দেখি জানালার গ্রীলে।
অস্তাচলে ভাসো তুমি কত অনুরাগে,
আমি থাকি সংসারে সোহাগে বিরাগে।


পাদটীকাঃ মাগরিব এর আযান শুনে জায়নামাযটা বিছালাম। কী মনে করে পশ্চিমের পর্দাটা সরিয়ে দিলাম। হঠাৎ দেখি এ অপরূপ দৃশ্য!
নামায পড়ে উঠে ভাবনাগুলো লিখে রাখলাম।

ঢাকা
১৮ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬৩ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

শুভকামনা রইল।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাস এবং প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
অনুপ্রাণিত।
কেমন আছেন কবি?

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনার মূর্তি, তিস্তা, হাওড় --- প্রিয় স্বদেশ তুমি পারবেই!! পোস্টটা পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।

২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন: খুব সুন্দর।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: নেক ধন্যবাদ। অনেকদিন পরে এলেন। আশাকরি ভালই আছেন।
প্লাসে অনুপ্রাণিত।

৩| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। আর মেঘের ছবিও অনেক সুন্দর।কবিতায় প্লাস+++

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতার প্রশংসা অনেক প্রেরণা যুগিয়ে গেল। প্লাসেও অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মেঘ আর আকাশের ছবির মতই কবিতাখানি সুন্দরে ভরপুর।

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
মেঘ আর আকাশের ছবি এবং কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৯

সামিয়া বলেছেন: বাহ!!! ছবিটি তো খুবই সুন্দর। ভালোলাগা!!

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

খায়রুল আহসান বলেছেন: বাহ!!! ছবিটি তো খুবই সুন্দর -- কোন ছবিটির কথা বলেছেন (তিনটের মধ্যে)?
আশাকরি ছবি প্রসূত ভাবনাগুলোও তেমন খারাপ লাগেনি।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পুরনো দুটো পোস্ট পড়ে এলাম। কবিতাটা ভাল লেগেছে। + +

৬| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: ছবি গুলো অসধারণ লাগছে।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

৭| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩১

ধ্রুবক আলো বলেছেন: ভাবনায় তুলে রাখা লেখা কবিতা খানি অতুলনীয়। +++++

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৮| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

রওশন_মনি বলেছেন: সন্ধ্যালগ্নের এই অপূর্ব দৃশ্য আপনার কবিতাটিকে অতুলনীয় করেছে।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার ফটোগ্রাফি ও কবিতা। হৃদয় জুড়িয়ে আসে!

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: ফটোগ্রাফি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। সাথে রেখে যাওয়া প্লাসটার জন্যেও অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা রইলো...

১০| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

ওমেরা বলেছেন: চমৎকার কবিতা ছবি ও চমৎকার ।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবির প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

তারেক ফাহিম বলেছেন: ছবিগুলোর প্রশংসা না করলেই নয়, কবিতাটিও মুগ্ধকর সবমিলিয় সময়পুোগী পোষ্ট, ভাল লাগলো।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। তবে কবিতাটিকে আপনার কাছে "সময়োপযোগী" কেন মনে হলো, সেটার একটু ব্যাখ্যা পেলে ভাল হতো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা...

১২| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

Midnight Memories বলেছেন: প্লাস++++

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
প্লাসে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
প্লাস দিলেও হয়তো 'লাইক' চিহ্নে ক্লিক করতে ভুলে গেছেন, তাই নাম ওঠেনি।

১৩| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কবিতায় ভাল লাগা প্রকাশে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো...

১৪| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি মন মাতানো
খুব সুন্দর ভাল লাগল

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এমন প্রেরণাদায়ক মন্তব্য এখানে রেখে যাবার জন্য।
প্লাসেও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।

১৫| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা ও ছবি+++++++++।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: এমন উচ্চ প্রশংসায় এবং প্লাসে খুবই অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৬| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ছবির সাথে চরণের চমৎকার মিলন । এই সময়টা বেশ অদ্ভুত এবং রহস্যি । রাত্রি দিবার মাঝে এই মহূর্ত, স্বল্পক্ষণের আবেশ করে দেয় মন উদাস ।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: রাত্রি দিবার মাঝে এই মহূর্ত, স্বল্পক্ষণের আবেশ করে দেয় মন উদাস কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটা এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ছবি ও কবিতার প্রশংসায় প্রীত হয়েছি। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১৭| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


সন্ধ্যার নিভু নিভু আলো গায়ে মেখে অলস মেঘগুলো ভেসে বেড়ায় আকাশে, দেখে মানব মন হয় উদাসী; আপনি নিজের অনুভুতিকে ভাষায় সাজিয়েছেন, মহিমা দি্যেছেন তাতে

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন!
আমার লেখার প্রশংসা করেছেন, শুধু সেজন্য কথাতা বলছি না। মন্তব্যেও সাথে আপনারও একটা কাব্যিক ভাবনা জড়িয়ে আছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: মেঘ তুমি ভেসে যাবে কোন দেশেতে?
অনুপম এ রঙে তোমায় কে এঁকেছে?
সোনালী আভায় মোড়া নীল ধুপছায়া
প্রেয়সীর কপোল সম কোমল কায়া!


কবিতা খুব সুন্দর হয়েছে +++

ভালো থাকুন সবসময়.....

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১৯| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি অপরুপ রুপে মা তোমায় হেরিনু হে প্রকৃতি ;) ......

ভাল লাগা অনন্ত...........

+++++++

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: এমন সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...

২০| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৫

প্রাইমারি স্কুল বলেছেন: কবিতা ও ছবিগুলোর প্রশংসা না করলেই নয়, তবে কবিতাটিও মুগ্ধকর

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার কাছে মুগ্ধকর বলে মনে হয়েছে জেনে প্রীত হ'লাম। কবিতা ও ছবিগুলোর প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ।

২১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

সাদা মনের মানুষ বলেছেন: ভাবনার কবিতা আর তোলা ছবিতায় মুগ্ধ হয়েছে........ভালোলাগা জানিয়ে গেলাম।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভালোলাগা জানিয়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনুপ্রাণিত করে গেলেন।
'ভালোলাগা'র তালিকায় অবশ্য এখনো নামটা উঠেনি। তা না উঠুক, মুখের কথাই আসল ভাল লাগা।

২২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

উম্মে সায়মা বলেছেন: চমৎকার ছবির সাথে চমৎকার কিছু ভাবনা.... ভালো লাগল খায়রুল আহসান ভাই

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো ---

২৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

নাবিক সিনবাদ বলেছেন: ছবি আর কবিতা দারুণ লাগলো।। !:#P

০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ছবি আর কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আকাশটা খুব সুন্দর ।আপনার কবিতাও হয়েছে বেশ ।+

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

খায়রুল আহসান বলেছেন: আকাশ ও কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৬| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

মৌমুমু বলেছেন: ভাইয়া, অদ্ভুত সুন্দর আকাশের ছবিগুলো।
কবিতাটাও ছবির সাথে মিশে গেছে!
শুভকামনা আপনার জন্য।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ছবি ও কবিতার প্রশংসা পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

২৭| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। এমন ছোট ছোট প্রশংসাই বড় কিছু লেখার প্রেরণা যোগায়।
প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৮| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর +

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

২৯| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সন্ধ্যা ঘনায়ে এলো,পাখি খোঁজে নীড়,
মেঘ তুমি ভেসে যাবে ছড়িয়ে আবির।
আমি হেথা দেখে যাবো রঙের খেলায়
তোমার হারিয়ে যাওয়া আঁধার বেলায়।


শুরুটা দুর্দান্ত। পুরো কবিতাটাই সুন্দর।


আমি অবশ্য 'অস্তাচলের ভাবনা' দ্বারা অন্যকিছু বুঝেছিলাম- অন্য পৃথিবীর ভাবনা জাতীয় কিছু।

ভালো থাকবেন স্যার। শুভকামনা।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: আমি অবশ্য 'অস্তাচলের ভাবনা' দ্বারা অন্যকিছু বুঝেছিলাম- অন্য পৃথিবীর ভাবনা জাতীয় কিছু -- ওরকম একটা ভাবনা নিয়েই কবিতাটি লিখতে বসেছিলাম। কিন্তু হয়ে গেছে অন্য কিছু। কলম যেদিকে টেনে নিয়ে গেছে, সেদিকেই গেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক শুভকামনা...

৩০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

ডঃ এম এ আলী বলেছেন: অপরূপ প্রকৃতিকে মনের সবটুকু মাধুরী মিশিয়ে স্বল্প সময়ে লেখা কবিতাটি পাঠে মুগ্ধ
সে সাথে নামাজান্তে মনের প্রফুল্লতা যে কেমন আসে তারো পরিচয় পাওয়া গেল কবিতাটিতে ।
শুভ কামনা রইল ।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: প্রকৃ্তি সত্যিই অপরূপ ছিল। মাধুরী কতুটুকু মেশাতে পেরেছি সে ব্যাপারে নিশ্চিত নই।
সে সাথে নামাজান্তে মনের প্রফুল্লতা যে কেমন আসে তারো পরিচয় পাওয়া গেল কবিতাটিতে - আপনার এ গভীর পর্যবেক্ষণে মুগ্ধ হ'লাম, প্রফুল্ল হ'লাম।
মনোমুগ্ধকর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার একটা পুরনো পোস্ট ক্রিকেট খেলার মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও কান্না প্রসংগে এইমাত্র পড়ে এলাম।

৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

নীল মনি বলেছেন: এত সুন্দর আকাশ,আমি কিন্তু কবিতাটি পড়িনি।আকাশ দেখে আমার কিন্তু আর কিছুই পড়তে ইচ্ছে করছে না :)

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, কিন্তু কবিতাটি পড়ে দেখারও অনুরোধ রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.