নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমি এমন একটা শান্তির দেশে যেতে চাই,
যেখানে উচ্চঃস্বরে কেউ কোন কথা বলেনা,
কেউ উল্টো পথ ধরে আসা যাওয়া করে না।
যেখানে পাখিরা নির্ভয়ে উড়ে যেতে পারে
ব্যস্ত বেখেয়াল মানুষের মাথার ওপর দিয়ে,
একান্তে বলে যেতে পারে তাদের মনের কথা।
একদিন কোন এক নির্জন গিরি চূড়ায় উঠে
পাখির চোখে আমি পৃথিবীটাকে দেখতে চাই।
সে পাহাড়ের বুক চিরে এক আনমনা বহমান
উচ্ছ্বল ঝর্ণা নেচে যাবে তার আপন খেয়ালে।
ধ্যানমগ্ন ঋষির মত আমি শুধু দু’চোখ বুঁজে
শুনে যাবো সেই ছন্দময়ীর ধ্রুপদী নূপুরনিক্কণ।
কোন এক চঞ্চলা স্রোতস্বিনীর তটে বসে থেকে
আমি নির্জনে নিশ্চুপ কাটাতে চাই একটি দিন।
সেখানে বসে নিষ্পলক চোখে দেখে যেতে চাই
ছোট বড় ঢেউ আর জলজ প্রাণীর আনাগোনা।
মেঘের মায়াবী ঝাপটা এসে আমায় ভেজালেও
ঝাপসা চোখে দেখে যাবো মেঘ ও জলের খেলা।
রংপুর
০৮ আগস্ট ২০১৭
সর্বস্ব্বত্ব সংরক্ষিত।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতা যেমনই হোক, আপনার মন্তব্যে আমার মনোবল যথেষ্ট উন্নত হলো।
শুভেচ্ছা রইলো---
২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা ।
এমন কবিতা পড়লে মনের ভেতরে কেমন সুখ সুখ অনুভব হয়।
আপনার সাথে সাথে আমরাও যেতে চাই সেই শান্তির দেশে।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২
খায়রুল আহসান বলেছেন: এমন কবিতা পড়লে মনের ভেতরে কেমন সুখ সুখ অনুভব হয় -- অত্যন্ত প্রেরণাদায়ক একটি মন্তব্য রেখে গেলেন, মোস্তফা সোহেল। প্রীত হ'লাম। সেই সাথে দেয়া প্লাসটিও অনেক অনুপ্রাণিত করে গেল।
ভাল থাকুন, ধন্যবাদ ও শুভেচ্ছা---
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
ওমেরা বলেছেন: ভাইয়া সুইডেন কখনো এসেছিলেন নাকি? না এলে একবার ঘুরে যেতে পারেন ।আপনার কল্পনার দেশটার সাথে মিল পাবেন ।
ধন্যবাদ ভাইয়া ।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
খায়রুল আহসান বলেছেন: সুইডেন কখনো যাইনি। তবে কোথাও যাওয়া লাগে নাকি? যখন যে দেশ সম্পর্কে পড়ি, লেখক-লেখিকাদের লেখার গুণে চোখ বুঁজলেই সে দেশে চলে যেতে পারি। আপনিও সুইডেন সম্পর্কে লিখুন, সে লেখা পড়ে নিমেষেই সুইডেনে চলে যেতে পারবো।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদিন কোন এক নির্জন গিরি চূড়ায় উঠে
পাখির চোখে আমি পৃথিবীটাকে দেখতে চাই।
................... অপূর্ব জনাব, কবিতাতে অনেক গুলো প্লাস।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সব অনুভুতির কথা ।
কামনা করি অনুভুতিগুলি ধরা দিক বাস্তবতায়
আমরা পাই যেন প্রিয় কবি হতে লেখার সজিবতা।
অনক অনেক শুভেচ্ছা রইল ।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতা পড়ে যে শুভকামনা রেখে গেলেন, তা আরো ভাল কিছু লেখার প্রেরণা যোগাবে।
প্লাসের জন্যেও অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা রইলো---
৬| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: ঝাপসা চোখে দেখে যাবো মেঘ ও জলের খেলা।
.................. কবির চোখ কখনো ঝাপসা হয় না।
একটি স্থির, শান্তিময় আর নিষ্পাপ স্থানে নিজেকে দেখার জন্য এই কবিতায় যে আশা ব্যক্ত করা হয়েছে, সে আশায় আমি নিজেও অংশ নিয়ে গেলাম। সে আশায় আমিও কবির মতো ধ্যানমগ্ন হতে চাই।
কবিতায় এই বিষয়টি আমাকে খুব আকর্ষণ করছে।
শ্রদ্ধেয়, আপনার জন্য শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি, আপনার ভাল লাগার কথাটুকু পুনরায় এসে জানিয়ে যাবার জন্য।
কবিতার সাথে আত্মস্থ হয়েছেন, এজন্যই কবিতার ঐ বিষয়টি আপনাকে আকর্ষণ করেছে। কবির জন্য এ ফীডব্যাকটুকু বড়ই সুখকর।
প্লাসে অনুপ্রাণিত, ধন্যবাদ। ভাল থাকুন---
৭| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২
ধ্রুবক আলো বলেছেন: অতুলনীয় ++++++
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ধ্রুবক আলো। এক শব্দের মন্তব্য, কিন্তু ওজনে বেশ ভারী।
প্লাসে অনুপ্রাণিত।
৮| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ইচ্ছে গুলো বরাবরই অপূর্ণ থেকে যায় ।
তবে আপনার কবিতা বরাবরের মত ভাল
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫
খায়রুল আহসান বলেছেন: আবার কখনো কখনো যা ইচ্ছে করা যায়, আল্লাহতা'লা তার অনেকটাই পূরণ করে দেন। অন্ততঃ আমাকে দিয়েছেন, এ কথা নিঃসন্দেহে বলতে পারি।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
৯| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
ধ্রুবক আলো বলেছেন: আমি এমন একটা শান্তির দেশে যেতে চাই,
এমন এক দেশ খুঁজে হয়তো পাওয়া যাবে না, হয়তো কোনো দেশের এমন কোনো এক নির্জন লোকালয় খুঁজে পাওয়া যাবে।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭
খায়রুল আহসান বলেছেন: লোকালয় তো বটেই, চেষ্টা করলে হয়তো দেশও খুঁজে পাওয়া যাবে।
১০| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬
ধ্রুবক আলো বলেছেন: বিজন রয় ভাইয়ের ৬ নং মন্তব্যটা খুব ভালো লাগলো।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
খায়রুল আহসান বলেছেন: এ কথাটা জানানোর জন্য কবি বিজন রয় আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আমিও জানাচ্ছি।
১১| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন:
@ ধ্রবক আলো... আপনাকে ধন্যবাদ।
পরস্পরের প্রতি এই শ্রদ্ধাবোধটুকু অটুট থাকুক সবসময়।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২
খায়রুল আহসান বলেছেন: পরস্পরের প্রতি এই শ্রদ্ধাবোধটুকু অটুট থাকুক সবসময় - আপনার এই কামনার সাথে আমিও কন্ঠ মেলাচ্ছি।
কোন পোস্ট পড়তে গিয়ে যাদের মন্তব্য ভাল লাগে, আমিও সে ভাল লাগার কথাটুকু নামোল্লেখ করে পোস্টে জানিয়ে আসি, প্রায় সব সময়ই।
১২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর
কিন্তু দেশে শান্তি নাই
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
খায়রুল আহসান বলেছেন: দেশে শান্তি নাই বলেই তো স্বপ্নের এক দেশে যেতে চাচ্ছি---
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো---
১৩| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
পদ্যে অনেক সুন্দর এক চিত্র অংকিত হয়েছে; এগুলো শুধু পৃথিবীতেই সম্ভব।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: পদ্যপাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ, এগুলো শুধু পৃথিবীতেই সম্ভব।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৪| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক স্বপ্নীল স্বপ্নের স্বপ্নময় কাব্য স্বপ্নাবিষ্ট করে তুলল....
জীবনের টানাপোড়েন ফেলে যদি এমন স্বপ্ন সত্যি হতো.। আ হা........................
দারুন স্বপ্ন ছোঁয়াচে মুগ্ধতা, প্রিয় সিনিয়র
+++++++++
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: এক স্বপ্নীল স্বপ্নের স্বপ্নময় কাব্য স্বপ্নাবিষ্ট করে তুলল.... -- আপনিও দারুণ স্বপ্নময় এক মন্তব্য রেখে গেলেন এখানে, যা আমাকে অনেক প্রেরণা যুগিয়ে গেল। প্লাসেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৫| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৬| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশই তো এমন ছিল কোন এক সময় !!!
ভালো লাগলো কবিতা খানি
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, হয়তো কোন এক সময়, তবে এখন নয়। এখন দেশে সবাই উচ্চঃস্বরে কথা বলে। তবে নিভৃত পল্লী এবং মফস্বল শহরগুলো এখনো কিছুটা আবেদন ধরে রেখেছে। রাজধানী ও বিভাগীয় শহরগুলো তা হারিয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
১৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬
নীলপরি বলেছেন: মেঘের মায়াবী ঝাপটা এসে আমায় ভেজালেও
ঝাপসা চোখে দেখে যাবো মেঘ ও জলের খেলা।
স্বপ্নিল কবিতা স্বপ্নকে অনুভব করালো । ভালো লাগা কবিতায় ।+++++++
শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এ সুন্দর মন্তব্যের জন্য। কবিতা থেকে উদ্ধৃতির জন্যেও ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো---
১৮| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৭
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা ।
০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা---
১৯| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ++
শুভ কামনা ।
০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
২০| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: আপনার অপার্থিব ইচ্ছেগুলো কিন্তু খারাপ নয় !!
কবিতা ভালো লেগেছে। +।
০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---
২১| ০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৭
পিয়াস সরকার অসীম বলেছেন: আপনার মত সকলের এমন অপার্থিব ইচ্ছেগুলো বেচে থাকুক ।
০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
আমার কোন পোস্টে আপনি সম্ভবতঃ এই প্রথম এলেন। আপনাকে আমার পোস্টে সুস্বাগতম জানাচ্ছি।
২২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৮
করুণাধারা বলেছেন: কোন এক চঞ্চলা স্রোতস্বিনীর তটে বসে থেকে
আমি নির্জনে নিশ্চুপ কাটাতে চাই একটি দিন
নির্জনে, চঞ্চলা স্রোতস্বিনীর তীরে সারাদিন বসে থেকে সকালের রোদে ঝলমলে ঢেউ আর বিকালের ছায়াময় ঢেউ দেখা, কিংবা নির্জন পাহাড়ের থেকে নেমে যাওয়া ঝরনার বয়ে চলা দেখা মনে কতটা শান্তির পরশ বুলিয়ে দেবে তা আমি দৃশ্যটা কল্পনা করতে গিয়েই অনুভব করছিলাম। মনে পড়ল, "তাজরি মিন তাহতিহাল আনহার" বেহেস্তের বর্ণনায়।
কবিতায় এই সুন্দর দৃশ্যকল্প নির্মানের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভাল লাগল।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতা পড়ে আপনার অনুভবে "তাজরি মিন তাহতিহাল আনহার" (এমন এক উদ্যান যাহার তলদেশে দিয়ে নহরসমূহ প্রবাহিত) এর দৃশ্যকল্পের উদয় হয়েছে জেনে আমি খুবই উৎসাহিত বোধ করছি। অনেক ধন্যবাদ, এমন একটা যোগসূত্র অনুভব করার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো ---
২৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭
সামিয়া বলেছেন: অসাধারণ +++++
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক অনেক অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...
২৪| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
রানা আমান বলেছেন: খুবই ভালো লেগেছে ।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার খুবই ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনেক অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
২৫| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর ভাল লেগেছে
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
২৬| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: ১ম স্ট্যানজায় বিরক্তি!!
পরের গুলোতে চিরাচরিত কবি স্বত্তার আবেদন!
সুন্দর লেখনি!
প্লাস!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: বহু যুগ পরে এলেন যেন! আশাকরি কুশলেই আছেন এবং ছিলেন।
১ম স্ট্যানজায় বিরক্তি!! - কেন, কেন??
পরের প্রশংসাটুকু এবং প্লাস পেয়ে পীত ও অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২৭| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১
তপোবণ বলেছেন: কি দারুন কবিতা! পড়তে পড়তে কেমন যেন একটা অনুসংগের অংশ হয়ে গেছিলাম। ধন্যবাদ কবি।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার এক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেলেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: একদিন কোন এক নির্জন গিরি চূড়ায় উঠে
পাখির চোখে আমি পৃথিবীটাকে দেখতে চাই। রোজ তাই ভাবি।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: বাহ, তবে বেশ তো!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
২৯| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩
মিঃ আতিক বলেছেন: সুন্দর সকাল বেলায় সুন্দর একখানি কবিতা পড়লাম।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, শুভকামনা...
৩০| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫
শায়মা বলেছেন: ভাইয়া!
জীবনের উপরে বিদ্বেষ জন্মালো নাকি!!!!
পাহাড় চূড়ায় চলে যেতে চাও কেনো!
দেখো একদিনের বেশি ভালোই লাগবেনা!
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: জীবনের উপরে বিদ্বেষ জন্মায়নি, বরং জীবনের প্রতি ভালবাসা থেকেই এসব ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে।
পাহাড় চূড়ায় চলে যেতে চাও কেনো! -- পাহাড় চূড়ায় উঠে এ সুন্দর পৃথিবীটাকে দু'চোখ ভরে দেখে যেতে চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৩১| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
উম্মে সায়মা বলেছেন: আমিও যেতে চাই.... ভালো লাগলো আপনার অপার্থিব ইচ্ছেগুলো খায়রুল আহসান ভাই।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
পাহাড়, সমুদ্র, নদী-- এগুলো মানুষকে নির্মল আনন্দ দেয়, একটু ভাবতে চাইলে ভাবনাকে প্রসারিত করে দেয়।
৩২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২
জাহিদ অনিক বলেছেন: ইচ্ছেগুলো সত্যি অপার্থিব ।
পার্থিব জগতে এই ইচ্ছে পূরণ হবার নয়।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: পার্থিব জগতে এই ইচ্ছে পূরণ হবার নয় -- কেন নয়? একটু ইচ্ছে করলেই তো ইচ্ছেগুলো পূরণ করা যায়।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
এতো স্বপ্নের দেশ ! চমৎকার কবিতা । এমন আকাংখা স্বচ্ছ হৃদয় বহনকারী সবারই থাকে । কিন্তু থেকে যায় অপূরণ, স্বপ্নে, হৃদয়ে, নীরবে, নিষ্পলক ।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: এমন আকাংখা স্বচ্ছ হৃদয় বহনকারী সবারই থাকে -- এমন চমৎকার একটি কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
৩৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আমরা সবাই চেষ্ট করলে আমাদের দেশটাও হতে পারে স্বপ্নের মত সুন্দর। শুভকামনা জানবেন।
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০
খায়রুল আহসান বলেছেন: তা অবশ্যই পারে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
৩৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৯
আখেনাটেন বলেছেন: ইচ্ছেগুলো দারুন। শরীর ও মন ঠিক থাকলে কিছু কিছু ইচ্ছা পুরুন করাই যায়। ভবের এই দুনিয়াই একটু পাগলামী না থাকলে কি মানবজন্ম সার্থক হবে ক্যামনে।
অসম্ভব ভালোলাগা কবিতায়। সুন্দর এই ইচ্ছেগুলো আমাদের সকলের মনে জেগে উঠুক।
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর এই ইচ্ছেগুলো আমাদের সকলের মনে জেগে উঠুক -- আমিও তাই চাই।
অসম্ভব ভালোলাগার কথাটি জানিয়ে যাবার জন্য ধন্যবাদ। এই কবিতার সর্বশেষ প্লাসটি আপনি দিয়ে গেলেন, তার জন্যেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: কবিতার উন্নত সংস্করন।