নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আপাতঃ দৃষ্টিতে নোটিফিকেশন সমস্যার সমাধান হয়েছে বলে মনে হচ্ছেঃ ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

আজ মধ্যাহ্নের পরে লক্ষ্য করলাম, আমার প্রোফাইলে সামুর নোটিফিকেশনে সংখ্যা দেখাচ্ছে মাত্র ৮, সকালে দেখিয়েছিল ৪৮৮। ক্লিক করে দেখলাম, সত্যিই ৮ টি অদেখা নোটিকেশন রয়েছে। মনে হচ্ছে, আপাতঃ দৃষ্টিতে নোটিফিকেশন সমস্যার সমাধান হয়েছে। যদি তাই হয়ে থাকে, সামু ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। ব্লগাররা এ নিয়ে বলতে বলতে অবশেষে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। যার বা যাদের মেধা ও শ্রমের অবদানে এটা সম্ভব হয়েছে, তাকে বা তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

বিজন রয় বলেছেন: আমার দেখায় ৫০০।
কোন সমাধান নেই।

আর ব্লগে মন্তব্য করলে প্রকাশিত হতে অনেক সময় লাগে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

খায়রুল আহসান বলেছেন: আরেকটু অপেক্ষা করে দেখুন কি হয়। আমি তো আশাবাদী। আমারটাতে এখনো ২টা দেখাচ্ছে। একটা আপনার এই মন্তব্যটা, এবং অপরটা বিষাদ সময় এর মন্তব্য, আপনার পরেরটা।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

বিষাদ সময় বলেছেন: খায়রুল আহসান ভাই দুঃখের সাথে বলতে হচ্ছে, মনে হয় সমস্যার কোন সমাধান হয় নাই। আমার আগেও ১৬টি নোটিফিকেশন দেখাতো, এখনও তাই দেখাচ্ছে। ভাল থাকুন সব সময় সেই কামনা।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা দেখা যাক, আরেকটু অপেক্ষা করে দেখুন কি হয়। ঠিক না হয়ে থাকলে তো যাহা পূর্বং, তাহা পরং! :)

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

মোঃ তানজিল আলম বলেছেন: আমি ৬ টা দেখতেছি ৩ মাস ধরে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা! তবে আমি এতটা সৌভাগ্যবান হয়ে গেলাম কী করে, এখন মনে হচ্ছে তা নিয়েই ভাবতে হবে! :)

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

রানার ব্লগ বলেছেন: নাহ ধন্যবাদ দিতে পারছি না নোটিফিকেশান সেই ৬৮ তে ঝুলে আছে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: তা হলে তো আমার এই পোস্টটাকেই তুলে নিতে হবে দেখছি!

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১

মোঃ তানজিল আলম বলেছেন: আরে!!!! আপনার পোস্টে কমেন্ট করার পর আমার ০ দেখাচ্ছে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: হুররে! সবুরে মেওয়া ফলে!

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

তারেক ফাহিম বলেছেন: আমার ১৮টি নোটিফিকেশান আমি তো মনে হয় একটিরও যোগ্য না।


২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: আরেকটু ধৈর্য ধরেই দেখুন না, কী হয়!

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: নটিফিকেশন সমস্যা আমারও আছে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: একই কথা আপনার জন্যেও প্রযোজ্য- আরেকটু ধৈর্য ধরে দেখুন কী হয় শেষ পর্যন্ত।

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

তারেক ফাহিম বলেছেন:
অনুপ্রাণিত করছে ব্লগারগণ,
দেখতে পাচ্ছিনা নোটিফিকেশান।
আসছি ব্লগে পাঠক প্রয়াশে,
সামু রেজিঃ প্রতিউত্তরের খাতিরে।
অদ্য মন্তব্য করছি একটাও না,
ফাজিল নোটিঃ দেখাচ্ছে আঠারোটা।
দেখেতো আমি মহাখুশি,
ক্লিক করলে লোডিং বুলি।
অহ যন্ত্রনা, আগেতো সামু এমন ছিলো না।
সামু রেজিঃ বাদ এক মাস ধরে,
মন্তব্যের প্রত্যিত্তরে অনুপ্রাণিত করছে বলে,
ভুল চরন অশুদ্ধ বানানে দু-একটা পোষ্ট
তাও আবার সামুতে রেজিষ্টার খাতিরে।
কম বুঝি এই ভেবে,
ব্লগ পাঠ আমার চলতে থাকে
হঠাৎ দেখি ব্লগার খায়রুল আহসান
একই রোগের রোগ মুক্ত হয়েছেন বলে দিলেন ধন্যবাদ।
মন্তব্যে করতে গিয়ে দেখি, একি মহামারি।
আমার মত ব্যাধি চলছে সামু জুড়ি
এমন করে যদি চলতে থাকে,
অনুপ্রাণিত নোটিঃ না দেখতে পেলে
লেখকের লেখায় অনীহা অাসবে,
আমারমত পাঠকদের অনুপ্রেরণা কমবে,
একসময় সামু ভাতে মরবে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: বুঝলাম।

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ একটি ভাল সংবাদ আমাদেরকে জানানোর জন্য ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: ভাল সংবাদ কিনা তা নিশ্চিত নই। একটু নিজেরটা চেক করে দেখুন। হলে তো অবশ্যই ভাল সংবাদ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ‍সুসংবাদের জন্য ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার এ সমস্যাটার কি সমাধান হয়েছে?

১১| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

সাদা মনের মানুষ বলেছেন: হলে ভালো, এটা দেখতে সমস্যা লাগে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, হলে ভালো, কিন্তু হয়েছে কিনা সেটাই হলো কথা।

১২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কখনো কখনো ঝামেলা করে। আপনার সমস্যা সমাধান হয়েছে জেনে খুশি হলাম।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, ঝামেলা তো হয় বৈকি। নোটিফিকেশন না পেলে তো ব্লগাররা জানতেই পারেনা তার পোস্টে কোন মন্তব্য এলো কিনা।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

জাহিদ অনিক বলেছেন: আপাতত তো ঠিকই আছে বলে মনে হচ্ছে।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: তাহলে তো ভেরী গুড!

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




আপনি নিঃসন্দেহে সৌভাগ্যবান ।
আমারটাও শুরুতে ৪৮৮ দেখায় , তারপরে ১ কিম্বা ৩ -৪ যা হোক একটা দেখায় । অথচ তখন হওয়ার কথা আরও বেশি । মাঝে মাঝে দেখায় ০ অথচ কেউ না কেউ মন্তব্য বা প্রতিমন্তব্য করে গেছেন আগেই ।
নোটিফিকেশানকে মনে হয় " চিকনগুনিয়া " বা " মোটাগুনিয়া" তে পেয়েছে ! :(

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: আজ সকালে লক্ষ্য করলাম, আমারটা ৪৭৮ দেখাচ্ছে। কিছুক্ষণ পর থেকে আবার ০ দেখাতে শুরু করলো, এখনো শূণ্যই দেখাচ্ছে। সেটা যাই হোক, এখন বুঝা যাচ্ছে, সমস্যার সমাধান হয় নাই

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: না, সমাধান হয়নি। আমার ৩৮২ দেখায় !!

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী, তাই মনে হয়, সমাধান হয়নি

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে কোন লাভ নেই, সমাধান হয় নাই।
মাঝে মাঝে ০ দেখায়, আবার ৪৯৮, ৪৯৯, ৫০০ ফিরে আসে।

আসলে ব্লগের কর্তৃপক্ষ কি অতটা সিরিয়াস?
মোটেও নয়।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: এখন তাই তো মনে হচ্ছে। আর এটাও মনে হচ্ছে যে এ সমস্যাটি বোধহয় সমাধানযোগ্যই নয়। কেননা অনেক তো সময় গড়িয়ে গেল, তবু আমরা এ সমস্যাটা নিয়েই ব্লগিং করে যাচ্ছি।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

ডঃ এম এ আলী বলেছেন: আমার নোটিফিকেশন সমস্যার সমাধান হয়নি । এখনো মন্তব্যের উপর কোন নোটিফিকেশন পাচ্ছিনা । হয়তবা সংশোধনের জন্য পাইপ লাইনে আছি। নীজের টা না হলেও অন্তত একজনেরটাতো হয়েছে সেটাইতো অনেক সুসংবাদ ।
অনেক অনেক শুভকামনা রইল

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: আমারও পুরোপুরি হয়নি। প্রথমে ৪৮০্ দেখায়, পরে অবশ্য শূণ্য দেখায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: নাহ্ হয়নি :(

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: ঠিক তাই! :(

১৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আমারটায় ১৫৭।। ক্লিক করলে ০ নোটিফিকেশন।। বরাবরই এমনটা নিয়ে চলছি।।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, এখন দেখছি সেরকমই ব্যাপারটা, সবারই। যাক তবুও এ সমস্যার সমাধান খুব দ্রুতই হবে বলে আশা রেখে যাচ্ছি।

২০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার ধারণা সঠিক নয়, মাঝে মাঝে উলো বনে মুক্ত ছড়ায় ব্লগ কতৃপক্ষ !!!

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আমার ধারণাটি সঠিক ছিল না, ঠিকই বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪০

ধ্রুবক আলো বলেছেন: সামুতে নোটিফিকেশন সমস্যা হওয়ার পর থেকে আমি নোটিফিকেশন ট্যাবে ক্লিক করা ছেড়ে দিয়েছিলাম। যাক সমাধান হয়েছে জেনে ভালো লাগলো।
তবে সামু কর্তৃপক্ষের আরও মনোযোগ দেয়া উচিত!

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: যাক সমাধান হয়েছে জেনে ভালো লাগলো -- না, সমাধান হয়েছে বলে মনে হলেও শেষ পর্যন্ত দেখা গেল, সমাধান হয়নি!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে প্রীত।
শুভেচ্ছা...

২২| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি হ্যাঁ।
মাঝে মাঝে ভালো হয় অাবার অাগের মতোও দেখায়।

যাহোক ও বড় কোন সমস্যা নয়

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

খায়রুল আহসান বলেছেন: ঈদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাকেও ঈদ মুবারক জানাচ্ছি। ভাল থাকুন, ঈদে এবং তার পরেও।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: সমস্যার সমাধান হলেই খুশি হবো।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, আমিও হবো এবং অন্যান্য সবাই তাতে খুশী হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: হুমম, ভাই আসলেই সমাধান হয়নি। কবে হবে তা কে জানে!?

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, এ সমস্যটা সমাধানের অতীত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.