নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমরা সবাই ঘুরছি।
বিশ্ব ব্রহ্মান্ডের সবকিছুই নিজ আবর্তে ঘুরছে।
হে সকল গতির নিয়ন্ত্রক, তোমার আদেশে
এক নিমেষে সব গতিতে যতি নেমে আসে।
প্রতি অনুপলে কোন না কোন গতি থেমে যায়,
আবার প্রতি অনুপলে নতুন গতির সৃষ্টি হয়।
হে মহাবিশ্বের অধিপতি,
নিশ্চয়ই তুমি সকল গতির মহানিয়ন্ত্রক!
তোমার আদেশেই কঠিন বাঁধন
এক নিমেষে ছিন্ন হয়,
আবার যোজন যোজন দূরের প্রাণ
এক পলকে আবদ্ধ হয়।
মহাশূণ্য থেকে পৃথিবীতে
এবং পৃথিবী থেকে মহাশূণ্যে
পতিত বা ঊর্ধ্বারোহিত
সকল কিছুই তুমি অবগত।
তুমি আদি, তুমি অন্ত, তুমি মূর্ত, তুমি গুপ্ত,
তুমি সংযোজক, তুমি বিয়োজক,
তোমার পরিসংখ্যান সবার অজ্ঞাত।
তোমার সামনে দন্ডায়মান, প্রার্থনারত
নতশির এই গুনাহগারের
মনের খবর তুমি অবগত।
তুমি আমায় করুনা কর, ক্ষমা কর,
আলো দাও, দৃষ্টি দাও, শক্তি দাও, প্রজ্ঞা দাও!
ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা...
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
শাহেদ খান বলেছেন: ভাল লাগলো অনুভূতিগুলোর অকপট এবং অনর্গল প্রকাশ!
শুভেচ্ছা এবং প্রার্থনা!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা এবং প্রার্থনা! -- কৃতজ্ঞতা!
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ লিখেছেন শুভেচ্ছা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
তুমি আদি, তুমি অন্ত, তুমি মূর্ত, তুমি গুপ্ত,
তুমি সংযোজক, তুমি বিয়োজক,
তোমার পরিসংখ্যান সবার অজ্ঞাত।
ভক্তিমূলক কবিতা ভাল লেগেছে!
++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা...
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভেচ্ছা...
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে অনেক খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৪
উম্মে সায়মা বলেছেন: তুমি আদি, তুমি অন্ত, তুমি মূর্ত, তুমি গুপ্ত,
তুমি সংযোজক, তুমি বিয়োজক,
তুমি আমায় করুনা কর, ক্ষমা কর,
আলো দাও, দৃষ্টি দাও, শক্তি দাও, প্রজ্ঞা দাও!
প্রভু প্রার্থনা কবুল করুন.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ শেষে কবিতা থেকে ভাল লাগা অংশের উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন +++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: তুমি আমায় করুনা কর, ক্ষমা কর,
আলো দাও, দৃষ্টি দাও, শক্তি দাও, প্রজ্ঞা দাও!
হে প্রভু সবাইকে ক্ষমা করো !!
কবিতা অনেক সুন্দর হয়েছে ++++
আপনি ভালো থাকুন সবসময়.....
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
হে প্রভু সবাইকে ক্ষমা করো -- আপনার এ প্রার্থনায় কন্ঠ মেলাচ্ছি- আমীন!
শুভকামনা রইলো...
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: তুমি আদি, তুমি অন্ত, তুমি মূর্ত, তুমি গুপ্ত,
তুমি সংযোজক, তুমি বিয়োজক,
তোমার পরিসংখ্যান সবার অজ্ঞাত।
তোমার সামনে দন্ডায়মান, প্রার্থনারত
নতশির এই গুনাহগারের
মনের খবর তুমি অবগত।
তুমি আমায় করুনা কর, ক্ষমা কর,
আলো দাও, দৃষ্টি দাও, শক্তি দাও, প্রজ্ঞা দাও!
..............অনেক অনেক ভালোলাগা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক, অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
সৃষ্টিকর্তার নিকট নিজেকে সঁপে দেয়া । এ এক স্বর্গীয় সুখ । নিমেষেই হৃদয়ের সকল আঁধার দূরীভূত হয়ে এক শীতল আলোর বিচ্ছুরণ ঘটে যায়। নিজেকে অচেনা মনে হয়, নিষ্পাপ অনুভুতি চোখে মুখে দেহে ।
বেশ ভাল লেগেছে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১২
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত মৌলিক একটি ভাবনার সুন্দর অভিব্যক্তি ঘটেছে মন্তব্যে। চমৎকার এ মন্তব্যটির জন্য ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
আখেনাটেন বলেছেন: খারাপ রিপুগুলোর অাত্নবিনাশের জন্য পরম শক্তির কাছে চাওয়া ও নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা সকল মানবের জন্য প্রযোজ্য।
ভালো লেগেছে প্রার্থনা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: খারাপ রিপুগুলোর অাত্নবিনাশের জন্য পরম শক্তির কাছে চাওয়া ও নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা সকল মানবের জন্য প্রযোজ্য -- চমৎকার উপলব্ধি, শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। অনেক শুভেচ্ছা...
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মাহবুবুল আজাদ বলেছেন: কথা গুলো গভীর রাতের মত নিরব, কিন্তু সত্যের কোলাহল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ কাব্যিক মন্তব্যে মুগ্ধ হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
ঋতো আহমেদ বলেছেন: বাহ্! চমৎকার ভাবনা ও প্রার্থনা।