নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
যতই অনিচ্ছা থাক,
একদিন শুধু ছবি হয়ে যেতে হবে।
চলে যেতেই হবে, অমোঘ নিয়মে,
এক অনন্ত যাত্রাপথে, আদেশভুক্ত যাত্রী হয়ে।
কেউ যেতে চায় না, তবু যেতে হয়।
চিরনিদ্রায় শুয়ে থাকতে সেই রেখাঙ্কিত সারিতে,
যেখানে ঘুমিয়ে থাকবে আরো অজানা অনেকে,
তবে কার পাশে কে ঘুমোবে, তা অজানাই রবে।
সব কিছুই থেকে যাবে। খোলা ধূলিমাখা ল্যাপটপ,
অগোছালো টেবিল, ভুলে যাওয়া ঠান্ডা চায়ের মগ,
অবিন্যস্ত কাগজপাতির স্তুপ, আরো যেন কতকিছু,
সাবধানে লুকিয়ে রাখা জীবনের কিছু হিসেব নিকেশ।
শীতল হয়ে যাবে একদিন চেনা বিছানার ওম,
নিরর্থক হবে সব আদর সোহাগ আর বকেয়া চুম্বন।
সকাতর কোন আঁখি হয়তো কাঁদবে গোপনে নীরবে,
ফ্রেমাবদ্ধ নির্বাক একটি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে!
ঢাকা
১৯ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: প্রস্তুতি থাকলে ভয়ের কিছু নেই, বরং আনন্দের ব্যাপার হবে সেটা।
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: সহজ-সরল ভাষায় কত সুন্দর করে বলে গেলেন জীবনের অমোঘ সত্য গুলো!
এই কদিন মাথায় শুধু মৃত্যু চিন্তা কাজ করছে। মাঝে মাঝে যখন ভাবি এ জীবন অতি তুচ্ছ তখন ভিষন খারাপ লাগে।
সবাই আমরা একদিন এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব।
সাময়ীক এই পৃথিবীতে মানুষের আত্বম্ভরিতা দেখলে খারাপ লাগে।
মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
মৃত্যুকে আলিঙ্গন করতে আমরা সবাই মন থেকে প্রস্তুত থাকি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন -- আমীন!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো আছেন তো?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী আছি। ধন্যবাদ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: শামসুর রহমানের "একটি ফটোগ্রাফ" কবিতাটি মনে পড়ে গেলো।
কবিতা খুব সুন্দর লাগলো।
ইহাই হলো বাস্তব, যেতে নাহি চাহে এ মন তবুও চলে যেতে হবে!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ, এবং আরও বেশী করে ধন্যবাদ জানাচ্ছি কবি শামসুর রাহমান (রহমান নয়) এর "একটি ফটোগ্রাফ" কবিতাটির কথা উল্লেখ করার জন্য। তার কবিতার শেষের দুটো চরণ অত্যন্ত মর্মস্পর্শীঃ
"ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান
চেয়ে থাকে নিষ্পলক,তার চোখে নেই রাগ কিংবা অভিমান"
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
এই আমি রবীন বলেছেন: বিদায়ের রাগিনী!?
কাজের মত কাজ করতে না পারলে ছবিও হারিয়ে যাবে একদিন। সবার জন্যই সত্য তা।
[আপনার সু-স্বাস্থ্য কামনা করছি।]
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: কাজের মত কাজ করতে না পারলে ছবিও হারিয়ে যাবে একদিন। সবার জন্যই সত্য তা - ঠিক বলেছেন। সেজন্য প্রত্যেকেরই উচিত, জগতে বেঁচে থাকতে থাকতে কাজের মত কিছু কাজ করে যাওয়া।
সু-স্বাস্থ্য কামনার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
জি একদিন আমি হয়ে যেতে হবে হাহাহাহ
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
খায়রুল আহসান বলেছেন: জি একদিন আমি হয়ে যেতে হবে হাহাহাহ --
প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
জাহিদ অনিক বলেছেন: কবিতার ম্যাসেজ খুবই চিরন্তন। চলে তো একদিন যেতেই হবে। চলে যাওয়াটা কোন আক্ষেপ নয়, আক্ষেপ হচ্ছে মরে যাওয়ার আগেই যেন মরে না যাই ।
কবিতায় ভাল লাগা রইলো।
শারদীয় শুভেচ্ছা
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার মেসেজ আসলেই খুবই চিরন্তন ও ধ্রুব। ক্ষণিক একটা ভাবনা থেকে কবিতাটা লেখা, বিষাদাক্রান্ত হয়ে নয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা ...
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: যতই অনিচ্ছা থাক,
একদিন শুধু ছবি হয়ে যেতে হবে।
চলে যেতেই হবে, অমোঘ নিয়মে,
এক অনন্ত যাত্রাপথে, আদেশভুক্ত যাত্রী হয়ে
অসাধারণ +++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক শুভেচ্ছা...
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯
বর্ষন হোমস বলেছেন:
চমৎকার কবিতা!পড়ে ভাল লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাওয়াতে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
আমরা অপেক্ষায় থাকি একটি সুন্দর জীবনের, একটি সুন্দর মৃত্যুর জন্য নয় । তাই আমি মাঝে মাঝে ভাবি আমার একটি সুন্দর মৃত্যুকে নিয়ে, যে মৃত্যু সহজ সুন্দরভাবে আমার প্রিয়জনদের থেকে নিয়ে যাবে আমাকে কারো কোন প্রকার স্বার্থ ব্যাতিরেকে !
কবিতা ভাল লেগেছে । জাগতিক রাত্রিতে মহাজাগতিক শিহরণ ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
খায়রুল আহসান বলেছেন: জাগতিক রাত্রিতে মহাজাগতিক শিহরণ - চমৎকার একটা কথা বলেছেন!
মন্তব্যে আপনার ভাবনাটুকু শেয়ার করার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
আমি দুম করে চলে যেতে ইচ্ছুক..........
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
খায়রুল আহসান বলেছেন: দুম করে চলে যেতে চাইলেই কি আর যাওয়া যায়?
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
করুণাধারা বলেছেন: সুন্দর ভাবনার সুন্দরতর প্রকাশ। কবিতায় ++
অস্থায়ী এই জীবনকে নিয়েই যত ব্যস্ততা। মৃত্যুর কথা সবসময় মনে রাখা উচিত, মনে থাকে কই!! কবিতায় সেটা মনে করিয়ে দিলেন- ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবনার সুন্দরতর প্রকাশ - এ কথাটাও খুব সুন্দর!
ক্ষণিকের একটা ভাবনা থেকে কবিতাটা লেখা। লেখা শেষ হলে পড়ে মনে হলো, হয়তো এর মধ্যে একটা সার্বজনীন আবেদন থাকতে পারে, আর কবিতার মূল বক্তব্যটা শাশ্বত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
সোহানী বলেছেন: ধ্যাৎ...... এ অবেলায় মুত্যুর কথা কেন?? মুত্যুর মুখে ছাই..........
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
নীলপরি বলেছেন: মনখারাপি কবিতা পড়ে উদাস হলাম । তবে ভালো লাগলো । ++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: উদাস হয়েও প্লাস দিয়ে যেতে ভুলেন নি, এজন্য ধন্যবাদ।
অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা...
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
শায়মা বলেছেন: ভাইয়া
ছবিগুলো স্মৃতি....
কখনও আনন্দধারা কখনও কখনও দুঃখমাখা গীতি!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো স্মৃতি....
কখনও আনন্দধারা কখনও কখনও দুঃখমাখা গীতি! - চমৎকার বলেছেন।
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
আখেনাটেন বলেছেন: যতই অনিচ্ছা থাক,
একদিন শুধু ছবি হয়ে যেতে হবে।
চলে যেতেই হবে, অমোঘ নিয়মে,
এক অনন্ত যাত্রাপথে, আদেশভুক্ত যাত্রী হয়ে। -- প্রকৃতির অমোঘ ডাক। এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
বিষাদ সময় বলেছেন: মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হূদয় মাঝে যদি স্থান পাই!
তারপরও....
শীতল হয়ে যাবে একদিন চেনা বিছানার ওম,
নিরর্থক হবে সব আদর সোহাগ আর বকেয়া চুম্বন।
সকাতর কোন আঁখি হয়তো কাঁদবে গোপনে নীরবে,
ফ্রেমাবদ্ধ নির্বাক একটি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে!
চমৎকার কবিতা, চিরন্তন সত্য কথা। কমপক্ষে শতবর্ষ পরে ফ্রেমবদ্ধ হন সেই কামনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিগুরুর "প্রাণ" কবিতা থেকে এবং সেই সাথে আমার এ নগণ্য কবিতাটি থেকে যুগপৎ উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রানিত হ'লাম। অনেক শুভেচ্ছা...
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসসালামুঅালাইকুম মহাদয়।
কেমন অাছেন?
পোষ্টে ভালোলাগা + রেখেগেলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম! আমি ভাল আছি। আশাকরি আপনিও কুশলেই আছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
ভাল থাকুন। শুভেচ্ছা...
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয়তে নেয়ার মত একটি অসাধারণ কবিতা ।
পাঠেমুগ্ধ , সাথে ভাবতে হল অনেক ক্ষন, জীবনের হিসাব মিলাতেই বসেছিলাম কিছুক্ষন , ভাবছিলাম স্থান কোথায় হবে
শুধু কি ফ্রেমে নাকি হৃদয়ের গহীনে আমি চলে গেলে । জীবনের শেষ বেলাভুমিতে এসেও হিসেব সব যায় এলোমেলো হয়ে । সুচির দিকে তাকালে বুঝা যায় একটু ভুলে স্থানটি হতে পারে কি আকরে !!!
বার বার মনে পড়ে কবি গুরুর কবিতার কথা কে মরিতে চায় , কে যেতে সুন্দর ভুবন ছেড়ে, সককলেই বাঁচিতে চায় মানবের তরে, পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চায় । বিরহ মিলন হাসি অশ্রু সুখ দু:খ নিয়ে রচিতে চায় অাপন ভুবন ,
নীজকে বিলিয়ে দিয়ে নব সংগীতের কুসুম ফুটায়ে অমর হয়ে থাকতে চায় এ জগতে ।
এত কিছু চাওয়ার পরেও চলে যেতেই হবে , সাথে যাবে শুধু আমল টুকু, দ্ধিধাহীন চিত্তে যাওয়ার জন্য প্রস্তত তারাই হবে যারা অন্তরে হবে পরিশুদ্ধ । আত্মা প্রস্তুত হবে পরমাত্মার সাথে মিলনের জন্য ।
দোয়া করি সুন্থ সুন্দর মঙ্গলময় জীবনের জন্য ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, লেখাটি প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তারপর, লেখাটি পড়ে আপনার প্রাজ্ঞ, দার্শনিক ভাবনাটুকু এখানে শেয়ার করার জন্যও সাধুবাদ জানাচ্ছি।
অনেক অনেক অনুপ্রাণিত হ'লাম।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২৮
মিরোরডডল বলেছেন: ultimate destination that no one can avoid
shundor lekha
wish you have a happy healthy long life!
apnar chotto pakhi k niye poribarer shobai k niye valo thakun
aro anek shundor shundor kobita likhun
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং শুভকামনায় অনুপ্রাণিত ও স্পর্শিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: সকাতর কোন আঁখি হয়তো কাঁদবে গোপনে নীরবে,
ফ্রেমাবদ্ধ নির্বাক একটি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে!
বুকের ভেতর কেমন যেন চেপে ধরল কিছু কষ্ট । যদিও এটাই সত্য ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: মন দিয়ে কবিতাটা পড়েছেন, সেজন্য ধন্যবাদ, এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্যও।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা...
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮
উম্মে সায়মা বলেছেন: সব কিছুই থেকে যাবে। খোলা ধূলিমাখা ল্যাপটপ,
অগোছালো টেবিল, ভুলে যাওয়া ঠান্ডা চায়ের মগ,
অবিন্যস্ত কাগজপাতির স্তুপ, আরো যেন কতকিছু,
সাবধানে লুকিয়ে রাখা জীবনের কিছু হিসেব নিকেশ।
এসব ভাবতেই কেমন লাগে তাইনা ভাইয়া? অদ্ভুত নিয়ম!
কবিতা ভালো লেগেছে.... ভালো থাকুন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: বিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
আপনার "রেখেছো আতরাফ করে, আশরাফ করোনি!" পোস্টটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: এই জন্য ই বোধহয় মরার আগে মানুষ আঁকাআঁকি করে। কবি গুরু রবীন্দ্রনাথ তাই করেছেন ।
কবিতা সুন্দর হয়েছে ।
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: এই জন্য ই বোধহয় মরার আগে মানুষ আঁকাআঁকি করে - বোধকরি, সবার সে সুযোগটা নেই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
মলাসইলমুইনা বলেছেন: খুবই ভালো লাগলো আপনার কবিতাটা | খুব ভাবতে চাইছিলাম না এই রাতে | কিন্তু অনেক ভাবনার কথা মনে করিয়ে দিলেন কবিতায় | অনেক ধন্যবাদ নিন |
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটা আপনাকে অনেক ভাবনার কথা মনে করিয়ে দিয়েছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। কবিতাটা "খুবই ভালো লাগার" কথা এখানে জানিয়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইলো...
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া জন্মিলে মরিতে হইবে বিধায় একদিন সকলের ছবি দেয়ালে ঝুলবে
মনখারাপ কবিতা ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: জন্মিলে মরিতে হইবে বিধায় একদিন সকলের ছবি দেয়ালে ঝুলবে - ইহা তো অমোঘ সত্যবাণী, জানাই আছে। জানা না থাকিলেও অজানা অবস্থায়ও মরিতে তো হইবেই! তবে ফ্রেমবন্দী হয়ে দেয়ালে ঝোলার সৌভাগ্যও তো সবার হয় না!
মন্তব্যে প্রীত হইলাম, ষোড়শ প্লাসে অনুপ্রাণিত!
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিয়তির অমোঘ সে বিধানের আগে
নোয়াতেই হবে মাথা বড় ভয় লাগে।