নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এক ফোঁটা জল,
সেটাও হতে পারে এক সমুদ্র অতল,
যদি সেটা ঝুলে কোন আঁখির পাতায়
হৃদয় মথিত কোন সূক্ষ্ম ব্যথায়।
কবিতা, স্বপ্ন, গান, ঝর্না বহমান,
নিভৃতে বিরহী হৃদয় রোরুদ্যমান,
সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে!
ঢাকা
০৬ অক্টোবর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: ঠিক অনুবাদ নয়। মূল ভাবনাটা, যার ছায়া অবলম্বনে ইংরেজী কবিতাটা লেখা হয়েছিল, সেটাই আজ এখানে এক ফোঁটা জল শিরোনামে পোস্ট করলাম।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮
ধ্রুবক আলো বলেছেন: এক ফোটা জল। খুব সুন্দর কবিতা +++++
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।+++
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালোলাগা জানিয়ে গেলাম।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫
করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল। মাত্র অল্প ক'টি শব্দ দিয়ে গভীর ভাবনা প্রকাশ করেছেন। ছোট ছোট স্তবক আর অন্তঃমিলের কারণে একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। অনবদ্য।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: ছোট ছোট স্তবক আর অন্তঃমিলের কারণে একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। অনবদ্য - অনেক ধন্যবাদ এ মন্তব্য এবং কবিতায় দেয়া প্লাসের জন্য, অনুপ্রাণিত হ'লাম।
আপনার আজ কিছুতেই যায় না মনের ভার, যায়না পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: আপনার সবগুলো পোস্টে আমার মন্তব্য করা হয়ে গেছে। সুতরাং, নতুন পোস্ট দিন।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
প্রামানিক বলেছেন: এক ফোঁটা জল,
সেটাও হতে পারে এক সমুদ্র অতল,
যদি সেটা ঝুলে কোন আঁখির পাতায়
হৃদয় মথিত কোন সূক্ষ্ম ব্যথায়।
কবিতাটিতে অল্প কথায় অনেক অর্থবহন করে। খুব ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
বর্ষন হোমস বলেছেন:
সুন্দর কবিতা
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...
৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: ইংলিশ ভার্সন পড়েছিলাম!
এবার বাংলাটা পড়লাম!
অসাধারন!
প্রিয়তে গেল!
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: বাংলাটাই আগে লেখা, এটাই মূল। ইংরেজীটা এর ঠিক অনুবাদ নয়, ভাবানুবর্তী।
প্লাস এবং "প্রিয়"তে নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
রানা আমান বলেছেন: এক ফোটা জল থেকে ইতিহাস অনুধাবনের ভাবনাটি ভালো লেগেছে । সুন্দর কবিতা ।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: পনার প্রেরণাদায়ক মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা...
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০
রাসেল উদ্দীন বলেছেন: ছোট কবিতাটি অনেক ভালো লেগেছে!
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: ছোট কবিতাটি অনেক ভালো লেগেছে - অনেক ধন্যবাদ, কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।
শুভেচ্ছা ...
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট বিদায়ী বসন্তের আনন্দঘন অনুভূতি পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। সময় করে দেখে নেবেন।
অবনীর অসমাপ্ত গল্পটা বেশ ভাল লেগেছে।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭
শামছুল ইসলাম বলেছেন: আপনার ইংরেজী বিখ্যাত কবিতার বাংলা অনুবাদ মনে হলো ।
অসাধারণ!
এক ফোঁটা জল কত কিছুই না প্রকাশ করতে পারে ।
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
খায়রুল আহসান বলেছেন: বাংলাটাই আগে লেখা, এটাই মূল। ইংরেজীটা এর ঠিক অনুবাদ নয়, ভাবানুবর্তী বলতে পারেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা, স্বপ্ন, গান, ঝর্না বহমান,
নিভৃতে বিরহী হৃদয় রোরুদ্যমান,
সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে![/sb অনেক সুন্দর কথাগুলো । মুগ্ধতা ছুঁয়ে গেল, জীবন দর্শনে ।
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
খায়রুল আহসান বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল, জীবন দর্শনে - আপনার এ সুন্দর মন্তব্যটাও মুগ্ধতা রেখে গেল কবিতার পাতায়।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট অষ্ট্রিয়ায় উচ্চ শিক্ষা পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন, পাঠে মুগ্ধতা।
গুরুত্বপূর্ণ কথাগুলো কাব্যরস দিয়ে পূর্ণতা দিয়েছেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতার পাতায় মুগ্ধতা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক শুভকামনা...
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
নীলপরি বলেছেন: সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে!
খুব সুন্দর । +++++
শুভকামনা
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা...
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল খুব খায়রুল আহসান ভাই....
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
আঁখিকোণে এক ফোঁটা জলে হৃদের প্রতিবিম্ব দেখার যাবার কথা
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, হৃদয়ের প্রতিবিম্বই দেখা যায় সেখানে। সুন্দর কথা বলেছেন।
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে!
কবিতা ভালো লেগেছে++++
ভাল থাকুন সবসময়.....
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাহান্নামের আগুন নিবে যায় এই এক ফোঁটা জলে।
কেমন আছেন ভাইজান?
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: জাহান্নামের আগুন নিবে যায় এই এক ফোঁটা জলে - বাপরে বাপ! এতো বিরাট ব্যাপার! এতো সুন্দর একটা ভাবনা, এ ভাবনাটুকু নিয়েই তো একটা কবিতা লিখা যায়। অনেক ধন্যবাদ, এ চমৎকার মন্তব্যের জন্য।
আমি ভাল আছি। আশাকরি আপনিও সুস্থ আছেন এবং ভাল আছেন, নাতনিদের নিয়ে।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৮
চিন্তক মাস্টারদা বলেছেন:
বিল্কুল চমৎকার হইছে, ভালোলাগা জানবেন
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে!
বাহ দারুণ লিখেছেনতো।
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা...
২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
শাহানাজ সুলতানা বলেছেন: এক ফোঁটা জল,
সেটাও হতে পারে এক সমুদ্র অতল,
যদি সেটা ঝুলে কোন আঁখির পাতায়
হৃদয় মথিত কোন সূক্ষ্ম ব্যথা................... মন ছুঁয়ে গেলো।
২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০
শাহানাজ সুলতানা বলেছেন: আপনার অসাধারণ সব কবিতা পড়ার অপেক্ষায় রইলাম সময় পেলে ঘুরে আসবেন আমার পাতা থেকে।
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কিছু লেখা আমি পড়েছি, আরো পড়বো।
২৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১
শাহানাজ সুলতানা বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য চাই উৎসাহ পাব।
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা।
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এক ফোঁটা জলে শত সাজানো পৃথিবীর ভেসে যাওয়া.....
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট তুমি লোভী অথবা তারও বেশি এবং অনন্য অবগাহন পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি।
২৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
রাতুল_শাহ বলেছেন: সত্য, এক ফোটা জলে সব ভেসে উঠে, দেখতে আসে অতিথি হয়ে।
১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য রেখে যাওয়ায় অনুপ্রাণিত।
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
ঘুমন্ত আমি বলেছেন: ইতিহাসের কাজই হচ্ছে মনে করিয়ে দেওয়া সব স্মৃতি।
২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা----
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার সবচেয়ে প্রথম দুটো পোস্টে মন্তব্য করে আসলাম।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম ৪ লাইন মনে হচ্ছে আপনার সেই ইংলিশ কবিতার অনুবাদ।