নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সময়

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

সময় একটি সতত বহমান নদী।
সে নদীতে আমরা মাত্র কিছুকাল ভেসে চলি।
কখনো চোখ বুঁজে উজানে সন্তরণে,
আবার কখনো ভেসে ভেসে ভাটায়, নির্লিপ্ততায়!

সময় বয়ে চলে জন্ম জন্মান্তর ধরে,
কালের সাক্ষী হয়ে রয় মানুষের কিছু অমর কীর্তি।
নশ্বর মানুষ বিলীন হয়ে যায় ধরিত্রীর মৃত্তিকায়,
কিছু কিছু মানব কর্মকে সময়ও সমীহ করে যায়।

এক জলে মানুষ দু’বার নামতে পারেনা
একটি মুহূর্তকে কেবল একবারই আঁকড়ানো যায়।
সুকর্মের শুভক্ষণ বিচারে পন্ডশ্রম মাত্র।
চরিত্রের কাঠামো তৈরী হয় প্রতি ক্ষণে ক্ষণে।


ঢাকা
২২ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

পাদটীকাঃ এক জলে মানুষ দু’বার নামতে পারেনা - কবিতার এ চরণটি গ্রীক দার্শনিক Heraclitus (৫৪৪ বিসি-৪৮৩ বিসি) এর বিখ্যাত উক্তি "No man ever steps in the same river twice, for it's not the same river and he's not the same man" এর অনুসরণে লেখা হয়েছে।

মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

রোকসানা লেইস বলেছেন: বহমান সময়
একটি মূহুর্তে কেবল একবারই পাওয়া যায়
সুন্দর

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, রোকসানা লেইস। বিশ্লেষণে অনুপ্রাণিত।
শুভকামনা...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা মরীচিকা মায়া কবিতায় একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন: একমাত্র বর্তমানের উপরই মানুষের নিয়ন্ত্রণ থাকে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, বর্তমান মুহূর্তটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নশ্বর ধরায় আমাদের ক্ষণিকের আবাস, যা কিছু সুকৃতি তা ছাড়া বাকি সব নিস্ফল।
কাব্যে রূপক উপস্থাপন ভাল লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

খায়রুল আহসান বলেছেন: "নশ্বর ধরায় আমাদের ক্ষণিকের আবাস, যা কিছু সুকীর্তি, তা ছাড়া বাকি সব নিস্ফল" - ধন্যবাদ, এমন চমৎকার একটা দার্শনিক মন্তব্যের জন্য। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা---

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: সময় যে আজকাল কি দ্রুত চলে যাচ্ছে তাই ভাবি মাঝে মাঝে।
মৃত্যূর ক্ষনেও হয়তো মানুষের মনে হয়,এই তো সেদিন এলাম পৃথিবীতে!

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাটুকু এখানে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সময়কে জলের মতই মুঠোবন্দি করা যায় না।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: সময়কে জলের মতই মুঠোবন্দি করা যায় না - খুবই সত্য এ কথাটা কি চমৎকার করেই না বললেন! খুব ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: সময় বয়ে যায়, জীবন বয়ে যায়। কিছুই থেমে থাকেনা কারো জন্য!
ভালো লাগলো সময় কবিতা খায়রুল আহসান ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, উম্মে সায়মা। আপনার এ দার্শনিক মন্তব্য কবিতাকে আরও সমৃদ্ধ করলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের প্রতিটি মহুর্ত গুরুত্বপূর্ণ। সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা সবচেয়ে বড় গুন।

সময় নিয়ে অসাধারণ একটি কবিতা পড়লাম।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: সময় নিয়ে অসাধারণ একটি কবিতা পড়লাম - অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এমন একটা প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাওয়ার জন্য। অনুপ্রাণিত হ'লাম।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । কথা গুলো ভালো লাগলো

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভকামনা...

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

ধ্রুবক আলো বলেছেন: সময় খুব কঠিন একটা জিনিস, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।

কবিতা খুব সুন্দর লাগলো ++++

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো -- অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম কবিতার প্রশংসায় এবং প্লাসে।
শুভেচ্ছা---

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

আখেনাটেন বলেছেন: এক জলে দু-বার নামা যায় না। দারুন উপমা।

ছোটকালে পড়া 'সময়ের মূল্য' রচনার কথা মনে পড়ে গেল আপনার কবিতা পড়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: এক জলে দু-বার নামা যায় না। দারুন উপমা। - উপমার প্রশংসাটুকুর জন্য ধন্যবাদ, কিন্তু এটা আমার প্রাপ্য নয়, গ্রীক দার্শনিক Heraclitus এর। ভালই হলো যে আপনি কবিতার এ চরণটি উদ্ধৃত করেছেন। আপনার মত হয়তো এটা আরো অনেকের ভাল লাগবে, কারণ এটা একটা বিখ্যাত উক্তি। তাই এ উক্তির জন্য কৃ্তিত্বের মূল দাবীদার Heraclitus এর নামোল্লেখ করে কবিতার শেষে একটি পাদটীকা জুড়ে দিলাম।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগল কবিতা খানি।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ে এখানে মন্তব্য রেখে যাওয়ার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

কালীদাস বলেছেন: হঠাৎ এরকম ফিলোসফি?

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: সময় নিয়ে প্রায়শঃই ভাবি। এমন ভাবতে ভাবতেই আর কি! :)
আর একই নদীতে দু'বার না নামার ফিলোসফিটা আমার নয়, গ্রীক দার্শনিক Heraclitus এর। কবিতার নীচে পাদটীকায় একটা ব্যাখ্যা যোগ করে দিয়েছি।
ছোট্ট মন্তব্য, কিন্তু প্রাণবন্ত। ধন্যবাদ, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন:


বিজ্ঞানের চিন্তা বাদ দিলে সময় নিয়ে বাংলায় লালন বেশ কিছু দর্শন দিয়ে গেছেন ।


আপনার দর্শনও ভালো লাগলো।


এক জলে দুইবার নামা যায় না।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার দর্শনও ভালো লাগলো। এক জলে দুইবার নামা যায় না। - মন্তব্যের জন্য ধন্যবাদ। কিন্তু দর্শনটা আমার নয়, সুতরাং এর কৃতিত্বটুকুও আমার প্রাপ্য নয়, গ্রীক দার্শনিক Heraclitus এর প্রাপ্য। কবিতার নীচে পাদটীকায় একটা ব্যাখ্যা যোগ করে দিয়েছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ভাবগাম্ভির্যময় কবিতা ।
শুভেচ্ছা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ, ডঃ এম এ আলী, এমন একটি প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
ভাল থাকুন সব সময়, সপরিবারে---

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

ঋতো আহমেদ বলেছেন: সময়কে নিয়ে সুন্দর ফিলোসোফিক্যাল কবিতা। ভাবে ও বিষয়বস্তুতে খুব ভালো হয়েছে। তবে, কবিতার স্বাদ একটু কম পেয়েছি। ++

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার স্বাদ একটু কম পেয়েও কবিতায় প্লাস + দিইয়ে গেছেন- অশেষ ধন্যবাদ, আপনার এ উদারতার জন্য। অনেক অনুপ্রাণিত হ'লাম!
আখেনাটেন যেমনটা বলেছেন, ছোটকালে পড়া 'সময়ের মূল্য' রচনার কথা মনে পড়ে যায়, সেরকমই একটা রচনা হয়তো হয়েছে এটা।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

মৌমুমু বলেছেন: সবসময় শুনে এসেছি সময় সব বদলে দিবে। সময় আসলেই সব বদলে দেয়। মানুষগুলোকেও বদলে দেয়।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
শুভকামনা আপনার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

খায়রুল আহসান বলেছেন: সময় অনেক কিছুই বদলে দিতে পারে তার আপন ধারায়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:

সময় বয়ে চলে জন্ম জন্মান্তর ধরে,
কালের সাক্ষী হয়ে রয় মানুষের কিছু অমর কীর্তি।
নশ্বর মানুষ বিলীন হয়ে যায় ধরিত্রীর মৃত্তিকায়,
কিছু কিছু মানব কর্মকে সময়ও সমীহ করে যায়।


চমৎকার লিখেছেন। ধন্যবাদ ভাই খায়রুল আহসান।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

নতুন নকিব বলেছেন:



বরাবরের মত গভীর অর্থবোধক অসাধারন কবিতা।

ধন্যবাদ, কৃতজ্ঞতা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: বরাবরের মত গভীর অর্থবোধক অসাধারন কবিতা - এতটা উচ্চ প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালোলাগা জানবেন

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা---
আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা - অমোঘ বাণী।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

করুণাধারা বলেছেন: কবিতাটা পড়ে মন কেমন হাহাকার করে ওঠে। হায় সময়!

চমৎকার কবিতায় ভাললাগা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: এসব ভাবতে ভাবতেই সময় বয়ে যায়। আমরা এগিয়ে যাই নিশ্চিত গন্তব্যের দিকে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভকামনা...

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:

অমৃত বচন!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: মাত্র দু'টি শব্দেই কেল্লা ফতে করে গেলেন।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!

২৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

নীহার দত্ত বলেছেন:

চমৎকার কবিতা। সাবজেক্টটাও দারুন।সময়।আমার প্রিয় সাবজেক্ট।
ভালো লিখেছেন।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: এটা আমার নিজেরও একটা প্রিয় কবিতা। ব্লগের পেছনে হেঁটে এ কবিতাকে খুঁজে বের করে পড়ে গেলেন, অত্যন্ত প্রীত হ'লাম।
উৎসাহদায়ক প্রশংসা করেছেন, অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.