| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়,
মাটি তাদেরে ডেকে কয়, আয় তোরা আয়! 
সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়,
বৃক্ষ তাদের ছেড়ে দেয়, মাটি ডেকে নেয়।  
শিস দিয়ে বয়ে যাওয়া শির শির সমীরণ
গেয়ে যায় জীবনের শেষ গান, অনুক্ষণ।  
মর্মর নৃত্যগীতে ওরাও গায় নিপতনের গান,    
ভুলে যায় জীবনের যত না বলা মান অভিমান।    
সব গ্লানি, সব গৌরব ভুলে দখিনা হাওয়ায়, 
আনন্দ বিষাদ নিয়েই ওরা নেচে নেচে ঝরে যায়।  
ঊর্ধ্ব থেকে পরিত্যক্ত হয়ে ওরা অধঃ পানে ধায়  
পরম আদরে মাটি ডেকে কয়, আয় তোরা আয়!     
ঢাকা 
২৪ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। 
শুভেচ্ছা জানবেন।
২| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০৮
করুণাধারা বলেছেন: হেমন্তের পাতা ঝড়া দিনগুলো যেমন একটা চলে যাচ্ছি, চলে যাব ভাব মনে আনে, এই কবিতাটা পড়েও একই অনুভূতি হল। 
পরম আদরে মাটি ওদের ডেকে বলে আয় আয়  
সব দরজা বন্ধ হয়ে গেলেও মাটির দরজা খোলা থাকবে!   হায়!
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: হেমন্তের পাতা ঝড়া দিনগুলো যেমন একটা চলে যাচ্ছি, চলে যাব ভাব মনে আনে, এই কবিতাটা পড়েও একই অনুভূতি হল - কবিতাটা তো সেরকম একটা অনুভূতি থেকেই লেখা! 
গত ২৪ নভেম্বর ২০১৭ Veterans’ Day Walkathon এ অংশ নিচ্ছিলাম। পথে পড়ে ছিল কিছু ঝরা পাতা, উপরে তাকিয়ে দেখি গাছে সবুজ পাতারা হেলছে, দুলছে, হাল্কা বাতাসে কিছু বিবর্ণ পাতা ঝরে পড়ছে। উজ্জ্বল লাল-সবুজ বর্ণের পোষাকে সজ্জিত ব্যান্ড পার্টির যন্ত্রীদল তাদের নিজ নিজ বাদ্যযন্ত্রে দেশাত্মবোধক গানের বাজনা বাজিয়ে চলছিল, তাদের ঠিক পেছনে থেকেই আমি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতেই কবিতাটা মনে এসেছিল, বাড়ী ফিরে তা ল্যাপটপে তুলে রাখি। 
৩| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: মাটি একদিন সবাইকে একে একে আয় আয় বলে তার বুকে ডেকে নেবে!
কবিতা ভাল লেগেছে ভাইয়া।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৪| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানব জীবনও এই পাতাদের মত, মাটিই হয় মানবের শেষ ঠিকানা। 
কাব্য ভাল লেগেছে।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:২১
খায়রুল আহসান বলেছেন: মানব জীবনও এই পাতাদের মত, মাটিই হয় মানবের শেষ ঠিকানা। জ্বী, ঠিক এই কথাটিই আমি বলতে চেয়েছি। 
কাব্য ভাল লেগেছে -- জেনে খুশী হ'লাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
৫| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: চিরায়ত ডাকের কবিতা ! 
ভালোলাগা লেখায় ।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: চিরায়ত ডাকের কবিতা - কবিতার চমৎকার সংক্ষিপ্ত সার। 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো...
৬| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়...
পরম আদরে মাটি ওদের ডেকে বলে আয়
-কবিতার প্রথম ও শেষ লাইন। কি অসাধারণ যোগবন্ধন! 
আপনি কি শেষ লাইনটি ঠিক করেই কবিতা লেখতে শুরু করেছিলেন?
কঠিন কথাটি সহজ ভাষায় বলতে পারা এবং একই সাথে কাব্যের ভাব ধরে রাখাটা একটা ঝক্কির কাজ। 
আমি তো ভাবতেই পারি না! অথচ দেখুন কবির কাছে সেটি নস্যি।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনি কি শেষ লাইনটি ঠিক করেই কবিতা লেখতে শুরু করেছিলেন? -- কবিতা লেখার পটভূমি ২ নং প্রতিমন্তব্যে কিছুটা উল্লেখ করেছি। তবে কবিতার শেষের লাইনটা নিয়ে মাঝে মাঝেই আমি ভেবে থাকি। 
কবিতার উদার প্রশংসায় সম্মানিত এবং অনুপ্রাণিত বোধ করছি।
অনেক, অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা---
৭| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলেগেছে
ভাই, বই প্রকাশ করছেন কি? 
শুভকামনা
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। 
আশাকরি, আগামী বইমেলাতেও আমার একটি বই প্রকাশিত হবে।  
শুভেচ্ছা জানবেন।
৮| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মৃদুমন্দ হবে । টাইপো । ঠিক করে নিয়েন ।
বরাবরের মত সুন্দর কবিতা ।
মৃত্যু অবশ্যম্ভাবী
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৮
খায়রুল আহসান বলেছেন: টাইপোটা ঠিক করে নিয়েছি। নিজের চোখেই ধরা পড়ার পর মৃদুমন্দ আর পরিত্যক্ত সম্পাদনা করেছিলাম, কিন্তু মনে হয় মাউসের ক্লিক ঠিক মত কাজ করেনি। ভুল দুটো গোচরে আনার জন্য আপনাকে এবং করুণাধারাকে ধন্যবাদ।  
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। 
শুভেচ্ছা জানবেন।
৯| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:২১
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ, কবিতাটি হৃদয় ছুয়ে গেলো। 
 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: বাহ, কবিতাটি হৃদয় ছুয়ে গেলো - মন্তব্যটিও আমার খুব ভাল লাগলো।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা! 
১০| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বপ্নের মতই সুন্দর কবিতা।
 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: স্বপ্নের মতই সুন্দর মন্তব্যটাও। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১১| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:১৬
জেন রসি বলেছেন: ঝরা পাতায় মানুষের জীবনের প্রতিফলন।
 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: ঝরা পাতায় মানুষের জীবনের প্রতিফলন -- চমৎকার পর্যবেক্ষণ, চমৎকার দর্শন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---
১২| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:১৭
করুণাধারা বলেছেন: কবিতা লেখার পটভূমি জানতে পেরে ভাল লাগল। দারুন ভাবনা! এই ভাবনা নিয়ে কি ইংরেজিতেও লিখেছেন? 
আকারের টাইপো, পরিত্যাক্ত< পরিত্যক্ত।
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, লিখেছি। আশাকরি, পড়ে দেখবেন।
নিজের চোখেই ধরা পড়ার পর মৃদুমন্দ আর পরিত্যক্ত সম্পাদনা করেছিলাম, কিন্তু মনে হয় মাউসের ক্লিক ঠিক মত তখন কাজ করেনি। ভুল দুটো গোচরে আনার জন্য আপনাকে এবং সেলিম আনোয়ারকে ধন্যবাদ।
১৩| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
চাঁদগাজী বলেছেন: 
রূপান্তর
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার!
১৪| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৪৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +।
বেশ কঠিন অর্থবোধক।
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...
১৫| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  রাত ১০:১১
জাহিদ অনিক বলেছেন: 
রূপক কবিতায় মানবজীবনের প্রতিফলন। 
সুন্দর +
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: জীবন চক্রের কথাই বলা হয়েছে কবিতায়। ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য।
শুভকামনা---
১৬| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  রাত ১১:২২
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
১৭| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১:২০
শিখা রহমান বলেছেন: "সবুজ পাতারা একদিন হলুদ হয়ে যায়...
পরম আদরে মাটি ওদের ডেকে বলে আয়"
ভালো লেগেছে। আমার শহরে এখন ঝরাপাতাদের দিন !!
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:২০
খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা...
১৮| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভালো লাগল ।
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০১
খায়রুল আহসান বলেছেন: জেনে প্রীত হ'লাম। কবিতা পাঠের জন্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত।
১৯| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মাটির বুকেই চূড়ান্ত আশ্রয়!
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৯
খায়রুল আহসান বলেছেন: মাটির বুকেই চূড়ান্ত আশ্রয়! - এটাই কবিতার চূড়ান্ত কথা! 
কবিতা পাঠের জন্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত। 
শুভেচ্ছা জানবেন।
২০| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:১৮
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভালই:জীবনের যে পাওয়াগুলো হারাতে চাই না কখনোই কিন্তু যেগুলো ঝরে, পরে, গড়িয়ে, হারিয়ে যায় সব সময়ই সেই কষ্টগুলো মনে হলো আপনার কবিতার সুর আর ছন্দে | কষ্টের কথা বলা গানগুলোই তো মনে সবচেয়ে বেশি সুখের ঢেউ তোলে |তেমন অনেক চাওয়া হারিয়ে যাবার কষ্টের কথা মনে করিয়ে দিয়েও আপনার কবিতাটাও বড় ভালো লাগার হয়ে রইলো |
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: এমন সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হ'লাম, অনুপ্রাণিত হ'লাম। 
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
২১| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিত্য প্রলয় নিত্য জীবন
এইতো খেলা দেখে নয়ন
মানতে শুধু চায়না এ মন 
চিরন্তনের কুহক স্বপ্ন আশায়  
 
দারুণ কাব্যে শুভ কামনা 
+++
 
০৬ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কাব্য করে কথাগুলো বলে গেলেন। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---
২২| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:২৭
আলোরিকা বলেছেন: দারুণ ! বৃক্ষতো দেখছি মানব জীবনেরই প্রতিচ্ছবি  ![]()
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: শুধু বৃক্ষই নয়, সমস্ত প্রকৃতিতেই মানব জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। 
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আলোরিকা, অনেকদিন পরে আমার কোন লেখায় এলেন, খুশী হ'লাম।
 
০৫ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট জাগো আনন্দে বসন্ত সমীরণে এবং এর আগেরটা (টোনাটুনির গল্প) পড়ে একটা করে মন্তব্য রেখে এলাম। নোটিফিকেশন যায় না, তাই এখানেই বলে গেলাম।
২৩| 
০৫ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
নীলপরি বলেছেন: পরম আদরে মাটি ওদের ডেকে বলে আয় আয়  
কবিতা অসাধারণ লাগলো । ++++++++
শুভকামনা ।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। 
প্লাসে এবং কবিতা অসাধারণ লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা...
২৪| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:২৯
অলিউর রহমান খান বলেছেন: স্যার খুব ভালো লাগলো।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য। প্রীত ও অনুপ্রানিত হ'লাম।
২৫| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:১৫
সোহানী বলেছেন: ভালোলাগা বরাবরের মতেই খায়রুল ভাই.........
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সোহানী, কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে আমিও খুব খুশী হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রানিত।
২৬| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মাটির বুকেই শেষ পর্যন্ত আশ্রয় সকলের।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: মাটির বুকেই শেষ পর্যন্ত আশ্রয় সকলের - জ্বী, ঠিকই বলেছেন। 
ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য এবং পড়ে আপনার ভাবনাটুকু এখানে রেখে যাওয়ার জন্য।
শুভকামনা রইলো...
২৭| 
২২ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০২
কিরমানী লিটন বলেছেন: চিরন্তন বাস্তবতার মুগ্ধ প্রতিচ্ছবি- অসাধারন.....
 
২২ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি এখানে এসে পড়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৯
কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+++