নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলাম। আমার শুভানুধ্যায়ীরা প্রায়ই আমাকে অনুরোধ করে থাকেন, এখানে ওখানে বেড়াতে গেলে ফিরে এসে আমি যেন বিস্তারিত না হলেও ভ্রমণের টুকিটাকি কিছু বিষয় নিয়ে লিখি। যাত্রা শুরুর আগে আমিও মনে মনে ঠিক করে রাখি, এটা ওটা নিয়ে লিখবো। কিন্তু যত আলস্য আমাকে পেয়ে বসে যাত্রা শেষের পর। সেলফোনে কিছু লিখতে পারিনা, ল্যাপটপ সাথে নিয়ে গেলে হয়তো ওখানে বসেই চমকপ্রদ সব ভ্রমণ বৃত্তান্ত পোস্ট করতে পারতাম। কিন্তু স্ত্রীর এ বিষয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপিত থাকে সদা সর্বদা- ভ্রমণে সাথে করে ল্যাপটপ নেয়া চলবেনা। আমিও অগত্যা রাজী হয়ে যাই। কষ্টে জমানো সঞ্চয় ও সময় তো আর বিদেশ বিভুঁই এ বসে সাহিত্য চর্চা করে অপচয়ের জন্য নয়। সেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। শুধু খাওয়া দাওয়া আর ঘুমের সময়টুকু ছাড়া শুধু দৌড়াও, আর দেখো। এভাবেই দৌড়াতে দৌড়াতে আর দেখতে দেখতে স্মৃতির সম্ভার সমৃদ্ধ হয়, সেলফোনের ফটো গ্যালারী পূর্ণ হয়, কিন্তু সেসব স্মৃতি আর অভিজ্ঞতা আর কারো সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য শেষ পর্যন্ত কোথাও প্রকাশিত হয় না।
শীতকালটা আমার লেখালেখির জন্য বড্ডো অনুৎপাদক। একেতো সৌর পরিক্রমায় দিনের এক-তৃতীয়াংশ খোয়া যায় রাতের আঁধারে, তার উপর এ সময়টাতেই লাগে বিয়ে শাদী, এজিএম, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ইত্যাদির হিড়িক। প্রবাসী বন্ধুরাও পরিযায়ী পাখির মতই শীতকালেই একে একে ভিড়তে থাকে স্বদেশের মাটিতে। তাদেরকে নিয়েও তো হৈ হুল্লোর লেগেই থাকে। এর মাঝে লেখালেখির অবকাশ কোথায়? তাই ইচ্ছে থাকা সত্তেও ব্লগে নতুন কিছু লিখতে পারি নাই। আজ ভাবলাম, অন্য আরো অনেকের মত আজ না হয় কিছু ছবিই পোস্ট করি। সেটা করতে গিয়ে উপলব্ধি করলাম, এর চেয়ে কবিতা লেখা অনেক সহজ!
যাহোক, আপাততঃ সিঙ্গাপুর ভ্রমণের উপর আমার আইফোনে তোলা কিছু ছবি (দুটো বাদে) এখানে পোস্ট করলাম। ছবিগুলো ০৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে তোলা।
ঢাকা
২৮ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১। নীরবে আঁখি মেলে... Quietly blossomed
২। প্রস্ফূটিত Poised
৩। বিনম্রতা Humility
৪। উষ্ণ আকুলতা Ardour
৫। বাসন্তিক Vernal
৬। প্রতীক্ষারত রাণী Queen in waiting
৭। কৃষ্ণকলি আমি তারে বলি Baffling beauty of the black!
৮। ভালবাসা Love
৯। আপন প্রভায় আলোকিত Sparkling in own radiance
১০। শ্রদ্ধা Respect
১১। বিস্ময়কর বেগুনী, না তাকিয়ে পারা যায় না! Bright and brilliant, an attraction eyes cannot ignore!
১২। গুচ্ছফুল Cluster of flowers
১৩। রঙের সমাহার Color combination
১৪। উন্মীলিত ভালবাসা Love unfolded
১৫। স্নিগ্ধতা Sweet and soft
১৬। একাকিনী A lonely soul
১৭। সলাজে বিকশিত পূর্ণ সম্ভারে In full bloom, modestly though
১৮। গোলাপী রাজকন্যা Pink princess
১৯। ভাই বোন Siblings
২০। উন্মীলিত Unfolded
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দেখার জন্যে অনেক ধন্যবাদ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
বিষাদ সময় বলেছেন: চমৎকার সব ফুলের ছবি। বিশেষ করে ৭ নং "কৃষ্ণকলি" অসাধারণ লাগলো খায়রুল আহসান ভাই। ছবিটা সেভ করে রাখলাম। পোস্টে অনেক অনেক ভাললাগা।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ছবিটা সেভ করে রাখলাম -- ভাল কথা, কিন্তু অন্য কোথাও ব্যবহার করতে হলে পূর্বানুমতি নেবেন এবং সৌজন্য স্বীকার করবেন বলে আশা রাখি।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
শায়মা বলেছেন: এত সুন্দর একটা দেশ ভ্রমনে শুধুই সিঙ্গাপুরিয়ান ফুলের ছবিই দিলে ভাইয়ামনি!
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, - এত সুন্দর একটা দেশ ভ্রমনে শুধুই সিঙ্গাপুরিয়ান ফুলের ছবি!
ঠিক আছে, গ্যালারী শপ ঘেটে ঘুটে দেখি, আরও সুন্দর কিছুর সন্ধান পাই কি না। পেলে পোস্ট দিব।
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
ভাল থাকুন।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলিপনার কাছে অনেক সুন্দর মনে হয়েছে জেনে প্রীত বোধ করছি। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো---
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
যূথচ্যুত বলেছেন: বেশ ভালো ছবি তোলেন আপনি। তবে ক্যাপশানগুলো আরও বেশি ভাল্লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: তবে ক্যাপশানগুলো আরও বেশি ভাল্লেগেছে - এ কথাটাতেই মন ভরে গেছে, কারণ শিরোনামের উপর আমি যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকি।
ছবি তোলায় তেমন ভাল আমি নই তা জানি, তবে আপনার প্রশংসায় নিঃসন্দেহে প্রীত হয়েছি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা...
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮
সাইন বোর্ড বলেছেন: অাপন সৃষ্টি কর্মের মত উজ্জ্বল ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
আখেনাটেন বলেছেন: সুন্দর ছবি। ফুল দেখলে মন ভালো হয়ে যায়।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
খায়রুল আহসান বলেছেন: ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যায় জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সুমন কর বলেছেন: দারুণ ছবি পোস্ট। কালোগুলো আবাক সুন্দর !
+।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: ৭ নং চিত্রে কালো ফুলগুলোর কথা আরো অনেকে বলেছেন।
পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পুষ্প রেণুতে মাখানো একটি ব্লগ পোস্ট। নাম আর ক্যাপশনগুলো অসাধারণ। কৃষ্ণকলি আমি তারে বলি... আমার মনে থাকবে অনেক দিন। কৃষ্ণ ফুল এক সুন্দর হতে পারে! বর্ণ যে কখনও সৌন্দর্য্যের সংজ্ঞা হতে পারে না, আরেকবার প্রমাণিত হলো। অনেক অনেক শুভেচ্ছা....
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: পুষ্প রেণুতে মাখানো একটি ব্লগ পোস্ট - চমৎকার মন্তব্য, প্রীত হ'লাম।
বাকী কথাগুলো আরো বেশী সুন্দর। অনেক ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো দুটো পোস্ট-- নতুন বছরের প্রতিজ্ঞা - ২০১৩ খ্রিষ্টাব্দ এবং ভালো লেখার তিনটি গোপন রহস্য আছে, কেউ কি তা জানেন? - পড়ে দুটো মন্তব্য রেখে আসলাম। একটু সময় করে দেখে নেবেন।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
কাতিআশা বলেছেন: খুব সুন্দর!.. সেই সাথে আপনার বর্ণনা!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট মন্তব্য, কিন্তু বড়ই প্রেরণা পেলাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
সোহানী বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন .......................
এখানে সামারে ফুলের রাজ্য দেখে প্রাই ভাবি পোস্ট দিব কিন্তু হয়ে উঠে না। আপনার ছুবগুলো আবারো মনে করিয়ে দিল.........
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
খায়রুল আহসান বলেছেন: এত্তগুলো অসাধারন পেয়ে তো বুকটা ফুলে গেল! আবার তার উপরে তো একটা প্লাসও আছে!
ওখানকার সামারে ফুলের রাজ্য থেকে তোলা কিছু ছবি আগামী সামারেই দেখার প্রত্যাশা রাখছি।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সব ফুল একসাথে , ফুলগুলির বাংলা নামকরণ অনিন্দ সুন্দর হয়েছে ।
ভারত ও বাংলাদেশের প্রচুর বাংলাভাষী লোকজন সিংগাপুরে ফুলের
দোকান হতে ফুল কিনে । ২০০৬ এ একবার সেখানে
Little India Flower Market নামে একটি দোকান
নজরে পরেছিল । তারা এই ফুলগুলির বাংলা নাম পেলে
খুব্ই খুশী হবে ।
অনেক অনেক ফুলেল শুভেচ্ছা রইল
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: ফুলগুলির বাংলা নামকরণ অনিন্দ সুন্দর হয়েছে - এই কথাটাতে মন ভরে গেল (যদি ফুলের ছবিগুলোর ক্যাপশনের কথা বুঝিয়ে থাকেন)! কারণ, ক্যাপশনটি যুতসই না হলে মনে একটা খুঁতখুঁতে ভাব থেকে যায়, এবং যথাযথ ক্যাপশন খুঁজে পেতে বেশ খানিকটা ভাবতেও হয় যে!
ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাবার সাথে সাথে আমার এ নগন্য পোস্টটাকে নীরবে "প্রিয়"তেও তুলে রাখলেন, এজন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডঃ এম এ আলী।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: মন্তব্য আর লাইক মিলে কি কবিতার ওজনকে ছাড়ায় নি!!
লেখার হাত থাকলে, প্রতিটি লেখাই ফুটে উঠে সর্বজনগ্রাহ্য হয়ে।।
এই লেখাটি আবরও সেটা প্রমন করলো।। ধন্যবাদ।।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
খায়রুল আহসান বলেছেন: লেখার হাত থাকলে, প্রতিটি লেখাই ফুটে উঠে সর্বজনগ্রাহ্য হয়ে। এই লেখাটি আবরও সেটা প্রমন করলো -- খুবই প্রেরণা পেলাম আপনার এ ছোট্ট দুটি কথায়। প্লাসেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৯
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই , এটাই মনে হলো আপনার প্রথম ফটো ব্লগ দেখলাম | খুব সুন্দর ফুলের ছবিগুলো |গল্প, কবিতা, আর ফটো ব্লগ কোনটা আপনার বেশি ভালো এই জটিল প্রশ্নের কোনো উত্তর আছে নাকি ভাবছি |সমীকরণ যেটা দাড়া করানো গেলো তার উত্তর আসছে পাই (Pi)...পুরো সময়টাই নষ্ট | ধ্যাৎ সমীকরণ সমাধানের দরকার নেই | ভালো থাকুন |
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
খায়রুল আহসান বলেছেন: এটাই মনে হলো আপনার প্রথম ফটো ব্লগ দেখলাম - ছবি ব্লগ আমি খুব বেশী পোস্ট করিনি, এটা হয়তো (খুব সম্ভবতঃ) তৃতীয়টি মাত্র। এর প্রধান কারণ ছবি তোলায় আমার আনাড়ি হাত। তবে কিছু কিছু ছবি দেখে ছবির মান ভাল না হলেও মন কথা বলে ওঠে। সেজন্যেই ফুলের এ ছবিগুলো পোস্ট করলাম।
চমৎকার এ প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মলাসইলমুইনা ) (মাঝে মাঝে ভাবি, কোন দুঃখে যে আপনি এমন একটা নাম নিতে গেলেন)!
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর নামকরণ। ফুলের ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।
স্মৃতিকথা গুলো ভালো লাগলো
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে আপনার মুগ্ধতার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ সব ফুলের ছবি।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ সব ফুলের ছবি - অনেক ধন্যবাদ, এ উদার প্রশংসার জন্য।
শুভেচ্ছা---
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !! দারুণ ছবি ব্লগ !!
ফুলগুলোর ছবি দেখে খুব ভাল লাগলো++
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: ফুলগুলোর প্রশংসা আমারও খুব ভাল লাগলো। পোস্টে প্রথম প্লাস দিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
আটলান্টিক বলেছেন: বেড়াতে গিয়ে কি শুধু ফুল দেখেছেন?
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: না, আরো অনেক কিছু দেখেছি। তবে শিরোনামটির সাথে শুধু ফুলই যায়, সেজন্যেই...
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
ফুল এবং ফুলের সাথে চমৎকার কথাগুলো একটা অন্যরকম স্নিগ্ধতা সৃষ্টি করেছে ।
হ্যাঁ, ঘুরতে গেলে লেখালেখি থেকে দূরে থাকা ভালো । না হয়তো অনেক সৌন্দর্য্য উপেক্ষিত থেকে যায় । আমিতো ছবিও তুলি না, চোখ দিয়ে ক্যাপচার করি এবং তা ফ্রেমে বাঁধা হয়ে হৃদয়ের দেয়ালে ঝুলে যায় !!!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
খায়রুল আহসান বলেছেন: ফুল এবং ফুলের সাথে চমৎকার কথাগুলো একটা অন্যরকম স্নিগ্ধতা সৃষ্টি করেছে - খুবই অনুপ্রাণিত হ'লাম, আপনার এমন সুন্দর কথায়।
আপনার চোখ দিয়ে ক্যাপচার করা, হৃদয়ের দেয়ালে ঝুলিয়ে রাখার কথাটাও খুব ভাল লাগলো।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেমন সুন্দর ফুল তেমনি সুন্দর ক্যপশন!
মুগ্ধতা অপার
++++++++++
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: মুগ্ধতা অপার - প্লাসে এবং এই মুগ্ধতার কথায় যারপরনাই অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
জাহিদ অনিক বলেছেন:
৫ নং বাসন্তিক ফুলটা বেশ বেশ চমৎকার।
ইশ আপনি যদি ভ্রমনে একটা ল্যাপটপ নিয়ে যেতে পারতেন!
তবে ঘরণীর কথা অগ্রাহ্য করার সাহস কার আছে!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: তবে ঘরণীর কথা অগ্রাহ্য করার সাহস কার আছে - তাদের কথা অগ্রাহ্য না করাই সবদিক থেকে ভাল!
৫ নং বাসন্তিক ফুলটা সত্যিই বেশ চমৎকার। এ ফুলের রঙের সাথে বাঙালী নারীদের বাসন্তী রংয়ের শাড়ীর কথা মনে এসে যায়।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
নূর-ই-হাফসা বলেছেন: সব গুলো ছবি খুব সুন্দর ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ছবিগুলোর প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার ফুলের ছবি। খুব ভালো লাগল। ধন্যবাদ
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ফুলের প্রশংসায় প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
শাহিন-৯৯ বলেছেন: বাংলাদেশে কি এসব ফুল চাষ উপযোগি?
খুব ভাল লাগল আপনার উঠানো ছবিগুলো।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: এসব ফুলের অধিকাংশই বাংলাদেশেও দেখা যায়, তাই চাষোপযোগী বলেও মনে হয়।
ছবিগুলো আপনার খুব ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: প্রশংসা এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
সামিয়া বলেছেন: ফুলের সুবাশময় পোস্ট ।।
বেশ লাগলো ভাইয়া।।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: ফুলের সুবাশময় পোস্ট - সুবাসময় মন্তব্যটাও বেশ সুবাসময় লাগলো। ধন্যবাদ, আমার ব্লগ ভিজিট করার জন্য এবং সেই সাথে প্লাস সহ এমন একটি সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
করুণাধারা বলেছেন: ছবিগুলো খুব ভাল হয়েছে- আইফোনে এত ভাল ছবি তোলা সম্ভব বলে জানা ছিল না। সাথের ক্যাপশনগুলোও যথোপযুক্ত হয়েছে। এমন ক্যাপশন অনেক সময় নিয়ে ভেবে বের করতে হবার কথা। হয়ত এজন্যেই বলেছেন ছবি দেবার চাইতে কবিতা লেখা আপনার জন্য সহজতর!
সব ফুলের রূপেই মুগ্ধ হলাম, তবে বিশেষভাবে কৃষ্ণকলিকে দেখে। এমন ভেলভেটি, কালো ফুল আছে জানা ছিল না।
পোস্টে লাইক।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
খায়রুল আহসান বলেছেন: এমন ক্যাপশন অনেক সময় নিয়ে ভেবে বের করতে হবার কথা। হয়ত এজন্যেই বলেছেন ছবি দেবার চাইতে কবিতা লেখা আপনার জন্য সহজতর! - আপনি ঠিকই ধরেছেন, করুণাধারা। ছবিই বলুন আর কবিতা কিংবা গল্পই বলুন, ক্যাপশনটা ঠিকমত না দিতে পারলে মন খুঁত খুঁত করতে থাকে। অন্যের লেখারও আমি ক্যাপশনটা খুব মনযোগ দিয়ে লক্ষ্য করি এবং যারা এ বিষয়ে যত্নবান ও মনযোগী, মন্তব্যে তাদের ক্যাপশনের কথা আলাদাভাবে উল্লেখ করি।
এমন ভেলভেটি, কালো ফুল আছে জানা ছিল না - এই ফুলটার কথা আপনার মত আরো অনেকে বলেছেন। ফুলের আসল নামটা জানিনা, হয়তো জুন, সাদা মনের মানুষ কিংবা অন্য কোন ফুলপ্রেমী পাঠক পাঠিকা এ ফুলের সঠিক পরিচয়টা নিয়ে কোনদিন এগিয়ে আসবেন। তবে ছবিটা পোস্ট করার সময় আমার কৃষ্ণকলি নামটাই মনে উঠেছিল।
অনেকদিন পরে পোস্টে এলেন। আশাকরি ভালই আছেন।
নতুন বছরের আগাম শুভেচ্ছা!
২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
আমার [link|http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]] লেখাটিতে আপনার মন্তব্যের জবাবে বলেছিলুম ---" সবাই পারেনা, কিন্তু আপনার পারতে দোষ কি ? পারবেন । সেলফোনের ক্যামেরার ঘেরাটোপে রাখা এক একটি ছবি দেখুন আর কথাদের মনে মনে সাজিয়ে রাখুন । ক্যামেরার বন্দিত্ব থেকে ঘাসফুল, পথে পড়ে থাকা শুভ্র শিউলি, কাঠ বাদামের ঝরে পড়া লালচে খয়েরী পাতাগুলোকে দিনের আলোতে নিয়ে আসুন । পারবেন .................. "
এবার পেরেছেন তো ? ভালোভাবেই পেরেছেন ।
৫ নম্বরে "বাসন্তিক" যেন আসছে বসন্তের দোলা দিয়ে গেছে । বাসন্তী রংয়ের শাড়ীতে কি মোহময় আর প্রানবন্ত !
১০ নম্বরে দেয়া ঝুমকোর মতো ফুলগুলো যেন মাথা ঝুঁকিয়ে আসলেই তার সৃষ্টির অনুপমতায় স্রষ্ঠার কাছে শ্রদ্ধাবনত ।
যে মোরে দেয় আনন্দাঞ্জলী
কৃষ্ণকলি আমি তারেই বলি ।
মনে হয়, এটা আপনার সংগ্রহের একটি শ্রেষ্ঠ পদ্যময় রূপ !
ভালোলাগা ফুলরাজ্যের ফুলগুলিতে ................
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
খায়রুল আহসান বলেছেন: এবার পেরেছেন তো? ভালোভাবেই পেরেছেন - অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
বাসন্তী রংয়ের শাড়ীতে কি মোহময় আর প্রানবন্ত! - সত্যিই, এ ফুলটা দেখে আমার শাড়ীর কথাই মনে হয়েছিল।
মনে হয়, এটা আপনার সংগ্রহের একটি শ্রেষ্ঠ পদ্যময় রূপ! - এ প্রশংসাটুকু অন্তরে ধারণ করে রাখলাম। অনেক, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
২০১৮ এর আগাম শুভেচ্ছা!
২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
দুঃখিত, আগের মন্তব্যটিতে লিংকটি ঠিক মতো দিতে পারিনি !
[link|http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30217976|ঘাসফুল [ সচিত্র লেখা ব্লগ ]]
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টের কথা আমার স্পষ্ট মনে আছে। তবুও, লিঙ্ক ছাড়াই লেখাটি আবারো পড়ে এলাম।
৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
হায়রে ! এবারেও হয়নি !
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: সুপ্রিয় আহমেদ জী এস ভাই, সত্য কথা বলতে কি, এ লেখাটা পোস্ট করার সময় অনেকক্ষণ ধরে আপনার উদ্ধৃত পোস্টের প্রতিমন্তব্যের কথাগুলোর কথাই ভাবছিলাম। আর মনে মনে চাচ্ছিলাম, আপনি এ পোস্টটা দেখেন। যাক, আমার এ লেখাটা তবে এক্ষণে সার্থক হলো!
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---
৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
ফুল সব সময় সুন্দর, সে হোক ইয়েমেন কিংবা ইথিওপিয়ায়; মানুষের দৈনন্দিন ছবি কোন এলাকার মানুষকে ফুটিয়ে তুলতে সক্ষম।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
খায়রুল আহসান বলেছেন: ফুল সব সময় সুন্দর, সে হোক ইয়েমেন কিংবা ইথিওপিয়ায় - চমৎকার বলেছেন কথাটা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাপী নিউ ইয়ার!
৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ, বিশেষ করে কৃষ্ণকলিকে দেখে মুগ্ধ আমি, কখনো এমন কালো ফুল দেখেছি বলে মনে কতে পারছি না।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: বিশেষ করে কৃষ্ণকলিকে দেখে মুগ্ধ আমি, কখনো এমন কালো ফুল দেখেছি বলে মনে কতে পারছি না - আপনি ক্যামেরা হাতে বনে বাঁদারে ঘুরে বেড়ান। আপনার চোখেও যদি এটা না পড়ে থাকে তবে তো এটাকে সত্যিই খুব দুর্লভ বলে মনে করা যেতে পারে।
মন্তব্যার জন্য ধন্যবাদ। ২০১৮ এর আগাম শুভেচ্ছা!
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: প্রায় দশ বছর আগে লেখা আপনার আবার আমাকেই পড়ে মুগ্ধ হ'লাম। সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।
৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার লিখনির মত ছবির হাতও বেশ মনোযোগী । হ্যাপি ব্লগিং সুপ্রিয় ব্লগার ।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: পুনরায় এসে প্রশংসাসূচক মন্তব্য করার জন্য আবারো আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্যেও রইলো হ্যাপী ব্লগিং এর শুভেচ্ছা! সেই সাথে হ্যাপী নিউ ইয়ার এরও।
৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
জুন বলেছেন: ঠিক এমনি ফুল নিয়ে একটি ছবি ব্লগ আমিও তৈরী করে আর দিইনি খায়রুল আহসান । খুব পরিচিত ফুলগুলো দেখে অনেক ভালোলাগলো ।
+
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: আমার লেখার উপর প্রতীক্ষিত মন্তব্যটি দেরীতে হলেও পেলাম, এজন্য অশেষ ধন্যবাদ।
খুব পরিচিত ফুলগুলো দেখে অনেক ভালোলাগলো - পোস্ট করার সময়েই ভাবছিলাম যে এসব ফুলের ছবি নিশ্চয়ই আপনার এবং আপনার মত পর্যটক পাঠকদের আরো অনেকেরই চেনা হবে। আপনার মন্তব্যে সে ধারণা সত্য হলো। তবে আমি নিশ্চিত যে আপনার তৈ্রী করা খসড়া ছবি ব্লগ আমারটার চেয়ে অনেক উন্নততর হবে। তাই সেটি এখনো ড্রাফটে থাকলে অবিলম্বে প্রকাশ করে ফেলুন, সেগুলো দেখে ফুলপ্রেমী পাঠকদের চোখ জুড়াক!
হ্যাপী নিউ ইয়ার!
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: আপনার একটি অতি পুরনো, কিন্তু অতি সুন্দর পোস্ট- ভালবাসার বাসা পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ২০১৮ এর স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি।
৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
ধ্রুবক আলো বলেছেন: দারুন ছবি পোষ্ট। একদম চমৎকার।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: একদম চমৎকার! - হা হা হা! খুব খুশী হ'লাম। প্লাসেও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা, এবং হ্যাপী নিউ ইয়ার-২০১৮!
৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের রইল
বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮, নতুনের শুভেচ্ছা রইল
বছরটি হয়ে উঠুক সাফল্যময়।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
খায়রুল আহসান বলেছেন: বছরটি হয়ে উঠুক সাফল্যময় - অনেক ধন্যবাদ। নতুন এ বছরে আপনারও সফলতা, সুস্থতা এবং শান্তি কামনা করছি।
৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ফুলেল পোষ্ট !!
পাঁচ এ ভালোলাগা ।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: লেখাটা দেখা ও পড়ার জন্য অশেষ ধন্যবাদ। পাঁচ এর ভালোলাগার কথা আরো অনেকে জানিয়েছেন। রঙটা বড়ই চমৎকার!
মন্তব্যের জন্য ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা!
৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮!
জীবনের নানা রঙের অধ্যায় সুখের চাদরে ঢেকে থাকুক....
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: জীবনের নানা রঙের অধ্যায় সুখের চাদরে ঢেকে থাকুক - চমৎকার এ ব্যতিক্রমী শুভেচ্ছাবাণীর জন্য অশেষ ধন্যবাদ। ভাষার চমৎকারিত্বে মুগ্ধ হ'লাম।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা-- হ্যাপী নিউ ইয়ার-২০১৮!
৪০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
সৈয়দ ইসলাম বলেছেন: অসম্ভব ভালোলাগা জানবেন।
শুভ নববর্ষ ২০১৮
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও নতুন বছর ২০১৮ এর শুভেচ্ছা জানাচ্ছি।
৪১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যে জিনিসগুলা দেখলে মানুষের অবশ্যই ভালো লাগে তার মধ্যে ফুল অন্যতম। ছবিগুলোর জন্য ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
হ্যাপী নিউ ইয়ার-২০১৮!
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখাগুলো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। অজানা কোন কারণে, ২০১১-২০১২ সালের লেখায় মন্তব্য এলে কোন নোটিফিকেশনও আসে না। তবে আরেকটি উপায় আছে, সেটি হলো আপনাকে অনুসরণ করা। সেটি বাসায় গিয়ে করছি।
আপনিই একজন বিরল লেখক যিনি পড়ার জন্যই পড়েন। শ্রদ্ধা জানাই!
২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: তবে আরেকটি উপায় আছে, সেটি হলো আপনাকে অনুসরণ করা - মন্তব্যে খুশী হ'লাম।
আপনার প্রতিমন্তব্যগুলো দেখেছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ফুলের ছবি দেখতেও ভালো লাগে।