নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শুভবিদায় ২০১৭! সুস্বাগতম ২০১৮!

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

গতকাল বিকেলে মাঘরিব এর আযানের ঠিক আগে আগে হুরমুর করে ছাদে উঠে এলাম। ইচ্ছে ছিল, মাসজিদে যাবার আগে ছাদে বসে এক কাপ চা পান করবো আর ২০১৭ এর শেষ সূর্যাস্তটা দু’চোখ ভরে দেখবো। কিন্তু তা আর হলোনা, কারণ ছাদে উঠতে উঠতে অনেক দেরী করে ফেলেছি। পৌষের এ দিনগুলোতে যেন কোন বিকেল থাকতে নেই। দুপুরের পরে পরেই সন্ধ্যা নামে, বিকেলটাকে রীতিমত খুঁজে খুঁজে বের করতে হয়। যাহোক, ছাদে উঠে দেখি সূর্যটাকে তখনো দেখা যাচ্ছে, কিন্তু আকাশ রেখা (স্কাই লাইন) প্রায় অর্ধেকের মত অতিক্রম করে গেছে। তাড়াতাড়ি করে পশ্চিম দিগন্তে অস্তমান ভাস্করের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর পেছনে মাথা ঘুরিয়েই দেখি পূর্ব দিগন্তরেখার বেশ খানিকটা ওপরে ত্রয়োদশীর চাঁদ মিটিমিটি হাসছে। সেই চাঁদেরও স্মিত হাসির একটা ছবি তুলে রাখলাম। এসব করতে করতেই আযান পড়া শুরু হলো। আর শেষ হলো ২০১৭ সালের সুখ দুঃখ, হাসিকান্না মিশ্রিত শেষ দিনটি। পৃথিবীকে বিদায় জানিয়ে সূয্যিমামা পশ্চিম দিগন্তের ওপাড়ে ঢলে পড়লেন।

শুভবিদায় ২০১৭! সুস্বাগতম ২০১৮! সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা। এ বছরটা সবাই সুখে শান্তিতে কাটান, সারা বছর সুস্থ থাকুন, সুকর্মে সক্রিয় থাকুন!!!


ঢাকা
০১ জানুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।


বিষাদমাখা মেঘমালা Melancholic clouds



শুভবিদায়-২০১৭! Adieu-2017!



আকাশরেখা অতিক্রমের ঠিক আগে আগে সূর্যটাকে ফ্রেমবন্দী করলাম। Caught the glimpse Of the sun just before it crossed the skyline

সূর্যটা যখন পশ্চিম দিগন্ত পাড়ি দিচ্ছিলো, ত্রয়োদশীর চাঁদটা ততক্ষণে পূব আকাশে উদিত হয়েছিল। Just about the time the sun was setting on the Western horizon, the moon rose with a smile above the Eastern horizon!

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি!

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর হয়েছে।তবে সূর্যটা আরেকটু উপরে থাকলে আরও বেশি ভাল লাগত।
সময় মত ছাদে না যাওয়ার কারনেই হয়তো মিস করেছেন।
নতুন বছর আপনার অনেক ভাল কাটুক সে প্রত্যাশায় করছি।

প্রথমদিকে মনে হয় টাইপো হয়েছে ঠিক করে দিয়েন।
মাঘরিব <মাগরিব।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

খায়রুল আহসান বলেছেন: সূর্যটা আরেকটু উপরে থাকলে আরও বেশি ভাল লাগত। - অবশ্যই সেটা আরো বেশী ভাল হতো। আপনি ঠিকই ধরেছেন, সময় মত ছাদে না যাওয়ার কারনেই সেটা মিস করেছি।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: নতুন বছরকে তুমি যেভাবেই উদযাপন করো না কেন
এক বছরের বেশি তা টিকবে না!

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

খায়রুল আহসান বলেছেন: কথা ঠিক। সব বছরেরই স্থায়ীত্ব, কেবল একটি বছরই।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও রইলো নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আমার ও তাই মনে হয় পৌষের দিনগুলো তে সূর্য টা টুপ করে ডুবে যায় ;
চমৎকার এসছে ছবি ,ভালোলাগা রাখলাম ।

নতুন বছরের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: পৌষের দিনগুলো তে সূর্য টা টুপ করে ডুবে যায় - একদম ঠিক কথা!
ছবিগুলো ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ, এবং নতুন বছরের শুভেচ্ছা!

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: একটি ভাল বিদায় অার একটি ভাল শুরু।

সুন্দর।

কেমন অাছেন?

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: তবে তাই হোক, তাই যেন হয়।
আমি ভাল আছি। আশাকরি আপনিও ভালই আছেন।
নতুন বছরের শুভেচ্ছা!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

আটলান্টিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।আসলেই শীতকালে বিকাল খুজে পাওয়া যায় না।

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

তারেক_মাহমুদ বলেছেন: Happy new year

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নতুন বছর ২০১৮ এর শুভেচ্ছা--- হ্যাপী নিউ ইয়ার!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। নতুন বছরের জন্য শুভ কামনা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসা এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। আপনার জন্যেও নতুন বছরের জন্য শুভ কামনা রইলো- হ্যাপী নিউ ইয়ার!

১০| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

জাহিদ অনিক বলেছেন:

খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, জাহিদ অনিক। আপনাকেও জানাচ্ছি নতুন বছর ২০১৮ এর শুভেচ্ছা--- হ্যাপী নিউ ইয়ার!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।আমাদের সকলের জন্য দোয়া করবেন।



ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে - অনেক ধন্যবাদ- মন্তব্য, শুভকামনা এবং প্লাসের জন্য।
নতুন বছরে সুখে থাকুন, ভালবাসায় থাকুন সকলের!

১২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

শুভ নববর্ষ।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নতুন বছর ২০১৮ এর শুভেচ্ছা--- হ্যাপী নিউ ইয়ার!

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।

গতকালের সন্ধ্যা ছিল ব্যতিক্রম, পশ্চিমে সুর্য, পুর্বে চাঁদ, অদ্ভুত মায়াবী সন্ধ্যা

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

খায়রুল আহসান বলেছেন: গতকালের সন্ধ্যা ছিল ব্যতিক্রম, পশ্চিমে সুর্য, পুর্বে চাঁদ, অদ্ভুত মায়াবী সন্ধ্যা - চমৎকার কথা বলেছেন। মুগ্ধ হ'লাম।
আপনাকেও জানাচ্ছি নতুন বছর ২০১৮ এর শুভেচ্ছা--- হ্যাপী নিউ ইয়ার!

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা.....

ছবিগুলো সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলোর প্রশংসায় প্রীত হ'লাম। আপনার জন্যেও নতুন বছরের জন্য শুভ কামনা রইলো- হ্যাপী নিউ ইয়ার!

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবিগুলোর জন্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনার জন্যও।

০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: সূর্য ডুবার সাথে সাথে কালের গর্ভে হারিয়ে গেল পুরো বছরটি।। ফুলমুন নিয়ে এলো নূতন আশার বারতা নিয়ে।।
অনেক শুভেচ্ছা আজকের এই দিনটিতে।।

০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক শুভেচ্ছা আজকের এই দিনটিতে - আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি, এমন সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলো ভালো তুলেছেন, ভালো লাগলো ২০১৭ইং সালের শেষ প্রহর আপনি ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দেয়ায়। কৃতজ্ঞতা রইল বিদায়ী বছরের শেষমুহুর্ত ধরে রাখায়।

নতুন বছর বয়ে আনুক সুখসমৃদ্ধি আর অনাবিল আনন্দ,
সুস্থ সুন্দর ও সুখময় হোক আপনার আগামী প্রতিটি দিনক্ষণ।
শুভকামনা আপনার জন্য সবসময়।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার শুভকামনা আর হৃদয়ছোঁয়া কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি ইংরেজী নববর্ষের (২০১৮) শুভেচ্ছা!!
ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৮

সোহানী বলেছেন: ভালো লাগলো ছবিগুলো খায়রুল ভাই..... হ্যাপি নিউ ইয়ার।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
আপনাকেও জানাচ্ছি ইংরেজী নববর্ষ-২০১৮ এর শুভেচ্ছা!!
ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন সুর্যোদয়ে আমরা কামনা করি সুন্দর, সুখের আগামী দিনের।

নতুন বছর আমাদের জন্য সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।
হ্যাপি নিউ ইয়ার :)

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: নতুন সুর্যোদয়ে আমরা কামনা করি সুন্দর, সুখের আগামী দিনের। নতুন বছর আমাদের জন্য সমৃদ্ধির বার্তা বয়ে আনুক - আপনার এ শুভকামনার সাথে কন্ঠ মেলাচ্ছি!
আপনাকেও জানাচ্ছি ইংরেজী নববর্ষ-২০১৮ এর শুভেচ্ছা!!
ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে | ঢাকা যতই জনকণ্ঠের ভিড়, যান জটে স্থবির থাকুক, ভাসুক না বাতাসে প্রাণসংহারী সব ডাস্ট পার্টিকল শেষ বিকেলের গোলাপি আকাশ, কালো হয়ে আসা বেলা শেষের গাছ, হাই রাইজ বিল্ডিং সব মিলে আমাদের ঢাকার ফটোগুলো অনবদ্য উঠেছে আপনার আইফোনে | খুবই ভালো লাগলো | ছবি ব্লগের স্নিগ্ধতায় আমাদের ঢাকা কিন্তু কিছুদিন আগে আপনার তোলা সিঙ্গাপুরের ফটোগুলোকে হার মানিয়েছে ! আমরি ঢাকা ! ভালো থাকবেন অনেক অনেক |

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার 'ঢাকাপ্রীতি, তথা দেশপ্রীতিতে মুগ্ধ হ'লাম। দূর থেকে দেশের ছবি দেখার আনন্দই আলাদা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা...

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: এক সময় আমি এমন উৎপেতে থাকতাম, বিদায়ী এবং প্রথম সূর্যের ছবি তোলার জন্য। ব্যস্ততায় এখন মনেই থাকে না। শুভ নববর্ষ

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমি অবশ্য ঠিক ওঁৎ পেতে ছিলাম না। হঠাৎ করে মনে হলো, ইশ! আজকেই শেষ হয়ে যাচ্ছে ২০১৭ এর শেষ বিকেলটা, তখনি হুরমুর করে ছাদে উঠে গেলাম ছবি তুলতে। সময় করে শেষ সূর্যাস্তটা উপভোগ করার একটা ইচ্ছে দুপুরে মনে জেগেছিল একবার, কিন্তু আবার পরক্ষণেই তা ভুলেও গিয়েছিলাম। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা... ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

মিঃ সালাউদদীন বলেছেন: ছাদে উঠার মত দেরি করে ফেললাম !!!!!!!!!!!!!!
বিদায়ী বর্ষের সার্থক লেখা, ভালো থাকবেন আপনি নিজে এবং স্বপরিবারে ।ছাদে উঠার মত দেরি করে ফেললাম !!!!!!!!!!!!!!
বিদায়ী বর্ষের সার্থক লেখা, ভালো থাকবেন আপনি নিজে এবং স্বপরিবারে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!
ছাদে উঠার মত দেরি করে ফেললাম - দেরী করার পরেও পোস্টকৃত ছবি ব্লগকে যেহেতু বিদায়ী বর্ষের সার্থক লেখা বলে অভিহিত করলেন, তখন বলতেই পারি যে, ব্লগের ছবিগুলোর মতই, আপনার মন্তব্যটি করতেও খুব বেশী দেরী হয়ে যায় নাই! বরং আমিও এটাকে সার্থক মন্তব্য বলতেই পারি। :)
অনুসরণ করার জন্য ধন্যবাদ। লক্ষ্য করে দেখলাম, আমাকে অনুসরণকারী আপনি হচ্ছেন ২০০তম ব্যক্তি। ক্ষুদ্র হলেও, আমার জন্য একটা মাইলফলক বটে!

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ছবি লেখা দু'টাই ভালো লাগল। নতুন বছরের শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাল লাগার কথা জানতে পেরে উৎসাহিত বো্ধ করছি। মন্তব্যার জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা... ভাল থাকুন, সারাটি বছর জুড়ে, সপরিবারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.