নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হ্রদের পাড় ঘেঁষে পায়ে চলা পথ ধরে
হেঁটে যায় আত্মমগ্ন কিছু বেভুল পথিক।
কেউ কেউ প্রেমিক যুগল, কেউ শুধুই
আনমনে হেঁটে যাওয়া কোন মুগ্ধ কবি,
আহত হয়েও যে মনে মনে রচে যায়
অবিনাশী প্রেমের পংক্তিমালা। ওদের
কথায় কান পেতে রয় শান্ত দিঘীর জল,
নির্বাক ল্যাম্প পোস্ট, কিছু ঝরা পাতা,
আর কিছু পর্ণমোচী উদাসী ডালপালা।
ওদের শ্রান্তি নিরসনে বুক পেতে বসে
ওদের পথ চেয়ে থাকে কিছু শূন্য আসন।
পাখিরাও মৌন হয়ে শোনে ওদের কথা।
ঢাকা
২২ মে ২০১৮
ছবিস্বত্বঃ ইলা সালাহউদ্দিন।
২২ শে মে, ২০১৮ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রথম মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা---
২| ২২ শে মে, ২০১৮ রাত ১১:১৯
বৃষ্টি বিন্দু বলেছেন:
পাখিরাও গান থামিয়ে শুনে ওদের কথা,
কবিতায় আছে শুধু ব্যথা আর ব্যথা;
অব্যক্ত রয়ে গেছে অনেক কথা।
কবিতা অসম্ভব ভাল লাগলো প্রিয় কবি।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা অসম্ভব ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো। মুগ্ধতায় প্রীত।
শুভেচ্ছা জানবেন।
৩| ২২ শে মে, ২০১৮ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: খুবই ভালো লাগল কবিতার কথা। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতাটি আপনার খুবই ভালো লেগেছে জেনে উৎসাহিত বোধ করছি।
ভাল থাকুন, শুভেচ্ছা---
৪| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩০
আখেনাটেন বলেছেন: ছোট্ট একটি মুহূর্তকে চমৎকারভাবে ফুটে তুলেছেন। মনে হচ্ছে আমিও ঐ বেভুলা পথিকদের একজন হয়ে হেঁটে চলেছি শান্ত দীঘির পাড় ধরে...।
২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে আমিও ঐ বেভুলা পথিকদের একজন হয়ে হেঁটে চলেছি শান্ত দীঘির পাড় ধরে... - ছবিটা দেখে তো আমারও সেরকমই মনে হয়েছিলো!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, আখেনাটেন। চমৎকার মন্তব্যে এবং প্রথম প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৫| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি সব আদর দিয়ে, সব যত্ন দিয়ে মানুষকে বুকে ধারণ করে রেখেছে প্রতি মহুর্তে; পংক্তিগুলো প্রকৃতিকে ধারণ করেছে নিজের মাঝে
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের গভীর অনুভব থেকে উঠে এসেছে আপনার এ কথাগুলো। খুব কম পাঠকই কবিতা পড়ে অনুভবের এতটা গভীরে প্রবেশ করে, বা করতে পারে। এর আগে ছোটগল্প লিখে আপনি আপনার মুন্সীয়ানা দেখিয়েছিলেন। এবারে আপনি নিজেই কবিতা লিখতে শুরু করুন, চাঁদগাজী!
৬| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: তাই আমি কথা বলে যাই...
ছবিটি কোন দেশে তোলা জানতে পারি?
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: ছবিটা ইউরোপের কোন একটি দেশে তোলা ছবি। সেখানে সব দেশের প্রকৃতিকে একই রকম মনে হয়।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার এপ্রিল-১৮ মাসের চারটি পোস্ট "বসন্তের বিচ্ছিন্ন কবিতা", "একটি মধ্যরাতের কবিতা", "৪টি ছবি" এবং "ফেব্রুয়ারির বই আর রুবিকস কিউব" - পড়ে চারটি মন্তব্য রেখে এসেছি, যেগুলো হয়তো আপনি এখনো দেকেহ্ন নি। কোন প্রতিমন্তব্য পাইনি।
৭| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: কথাগুলো সুন্দর।
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:১২
স্ব বর্ন বলেছেন: কবিতার মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছি ,খুঁজে পেয়েছি অন্য এক আমিকে।মুগ্ধতা নিয়ে পড়লাম কতক্ষন কেন যেন বার বার পড়তে ইচ্ছে করছে ।অসম্ভব সুন্দর একটা কবিতা।
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা - অনেক ধন্যবাদ, কবিতার এ উচ্চ প্রশংসাটুকুর জন্য।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - আমার ব্লগে সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
৯| ২৩ শে মে, ২০১৮ রাত ২:১৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: কথা মালায় ফুলঝুরি, অনেক ভালো লাগলো।
শুভ কামনা রইল
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনিও বুঝি আমার কোন লেখায় এই প্রথম এলেন, - আমার ব্লগে সুস্বাগতম!
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
শুভেচ্ছা রইলো---
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০১
খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার প্রথম পোস্ট - নামে মুসলমান, কর্মে না পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে দেখে নেবেন বলে আশা করি।
১০| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৩১
সোহানী বলেছেন: অসাধারন পংক্তিমালা...। ছবিটা কোথায়?? মনে হচ্ছে সাক্সেনে সুইজারল্যান্ড???অসাধারন পংক্তিমালা...। ছবিটা কোথায়?? মনে হচ্ছে সাক্সেনে সুইজারল্যান্ড???
আমি যখন গেছিলাম তখন খুব মেঘলা ছিল তাই ছবিগুলো ততটা ভালো আসেনি। অসম্ভব সুন্দর জায়গা ..........
২৩ শে মে, ২০১৮ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: ছবিটা যিনি তুলেছেন তিনি সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ঘুরে এসে ফেইসবুকে ছবিটা পোস্ট করেছিলেন। আমি তার ফেইসবুক ফ্রেন্ড, তাদের সাথে আমরাও এর আগে বেশ কয়েকটি দেশ ঘুরেছিলাম। তার এ ছবিটা দেখে তাৎক্ষণিকভাবে এ কথাগুলো মনে এসেছিলো, যা একটানে কবিতায় লিখে ফেলে তাকে জানিয়েছি। ঠিক কোন দেশে তোলা ছবিটি তা তিনিও মনে করতে পারছেন না। সেখানে সব দেশের প্রকৃতিকে একই রকম মনে হয়।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার ছবিটাও খুব সুন্দর, এটা দেখেও কবিতা লেখা যায়।
১১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:০০
সামু পাগলা০০৭ বলেছেন: জীবনের কোন একটি মুহূর্তকে এঁকে যেভাবে চিত্রকর ফুটিয়ে তোলেন, আপনিও কবি হিসেবে একই কাজ করলেন।
ভালো লাগা।
২৩ শে মে, ২০১৮ রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: জীবনের কোন একটি মুহূর্তকে এঁকে যেভাবে চিত্রকর ফুটিয়ে তোলেন, আপনিও কবি হিসেবে একই কাজ করলেন - একজন পাঠকের কাছ থেকে এরকম স্বীকৃতি পাওয়াটা যেকোন কবি'র জন্যই একটা শ্লাঘার বিষয়। আপনার এ উদার প্রশংসা পেয়ে আপ্লুত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক, অনেক ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম দুটো পোস্টে (জুন ও জুলাই-২০১২) দুটো মন্তব্য রেখে এসেছিলাম অনেক আগে। আজ আরেকটা পুরনো পোস্টে মন্তব্য করে এলাম, নাম বাংলাদেশের সেরা জিনিসগুলো কি কি?
আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২১
তারেক_মাহমুদ বলেছেন: মনে হচ্ছিল কোন এক বিকেলে এমন একটি হ্রদের পাশ দিয়ে আমি হেটে যাচ্ছি। কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম পড়তে পড়তে। খুব সুন্দর।
২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: ছবিটা দেখে আমারও সেরকমই মনে হচ্ছিল। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়। অনেকদিন পরে আপনি ব্লগে এলেন। মন ভাল করা সুন্দর কবিতা। +++++
শুভেচ্ছা নেবেন।
২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
শুভরাত্রি!
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট খাঁচার পাখি পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম বেশ কিছুদিন আগে, যা হয়তো আপনি এখনো দেখেন নি। আর আজ মন্তব্য করলাম "রুপের বিস্ময়ের অকাল প্রয়াণ" পোস্টে।
একবার সময় করে দেখে নিলে খুশী হবো।
১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৩২
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। শব্দ চয়ন এবং কব্য কথা খুব ভালো লাগল।
২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনার এ প্রশংসাটুকু পেয়েও খুব ভাল লাগলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "অযোগ্য প্রেমিক" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
১৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২১
নীল মনি বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা। জীবন ও প্রকৃতির কথা বলে। সুন্দর থাকুন
২৪ শে মে, ২০১৮ ভোর ৬:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: আপনার দ্বিতীয় পোস্ট "ভাবনা" পড়ে দ্বিতীয় মন্তব্যটি রেখে এসেছিলাম। আজ আবার "কিছু খুচরা ভাবনা-১" পড়ে একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি, একবার সময় করে দুটোই পড়ে দেখবেন।
১৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২১
নীল মনি বলেছেন: ও বলতে ভুলে গেছি ছবিটাও দারুণ
২৪ শে মে, ২০১৮ সকাল ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ছবিটা অবশ্যই খুব সুন্দর। ছবিটাই কবিতার অনুঘটক।
১৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
কবিতা তো আসলে আবেগের খেলা।
যার আবেগ যতবেশি, তার কবিতা তত সুন্দর হয়।
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা। যার আবেগ যতবেশি, তার কবিতা তত সুন্দর হয় - মানুষের জীবনটাই তো আসলে সুখ দুঃখ, হাসি কান্নার আবেগের খেলা। আপনি ঠিকই বলেছেন, কবিতায় এসব আবেগেরই প্রতিফলন আমরা দেখতে পাই। আবেগের অভিব্যক্তি যতটা সার্বজনীন, কবিতার নান্দনিকতাও ততটাই বেশী।
মন্তব্যটি ভাল লেগেছে। + +
১৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
১৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কবি এখানেই কবি।
আটপৌড়ে জীবনাচার থেকে তুলে আনেন এক অনন্য ছবি
২৪ শে মে, ২০১৮ দুপুর ২:২০
খায়রুল আহসান বলেছেন: যারা স্বয়ং প্রশংসিত এবং প্রশংসার যোগ্য, কেবল তারাই অন্যের প্রয়াসকে এমন উদারভাবে প্রশংসা করে যেতে পারে। অনেক, অনেক ধন্যবাদ এতটা প্রেরণা যুগিয়ে যাবার জন্য।
সাধারণতঃ, আমার কোন পোস্টেই আপনার + + এড়ায় না, কিন্তু এটাতে মিসিং!!!!
ভাল থাকুন সর্বদা। মা শা' আল্লাহ, এমন হাসি খুশীতেই কাটিয়ে দিন সারাটা জীবন!
২০| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৫
খনাই বলেছেন: আজ প্রথম পাতার একটা লেখা পড়ার পরে আপনার কবিতাটি পড়ে আমার মনে হলো আহা আমরা মানুষগুলোও যদি দীঘির জলের মতো বা ল্যাম্পপোস্ট অথবা পর্ণমোচী উদাসী ডালপালার মোট নিঃশব্দে শুনে যেতে পারতাম না জেনে, না বুঝে কথা না বলে ! তাহলে হয়তো দীঘির শান্ত জলের মূতি আমাদের জীবনও হতে পারতো আরো ধীর স্থির, শান্ত ও সুন্দর | কবিতা ভালো লেগেছে |
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার পর আপনার এমন সুন্দর ভাবনাগুলো এখানে রেখে যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ, খনাই!
আপনিও বুঝি আমার কোন লেখায় এই প্রথম এলেন, - আমার ব্লগে সুস্বাগতম!
আমার এ কবিতাটিতে আপনাকে নিয়ে মোট তিনজন নতুন পাঠক পাওয়াতে প্রীত বোধ করছি।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। প্লাসের জন্য ধন্যবাদ।
২১| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: কোথায় যেন হাহাকার জুড়ে আছে নিরব প্রকৃতির মাঝে।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: হাহাকারটুকু আপনি ঠিকই ধরতে পেরেছেন, এজন্য ধন্যবাদ, মাহবুবুল আজাদ। অনেকদিন পর আপনাকে আমার কোন লেখায় পেলাম। আশাকরি কুশলেই আছেন।
২২| ২৪ শে মে, ২০১৮ ভোর ৬:৪৩
অজানিতা বলেছেন: কেউ শুধুই আনমনে হেঁটে যাওয়া কোন মুগ্ধ কবি,আহত হয়েও যে মনে মনে রচে যায়বিশুদ্ধ কোনো প্রেমের কবিত।
কেন যেন এই লাইনটি মনে ভীষণ দাগ কেটে ফেললো। হয়তো একটুকরো চিরাচারিত জীবনকে কবিতাই তুলে এনেছেন তাই।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "সাদাকালো জীবনের কাব্য" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। ১১টা মন্তব্যের মধ্যে আমার আগে পরে মিলিয়ে মোট ১০টারই উত্তর দিয়েছেন, শুধু আমারটা বাদে। আমারটাতে কোন দোষ ছিল কিনা বুঝতে পারছি না।
২৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর, খুব আবেগ প্রবন একটা কবিতা।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ্কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
২৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:০২
মিথী_মারজান বলেছেন: বাহ্!
প্রকৃতি কত মায়া নিয়ে অপেক্ষা করে নতুন প্রাণ চাঞ্চল্যের।
নি:শব্দ ভেদে যে গান ভেসে আসে, পাখিরাও থেমে যায় তাদের মুখরতায়।
চমৎকার লাগলো।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: নি:শব্দ ভেদে যে গান ভেসে আসে, পাখিরাও থেমে যায় তাদের মুখরতায় - কি চমৎকার করেই না বললেন আপনার এ কথাটাও! এটাও কবিতার একটা চরণ হতে পারতো।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক, অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬
করুণাধারা বলেছেন: এই মাসে ব্লগে কিছু কম আসা হয়, হয়তো তাই এই অপূর্ব কবিতাটা মিস করে গেছিলাম। ছবিটা মুগ্ধকর, তারপর যখন কবিতা পড়লাম মনে হচ্ছিল যেন বেভূল পথিক, আত্মমগ্ন প্রেমিকযুগল, সকলেই স্পষ্ট হয়ে উঠছে চোখের সামনে। খুব ভালো লাগলো।
ছবি ও কবিতা একে অপরের পরিপূরক হয়েছে।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতা একে অপরের পরিপূরক হয়েছে - ধন্যবাদ আপনার এ প্রেরণাদায়ক পর্যবেক্ষণের জন্য। আসলে, ছবিটা দেখেই তাৎক্ষণিকভাবে কবিতাটা মনে এসেছিল। ল্যাপটপ খোলা থাকাতে একটানেই লিখে ফেলি।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। রমজানের শুভেচ্ছা জানবেন।
২৬| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯
জুন বলেছেন: আপনার এই লেকের ছবি দেখেই মনে হয় জাপানী কবি লিখেছিলেন :-
Don't flew over the evening wave
on the lake of Omi.
when I hear u cry
I think the days gone by
my heart is growing heavy.
উল্লেখ্য Omi জাপানী একটি লেক এর নাম।
ভালোলাগা রইলো অনেক।
৩১ শে মে, ২০১৮ সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: নাম না জানা জাপানী কবি'র কবিতা থেকে সুন্দর কয়েকটি লাইন এখানে তুলে ধরার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ।
এ সংযোজনের ফলে আমার এ পোস্টটি নিঃসন্দেহে সমৃদ্ধ হলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
২৭| ১২ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রকৃতিকে ভালোবাসলে সে হতাশ করে না।
কবিতা ভাল লেগেছে।
১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি ও কবিতা - কে কার অলঙ্কার!
প্রকৃতিকে ভালোবাসলে সে হতাশ করে না - একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা---
২৮| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৮
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: কবি! অসাধারণ কবিতা!
২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
আপনার প্রথম পোস্ট আমি কেউ না পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
২৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
এখানে এক নিবিড়ভাবে এক মনোমুগ্ধকর প্রকৃতির সাথে আধুনিক জীবনের ছবি আকা হয়েছে! কাব্য প্রকাশ সরল এবং সুন্দর!
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ রাত ১১:১২
কাইকর বলেছেন: সুন্দর কবিতা +