নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আরোহী বিহীন রিক্সা কিংবা খোলা ভ্যান থেকে
যখন স্বয়ংক্রিয় একটি যান্ত্রিক ঘোষণা ভেসে আসে-
‘একটি শোক সংবাদ’ -- ইত্যাদি ইত্যাদি,
আমি তখন আর আগের মত
কান পেতে উদগ্রীব থাকি না এ কথা জানতে-
হায়! কে চলে গেল!
ভেবে নেই--
যার সময় হয়েছে যাবার, সেই চলে গেল!
এ এক অমোঘ নিয়তি, অলঙ্ঘনীয়।
আমি শুরু করি আমার প্রস্তুতি,
সে পরিচিত হোক কিংবা অপরিচিত,
শ্রদ্ধায় ভালবাসায় তাকে শেষ বিদায় জানাতে।
শিশু যেমন নিষ্পাপ, শবও তেমন ভালোমন্দের ঊর্ধ্বে।
মাঝখানের জীবনে কেউ ব্রতচারী, কেউ ভ্রষ্টাচারী।
কারো চিরপ্রস্থানের সময়
কে ভাল, কে মন্দ তা নিয়ে আমি ভাবি না।
আমি ভাবি, তিনি আমাদের সহযাত্রী ছিলেন,
সকলের অমোঘ গন্তব্যে তিনি শুধু অগ্রগামী হলেন!
ঢাকা
১৭ জুন ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা, কবিতার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
ঈদের শুভেচ্ছা জানবেন- ঈদ মুবারক!
২| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন অনেক দুরে যাবে
১৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা কাব্যিক মন্তব্য রেখে গেলেন। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
৩| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাসের জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
৪| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সিগন্যাস বলেছেন: শিশু যেমন নিষ্পাপ, শবও তেমন নিষ্পাপ।
মাঝখানের জীবনে কেউ ব্রতচারী, কেউ ভ্রষ্টাচারী।
অসাধারণ দুটো লাইন।প্লাস নেন।
১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট - "বাস যাত্রা ( অতিপ্রাকৃত গল্প)" - পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। কিন্তু নোটিফিকেশন মনে হয় যায়ও নি বা যাবেও না।
৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: আমি কবিতা কম বুঝি। তারপরও কবিতা পড়তে বেশ লাগলো।
গভীরতা আছে। মন ছুঁয়ে গেল ।
তবে কবিতার সাথে সামঞ্জস্য আছে এমন একটা ছবি দিতে পারতেন।
১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: এমন কবিতার সাথে কেমন ছবি চান? সবকিছু কি আর ছবি দিয়ে বুঝিয়ে দেয়া যায়?
তবে কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!
৬| ১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮
মিথী_মারজান বলেছেন: অসম্ভব সুন্দর!
পড়ার পর সবাই একবার হলেও নতুন করে বিষয়টি নিয়ে ভাববে।
১৭ ই জুন, ২০১৮ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: বাহ, এ কথাটাও তো খুব চমৎকার করেই বললেন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!
৭| ১৮ ই জুন, ২০১৮ ভোর ৬:১২
সোহানী বলেছেন: অনেক ভালোলাগা........
১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী, অনেক অনুপ্রাণিত হ'লাম।
আশাকরি, ঈদের দিনটা সপরিবারে খুব আনন্দেই কাটিয়েছেন।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেমের গল্প..পর্ব-১....তোর সাথে" পড়ে একটা পুনঃ মন্তব্য করেছিলাম। আর আজ "আমার কাজের বুয়া সমাচার...পর্ব-১" পড়ে আরো দুটো করলাম।
৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:২৬
নতুন নকিব বলেছেন:
আপনার প্রতিটি লেখাই আলহামদুলিল্লাহ, সুচিন্তিত। সামু ব্লগের মুষ্টিমেয় যে ক'জন দ্যুতি ছড়িয়ে ব্লগটিকে আলোকিত করতে ভূমিকা রেখে চলেছেন, আমার ক্ষুদ্র অনুভূতি- আপনি তাদের অন্যতম। আলহামদুলিল্লাহ। এই তাওফিকও মহান মালিক আপনাকে দিয়েছেন। এটাও আল্লাহ পাকের কৃপা আপনার প্রতি। নি:সন্দেহে। সুতরাং, শুকরিয়ার সবটুকু তাঁরই প্রাপ্য।
আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। রমজানে ব্লগে খুব বেশি একটা আসা হয়নি। অফলাইনে আপনার রমজানের স্মৃতিগুলোর কিছু কিছু পড়েছিলুম। অনেক স্মৃতি তুলে এনেছেন নিপুন যত্নে। ভাল লেগেছে। ঈদ শুভেচ্ছা জানবেন।
১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, নতুন নকিব। অবশ্যই শুকরিয়ার সবটুকু তাঁরই প্রাপ্য।
অনেক উদারভাবে আমার সামান্য লেখার প্রশংসা করে গেলেন- জাযাকাল্লাহু খাইরাঁ!
ভাল থাকুন, দোয়া ও শুভকামনা রইলো।
৯| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। +++
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১০| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সনেট কবি। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
পবিত্র ঈদের শুভেচ্ছা জানবেন। ঈদ মুবারক!
১১| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৫
সুমন কর বলেছেন: একদিন সময় শেষ হলে প্রতিটি মানুষ চলে যাবে !!!
চমৎকার হয়েছে। +।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
১২| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি বরাবরি ভালো লেখেন। আজও সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা স্যার আপনাকে।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যে সব সময় অনুপ্রাণিত হই। এবারেও হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৩| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১
শরিফ নজমুল বলেছেন: চলে যাবার জন্যই তো আসা। এসেই যখন পড়েছি , যাওয়াটা অমোঘ নিয়তি।
তবুও কারো যাওয়া শুনতে পেলে খারাপই লাগে। তবে খারাপ লেগেই বা লাভ কই?
আপনার কবিতাটা ভাল লাগলো।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। 'লাইক' পেয়ে অনুপ্রাণিত।
১৪| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১
রিএ্যাক্ট বিডি বলেছেন: Babar keramoti (বাবার কেরামতি)
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তবে পোস্ট সম্পর্কেও কিছু বলুন।
১৫| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
করুণাধারা বলেছেন: কবিতা পাঠের পর বিষন্ন এক উপলব্ধি জন্মায়- জীবনের পথে আমরা এগিয়ে চলেছি, সহযাত্রীদের মধ্যে কে আগে গন্তব্যে পৌঁছবে জানিনা!! আজ যে পাশে আছে, কাল সে নাও থাকতে পারে কিংবা আমিই তার চলার পথে পাশে নাও থাকতে পারি!! It's a One Way Ticket.....
কবিতা খুব ভালো লেগেছে।++++
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর করে আপনার ভাবনাটা এখানে শেয়ার করে গেলেন, খুব ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৯
নিশাচড় বলেছেন: কবিতা মন ছুয়ে গেলো। ভালোবাসা নিরন্তর
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১১
শায়মা বলেছেন: অগ্রগামী যাত্রীর কবিতা পড়ে মুগ্ধ হলাম। এমনে করে আমরা অনেকেই ভাবিনা।
১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মুগ্ধতার কথাটা জানতে পেরে অনুপ্রাণিত হ'লাম।
কবিতায় আমি শুধু আমার ভাবনাটার কথাটুকুই বলেছি।
১৮| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! খুব সুন্দর লিখেছেন। মৃত্যুর মত চিরন্তন আর কি আছে !
১৯ শে জুন, ২০১৮ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: মৃত্যুর মত চিরন্তন আর কি আছে - মৃত্যুর মত চিরন্তন সত্য আর ক্কিছু নেই!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
১৯| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৬
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: অসম্ভব রকম ভালো লাগলো! প্লাস "+"
২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এই ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫
খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করলাম, আপনি নীরবে আমার এ কবিতাটিকে আপনার "প্রিয়" তালিকায় ঠাঁই দিয়েছেন। এজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক অনুপ্রাণিত হ'লাম।
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: আমি আপনার প্রথম দুটো পোস্ট- "আমি কেউ নই" এবং "বাঙালির ফুটবল উত্তেজনা" পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে পড়ে দেখবেন।
২০| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:২৩
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: এক ট্রেনের যাত্রী মুস্তাক নেমে গেছে ক্লাস ওয়ানেই | ইডেনের কি তাড়াহুরো ছিল আজও জানিনা I চিলাই নদীর অতল তল থেকে আর উঠে এলোনা ক্লাস ফোরে পড়তে পড়তেই I প্রাণচঞ্চল শহিদুল কি সামান্য জ্বরেই চলে গেলো ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষায় তুমুল ভালো করেই I সহযাত্রীরা সব এক এক করে নেমে যাচ্ছে গন্তব্যের আগেই I আমারও যে কবে টুপ্ করে নামার ডাক এসে যায় গন্তব্যে পৌঁছার আগেই কে জানে ! তবুও কেমন যেন ভুলেই থাকি আমার যাত্রা, গন্তব্য আর ট্রেনের গতি ! আপনার কবিতা মনে করিয়ে দিলো আমার যাত্রাও হতে পারে ক্ষণস্থায়ী ! কবিতা খুব ভালো লেগেছে |
২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। কবিতা পড়ে আপনার স্মৃতি থেকে কিছু কথা এখানে শেয়ার করে গেলেন, এটাও খুব ভাল লাগলো। আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার লোকান্তরে যাওয়া সহযাত্রীদের শান্তিতে এবং হেফাজতে রাখুন! আমীন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
আপনার প্রথম পোস্ট ক্লীবত্ব পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
২১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩
ধ্রুবক আলো বলেছেন: একটি শোক সংবাদ,, কথাটা কানে গেলে মাঝে মাঝে বুকটা কেঁপে উঠে!
২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: গত প্রায় এক মাস ধরে খুবই ঘন ঘন শুনছি। আজও আর একটু পরে সদ্য প্রয়াত একজন শ্রদ্ধেয় অগ্রজের জানাযায় যাব।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
২২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: গতকাল এমন অবস্থা ছিল মনে হচ্ছিল আমি কখন জানি অগ্রগামী যাত্রী না হয়ে পরি । খুব সুন্দরভাবে জীবন দর্শনকে তুলে ধরেছেন কবিতায় খাইরুল আহসান। প্রতীক্ষা তবে কেউ বলতে পারেনা কে কখন ট্রেনে চেপে বসবে। এটাই মানব জীবনের এক দারুন রহস্য সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য।
ভালোলাগা রইলো কবিতায় ।
+
২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: গতকাল এমন অবস্থা ছিল মনে হচ্ছিল আমি কখন জানি অগ্রগামী যাত্রী না হয়ে পরি - আঁতকে ওঠার মত একটা খবর দিলেন! কী হয়েছিল?
অবশ্য নিঃশ্বাসের বিশ্বাস তো কারোরই নেই- এটা নিশ্চিত জেনেও আমরা "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে"!
দোয়া করি আরও অনেকদিন ধরে ঘুরে ঘুরে বেড়াবার এবং লেখালেখি করার মত অবস্থায় আনন্দময় এ ভ্রমণ চালিয়ে যান!
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:০০
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
হায় .... জীবনটাই এমন ! জীবনের চলমান স্রোতের অনেক ধারা-ই আর জানতে ইচ্ছে করেনা ।
মহাপ্রস্থানের পথে যিনি অগ্রগামী হয়ে পা রাখলেন, তাকে স্মরণ করে পৃথিবী একটু হলেও কি থেমে থাকে ?
কবি যেমন অনেক কিছুই ভাবেননি এখানে, তেমনি পৃথিবীও ভাবেনা কিছুই ...... এমন একটি বক্তব্য নিয়ে আমারও একটি অপ্রকাশিত কবিতা পড়ে আছে । ভাবছি ..... এখানে দেবো কি , দেবোনা ।
ভালো থাকুন ।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। কবিতা পড়ে আপনার চমৎকার ভাবনাগুলো এখানে শেয়ার করাতে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার অপ্রকাশিত কবিতাটি এখানে তাড়াতাড়ি প্রকাশ করে ফেলুন। আমরাও পড়ে দেখি!
আপনার পুরনো পোস্ট - ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? - পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তিনি আমাদের সহযাত্রী ছিলেন
সকলের অমোঘ গন্তব্যে তিনি শুধু অগ্রগামী হলেন - - -
অসাধারন প্রকাশ
মুগ্ধতা প্রিয় সিনিয়র
+++++++
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং পাঠান্তে কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় এবং মুগ্ধতা প্রকাশে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---
২৫| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, ধন্যবাদ
২১ শে জুন, ২০১৮ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
২৬| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা পড়ে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। সত্যিই কি আমি অসীমের পথে আছি?
২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই তো অনন্ত অসীমের পথে নবযাত্রার জন্য অপেক্ষমান যাত্রী।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
২৭| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬
বর্ণা বলেছেন: জন্ম ও মৃত্যু আসবে ও যাবে। কে ভাঙতে পেরেছে কবে? ভাল লেগেছে বিষয়বস্তু।
২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
ঈদ মুবারক!
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: অগ্রগামী যাত্রী , চমৎকার লিখেছেন , ভাল থাকুন ।