নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তোমার কন্ঠ আমাদের অন্তর ছুঁয়ে যেত।
তোমার আঙুলগুলোর যাদুর পরশে
রূপোলী গীটারের কয়েকটি তারে
যে সুরের ঝংকার উঠতো নিশিরাতে,
সে আঙুলগুলো আজ
কি যেন এক মৌন অভিমানে
অসাড়, অনমনীয়, অনুভূতিহীন হয়ে আছে!
তোমার কন্ঠের সেই উত্তাল তরঙ্গ
আজ হঠাৎ করেই নিস্পন্দ হয়ে গেল!
তুমি একটু ভালবাসার অধিকার চেয়েছিলে,
সেই তুমি নিজেই লাখো মানুষের ভালবাসায়
ভেসে চলেছো আজ নিরন্তর মৌনতায়!
তুমি একা একা
এক আকাশের কিছু তারা গুণতে চেয়েছিলে।
আজ তোমার আকাশে এত ভালবাসার তারা
জ্বল জ্বল করে জ্বলছে, অথচ-
তোমার দুটো চোখ আজ নিস্পন্দ, নিষ্পলক!
উত্তাল তারুণ্যের আড়ালে
কিছু কষ্ট তুমি লুকিয়ে রেখেছিলে গোপনে।
সে কষ্ট আজ ছড়িয়ে পড়েছে
লক্ষ হৃদয় প্রাণে।
আজ সবার সাথে প্রার্থনায় প্রভুর তরে মিনতি,
কষ্টহীন হোক তোমার ওপারের জীবন।
ভালবাসার তারা হয়ে তুমি জ্বলে থেকো
আমাদের হদয়-আকাশে আজীবন অমলিন।
ঢাকা
১৮ অক্টোবর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
খায়রুল আহসান বলেছেন: আমীন!
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শ্রদ্ধেয় শিল্পীর প্রতি শ্রদ্ধা । কবিতাটি ও ভাল হয়েছে । কবির জন্য শুভ কামনা রইল ।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটিও আমার ভাল লেগেছে। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভকামনা, নুরুন নাহার লিলিয়ান।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
গুণী এ শিল্পীর অকালে চলে যাওয়াটা মোটেও প্রত্যাশিত ছিল না। হাজার হাজার ভক্তের হৃদয় ভেঙ্গে গেছে। আপনি চমৎকার একটি কবিতায় উনাকে স্বরণ করার জন্য ধন্যবাদ 'স্যার'।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রথম প্লাসটি আপনি দিয়ে গেলেন। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
হাজার হাজার ভক্তের হৃদয় ভেঙ্গে গেছে - ওনার মৃত্যুর পর পরিষ্কার বোঝা গেল, উনি মানুষের মাঝে কতটা জনপ্রিয় ছিলেন।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪
শায়মা বলেছেন: শান্তিতে ঘুমাক তিনি না ফেরার দেশে.....
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: ইহজগতে তার মনে কষ্ট ছিল। পরজগতে তিনি যেন কষ্টহীন থাকেন।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসেও অনুপ্রাণিত হয়েছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: যখন আপনার পোষ্ট পড়ছিলাম- কাকতালীয়ভাবে তখন আমি তার গান'ই শুনছিলাম।
খুব সুন্দর কবিতা। খুব মনোমুগ্ধকর।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: আমিও তো কাল থেকেই শুনছি।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
মনিরা সুলতানা বলেছেন: শ্রদ্ধাঞ্জলি প্রিয় শিল্পীর তরে।
আপনার উৎসর্গ ও ভাললেগেছে।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলতানা, আপনার মন্তব্যটাও আমার ভাল লেগেছে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: কিংবদন্তী শিল্পী প্রতি শ্রদ্ধাঞ্জলী। ওনার বিদেহী রুহুর প্রতি শান্তি কামনা করি।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, পদাতিক চৌধুরি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪
জাহিদ অনিক বলেছেন:
শ্রদ্ধা প্রিয় শিল্পীর প্রতি। উনি মরেও অমর হয়র রইলেন।
আপনার কবিতায় তাঁর প্রতি ভালোবাসা নিংড়ে পড়ছে
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতায় তাঁর প্রতি ভালোবাসা নিংড়ে পড়ছে - ধন্যবাদ, আপনার এ পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য।
শিল্পীর প্রতি নিখাদ ভালবাসা থেকেই কবিতাটি রচিত। আমরা বাপ বেটা চারজনই শিল্পীর ভক্ত এবং তাঁর প্রতি অনুরক্ত।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা----
৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
ধ্রুবক আলো বলেছেন: মানুষ কে একদিন চলেই যেতে হয়, এটা চিরন্তন।
এক উজ্জ্বল নক্ষত্র কে স্মরণ করে আরেক উজ্জ্বল নক্ষত্রের লেখা কবিতা পাঠে খুব ভালো লাগছে।
ভালোবাসা বহিঃপ্রকাশে এর চেয়ে সুন্দর কিছু আর কি হতে পারে।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২
খায়রুল আহসান বলেছেন: এটা চিরন্তন হলেও, কারো কারো মৃত্যুতে আমরা শুধুই শোক অনুভব করি, আবার কারো মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়ি। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এ দেশের তরুণ যুবাদের সাথে সাথে কিছু প্রৌঢ়রাও শোকাভিভূত হয়েছেন। তিনি তার কন্ঠ, আবেগ, সুআচরণ এবং সর্বোপরি তার প্রিয় "রূপালী গীটার" এর সুরের ঝঙ্কার দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
০১ লা জুন, ২০১৯ সকাল ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "ধর্ষণ শব্দটা বাংলা শব্দকোষ'কে কলুষিত করছে" পড়ে একটা দীর্ঘ মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে দেখে নেবেন।
আশাকরি ভাল আছেন। অনেকদিন ধরে ব্লগে আপনাকে দেখা যাচ্ছেনা।
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঝরে পড়া তারার প্রতি গভীর ভালোবাসা উঠে এসেছে কবির কথামালায়, কাব্যে মুগ্ধতা জানবেন।
বড়ই ভারাক্রান্ত মনে বিদায় জানিয়েছি গতকাল, তার বিদেহী আত্মার শান্তি কামনায়।
শুভকামনা আপনার জন্য
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২
খায়রুল আহসান বলেছেন: কাব্যে মুগ্ধতা জানবেন - প্রীত হ'লাম, এবং এর জন্য আপনিও আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
প্রিয় শিল্পীর চিরবিদায়ে উভয় বাংলার সঙ্গীতানুরাগীরা ভারাক্রান্ত, এমন কি অনেক প্রবাসী বাঙালীরাও আমাকে জানিয়েছেন যে আজ সারাদিন/রাত ধরে তারা তাদের প্রিয় শিল্পীর গান শুনে তাকে স্মরণ করেছেন।
প্লাসে অনুপ্রাণিত।
১১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০০
মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর লেখনী...... এবি ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করি....
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, সুস্বাগতম! মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
০৬ ই জুন, ২০১৯ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার নিদ্রাঝড়ের আবির্ভাব কবিতাটি পড়ে একটি মন্তব্য রেখে এলাম। ভাল লিখেছেন।
১২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১২
ল বলেছেন: সাবলীলভাবে উপস্থাপন।
এই যে লেখছি, টাইপ করছি এই আঙুলগুলো একদিন মিশে যাবে মৃওিকার সাথে,
তারাগুলো জ্বলে কিংবা পড়ে গেলে খসে
তা হয় হবে না দেখা
তবু অধীকর্তার করি না তোয়াক্কা।
রয়ে গেলাম বেহিসাবি।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮
তারেক_মাহমুদ বলেছেন: আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা, কবিতায় অশ্রুসজল মুগ্ধতা ।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
খায়রুল আহসান বলেছেন: এক লাইনে চমৎকার একটি মন্তব্য রেখে গেলেন। মন্তব্যে যারপরনাই প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও তো কাল থেকেই শুনছি।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
ভালো থাকুন। সুস্থ থাকুন এবং সুখি থাকুন।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
এ.এস বাশার বলেছেন: আপনার উৎসর্গ ভাললেগেছে।এবির আত্মার মাগফেরাত কামনা করি.
আমার পছন্দের একটি গান
এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই
বাবা-মা’র পরে আমি আমার পরে নাই
দুনিয়াতে এসে দেখি ধনসম্পত্তি নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
এই দুনিয়ার কোনোকিছুই সঙ্গে যাবে না
তিন পুরুষের এক পুরুষের কথা ভুলে না
শেষ পুরুষের ভাগে তবু ভিটামাটি নাই
আমার তিন পুরুষ
তিন পুরুষ…আমার তিন পুরুষ…
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার পছন্দের গানটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: স্বপ্নের মৃত্যু নেই, প্রিয় গায়ক তার গানের ভুবনের ভুবনেশ্বর, কালজয়ী!
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: প্রিয় গায়ক তার গানের ভুবনের ভুবনেশ্বর, কালজয়ী! - খুব চমৎকার হয়েছে প্রিয় শিল্পী সম্পর্কে আপনার এ মূল্যায়ন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭
সূর্যালোক । বলেছেন: ভালো কবিতা । পড়লাম । লাইক কবিতায় ।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, সুস্বাগতম!
প্রথমে এসেই আমার এ কবিতাটিতে 'লাইক' দিয়ে গেলেন, সেজন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট ""অশ্রুজল"-- অনুগল্প (মধ্যবিত্ত পরিবারের অনুগল্প)" পড়ে অনেক আগে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একবার সময় করে দেখে নেবেন।
আজ আপনার প্রতিশোধ (ছোট গল্প) পড়ে একটা মন্তব্য করে আসলাম।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
তারেক ফাহিম বলেছেন: ভালো থাকুক প্রিয় ব্যক্তিটি।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: আমাদের সকলের দোয়ায় আশাকরি তিনি তেমনই থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
তিনি ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী। ভাল থাকুক ওপারে।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: তিনি ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী - নিশ্চয়ই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
২০| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
আয়ুব বাচ্চুকে মহান আল্লাহ ক্ষমা করুন।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার দোয়া আল্লাহ রাব্বুল 'আ-লামীন কবুল করুন!
শুভকামনা...
২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১
ডঃ এম এ আলী বলেছেন: হৃদয়ের সমস্ত মমতা, ভালবাসা ,শ্রদ্ধা ও অর্ঘ দিয়ে দিয়ে গড়া কবিতাটি সরাসরি প্রিয়তে ।
শুভকামনা রইল ।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: এমন চমৎকার একটা মন্তব্যের জন্যই যেন কবিতা লেখাটা সার্থক হলো। অনেক, অনেক ধন্যবাদ, প্লাস দেয়া এবং 'প্রিয়'তে নেয়ার জন্য।
ভাল থাকুন সব সময়, সপরিবারে। শুভকামনা---
২২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: সংবাদটি দেখে খুব কষ্ট পেয়েছিলাম..........
২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: একজন জনপ্রিয় শিল্পী, যিনি মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছিলেন, তাঁর প্রয়াণে দেশে বিদেশে তার বহু অনুরাগী কষ্ট পেয়েছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় শিল্পীর প্রতি অসাধারন ট্রিবিউটে মুগ্ধতা
সহজ সরল সাবলীল অথচ নিংড়ে আনা নির্যাস যেন ভালবাসার
মুগ্ধ পাঠ
অনেক অনেক ভাল লাগা রইল প্রিয় সিনিয়র
+++++
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটিকে আপনার কাছে "প্রিয় শিল্পীর প্রতি অসাধারন ট্রিবিউট" বলে মনে হয়েছে, তা জেনে প্রীত হ'লাম। আর মুগ্ধতায় এবং প্লাসেও অনেক অনুপ্রাণিত।
ভাল থাকুন সব সময়- এই শুভকামনা!
২৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই কবিতার মাঝেই বেচে থাকবে হাজার বছর।। কবিতার মরন হবেনা। যতদিন কবিতা মানুষের অন্তরে থাকবে আমাদের স্মৃতি গুলো সমুন্নত থাকবে। এটা আমার বিশ্বাস
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
২৫| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৮
ঢুকিচেপা বলেছেন: খুবই চমৎকার হয়েছে কবিতা।
শিরোনামে এবির নাম নেই অথচ কবিতাটি পড়লেই বোঝা যাচ্ছে কাকে নিয়ে লেখা।
কিছু গানের কথা সংযুক্ত করে বর্ণনায় পরিষ্কার ছবি ভেসে উঠেছে।
খুব পছন্দের একজন শিল্পী, আমাদের দেশের শিল্পী বলতেই গর্ব বোধ করি।
ভালো থাক ওপারে।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি সুবিবেচিত, সুলিখিত এবং পরিচ্ছন্ন মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৬| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
মিরোরডডল বলেছেন:
এবি আমার অনেক প্রিয় একজন ।
তার জন্য লেখায় অনেক ভালোলাগা ।
লেখাটা হৃদয়স্পর্শী !
২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্কস ফর ভিজিটিং! মন্তব্যে এবং প্লাসে প্রীত হয়েছি।
এবং "লেখাটা হৃদয়স্পর্শী" - এতে অনেক অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।