|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কিছুদিন ধরে ব্লগার মোঃ মাইদুল সরকার রচিত “ব্লগারদের অদ্ভুত যত নাম” শীর্ষক সিরিজটি পড়ে এই ব্লগের কিছু ব্যতিক্রমী ধরণের, এবং অদ্ভুত তো বটেই, ব্লগ নিকের সাথে পরিচিত হচ্ছি। একজন ব্লগার যখন ব্লগে নাম রেজিস্ট্রেশন করেন, এবং ছদ্মনামে পরিচিত হতে চান, তখন ছদ্মনাম হলেও সে নামটি রাখার পেছনে নিশ্চয়ই তার নিজস্ব কিছু ভাবনা থাকে। আমি মাঝে মাঝে ভাবি, এসব নাম রাখার পেছনে তাদের মনে সেই সময়টিতে কি ভাবনা কাজ করেছিল! যাহোক, আজ আমার লেখার বিষয় কিন্তু অদ্ভুত নাম নয়, কিছু সুন্দর, কাব্যিক, মনছোঁয়া নাম, শুধু নামেই যারা পাঠকের মনে একটা মোহনীয় আবেশ সৃষ্টি করেন, পাঠক তাদের লেখা পড়ে ফেলার আগেই। এসব নামের অধিকারীগণ বেশীরভাগই পুরনো ব্লগার, তবে নতুনদের মধ্যেও বেশ কিছু সুন্দর সুন্দর নাম আমি পেয়েছি। আপাততঃ দৈবচয়নের ভিত্তিতে আমি শুধু নামগুলোই উল্লেখ করছি, পরে ধীরে ধীরে খুঁজে খুঁজে তাদের লিঙ্কও দেয়ার চেষ্টা করবো, বিশেষ করে তাদের, যারা এখন ব্লগে অনুপস্থিত, কিংবা দীর্ঘদিন ধরে অনিয়মিত। 
এই নামগুলো পোস্ট লেখার সময় যখন যেটা চোখে পড়েছে কিংবা মনে পড়েছে, সেটাই সেভাবে লিখেছি, কোন বিশেষ ক্রমধারা এখানে অনুসরণ করা হয়নি। কয়েকজনের নামের পাশে হাতের কাছে পাওয়া কিছু পরিসংখ্যান যোগ করেছি, অন্যদের গুলোতেও দেয়ার আশা রাখি। আপাততঃ শুধু এই সুন্দর নামগুলোই উপভোগ করুন!!!
মন্তব্যের ঘরে পাঠকেরাও তাদের পছন্দের এমন কিছু সুন্দর নাম যোগ করতে পারেন, এখানে যা উল্লেখ করা হয়নি (একসাথে অনধিক ৫টি)।   
 
সুন্দর নাম রাখলেই যে মানুষের কাজ সুন্দর হবে, এমন কোন কথা নেই এবং এমনটি আশা করাও যৌক্তিক নয়। তবে মোটের উপর আমি দেখেছি, যাদের নাম সুন্দর, তাদের কাজ অসুন্দর নয়। নামের একটা প্রভাব হয়তো অবচেতনে তাদের মধ্যে কাজ করে যায়।   
 
এই সব সুন্দর নামের অধিকারীগণ যদি এ পোস্টে এসে তাদের এসব নাম চয়নের পেছনে কি ভাবনা কাজ করেছিল, তা জানান কিংবা নাম সম্পর্কে অন্য কোন তথ্য দিতে চান, তাহলে লেখক ও পাঠক উভয়ে তা সাদরে পাঠ করবেন এবং কৃতার্থ বোধ করবেন।
নামগুলো হচ্ছেঃ 
১। অর্ক 
২। অয়ি - নবীন ব্লগার, এখানে ব্লগিং শুরু করেছেন মাত্র ৯ মাস আগে। মাত্র ৩টি পোস্ট লিখেছেন, ১০০টি মন্তব্য করার বিপরীতে মন্তব্য পেয়েছেন ৬৭টি। 
৩। জুন - ৮ বছর ৮ মাস যাবত নিষ্ঠার সাথে ব্লগিং করে চলেছেন। ২৬৬টি পোস্ট এবং প্রায় ৩১ হাজার মন্তব্য করেছেন। 
৪। জানা - কত জনেরে কত অজানারে জানার, বোঝার এবং প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন, দিচ্ছেন! 
৫। যোগী 
৬। বৃতি 
৭। ধ্রুব 
৮। কাব্য 
৯। অপ্সরা
১০। ওমেরা
১১। স্পর্শিয়া 
১২। টুশকি 
১৩। বরুণা
১৪। ফোয়ারা – নবীন ব্লগার, তিন সপ্তাহ হলো ব্লগে এসেছেন, মাত্র দু’টি পোস্ট লিখেছেন, ৫০টি মন্তব্য করেছেন।
১৫। আদৃতা - ব্লগিং করছেন ৮ বছর ৩ মাস যাবত। পোস্ট করেছেন ১৫টি, মন্তব্য করেছেন ৩৩৫৪টি। 
১৬। রাবার - ব্লগে আছেন ৬ বছর ১ মাস, পোস্ট করেছেন ৭টি।
১৭। করবি
১৮। অক্ষর 
১৯। প্রচ্ছদ 
২০। মানবী 
২১। বৈকুন্ঠ 
২২। দর্পণ
২৩। ত্রাতুল
২৪। ক্লে ডল 
২৫। নেক্সাস
২৬। ইমিনা
২৭। ক্যাক্টাস 
২৮। চাঁদকন্যা 
২৯। নীলপরি -  ৮ বছর ৫ মাস যাবত একাদিক্রমে ব্লগিং করে চলেছেন। ১৮৪টি পোস্ট এবং ৮৮৩১টি মন্তব্য করেছেন।  
৩০। শোশমিতা
৩১। বৃষ্টিধারা 
৩২। সুরঞ্জনা 
৩৩। খেলাঘর 
৩৪। চতুষ্কোণ
৩৫। অজানিতা
৩৬। কাতিআশা
৩৭। অপলক 
৩৮। নিরুপমা
৩৯। স্বপ্ন নীল 
৪০। খন্ডকাব্য 
৪১। অভ্রমালা 
৪২। দূর্বাঘাস 
৪৩। ভেংচুক
৪৪। লিপিকার
৪৫। জলমেঘ 
৪৬। অভ্রমালা
৪৭। বৃষ্টিবৃষ্টি
৪৮। বনস্পতি
৪৯। পুরাতন 
৫০। সরলতা - ব্লগে আছেন ৭ বছর ৯ মাস, পোস্ট করেছেন ৪১টি
৫১। উপপাদ্য
৫২। রাখালীয়া 
৫৩। মৌ রি ল তা
৫৪। মে ঘ দূ ত
৫৫। পদ্ম পুকুর - একজন ভেটেরান ব্লগার। সম্প্রতি এখানে ব্লগিং এর দশ বছর পূর্ণ করেছেন এবং এর উপরে দশকাহন লিখেছেন।   
 
৫৬। সমুদ্র কন্যা   
৫৭। অর্কমানিক
৫৮। করুণাধারা
৫৯। কালপুরুষ
৬০। অব্যক্ত কাব্য 
৬১। একাকী আমি
৬২। নীল-দর্পণ
৬৩। সাহসী সন্তান 
৬৪। দুরন্ত সাহসী 
৬৫। অরুদ্ধ সকাল 
৬৬।সীমানা পেরিয়ে
৬৭। অবাক মানুষ 
৬৮। বিদ্রোহী ভৃগু
৬৯। পাহাড়ের কান্না
৭০। বাবুনি সুপ্তি 
৭১। দৃষ্টিসীমানা 
৭২। ঘুমকাতুর 
৭৩। রুদ্রপ্রতাপ 
৭৪। রাতমজুর 
৭৫। ঝর্ণার ধারা – উনি মাত্র ২ দিন আগে ব্লগে যোগ দিয়েছেন। এখনো কোন পোস্ট লিখেন নি, কোন মন্তব্যও করেন নি।
৭৬। আকাশনীল 
৭৭। আউটকাস্ট
৭৮। নস্টালজিক
৭৯। ধ্রুবক আলো 
৮০। অঘ্রান অভ্রু 
৮১। বলাকা মন 
৮২। নীল কথন
৮৩। নীলনীলপরী
৮৪। মুগ্ধ মানুষ
৮৫। প্রবাসী পাঠক
৮৬। একলা ফড়িং 
৮৭। অপর্ণা মন্ময় 
৮৮। মৃদুল শ্রাবন
৮৯। আধারে অপ্সরী 
৯০। সুপান্থ সুরাহী
৯১। ভ্রমরের ডানা  
৯২। একাকী বালক
৯৩। কোজাগরী চাঁদ 
৯৪। নিয়নের আলো
৯৫। রিমঝিম বর্ষা 
৯৬। শিশিরের বিন্দু 
৯৭। শূন্য উপত্যকা  
৯৮। আমি ভাল আছি 
৯৯। নাগরিক কবি 
১০০। অশ্রু কারিগর – ব্লগিং করছেন ২ বছর ৬ মাস যাবত। পোস্ট করেছেন ১০টি, মন্তব্য করেছেন ১৬টি।
১০১। অমাবস্যার চাদ
১০২। তিতিয়ানাতান্তা
১০৩। তিথির অনুভূতি
১০৪। নাইট রাইটার 
১০৫। স্বপ্নিল অণুকাব্য
১০৬। স্বপ্নচারী গ্রানমা 
১০৭। স্বপ্নের শঙ্খচিল 
১০৮। বৃষ্টিভেজা সকাল
১০৯। ইছামতির তীরে - উনি আমজনতার একজন বলে নিজের পরিচয় দিয়ে থাকেন, এবং ওনার একটি স্বপ্ন আছে বলে জানিয়েছেন। ব্লগিং করছেন ৫ বছর ৮ মাস যাবত। পোস্ট করেছেন ১৮০টি, মন্তব্য করেছেন ১৩৮৪টি। 
১১০। কঙ্কাবতী রাজকন্যা 
১১১। দিশেহারা রাজপুত্র 
১১২। রাতের বৃষ্টির শব্দ 
১১৩। মুকুট বিহীন সম্রাট
১১৪। আপেক্ষিক মানুষ
১১৫। মেঘনা পাড়ের ছেলে 
১১৬। ধূলিকণার অনুনাদ 
১১৭। কালপনিক_ভালবাসা - নিকটি তার কাল্পনিক_ভালবাসা হলেও, তার লেখা পড়ে মনে হয় তিনি বাস্তবিক ভালবাসার লোক। এ ব্লগের বিজ্ঞ মডারেটর, তার লেখা পড়ে তাকে একজন ভোজন রসিক ব্যক্তি বলেও মনে করা যেতে পারে।  
১১৮। পাঠকের প্রতিক্রিয়া 
১১৯। একজন আরমান
১২০। নিঃসঙ্গ গ্রহচারি - ব্লগিং করছেন ৪ বছর ১০ মাস যাবত। কোন পোস্ট নেই, কোন মন্তব্য নেই।
১২১। MirroredDoll
১২২। কলমের কালি শেষ
১২৩। ডাইরেক্ট টু দ্য হার্ট 
১২৪। দরজার ওপাশে আমি 
১২৫। তুমি আমার সারাবেলা 
১২৬। বঙ্গভূমির রঙ্গমেলায় 
১২৭। সত্যবাদী মনোবট
১২৮। বোহেমিয়ান কথকতা
১২৯। তারার মেলা মিটিমিটি
১৩০। চেনা মুখ, অচেনা ছায়া
১৩১। সূর্য পুত্র ও চাঁদকন্যা 
১৩২। নিভৃতচারীর ডায়েরী 
১৩৩। অদৃশ্য সত্তার বাক্যালাপ 
১৩৪। অনেক কথা বলতে চাই 
১৩৫।  জনারণ্যে নিঃসঙ্গ পথিক
১৩৬। স্মৃতির নদীগুলো এলোমেলো  
১৩৭। অঘটনঘটনপটীয়সী 
১৩৮। মোটা ফ্রেমের চশমা 
১৩৯। অতঃপর হৃদয় 
১৪০। জলপাতা 
১৪২। পুলহ 
১৪২। সিলেক্টিভলি সোশ্যাল 
১৪৩। খোলা মনের কথা 
১৪৪। অনন্ত দিগন্ত 
১৪৫। অতৃপ্ত চোখ
১৪৬। অসমাপ্ত কাব্য
১৪৭। পথে-ঘাটে
১৪৮। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই 
১৪৯। জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র
১৫০। প্লিওসিন অথবা গ্লসিয়ার - ব্লগিং করছেন ৮ বছর ১ মাস যাবত। পোস্ট করেছেন ৬৮টি, মন্তব্য করেছেন ৯৭৪৯টি।
১৫১। মীনোক্ষভাকুলকূবলয় - https://www.somewhereinblog.net/blog/mohamontri - ব্লগিং করছেন গত নয় বছর পাঁচ মাস যাবত, কিন্তু পোস্ট করেছেন মাত্র ছয়টি!
১৫২। রিক্তের বেদন২০১০ - Click This Link - ব্লগিং করছেন গত আট বছর নয় মাস যাবত, কিন্তু পোস্ট করেছেন মাত্র দশটি! 
১৫৩। -স্বপ্নজয়- Click This Link - ব্লগিং করছেন গত এগার বছর তিন মাস যাবত, আর পোস্ট করেছেন ২২৭টি!  
১৫৪। মেঘাচ্ছন্ন - Click This Link - উনি দশ বছর ছয় মাস যাবত ব্লগিং করছেন, কিন্তু এ যাবত একটিমাত্র দু'লাইনের "ঈদ মুবারক" পোস্ট করার সময় পেয়েছেন। তবে উনি মন্তব্য করার ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। মন্তব্য করেছেন ৬২১৭টি আর মন্তব্য পেয়েছেন মাত্র ৩৭টি।  
১৫৫। ঘোর অমানিশায় একলা.... আমি নিশাচর - https://www.somewhereinblog.net/blog/Sajib086- উনি দশ বছর পাঁচ মাস যাবত এ ব্লগে আছেন, কিন্তু ওনার সব পরিসংখ্যান শূন্য.... হয় উনি এতদিন ধরে কোন কিছুই লিখেন নি, অথবা যা কিছু লিখেছিলেন তার সব কিছুই মুছে দিয়েছেন।
১৫৬। চুপচাপ শুনি... Click This Link উনি ব্লগিং করছেন সাত বছর নয় মাস যাবত। কিন্তু স্থায়ীত্বের তুলনায় ওনার ব্লগ সংখ্যা এবং কৃত/প্রাপ্ত মন্তব্যের সংখ্যা নগন্যই বলে চলে। হয়তো এমনও হতে পারে উনি এর চেয়েও (চারটা) অনেক বেশী ব্লগ লিখেছিলেন, কিন্তু কোন কারণে তা সরিয়ে ফেলেছেন। ওনার পরিচয়ে উনি বলেছেন যে উনি প্রচুর বক বক করেন, কিন্তু ব্লগে এসেছেন একটু শোনার জন্য। আশাকরি, উনি শুনে চলেছেন আমাদের সবার কথা...। 
১৫৭। ভোরের বাতাস... Click This Link উনি ব্লগিং করছেন আট বছর এগার মাস যাবত। ব্লগে স্থায়ীত্বের তুলনায় ওনারও ব্লগ সংখ্যা এবং কৃত/প্রাপ্ত মন্তব্যের সংখ্যা নগন্যই বলে চলে। 
১৫৮। দূর আকাশের নীল তারা... Click This Link উনি ব্লগিং করছেন নয় বছর সাত মাস যাবত। পোস্ট করেছেন ১৯টি, মন্তব্য করেছেন ২৫৮৪টি, মন্তব্য পেয়েছেন মাত্র ৩২৬টি। সর্বশেষ পোস্ট করেছেন ০৭ এপ্রিল ২০১৪ তারিখে।
১৫৯। অদ্ভূত শূন্যতা 
১৬০।  অণৃণ্য 
১৬১। বংশী নদীর পাড়ে... https://www.somewhereinblog.net/blog/roopnagar - তিনি ১০ বছর ১০ মাস ধরে ব্লগে আছেন। পোস্ট করেছেন ১৮৩টি, মন্তব্য করেছেন ১৬৪৩টি, পেয়েছেন ১১৪৪টি। 
১৬২। বিলুপ্ত বৃশ্চিক --- বিলুপ্ত বৃশ্চিক 
১৬৩। তন্দ্রাকুমারী তার নিকটি পড়ে তাকে নারী মনে হলেও তিনি জানান দিয়েছেন যে তিনি একজন পুরুষঃ "আইডির নামটা মেয়েদের, কিন্তু আমি একজন পুরুষ…"। তিনি ব্লগে নবাগত, ৬ মাস ৬ দিনের ব্লগার। 
১৬৪। তপোবণ - গত সাড়ে তিন বছরে একটিমাত্র পোস্ট দিয়ে চুপচাপ বসে আছেন।
১৬৫। দাহকাল - প্রায় আড়াই বছর ধরে ব্লগে আছেন। একটিও পোস্ট নেই। 
১৬৬। খেয়ালি দুপুর - ৫ বছর ১ মাস ধরে ব্লগে আছেন, পোস্ট সংখ্যা ১১টি। ১৯ জনকে অনুসরণ করছেন, তাকে অনুসরণ করছে ১৮ জন। 
১৬৭। নীল বরফ- https://www.somewhereinblog.net/blog/mitula সিনিয়র ব্লগার, নয় বছর চার মাস ধরে ব্লগে আছেন, পোস্ট করেছেন মাত্র ২৩ টি। সুন্দর ছবি তোলেন, প্রকৃতিপ্রেমী বলা যায়। পাখি ও প্রজাপতি, সাগর সৈকত, নীলাকাশ, রাতের শহর, ফুল ও বাগান (বিশেষ করে গোলাপ ও টিউলিপ) ইত্যাদি নিয়ে ব্লগে বেশ সুন্দর কিছু ছবি ব্লগ দিয়েছেন। মুভিতেও বোধকরি ওনার আগ্রহ রয়েছে, কেননা মুভি রিভিউও লিখেছেন। 
১৬৮। কেউ নেই বলে নয় - ক্লিক করলে দেখা যায়, "এই ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে"। তবে এ নামে অবশ্যই একটা ব্লগ ছিল, এবং নামটি সুন্দর।
১৬৯। শ্রাবণধারা-- উনি ১২ বছর ১০ মাস ধরে ব্লগিং করে চলেছেন। পোস্ট করেছেন মোট ১১টি, মন্তব্য করেছেন ১৪৪৬টি এবং মন্তব্য পেয়েছেন ৫২৯টি। উনি কাউকে অনুসরণ করেন না, তবে ৭২ জন ব্লগার ওনাকে আজও অনুসরণ করেন। এত দীর্ঘ সময় ধরে যিনি ব্লগিং করে চলেছেন, সাধারণ হিসেবে তার ঝুলিতে মাত্র ১১টি পোস্ট থাকার কথা নয়; হয়তো তিনি নিজের অনেক পোস্ট ড্রাফট করে রেখেছেন। 
নামে কিছু বানান ভুল থাকতে পারে। কারো চোখে পড়লে দয়া করে শুধরে দিবেন, কৃতজ্ঞ থাকবো।
পুরাতন, নতুন সকল ব্লগারকে হৈমন্তিক শুভেচ্ছা! সবাই ভাল থাকুন!! 
 ১৭১ টি
    	১৭১ টি    	 +৩৪/-০
    	+৩৪/-০  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
খায়রুল আহসান বলেছেন: সেজন্য আর একটা লাইক দিতে চাচ্ছিলাম - খুব খুশী হ'লাম, ধন্যবাদ!   
 
এ ছাড়া, একজন লেখকের কাছে প্রথম মন্তব্যকারী এবং প্রথম লাইকদাতার তো একটু বাড়তি সমাদর থাকেই।   
 
আপনার নিক নামটি এতই সুন্দর যে এ নাম শুনলেই, দেখলেই বা মুখে উচ্চারণ করলেই আমি মহামহিম স্রষ্টার দৃশ্যমান এবং অদৃশ্য করুণাধারার কথা স্মরণ করি। আপনার কোন একটা মন্তব্যে পড়েছিলাম যে আপনিও স্রষ্টার সর্বত্র বিরাজমান করুণাধার কথা স্মরণ করেই এ নিকটি নিতে চেয়েছিলেন। জানিনা, আমি ঠিক বুঝেছিলাম কিনা, কিংবা হয়তো কিছু ভুলে গেছি। আপনার নামটি ভুল করে দেওয়া বলছেন কেন? 
যথেষ্ট কষ্ট করেছেন - কষ্ট সার্থক হয়, যখন কোন পাঠক কষ্ট করে লেখা পোস্টটাকে ভাল লেগেছে বলে জানায়। সুতরাং, দেড়শ'টি চমৎকার নাম সংকলন করতে একটু কষ্ট হয়েছে বৈকি, তবে সে কষ্টটা এখন আনন্দে পরিণত হয়েছে। 
২|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
 ব্লগার_প্রান্ত বলেছেন: অসাধারণ, ভাবছি আমিও একটা সুন্দর নিক খুলবো কিনা   
  
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: একবার যখন একটা খুলেই ফেলেছেন, তখন আরেকটি খোলার আমি কোন প্রয়োজন দেখি না। তবে আপনি দেখলে অবশ্যই খুলতে পারেন। আর আপনার এখনকার নিকটিও অসুন্দর নয়।   
 
প্রশংসা এবং প্লাসের জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
  ২৬ শে জুন, ২০১৯  সকাল ৮:৩৬
২৬ শে জুন, ২০১৯  সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্ট "থ্রিলার গল্প: V.I.P" পড়ে একটা মন্তব্য রেখে এসেছ। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
৩|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:১২
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আশা করি ভালো আছেন। আপনি কি ইমেইল ঠিকানা নিয়মিত চেক করেন?
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি, আশাকরি আপনিও ভাল আছেন।
করি তো। 
প্লাসে অনুপ্রাণিত, ধন্যবাদ।
৪|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
করুণাধারা বলেছেন: ১) মাঘের নীল আকাশ 
২)চঞ্চলা হরিণী  
৩)আখেনাটেন 
৪)সাদা  মনের মানুষ
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার দেয়া এ নিকগুলোও বেশ সুন্দর!
৫|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৭
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৭
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমার নাম কই ! হুহ ।
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: হুঁ, আপনার নামটা যদি এ লেখাটা পোস্ট করার আগে আমার চোখে পড়তো, তবে অবশ্যই এ তালিকায় থাকতো।
যাহোক, যদি আবার আরেকটা তালিকা প্রকাশ করি, তবে নিশ্চয়ই আপনার নামটাও সেখানে থাকবে, এ কথা বলতে পারি।  
  ০৬ ই জুলাই, ২০১৯  দুপুর ২:২৯
০৬ ই জুলাই, ২০১৯  দুপুর ২:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "নিখিলেশের ডাইরী" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।
৬|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৮
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটা নেই  
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: তাই তো! 
নামটা হয়তো খুব কঠিন ঠেকেছে আমার কাছে, তাই মগজ সেটাকে ধরে রাখতে পারেনি।   
 
৭|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১১
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো, আপনার আজকের ব্যতিক্রমী পোস্টটি। তবে আপনি পছন্দের যে পাঁচটি নিক উল্লেখ করতে বলেছেন সেটা মনে হয় আমার কাছে বেশ কঠিন কাজ। এখানে এত বেশি সুন্দর নিক আছে যে বাছাই করে তার মধ্যে পাঁচটি নিক উল্লেখ করা বেশ দুরূহ বলে মনে হল । তবুও যদি করতেই হয় তাহলে এক নম্বরে ভ্রমরের ডানা, দুই নম্বরে পাঠকের প্রতিক্রিয়া , তিন নম্বরে চঞ্চল হরিণী, চার নম্বরের কাল্পনিক ভালবাসা,5 নম্বরে যৌথভাবে করুণাধারা ও বিদ্রোহী ভৃগু আপু ,ভাইদের নিকগুলি উল্লেখ করতে হবে। 
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
খায়রুল আহসান বলেছেন: এখানে এত বেশি সুন্দর নিক আছে যে বাছাই করে তার মধ্যে পাঁচটি নিক উল্লেখ করা বেশ দুরূহ বলে মনে হল - না, আমি ঠিক এমন কাজটি করতে বলিনি আমার পাঠকূলকে। আমি শুধু বলেছি, এটা কোন পূর্ণাঙ্গ তালিকা নয়, এটা দৈবচয়ন এর ভিত্তিতে আমার ভাল লাগা কিছু নামের তালিকা। এসব নামের বাইরেও নিশ্চয়ই আরো অনেক সুন্দর সুন্দর নিক আছে, যা পাঠকের ভাল লাগতে পারে। পাঠকরা যদি চান, তবে সেসব নাম একসাথে অনধিক ৫টি করে মন্তব্যের ঘরে উল্লেখ করে যেতে পারেন,  যেমনটি করুণাধারা করেছেন। 
এটা অবশ্যই সুন্দর নিকের কোন প্রতিযোগিতা নয়। 
৮|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
জাহিদ  হাসান বলেছেন: Ladies and Gentlemen 
My name is Zahid hasan shishir 
Nobody knows who I'm
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: ঠিক আছে। তা'হলে আপনিই বাংলায় বলুন, আপনি কে!
  ১৯ শে জুলাই, ২০১৯  সকাল ১০:০৩
১৯ শে জুলাই, ২০১৯  সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "প্রসঙ্গ রাশিয়া বিশ্বকাপ ২০১৮: সমস্যা,সম্ভাবনা ও সমাধান!" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
৯|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৫
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৫
বাকপ্রবাস বলেছেন: এগুলোর মাঝে প্রতিযোগিতা হলে কেমন হয়? কার কোনটা ভাল লেগেছে কমেন্ট করে বলবে এবং ভোট হবে প্রতি জনে একটা করে হা হা হা
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:০৯
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:০৯
খায়রুল আহসান বলেছেন: এগুলোর মাঝে প্রতিযোগিতা হলে কেমন হয়? - কোন প্রতিযোগিতার উদ্দেশ্যে আমি এ তালিকা করিনি। আর প্রতিযগিতা যদি হয়ও, আর আমি যদি সেখানে বিচারক থাকি, তবে আমি এই দেড়শ' জনের প্রত্যেককেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করবো।
তবে কার কোন নিকটা ভাল লেগেছে, বা লাগেনি, তা তিনি অবশ্যই মন্তব্যের ঘরে বলে যেতে পারেন।
১০|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: বাহ!
আপনিও এটা করলেন!
সুন্দর।
তবে আমিও অনেক না দিতে পারি।
++++
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৫
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনিও কয়েকটা নাম দিতে পারেন? অবশ্যই অ্আপনি তা পারেন এবং কয়েকটা এখনই দিয়ে যান।
মুন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
১১|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৪৫
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: 
চমৎকার একটি পোস্টে দারুন কিছু ব্লগের খোঁজ পেলাম। পরিশ্রমী এ পোস্টের জন্য ধন্যবাদ স্যার। উনাদের অনেকেই এখনো সক্রিয় আছেন। শুভ কামনা রইলো তাদের জন্য। হ্যাপি ব্লগিং।
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩২
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: উনাদের অনেকেই এখনো সক্রিয় আছেন - আশাকরি ওনারা এক ফাঁকে এখানে এসে ওনাদের নামটা দেখে যাবেন। আর যদি কেউ নিজ নাম সম্পর্কে কিছু তথ্য দিয়ে যান, তবে সেটা হবে আমাদের বাড়তি পাওনা।  
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১২|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৯
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৯
সাইন বোর্ড বলেছেন: অামার মনে হয় এক বারে এতগুলো নাম না দিয়ে ২০/২৫টার দিয়ে ঐ সমস্ত ব্লগারের কাছে জানতে চাওয়া যায়, তারা তার এই ছদ্ম নামটি কেন রেখেছে, তাহলে অন্যান্য ব্লগার, পাঠক সবাই তার নামের শানেনুযুল জানতে পারে ।
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটা পড়ে মূল পোস্ট সম্পাদনা করলাম। এসব সুন্দর নামের অধিকারীগণকে অনুরোধ করে এলাম, তারা যেন পাঠকদের জিজ্ঞাসা নিবারণের উদ্দেশ্যে এ পোস্টে এসে তাদের নামের সম্বন্ধে কিছু তথ্য উপাত্ত এখানে দিয়ে যান। 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৫
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৫
*** হিমুরাইজ *** বলেছেন:  
  
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: মাথা মোটা, তাই এসব ইমোটিকনের অর্থ ঠিকভাবে ধরতে পারিনা, শুধু এটা ছাড়া   
 
তার পরেও পোস্টে প্লাস দিয়ে গেছেন, সেজন্য অশেষ ধন্যবাদ।
  ২৫ শে জুলাই, ২০১৯  বিকাল ৩:০৭
২৫ শে জুলাই, ২০১৯  বিকাল ৩:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট আজকাল কিছু শব্দ খুঁজি পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
১৪|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪০
নীল আকাশ বলেছেন: হায় হায়, আপনি তো আমার নামই বাদ দিয়ে দিয়েছেন?   
 
আরো বাদ গেছে আমি ৎৎৎ এবং মুক্তা নীল আপু। পরে আরো চোখে পড়লে নাম দিয়ে যাব......।
চমৎকার চেস্টা। অবশ্যই প্রশংসা পাবার যোগ্য। অনেক কষ্ট করেছেন......
ধন্যবাদ আপনাকে........।  
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৪
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: হুঁ, আপনার নামটা তো দেখছি বাদই পড়ে গেছে। তবে ওটা তালিকায় ছিল, ক্রমিক নং বসাতে গিয়ে বোধ হয় কিছু একটা গড়বড় হয়ে গেছে। যাহোক, নেক্সট টাইম, ইন শা আল্লাহ!
১৫|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৬
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৬
নজসু বলেছেন: 
আমার নিকটা উল্টো রাজার দেশের।     
 
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২২
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২২
খায়রুল আহসান বলেছেন: সেটা বুঝতে পারি।  
১৬|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫০
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫০
আখেনাটেন বলেছেন: অনেক অচেনা সুন্দর নাম।  
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৩
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: এই সুন্দর নামগুলো এক নজর দেখে যাওয়ার জন্য ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১৭|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩০
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নামগুলো আসলেই সুন্দর! আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাই।
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:০৬
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই, আমার এ পোস্টে এসে এই সুন্দর নামগুলো পড়ে যাবার জন্য এবং মন্তব্য করে যাবার জন্য।
১৮|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন: 
৩৩ নং নিক, "খেলাঘর"; এই নিকটি আমার ছিল;  নিকটি ব্যান করা হয়েছিলো, কয়েকজন নামকরা ব্লগার আমার কিছু পোষ্ট'এর বিরোধীতা করার সময়, আমি উনাদের সাথে  বেশ কিছুদিন তর্কে  জড়িয়ে গিয়ে, কিছু গালি টালি দিয়েছিলাম। নিকের বর্তমানে ব্যান তুলে নেয়া হয়েছে দেখলাম; কিন্তু আমি ব্যবহার করছি না। 
মুক্তিযুদ্ধের ২য় সেক্টর'এর হেড কোয়াটার ছিলো 'মেলাঘর'এ; আমি 'মেলাঘর' নিকটি নিতে চেয়েছিলাম; কিন্তু অন্য ব্লগে, একজন এই নিকটি ব্য হার করায়, আমি 'মেলাঘর'এর কাছাকাছি, 'খেলাঘর' নিকটি নিয়ে ছিলাম।
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:১৭
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: "খেলাঘর" নিকের পেছনের কিছু ইতিহাস অল্প কথায় আমাদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চাঁদগাজী। এ তথ্যটুকু হয়তো অনেক পাঠকের কাছেই চমকপ্রদ মনে হতে পারে। আপনার পোস্টগুলোতে মুক্তিযুদ্ধের কার্যকলাপ নিয়েও কিছু লিখতে পারেন। আশাকরি পাঠকগণ এতে অনেক নতুন এবং সত্য তথ্য খুঁজে পাবেন।
চাঁদগাজীর "প্রিয়" তালিকায় এ পোস্ট ঠাঁই পেয়েছে, এটা দেখে তো আমার চক্ষু চড়কগাছ! অনেক ধন্যবাদ।
১৯|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৭
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আপনার লেখায় দারুণ কিছু নাম পেলাম।
শুভ কামনা।
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২০|  ১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৭
১২ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৪০
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা!
২১|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
আরোগ্য বলেছেন: বুঝলাম না আমার নিকটা আসলো না কেন,?
  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৬
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: নামের তালিকা দীর্ঘ হলেও, পোস্টের কথা অল্পই। আরেকবার পড়ে দেখুন, হয়তো বুঝবেন।  
২২|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
শায়মা বলেছেন: আমি তো আমার ১৫/১৬টা নিক খুঁজে পেলাম ! 
সবচেয়ে সুন্দরগুলো আমার নিকস!  
  
 
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩১
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: বাপরে বাপ! ১৫/১৬টা নিকস? এত্তগুলো সামলান কি করে? আমি তো একটাতেই অস্থির! আপনি কি দশভুজা? 
সবচেয়ে সুন্দরগুলো আমার নিকস! - আপনার অন্য নিকসগুলো কোন কোনটা তা জানিনা, তবে যার লেখা এতটা জনপ্রিয়, তার নিকসগুলো তো সুন্দর হতেই হবে, এটা বিলক্ষণ জানি।
২৩|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
নতুন নকিব বলেছেন: 
সুন্দর। মননশীলতার পরিচায়ক। সুন্দর নিকগুলো অামারও ভালো লাগে। +++
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৫২
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: মননশীলতার পরিচায়ক - অনেক ধন্যবাদ, এমন মননশীল মন্তব্যের জন্য।  
২৪|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
চাঁদগাজী বলেছেন: 
উপরে টাইপো আছে, নীচে উহা ঠিক করার প্রচেষ্টা:
মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর'এর হেড কোয়াটার ছিলো 'মেলাঘর'এ; আমি 'মেলাঘর' নিকটি নিতে চেয়েছিলাম; কিন্তু অন্য ব্লগে, একজন মুক্তিযোদ্ধা ঐ  নিকটি ব্যবহার করায়, আমি 'মেলাঘর'এর কাছাকাছি, 'খেলাঘর' নিকটি নিয়েছিলাম।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০০
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: টাইপো কারেকশনের জন্য ধন্যবাদ।  
২৫|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: আমি তো আমার ১৫/১৬টা নিক খুঁজে পেলাম ! 
সবচেয়ে সুন্দরগুলো আমার নিকস!  
  
  
 
নেহি
আমার মতে সবচাইতে সুন্দর কাব্যিক ছান্দসিক এবং শ্রুতিমধুর নিক হলো,
'কি করি আজ ভেবে না পাই'
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: স্যরি, আপনার নিকটা অবশ্যই এ তালিকায় স্থান পাওয়া উচিত ছিল, কারণ আপনি এখনও ব্লগে সক্রিয়। অনেকের পোস্টে ছন্দে ছন্দে আপনার মন্তব্যগুলো পড়ে আমি ভাবি, কি করে আপনি এসব পারেন! কি করে যে আপনার এ নামটা আমি ভুলেই গেলাম, সেটা কিছুতেই আজ ভেবে না পাই!  
২৬|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
ল বলেছেন: ভালো লাগলো
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৯
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
২৭|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
আমার মলা নিককে এমন কান মলে দিলেন !  আপনার এই সুদীর্ঘ্য লেখায় আমার নিকের কোনো স্থান নেই!!
বিশ্ব ব্রম্মান্ডের দুইজন প্রভাবশালী মানবীর সাথে আমার নিকের শেষাংশের মিল আপনার জানা না থাকলেও বা চোখ এড়িয়ে গেলেও আমি কিন্তু হাসি না ।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫১
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: শেষের কথাটা তো বেশ ভালই বলেছেন!
আপনার নামটাতো আজও সঠিকভাবে উচ্চারণই করতে শিখলাম না। ভাল লাগবে কিভাবে?   
 
২৮|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৬
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৬
জুন বলেছেন: আপনার এই সুন্দর তালিকায় আমার অসুন্দর নামটি দেখে সত্যি খুব ভালোলাগলো খায়রুল আহসান । নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে ব্লগের সবার সাথে মিলে মিশে আছেন যা ভালোলাগার একটি বিষয়।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৪
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার নামটা মোটেই অসুন্দর নয়, জুন। ছোট নাম এমনিতেই সুন্দর, আর আপনার প্রচ্ছদ ছবিটার কারণে হয়তো তার পাশে এই ছোট্ট নামটা আরেকটু সুন্দর হয়ে ফুটে ওঠে। তবে এই নিক নেমের আড়ালে হয়তো এর চেয়েও সুন্দর আপনার আসল নামটি ঢাকা পড়ে আছে! 
নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে ব্লগের সবার সাথে মিলে মিশে আছেন যা ভালোলাগার একটি বিষয় - আসলে কিছুদিন ধরে নতুন কিছু লেখা আসছেনা, উৎসাহও পাচ্ছিনা। তাই এসব নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। এক সময় মনে হলো, একটা ছোট্ট পোস্ট দিয়ে এসব সুন্দর নামগুলোর সাথে ব্লগারদের পরিচয় করিয়ে দেই। সেই মনে হওয়া থেকেই এ পোস্ট।   
 
২৯|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান  , 
হা.....হা......হা........... আপনি মোঃ মাইদুল সরকারের লেখা দেখে লিখলেন , আর আমি আপনার লেখা দেখে লিখতে বাধ্য হলুম এই জন্যে যে,  আপনারা ব্লগারদের অদ্ভুত যত নাম,   সুন্দর যতো নাম লিখলেন , তবে আমাদের আমব্লগারদের ম্যাদামারা - বেসুন্দর- বেঅদ্ভুত নিজ নামের নিক নিয়ে কে লিখবে   ???? যেমন - খায়রুল আহসান, আহমেদ জী এস , কাওসার চৌধুরী,
  ???? যেমন - খায়রুল আহসান, আহমেদ জী এস , কাওসার চৌধুরী,
আব্দুল্লাহ্ আল মামুন,মোস্তফা কামাল পলাশ, লক্ষণ ভান্ডারী, নূর মোহাম্মদ নূরু, ফরিদ আহমদ চৌধুরী, ইছমাইল, রোকসানা লেইস, কাজী ফাতেমা ছবি, ফাহমিদা বারী, নঈম জাহাঙীর নয়ন, পদাতিক চৌধুরি, মনিরা সুলতানা । এদের জন্যে কি কেউ নেই 
   ? এগো হগলডির নাম কি পচা ?
 ? এগো হগলডির নাম কি পচা ?  
  
এখন আবার বলে বসবেন না যেন , তাহলে আপনি লিখে পোস্ট দিন । 
পারুম না । কষ্ট কইররা এত্তো এত্তো লম্বা লম্বা নাম খুইজ্জ্যা বাইর করতে পারমুনা । হাতের কাছে যেগুলা পাইছি হেগুলা কপি করতেই জান বাইরাইয়া যাওয়ার জোগাড় ...............  
   
   
  
কষ্টকৃত প্রযোজনাখানি ভালো হয়েছে । ব্লগারদের সুন্দর নিকের সুবাস ছড়িয়ে দিয়েছেন যেন ! 
লাইকড । 
  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
খায়রুল আহসান বলেছেন: আমাদের বেসুন্দর- বেঅদ্ভুত নিজ নামের নিক নিয়ে লেখার কেউ নেই ভাই। তাই তো অন্যের সুন্দর নিকগুলো নিয়েই লিখলাম। 
তবে, বেসুন্দর বা বেঅদ্ভুত, যেটাই হোক, আমরা আমাদের নিজ নিজ নাম নিয়েই গর্বিত, তাই তো আমরা নিজ নামেই ব্লগিং করে চলেছি। আমাদের নামগুলো অন্যের ভাল না লাগলে আমাদের কিছুই করার নেই যে!   
 
আপনার এ সুন্দর মন্তব্যটাও আমি "লাইকড"। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩০|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আমি নিজ নামে ব্লগিং করি  তবে কোবিদ নামটি আপনার লিস্টে নাই কেন?
  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
খায়রুল আহসান বলেছেন: কোবিদ নামটি আগে কখনো দেখি নাই, তাই লিস্টিতেও নাই!  
৩১|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:১৮
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: জম্পেশ একখানা পোষ্ট। 
মন্তব্য গুলোসহ খুব ভালো লাগলো।
আসলে আপনার পোষ্ট মানেই ভালো কিছু।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৭
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৭
খায়রুল আহসান বলেছেন: আসলে আপনার পোষ্ট মানেই ভালো কিছু - ওরেব্বাহ! এই সামান্য পোস্টের জন্যেও এত বড় কমপ্লিমেন্ট?
অনেক, অনেক ধন্যবাদ। ভাল থাকুন, শুভেচ্ছা---
৩২|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:২৫
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:২৫
শায়মা বলেছেন: কি করি আজ ভেবে না পাই ভাইয়াকে ছড়া শিখিয়েছি আমি।
গুরুকে ভুলে যেওনা ভাইয়া!!! 
  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৩
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৫৩
খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? যেমন গুরু, তেমন শিষ্য!
আপনার ছড়া-ছবিতা, কথা-কবিতা, কল্প-গল্প, রন্ধন-রসুই, আরো কত কিছুই- অর্থাৎ শখের বশে যা যা আপনি করেন, তার সবকিছুই খুব পারফেক্টলি করেন বা করতে চেষ্টা করেন, এটা আপনার লেখাগুলো পড়লেই খুব সহজে বোঝা যায়। তাই আপনার শিষ্যও যে ছড়া লেখায় উচ্চমান অর্জন করবেনা, সেটাতো ভাবাই যায় না।  
৩৩|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:১৬
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:১৬
করুণাধারা বলেছেন: ব্লগে লেখার জন্য আমি প্রথমেই ঠিক করেছিলাম একটা নিক নেব, কারণ নিজের লেখার বিষয় আর মান- দুটো নিয়েই আমার খুব দ্বিধা ছিল। নিক নেবার সময় দেখি যেটাই নিতে চাই, সেটাই আগে কেউ নিয়ে রেখেছে। আপনি ঠিকই বলেছেন, আমি সব সময় প্রত্যাশা করি আমার জীবনের উপর যেন স্রষ্টার করুণা ধারা নিরন্তর বয়ে চলে; এই ভেবে করুনাধারা শব্দ টা দিতেই দেখি এটা গৃহীত হয়ে গেল। তখন আমার মনে হয়েছে ভুল করেছি, আমি কখনো "করুনাধারা" হতে পারি না, হতে পারি "করুণাধারায় প্রত্যাশী", ঠিক যেমন কোন মানুষ রব সাহেব বা রহমান সাহেব হতে পারেন না, হওয়া উচিত আব্দুর রব সাহেব বা আব্দুর রহমান সাহেব!
বোঝাতে কি পারলাম, কেন করুনাধারা নাম ভুল বলে মনে হয়!
  ১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৪
১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৪
খায়রুল আহসান বলেছেন: আমি কখনো "করুনাধারা" হতে পারি না - এ কথাটা বোধ হয় ঠিক নয়। আপনি স্রষ্টার করুণাধারার প্রত্যাশী- এটা আপনি ঠিকই হতে পারেন এবং এটা স্রষ্টার উপর আপনার আস্থা, বিশ্বাস ও সমর্পণের পরিচায়ক। তবে যিনি বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা ও বিশেষত্ব দ্বারা ইহজগতের মানব ও প্রাণীকূলের কল্যাণ সাধন করতে পারেন, তিনি নিজেও স্রষ্টার করুণাধারা হিসেবেই জগতে আবির্ভূত বলে আমি মনে করি।
৩৪|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৫৫
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: অনেক পরিশ্রম এবং সময় লেগেছে পোস্টটি তৈরি করতে...........ভালোই সংগ্রহ করেছেন।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৩
১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৩
খায়রুল আহসান বলেছেন: ভালোই সংগ্রহ করেছেন - ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
৩৫|  ১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১১
১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: 
একজন বলেছেন তার ১৫/১৬ টা নিক আছে এখানে! হা হা!  তাহলে ভাবনার বিষয় মূলত লেখক কয়জন!!
চমৎকার উথাপন! এক একটা নিকের আঁড়ালে আলাদা এবং স্বকীয় বৈশিষ্ট লুকিয়ে আছে।  এটা আমাকে রোমাঞ্চিত করে।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
খায়রুল আহসান বলেছেন: ১৫/১৬ টা নিক থাকার কথাটা মনে হয় শুধু একটা কথার কথা। জাস্ট বাত কি বাত! 
এক একটা নিকের আঁড়ালে আলাদা এবং স্বকীয় বৈশিষ্ট লুকিয়ে আছে। এটা আমাকে রোমাঞ্চিত করে - ঠিক বলেছেন। আমিও তাই ভাবি- এসব সুন্দর সুন্দর নিকের একেকটির পেছনে অনেক সুন্দর সুন্দর ভাবনা লুকিয়ে আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত।
৩৬|  ১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ১:০৪
১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ১:০৪
ইব্রাহীম আই কে বলেছেন: "অর্ক" সম্ভবত এটাই উনার আসল নাম।
"উপপাদ্য," এই নামটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। নবম-দশম শ্রেণীতে সবাই যখন এই উপপাদ্য ভয় পেত আমার কাছে তখন সবচেয়ে ভালো লাগতো উপপাদ্য আয়ত্ত করার কৌশল উদ্ভাবনে।
  ১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
১৩ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: হতে পারে, সম্ভবতঃ এটাই উনার আসল নাম। 
উপপাদ্য আয়ত্ত করার কৌশল উদ্ভাবনে আপনার আগ্রহ এবং সাফল্যের কথা জেনে খুশী হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা...
৩৭|  ১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ২:৪১
১৩ ই নভেম্বর, ২০১৮  রাত ২:৪১
শিখা রহমান বলেছেন: অনেক গুলো সুন্দর নামকেই ব্লগে ঘুরে বেড়াতে দেখি। তবে আপনার পোস্টের অনেকগুলো সুন্দর নামকেই চিনতাম না। 
ধন্যবাদ পোস্টটার মাধম্যে কিছু সুন্দর নামের ব্লগারকে পরিচিত করিয়ে দেবার জন্য।
শুভকামনা প্রিয় ব্লগার ও লেখক।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৮
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: তবে আপনার পোস্টের অনেকগুলো সুন্দর নামকেই চিনতাম না - কয়েকটি পুরনো পোস্ট পড়ার সময় এই সব সুন্দর সুন্দর নামগুলো আমার নজরে এসেছিল। আরো অনেক সুন্দর নাম ছিল, পোস্টের কলেবর বৃদ্ধি পাবে বলে সবগুলো দেই নি, এবং ভাল মন্দ বিচার করেও এসব নাম সাজাইনি। যখন যেটা সামনে এসেছে, সেটাই বসিয়েছি- তবে ছোট নামগুলোকে আগে রাখার চেষ্টা করেছি। সেটাও সবখানে প্রয়োগ করতে পারিনি।
মন্তব্যে এবং শুভকামনায় অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা...
৩৮|  ১৩ ই নভেম্বর, ২০১৮  ভোর ৬:৪৬
১৩ ই নভেম্বর, ২০১৮  ভোর ৬:৪৬
সোহানী বলেছেন: হুম আমার নাম তাহলে পছন্দ হয়নি খায়রুল ভাইয়ের..........  
   
   
 
তবে পছ্ন্দ করা নামগুলোর সাথে কম বেশী পরিচিত। ভালো লাগলো আবারো স্মরণ করিয়ে দেবার জন্য।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৮
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: হুম আমার নাম তাহলে পছন্দ হয়নি খায়রুল ভাইয়ের - হায় হায়, তাই তো! এ সুন্দর নামটা মিস হয়ে গেল কি করে!!
তবে পছ্ন্দ করা নামগুলোর সাথে কম বেশী পরিচিত - আপনি এ ব্লগের একজন পুরনো ব্লগার, তাদের অনেকের সাথে আপনার পরিচিত থাকাটাই স্বাভাবিক। 
তালিকায় নিজের নামটি খুঁজে না পেয়েও পোস্টে 'লাইক' দিয়ে গেছেন- এ উদারতার জন্য অশেষ ধন্যবাদ। 
ভাল থাকুন সপরিবারে, শুভেচ্ছা---
৩৯|  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি করেছি অদ্ভুত নাম আর আপনি করেছেন সুন্দর নাম নিয়ে পোস্ট । 
যাক এত দিনে সুন্দর নামের একটা সংকলন হলো।
ধন্যবাদ।
১। বৃষ্টিবিন্দ
২। নীল মনি
৩।ধুতরা ফুল
৪।শুভ ঢাকা
৫।হলুদ হিমু
++++
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪২
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: যাক এত দিনে সুন্দর নামের একটা সংকলন হলো - এ রকম একটি অপ্রয়োজনীয় সংকলন হয়তো এর আগেও কেউ করে গিয়েছিলেন, কিন্তু সামুতে হরেক রকমের পোস্টের ভেতরে সেটাকে হয়তো সহজে হাতের কাছে পাওয়া যাবেনা। 
বৃষ্টিবিন্দু নামটি আমার তালিকায় ছিল বলে মনে পড়ছে। তালিকায় ক্রমিক নং বসানোর সময় হয়তো বৃষ্টিবৃষ্টি আর বৃষ্টিধারার পর সেটা কোনক্রমে বাদ পড়ে গেছে। 
মন্তব্যের ঘরে আপনার ভাল লাগা ৫টি সুন্দর নামের উল্লেখ করে যাওয়ার জন্য ধন্যবাদ।
৪০|  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
পদ্মপুকুর বলেছেন: পুরোনো একটা নিক ছিলো- সাঁঝবাতির রুপকথা
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:০১
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: আপনার এ পুরোনো নিকটাও খুব সুন্দর। এ নিকের প্রথম পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি।
৪১|  ১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
১৩ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
পদ্মপুকুর বলেছেন: কাকশালিখচড়াইড়াংচিল নামে একটা নিক ছিলো, যেটা সম্ভবত এককভাবে সবচে বড় শব্দের নাম, এখন আর পাচ্ছি না।
আমাদের ব্লগে একজন নোবেলজয়ী ছিলেন। আর হিটলারের সেনাপতিও ছিলেন এখানে।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:২৮
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: কাকশালিখচড়াইড়াংচিল নিকটি আমিও একদিন দেখেছিলাম বলে মনে পড়ে। বাকী দু'জন ব্লগারের ব্লগপাতা ঘুরে এলাম। তারা ভাল ব্লগ লিখেন, কিন্তু তাদের নামগুলো আমার কাছে ততটা আকর্ষণীয় মনে হয়নি।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: ব্রিদিং মাস্কের ওপাশ থেকে.... - আপনার এই চমৎকার পোস্টটাতে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
৪২|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
তারেক_মাহমুদ বলেছেন: কারো কারো ১৫/১৬ নিক আছে, আমারও দেখছি কয়েকটি নিক খুলতে হবে।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৪৯
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: না, নিজ নামে ব্লগিং করছেন, তাই একটাই যথেষ্ট বলে মনে করি!  
৪৩|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৫
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৫
কবীর বলেছেন: 
নিকগুলোর নাম সুন্দর ।।
 ভালো লাগলো ++
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩১
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর এই নিকগুলোর নাম এক নজর দেখে যাবার জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৪৪|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
মুক্তা নীল বলেছেন: ভাইজান, নীলআকাশ আর মুক্তানীল আমরা এই দুই ভাইবোন ই বাদ পড়লাম,,,,, আপনি এতো কস্ট করে লিখেছন তাতে-ই আমরা সবাই খুশি। পাওয়া আর না পাওয়ার মধ্যে ই তো অনেক আনন্দ আছে। অনেক সময় নিয়ে কস্ট করে লিখেছেন ভালো হয়েছে। ধন্যবাদ।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫১
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: দুই ভাইবোন ই বাদ পড়লাম,,,,, আপনি এতো কস্ট করে লিখেছন তাতে-ই আমরা সবাই খুশি - বাদ পড়ার পরেও পোস্টে এমন মুক্ত উদারতার স্বাক্ষর রেখে প্লাস দিয়ে গেলেন, এজন্য জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং শুভকামনা! 
আপনার ব্লগপাতা ঘুরে এলাম। চার মাসে এখনো কোন কিছু পোস্ট করেন নাই, নাকি করে মুছে দিয়েছেন?
ভাল থাকুন, হ্যাপী ব্লগিং!
৪৫|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২১
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২১
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস  ভাইয়ের কমেন্টের পরিপেক্ষিতে আবার আসা। আমার টাইটেলটি অর্জিনাল হলেও 'পদাতিক'  আমার নিক। আমি পথে পথে ঘুরে  বেড়াই তাই পদাতিক নিকটি নিয়েছিলাম। 
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫০
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: সত্য-ছদ্মের সংমিশ্রণটি ভালই হয়েছে। পুনঃমন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
৪৬|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৪
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৪
সামিয়া বলেছেন: চমৎকার সব নাম।।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৬
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব নাম - নামগুলো এক নজর দেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
আখেনাটেন এর ৩য় বর্ষপূর্তির পোস্টে আপনার মন্তব্যটি ভাল লেগেছে। 
ভাল থাকুন, শুভেচ্ছা---
৪৭|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
অন্তরন্তর বলেছেন: সব নামগুলো সুন্দর এবং বেশ কাব্যিক। এখানে অনেক অনেক খুব ভাল লিখেন ব্লগার আছেন যারা এখন ব্লগে আসেন না বা খুব অনিয়মিত। আপনার পোস্ট অনেকের কথা মনে করিয়ে দিল। শুভ কামনা।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্ট অনেকের কথা মনে করিয়ে দিল - কৃতার্থ বোধ করছি এ কথাটি জেনে। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
ধন্যবাদ ও শুভেচ্ছা---
৪৮|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:২০
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:২০
ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও হৈমন্তীর শুভেচ্ছা।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন!
৪৯|  ১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:২৪
১৩ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছেন?
  ১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৯
১৪ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি। আপনিও ভাল আছেন তো? 
এ তালিকায় কিন্তু আপনিও আছেন (১১১ নং)!  
৫০|  ১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
১৩ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২০
শাহারিয়ার  ইমন বলেছেন: আমার নাম কি খুবই খারাপ ? হু  
  ১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২১
খায়রুল আহসান বলেছেন: না তো, মোটেই না!  
৫১|  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
নীলপরি বলেছেন: চেনা অচেনা অনেক নাম একসাথে । দারুণ লাগলো । ++
  ১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
১৪ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
খায়রুল আহসান বলেছেন: চেনা অচেনা অনেক নাম একসাথে - জ্বী, তার সাথে আপনার নিজের নামটা খুঁজে পেয়েছেন তো?  
 
অনেক ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৫২|  ১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
নীলপরি বলেছেন: হুম । আমার নামটাও দেখেছি স্যর । ধন্যবাদ । 
আর পোষ্টে যেটা আপনি সবার কাছে জানতে চেয়েছেন , তখন সেটা বলতে খেয়াল । 
আমার উত্তরটা খুবই সাধারণ । ছোটো থেকেই রূপকথা ভালোবাসি । 
শুভকামনা
  ১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পুনঃমন্তব্যের জন্য।
ছোট থেকেই রূপকথা ভালবাসেন বলে নীলপরি নামটি পছন্দ করেছেন, এটা জেনেও খুব ভাল লাগলো। আর আপনিই হলেন উপরের তালিকাভুক্ত প্রথম ব্লগার, যিনি নামচয়নের কারণটা সহজ কথায় বলে গেলেন।
ভাল থাকুন, শুভকামনা---
৫৩|  ১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
১৪ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট।.......
  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:০০
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৫৪|  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
লাবনী আক্তার বলেছেন: অনেক পরিশ্রম করেছেন দেখছি।  পোস্টে ভালোলাগা জানবেন। 
আমি একটা পোস্ট লিখব ভাবছিলাম। আর সেই মুহূর্তে  আপনার পোস্ট চোখে পড়ল। আমার কাজে দিবে। ধন্যবাদ জানাচ্ছি তার জন্য।
  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫২
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: যাক, আমার এ পোস্টটা তাহলে আপনার কাজে দিবে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫৫|  ১৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৪
১৬ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৪
অলিভিয়া আভা বলেছেন: খুবই সুন্দর একটি লেখা। ব্লগারদের কেন যেন আপন আপন মনে হয়। তাঁদের নাম নিয়ে একটা সত্যিই ভালো লাগার মত পোষ্ট। হয়ত সময়ের সাথে সাথে কেউ কেউ হারিয়ে যাবেন ব্লগ থেকে কিন্তু তাঁদের নামটি এখানে সযত্নে রয়ে যাবে আপনার এই পোষ্টে। এটাকে কি তাঁদের প্রতি ট্রিবিউট বলা যায়?
যাইহোক, আমার নামটি কি খুব বেশী অসুন্দর?
অ-লি-ভি-ইয়া আ-ভা! হা হা 
ভালো থাকুন
  ১৬ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
১৬ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
খায়রুল আহসান বলেছেন: তালিকাটি কোন নির্দিষ্ট 'ছক' বেঁধে কিংবা পরিকল্পনা করে করিনি। ব্লগ ভিজিটর্স এর তালিকা দেখে এবং অন্য লেখকদের ব্লগে মন্তব্যকারীদের নাম দেখে দেখে যেসব নাম ভাল লেগেছে, সেগুলোই টুকে রেখেছি। এর চেয়ে আরও বেশী, এবং সম্ভবতঃ আরো ভাল অনেক নাম পাওয়া গেছে/যাবে, কিন্তু ভেবে দেখলাম দেড়শ'ই সর্বোচ্চ সংখ্যা, যার উপর পাঠকগণ হয়তো চোখ বুলিয়ে যেতে রাজী হবেন। এর চেয়ে বেশী হলে পাঠক বিকর্ষিত হবেন।
আপনার নামটাও সুন্দর। কিন্তু আপনি হঠাৎ আবির্ভূত হয়ে আবার হঠাৎ করেই নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিলেন, তাই হয়তো নামটা চোখে পড়েনি। পরের কোন তালিকা হলে আপনার নামটাও সেখানে থাকতে পারে। 
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি অন্য আরো কয়েকটি লেখাও পড়ে দেখবেন। 
ভাল থাকুন, শুভকামনা----
৫৬|  ১৬ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:০৫
১৬ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখক বলেছেন: কোবিদ নামটি আগে কখনো দেখি নাই, তাই লিস্টিতেও নাই!  
লিংক দেবার পরে এ কথা উঠছে কেন? বুঝলাম না
আপনার না দেখার দায়ভারতো আমার না !!
জারনোকে চেনেন
  ২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৭
২২ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।
এ তালিকায় যেসব নাম এসেছে, সেসব সামু ব্লগের আমার ভাল লাগা কিছু নাম, অন্যের নয়। তালিকাটি সম্পূর্ণও নয়, ভবিষ্যতে এর দ্বিতীয় কিস্তিও বের হতে পারে। পোস্ট পড়তে পড়তে যেসব মন্তব্যকারীর নাম কিংবা সে সময় ব্লগে উপস্থিত ব্লগারদের নাম চোখে পড়েছে, সেসব নাম থেকেই এ তালিকাটি উঠে এসেছে, একথা আগেও বলেছি। 
ভাল থাকুন, শুভকামনা...
৫৭|  ২৩ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
২৩ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট। পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩২
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: নামের দীর্ঘ তালিকাটি কষ্ট করে পড়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। 
আপনার মন্তব্যটি অনেক প্রেরণা যুগিয়ে গেল!
শুভেচ্ছা জানবেন।
৫৮|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৫
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৫
ক্লে ডল বলেছেন: কিছু নাম আগে কখনও আমার চোখে পড়েনি। যেমন তুমি আমার সারা বেলা,   তারার মেলা মিটিমিটি, ধূলকণার অনুনাদ, স্মৃতির নদীগুলো এলোমেলো । 
অসংখ্য ধন্যবাদ সুন্দরের মাঝে আমায় স্থান দেওয়ার জন্য! 
ভাল থাকুন নিরন্তর।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৩
২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দরের মাঝে আমায় স্থান দেওয়ার জন্য! - নিকনামটি আপনার নিজ যোগ্যতাবলেই তালিকায় স্থান করে নিয়েছে।   
 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভকামনা...
৫৯|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৭
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৭
ঈশ্বরকণা বলেছেন: ঈশ্বর মঙ্গল করুন আপনার ।অনেক পরিশ্রমী একটা কাজ করেছেন ।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৯
২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক পরিশ্রমী একটা কাজ করেছেন - অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এ মূল্যায়নে। ঈশ্বর আপনারও মঙ্গল করুন! 
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:১৩
১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনার শেষ মন্তব্যটি আমার এ পোস্টে করা। আশাকরি, ভাল আছেন।
শুভকামনা---
৬০|  ২৭ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩০
২৭ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩০
অয়ি বলেছেন: আমার নামটা আসলো কী করে! আমি তো তেমন থাকি না।
  ২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:০৫
২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: আমার নামটা আসলো কী করে! আমি তো তেমন থাকি না - কারণ তো আপনার সুন্দর ঐ দু'অক্ষরের নামটাই, আর কিছু নয়!   
 
আর এ তালিকায় নামটা আসার জন্য তেমন থাকার কোন প্রয়োজন নেই। আমি যখন তালিকাটা তৈরী করছিলাম, তখন হয় আপনি ব্লগে উপস্থিত ছিলেন, নয়তো আমার পড়া কোন পোস্টের মন্তব্যে। নামটা ভাল লেগেছে, তাই সেটা আমার পছন্দ তালিকায় উঠে এসেছে।   
 
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা...
৬১|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৩৭
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৩৭
দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ আমি দৃষ্টি সীমানা নামে আছি কিন্তু আমারও একটা নাম আছে । আমি যখন ব্লগে এলাম তখন ভাবলাম আমার টুকটাক লেখা , রেসিপি , হাবিজাবি পোষ্ট কজনই বা পড়বে কেউ হয়তবা উল্টা পাল্টা মন্তব্য করবে তখন আমার খারাপ লাগবে ,তাই নিজের নামটি লুকিয়ে দৃষ্টি সীমানাকে ছাতা বানিয়ে চলতে শুরু 
করলাম । না মন্দ নয় আমার ব্লগটি তেমন কেহ অপছন্দ করেনি আর আপনিতো অন্য রকম একজন মানব যিনি ছোট একটা ব্যাপারকে চমৎকার ভাবে উৎসাহিত করেন যা একজন সত্যিকারের ভাল মানুষের গুণ । হ্যাঁ আমারও একটা নাম আছে , আমি সেহেলী আখতার   সালাম রইল ।
  সালাম রইল । 
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনার নিক নামের মত আপনার আসল নামটাও সুন্দর!   
 
আর আপনার রেসিপিগুলো রসনার উদ্রেক করে, কবিতাগুলো ভাবনার।
ভাল থাকুন, সবসময়। শুভকামনা---
৬২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:০৪
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:০৪
ইসিয়াক বলেছেন: অনেক পড়েন মনে হচ্ছে...ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:২৬
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:২৮
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটা- "দুই বিড়ালের কথোপকথন" পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
৬৩|  ২০ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
২০ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
প্রথমকথা বলেছেন: আপনাকেও হৈমন্তীর শুভেচ্ছা। আমার নামটি নেই দাদা। আগামী বার নিশ্চয় দেবেন। অনেক নামের মধ্যে আমার নামটা সুন্দর। 
  ২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:১৩
২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: আমি যে দেড়শ' নামের উল্লেখ করেছি, এর বাইরেও অনেক সুন্দর সুন্দর ব্লগনিক রয়ে গেছে।
৬৪|  ২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৮
২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটা যোগ হয় নি  
  ২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১১
২০ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: পরে যদি আবার একটা তালিকা করা হয়, তখন যোগ হতে পারে।  
৬৫|  ১৩ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৪১
১৩ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৪১
কালীদাস বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার- এর আসল নিক ছিল নাহোল, নামও ছিল নাহোল যতদূর মনে পড়ে (সূরা নাহোল-এর নামেই নাম)। এখন আর ব্লগিং করে বলে মনে হয়না। পুরান আমলের আরও কয়েকজনের ঠিকানা দেই আপনাকে:
কাঠের খাঁচা, রুদ্রপ্রতাপ, এর আগে স্বপ্নকথিক নিকে ব্লগিং করত, জীবনানন্দদাশের ছায়া (আগে হেমায়েতপূরী নিকে ব্লগিং করত), দুখী মানব, নৈশচারী, পাপতাড়ুয়া, ছায়াপাখির অরণ্য, ম্যাভেরিক, আমি উঠে এসেছি সৎকারবিহীন, আধাঁরি অপ্সরা, আসকওয়ানমি, ফেরারী পাখি, আকাশচুরি
আরও আছে, এই মুহুর্তে আর লিংক ঘাটাতে ইচ্ছা করছে না  এদের প্রায় সবাই এখন ইন্যাক্টিভ। ম্যাভেরিক এই ব্লগে আমার দেখা সবচেয়ে ব্যক্তিত্বসম্পন্ন ব্লগার যার লেখায় একইসাথে মেধা এবং হিউমারের চমৎকার সংমিশ্রণ থাকত। আকাশচুরি সম্ভবত আজতক এই ব্লগের শ্রেষ্ট গল্পলেখক।
 এদের প্রায় সবাই এখন ইন্যাক্টিভ। ম্যাভেরিক এই ব্লগে আমার দেখা সবচেয়ে ব্যক্তিত্বসম্পন্ন ব্লগার যার লেখায় একইসাথে মেধা এবং হিউমারের চমৎকার সংমিশ্রণ থাকত। আকাশচুরি সম্ভবত আজতক এই ব্লগের শ্রেষ্ট গল্পলেখক।
৫৬ নাম্বার কমেন্টে জারনোর নামটা দেখে হেসে ফেললাম। ঐ লোকের পোস্ট করার পাওয়ার ছিল অস্বাভাবিক, মাসে ২৭/২৮টা কোন ব্যাপারই ছিল না। অতিরিক্ত পোস্ট করার জন্যই জেনারেল হয় এবং পরে মনের দুঃখে ব্লগ ছেড়ে চলে যায়। বেশিরভাগ পোস্টই ছিল বিলো এভারেজ। মজার ব্যাপার কি জানেন, এখনও যে কয়েকজন সুপরিচিত ব্যাপক বিখ্যাত ব্লগার (??) মাসে ২৭~২৮টা পোস্ট করে; এদের লেখার কোয়ালিটিও ঐ জারনোর মতই ছিল। প্রচুর পোস্ট করলে হিট বাড়ে, কিন্তু মান থাকে সবসময়ই বাজে। কবিও দেখেছি এরকম একজন; ২০১৩এর দিকে ছিল কবি শফিক আফতাব। তিনটা নিক ছিল তার: গেন্দু মিয়া, অনুপম অনুসঙ্গ আর আমি শফিক! প্রতিদিন ব্লগে ৫~৭টা কবিতা ঝারত। সাংঘাতিক  
 
গুডবাই 
  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৫
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: আমার এ পোস্ট টা পড়ে এতটা কষ্ট করে লিঙ্কসহ আরো কিছু পুরনো ব্লগারদের নাম উল্লেখ করার জন্য অনেক ধন্যবাদ। 
আপনার মন্তব্যটা পড়ে ম্যাভেরিক এর কিছু পোস্ট পড়ার ইচ্ছে হচ্ছে। পড়বো শীঘ্রই, লিঙ্কটা দিয়ে দিলে এখনই পড়তাম। 
সংখ্যা বাড়ালে মান কমে যাবে- এটাই তো স্বাভাবিক নিয়ম!  অবশ্য ব্যতিক্রমও আছে, তবে তা অর্জন করাটা কষ্টসাধ্য। 
৬৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৪
১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৪
আমি মাধবীলতা বলেছেন: অনেকের কথা মনে পড়ে গেলো পোস্টটি দেখে । নস্টালজিক হয়ে যাচ্ছিলাম!  নস্টালজিক নামেও একজন ব্লগার ছিলেন এখন বোধহয় ইনএক্টিভ ।
অনেকদিন পর ব্লগে এলাম । ভালো আছেন আশা করি 
  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১০:৫৬
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: নস্টালজিক নামেও একজন ব্লগার ছিলেন এখন বোধহয় ইনএক্টিভ - হ্যাঁ ছিলেন। তার একটা বিখ্যাত গান নিয়ে সোনাবীজ অথবা... সম্প্রতি একটা পোস্ট লিখেছেন যার শুরুটা এরকমঃ আজ তোমার, মন খারাপ মেয়ে...
অনেকদিন পর ব্লগে এসে আমার একটা পোস্ট পড়ে মন্তব্য করে গেলেন, এজন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা----
৬৭|  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:০২
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:০২
স্রাঞ্জি সে বলেছেন: ইস!  এই পোস্টটা কিভাবে যেন মিস করে গেছি। সাম্প্রতিক মন্তব্য ধরে আসলাম। 
কষ্টসাধ্য কাজ একটি। ______ পোস্টে ত্রিশতম লাইকদাতা____ 
  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:০৭
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ধরে আসলাম - যে পথ ধরেই আসুন না কেন, আসার জন্য অনেক ধন্যবাদ। 
আর পোস্টে ত্রিশতম লাইক পেয়ে প্রীত হ'লাম।
শুভকামনা---
আপনার ইশতেহারটি আর দেখতে পাচ্ছিনা কেন?
৬৮|  ২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫৭
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: আবার আসলাম। ___ ইশতেহার পোস্টটি ড্রাফটে রেখেছিলাম। কিন্তু এখন পোস্ট করলাম।
আশা করি আপনার প্রতিক্রিয়া জানতে পারব। 
ধন্যবাদ ও শুভকামনা খায়রুল ভাইয়া।
  ২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪৪
২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার ইশতেহার পোস্টটি তে আগেও তো একাধিক মন্তব্য রেখে এসেছিলাম বলে মনে পড়ে। 
পোস্ট ড্রাফট করার পদ্ধতিটা একটু বলেন তো!
৬৯|  ২২ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৮
২২ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৮
স্রাঞ্জি সে বলেছেন: না ভাইয়া আপনি আমার ইশতেহার পোস্টে কোন মন্তব্য করেননি।।।
আপনার পোস্টের নিচে   (এডিট করুন  ড্রাফট করুন       মুছে ফেলুন  ০০ টি মন্তব্য    ০০ বার পঠিত) ড্রাফট করুন অপশনে ক্লিক করে উপরে একটা লেখা আসবে ( আপনি নিশ্চিত কিনা)  ওকে তে ক্লিক করলে পোস্ট ড্রাফট হয়ে যাবে।
  ২২ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৭
২২ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা ঠিক আছে। পরে কোন এক সময় আপনার ইশতেহার পোস্টটি পড়ে আমার মন্তব্য জানাবো।
পরের তথ্যটুকুর জন্য আন্তরিক ধন্যবাদ। 
৭০|  ২৬ শে জুন, ২০১৯  দুপুর ১২:৪৪
২৬ শে জুন, ২০১৯  দুপুর ১২:৪৪
রায়হান চৌঃ বলেছেন: নাম দিয়ে কি হবে খায়রুল সাহেব ? কর্মটা ই মূখ্য বিষয়  ,
, 
আপনার সমসাময়িক বিশ্লেষন গুলো বরাবরই ভালো লাগে, মন্তব্যে যাওয়ার যোগ্যতার অভাব বলেই আপনাদের কাছথেকে শিখার চেষ্টা করি। 
তবে হাঁ... আমার বাংলাদেশ নিয়ে কেউ উল্টা পাল্টা বল্লে, আমার পা এর রক্ত মাথায় উঠে, নিজেকে কন্ট্রোল করা টা কষ্ট হয় বলেই অনেক বাজে মন্তব্যের ছড়াছড়ি। 
.................. ভালো থাকবেন।
  ২৬ শে জুন, ২০১৯  দুপুর ১২:৫৪
২৬ শে জুন, ২০১৯  দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: কর্মটা ই মূখ্য বিষয় - এতে কারো কোন সন্দেহ থাকার কথা নয়। 
পুরনো পোস্টে মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
শুভেচ্ছা রইলো....
৭১|  ২৬ শে জুন, ২০১৯  দুপুর ১:১৪
২৬ শে জুন, ২০১৯  দুপুর ১:১৪
মুক্তা নীল বলেছেন: 
শ্রদ্ধেয় ,
আপনার এই পোস্টের মন্তব্যে আমি খুব মজা করে লিখেছিলাম
এবং আপনি খুব সুন্দর করেই প্রতি মন্তব্য করেছিলেন।
যা আজ পড়ে আবারো ভালো লাগলো । আপনার এই পোস্টটি
খুব মজার ও আনন্দের ছিল। 
ভালো থাকুন এবং  সুস্থতা কামনা করি ।
  ২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:০৮
২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:০৮
খায়রুল আহসান বলেছেন: পুনঃপাঠ এবং পুনঃমন্তব্যের জন্যে পুনঃধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, আপনি এবং নীলআকাশ, উভয়ে।
শুভকামনা....
৭২|  ২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:২১
২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:২১
নজসু বলেছেন: 
বাঁচলাম বাবা আমার নামটা নাই।  
উত্তর দিতে হবে না।   
 
পরীক্ষা দিতে আর ভালো লাগেনা।   
  ২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:৫৫
২৬ শে জুন, ২০১৯  বিকাল ৩:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনি আমি আমজনতার দলে! তবে আমরাই মেজরিটি।  
৭৩|  ২৭ শে আগস্ট, ২০১৯  রাত ১১:৩৫
২৭ শে আগস্ট, ২০১৯  রাত ১১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: পরিক্ষা পাশের রোল নাম্বারের মতো আমার “অখ্যাত নাম” আপনার পোষ্টে আতিপাতি করে খোঁজেও পেলাম না। খায়রুল আহসান ভাই, নামে কি আসে যায় কাজেই যদি হয় পরিচয়। ঢাকা-চট্টগ্রাম রাতের ট্রেন তূর্ণা নিশীথায় এই গরমেও যদি কাউকে দেখেন চেক বিছানার চাদর গায়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন - ভেবে নেবেন এই লোক ঠাকুর মাহমুদ হওয়ার সম্ভবনা ৯০% !!! 
 
  ২৮ শে আগস্ট, ২০১৯  রাত ১১:০৫
২৮ শে আগস্ট, ২০১৯  রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: সুপ্রিয় ব্লগার @ঠাকুরমাহমুদ, 
তালিকাটা করেছি আমার ভাল লাগা কিছু সুন্দর ব্লগীয় নাম বা নিক এর। কোনদিন যদি ভাল লাগা কিছু ব্লগার  এর নাম বা নিক এর তালিকা করি, সে তালিকায় আপনার নামটি উপরের দিকেই থাকবে, এতে কোন সন্দেহ নেই। 
চেক চাদর দু'টি সুন্দর। "মিতা টেক্সটাইলস" এর নাকি? 
৭৪|  ২৮ শে আগস্ট, ২০১৯  বিকাল ৪:২৪
২৮ শে আগস্ট, ২০১৯  বিকাল ৪:২৪
অর্ক বলেছেন: বাপরে বাপ, বিরাট নাম পোস্ট! আমার একজন খুবই প্রিয় ক্রিকেটার শ্রীলংকার সাবেক ফাস্ট বোলার চামিন্দা ভাস’র পুরো নাম, Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas. বাংলায় সম্ভাব্য অনুবাদ, ওয়ার্নাকুলিয়াসূরিয়া পাটাবেন্ডিগে উসান্থা জোসেফ চামিন্দা ভাস।     
আর কী বলি নাম পোস্ট নিয়ে! আচ্ছা, আপনার নামের একটা সহজ অর্থ কি এমন হতে পারে না, খাওয়া+রুল (নিয়ম)= খায়রুল। আপনার নাম দেখলেই আমার শৈশবের বন্ধু বদরুলের কথা মনে পড়ে। নাম বদ দিয়ে শুরু হলেও আসলে ও একজন ফেরেস্তাই ছিলো। ছিলো বলছি। কারণ এক যুগেরও অধিককাল ওর মুখ দর্শনের সৌভাগ্য হয়নি।  
মানবজীবন আসলে নিরন্তর এক শেখার প্রকৃয়া। তাই তো মানুষ আশরাফুল মাখলুকাত। আমি আপনি আমরা সবাই রয়েছি এর মাঝে।
ভীষণ ভালো লাগলো ১ নংয়ে নিজের নাম দেখে, পোস্টও দারুণ, কৌতূহলোদ্দীপক। আপনার জন্য হার্দিক শুভেচ্ছা রইলো। ফল্গুপ্রবাহে ভরে থাক অনাগত প্রতিটি দিন।
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
১১ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: Please delete ৭৪ and this...  - এটার (৭৫ নং) পরের মন্তব্যে আপনি এ কথাটি বলেছিলেন। দিলেম দুটোই ডিলিট করে। 
৭৫|  ২৯ শে আগস্ট, ২০১৯  রাত ৩:২৩
২৯ শে আগস্ট, ২০১৯  রাত ৩:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: খায়রুল আহসান ভাই, হারিয়ে যাওয়া ঢাকা ডাইং এর বিছানার চাদর। আমি কিছু কাজ করছি আশাকরি ২০২০ এর মধ্যে আমি এই চাদরগুলো আবার বাজারে নিয়ে আসতে পরবো - ইনশাল্লাহ। ভালো থাকুন-সুস্থ থাকুন-ব্যাস্ত থাকুন।
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৮
১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: একবার "মিতা টেক্সটাইলস" থেকে এরকম একটা সেট গিফট পেয়েছিলাম। 
আশাকরি ২০২০ এর মধ্যে আমি এই চাদরগুলো আবার বাজারে নিয়ে আসতে পরবো - ইনশাল্লাহ - এ বিষয়ে আন্তরিকভাবে আপনার সাফল্য কামনা করছি। 
শুভকামনা---
৭৬|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫২
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট ! নামগুলো জোগাড় করলেন কিভাবে ?
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩০
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: আমি যখন কোন পোস্ট পড়ি, তখন পাঠকের মন্তব্যও ১০০% পড়ি। পাঠকের মন্তব্য পড়তে গিয়েই এই সুন্দর সুন্দর ব্লগ নিকগুলোর সন্ধান পাই। বিশেষ করে আগের দিনের পোস্টগুলোতে চমৎকার কিছু নান্দনিক নাম পেয়েছি। সেগুলোই টুকে রেখে একটা সংকলন করার চেষ্টা করেছি। আমার এ তালিকার বাইরেও হয়তো আরো অনেক সুন্দর সুন্দর নাম রয়ে গেছে।
৭৭|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:৪০
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:৪০
মিরোরডডল  বলেছেন: good to see me in your list :-)
thank you
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: স্বীয় গুণেই আপনার নামটি তালিকায় স্থান করে নিয়েছে, কারণ আপনার নামটি সুন্দর । 
মন্তব্যের জন্য ধন্যবাদ। +
৭৮|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
পদ্মপুকুর বলেছেন: এই পোস্টটা যখন এসেছে তখন সম্ভবত সামহ্যোয়ারের উপর খড়গ নেমে এসেছিলো। সেজন্য পোস্ট টা এতদিন পর এসে দেখছি। ভালোই হলো। বলতে লজ্জা নেই, এ রকম তালিকা পোস্ট যখন আসে, নিজের নামটা খুঁজতে থাকি এসএসসির রেজাল্টের মত। সেভাবেই খুঁজতে খুঁজতে নামটা ফার্স্ট ডিভিশনেই পেয়ে গেছি। সাথে একটা অ্যানোটেশন এবং ইমোটিকন দেয়াতে বুঝলাম স্টারমার্কসও পেয়েছি, হয়তো স্ট্যান্ডও।   
   
 
ধন্যবাদ স্যার। অনেকদিন পর দেখলাম আপনাকে।
ভালো থাকবেন, শুভ ব্লগিং।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
খায়রুল আহসান বলেছেন: এই পোস্টটা যখন এসেছে তখন সম্ভবত সামহ্যোয়ারের উপর খড়গ নেমে এসেছিলো। সেজন্য পোস্ট টা এতদিন পর এসে দেখছি - না, খড়গ নামার মাস তিনেক আগেই এ পোস্ট লেখা হয়েছিল। তখন আপনি কি যেন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন বলে আপনার কোন লেখা থেকে জেনেছিলাম।
অবশ্যই, নামের মেধা তালিকায় আপনার নাম স্থান পেয়েছে। তবে এ তালিকাটা মাত্র বিশ জনের নয়, একটু দীর্ঘ, এই যা! 
৭৯|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৮
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৮
পদ্মপুকুর বলেছেন: * সেজন্য পোস্ট টা এতদিন পর এসে আবারও দেখছি।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
খায়রুল আহসান বলেছেন: আমার এই পোস্ট টা এতদিন পর এসে দেখার এবং এর উপর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
৮০|  ২০ শে মার্চ, ২০২০  ভোর ৫:৫১
২০ শে মার্চ, ২০২০  ভোর ৫:৫১
খায়রুল আহসান বলেছেন: নীল-দর্পন, নীলকথন, নীলনীলপরী, আকাশনীল, স্বপ্ন নীল, নীলপরি ইত্যাদির পরে এবারে আরেকটি নীল নীল নাম এ তালিকায় যুক্ত হলো - নীল বরফ।
৮১|  ২০ শে মার্চ, ২০২০  সকাল ৭:১৭
২০ শে মার্চ, ২০২০  সকাল ৭:১৭
কলাবাগান১ বলেছেন: 'লেখোয়াড়' নিক টা খুবই ইউনিক (লিখার খেলোয়াড়)
  ২০ শে মার্চ, ২০২০  সকাল ৯:৪৬
২০ শে মার্চ, ২০২০  সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, নামটা আসলেই অনন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮২|  ০৮ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:১৪
০৮ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:১৪
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।
এখানে অনেক গুলো নাম আছে যেগুলো সত্যিকারের নাম নিয়েই ব্লগিং করেন। +
  ০৯ ই অক্টোবর, ২০২১  রাত ১১:৫৩
০৯ ই অক্টোবর, ২০২১  রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: "এখানে অনেক গুলো নাম আছে যেগুলো সত্যিকারের নাম নিয়েই ব্লগিং করেন" - ঠিক বলেছেন।
৮৩|  ২০ শে জুন, ২০২৪  সকাল ৯:৪১
২০ শে জুন, ২০২৪  সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: @পদ্মপুকুর, "অনেকদিন পর দেখলাম আপনাকে" - তাও তো আমাকে দেখছেন, কিন্তু আপনাকে তো মোটেই দেখা যাচ্ছে না। আপনি কোথায় হারিয়ে গেলেন?
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
করুণাধারা বলেছেন: সুন্দর একটা বিষয়ে লিখেছেন, সেজন্য পোষ্টের শিরোনাম পড়েই ঠিক করেছিলাম লাইক দেব। এরপর পোস্ট পড়তে এসে দেখছি, আমার ভুল করে দেওয়া নামটিও আপনি অন্তর্ভুক্ত করেছেন! সেজন্য আর একটা লাইক দিতে চাচ্ছিলাম.............
যথেষ্ট কষ্ট করেছেন, কিন্তু ভালো একটা কাজ হয়েছে। অসংখ্য ধন্যবাদ।