নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রেমের পুকুরে সারাদিন পাঁতিহাসের মত ভেসে বেড়াই
ক্ষুধার্ত হলে যেখানে যে আধার পাই, তাই খুঁটে খুঁটে খাই।
গল্প, কবিতা কিংবা গানে, যখন যেখানে-
ভালবাসা বাঁধে বাসা দুটি হৃদয়ের মাঝখানে,
সেখানেই থেমে যাই। গল্পের কথা কান পেতে শুনি,
কবিতার ছন্দে ছন্দে আমার চিত্ত দোলে নিত্যানন্দে,
প্রেমের কাহিনী শুনে যাই, গানের সুরে নিজের সুর মেলাই।
কবিতা ও গানে প্রেমের অভিব্যক্তি আমাকে নিরন্তর টানে,
প্রেমের একটি গল্পের কথা গাঁথা থেকে যায় বহু দিন মনে।
দিনের পর দিন চারিদিকে বাজতে থাকে প্রেমের ললিত বাণী,
মিথ্যে হলেও আমি মন দিয়ে শুনি প্রেমের সেসব কল্পকাহিনী।
গল্প, কবিতা কিংবা গানে, দুটি সুরভিত হৃদয় কাননে,
যখনই প্রেম হাসে ফুলের মত, বাতাসের ঢেউ এ দুলে দুলে,
তখনই আমি স্তব্ধ হয়ে শুনি তাদের গল্প কবিতা আর গানের কথা,
কন্ঠ মেলাই সে গানের সুরে; থাক তাতে আনন্দ, থাক তাতে ব্যথা।
ঢাকা
২৯ অক্টোবর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ, চাঁদগাজী। আপনার উপলব্ধির কথা জেনে ভাল লাগলো।
ভাল থাকুন, শুভেচ্ছা----
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
হাবিব বলেছেন:
প্রেমের চোখ একজন আশেক বা মাশেকের চোখে তাকিয়ে
যুদ্ধও জয় করতে পারে।
প্রেম মানুষকে শক্তিশালী করে।
কর্মে প্রেরণা যোগায়।
ক্লান্তিতে এক ঢোক জল কিংবা
মরুভূমিতে একপশলা বৃষ্টিতে
বেদুঈন যে রকম তৃপ্তি পায়,
প্রেয়সীর দেখা পাওয়া তার চেয়ে অধিক তৃপ্তিকর!!
তবু খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় কেন?
প্রেমের সামনেও কি চাঁদকে ঝলসানো রুটি মনে হয়?
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: কবি সুকান্ত এর কবিতায় কথাটি ছিল এ রকমঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। "খোদার রাজ্যে" নয়।
প্রেমের সামনে পেছনে সবখানেই চাঁদকে স্নিগ্ধতার উৎস বলে মনে হয়। কেউ কেউ চাঁদকে কারো কারো মুখ ভেবে নেয়, সেটা তাদের ব্যাপার।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: " কবিতা গানে প্রেমের অভিব্যক্তি আমাকে নিরন্তর টানে। "
সে অভিব্যক্তিতে সারা দিয়ে আমিও দুলি ছন্দের তালে তালে। কবিতায় প্লাস++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সাহিত্য প্রেমেরই বহিঃপ্রকাশ......
ভালোবাসা আসলেই মনটা নেচে ওঠে......
তখনই রচিত হয় প্রেমগাঁথা.....
ভালোবাসলে জগৎ থেমে যায়......
প্রিয়জনের কথা মুহুর্মুহু মনে পড়ে......
তাই তো লেখা হয় গান,কবিতা,গল্প.....
সাহিত্য ও ভালোবাসার মেলবন্ধনের এ কবিতায় মুগ্ধতার ছোঁয়া দিলাম.....
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন। ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর, সত্যি অনেক আবেগ আর মায়া।
এতো মায়া/এতো আবেগ কবিতাটাকে প্রানবন্ত করে তুলেছে।
সহজ সরল ভাষা। দারুন আবেগময়।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: এতো মায়া/এতো আবেগ কবিতাটাকে প্রানবন্ত করে তুলেছে - অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য এবং পড়ে এমন সুন্দর একটা মন্তব্য করার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল ভাইয়া।
চাঁদগাজী ভাইয়ের মন্তব্যেটিও অনেক সুন্দর।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
হ্যাঁ, প্রথম মন্তব্যেই ব্লগার চাঁদগাজী সাহেব কবিতা সম্পর্কে তাঁর একটি অনিন্দ্যসুন্দর উপলব্ধির কথা আমাদের সাথে শেয়ার করে গেছেন।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সনেট কবি বলেছেন: সুন্দর+
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন!
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
গল্প, কবিতা অথবা গান যে কোন ফরমেটে ভালোবাসা.....
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী, সেটাই বলতে চেয়েছি।
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা---
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: আর দুই দিন পর আপনার জন্মদিন।
আমি আজই আপনাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম।
শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে যাবার জন্য।
ভাল থাকুন, সুভকামনা রইলো...
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
মুক্তা নীল বলেছেন: সম্পূর্ন এক অন্য রকম একটা মায়াভরা প্রেমসহ পরিপূর্ণ সাথক জীবনের কবিতা। অনেক সন্দর কবিতা লিখেছেন।
১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা রইলো...
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিটি কবি’র আত্নার শান্তি হল,শব্দ সৃষ্টির মাঝে।
কবিতায় প্লাস++
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: প্রতিটি কবি’র আত্নার শান্তি হল,শব্দ সৃষ্টির মাঝে - ঠিক বলেছেন, ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২
ভ্রমরের ডানা বলেছেন: প্রেম বিশুদ্ধ এক মায়াজাল, যত গহিন গভীরতা তত ঘন নীল! জন্মদিনের শুভেচ্ছা সুপ্রিয় কবি!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: যত গহিন গভীরতা তত ঘন নীল! - খুব সুন্দর বলেছেন কথাটা! মন্তব্যটা পড়ে আপনার আমাকে ঘন নীল হতে দাও দিগন্বিতা... কবিতাটির কথা মনে পড়ে গেল!
জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
জাহিদ অনিক বলেছেন:
ক্ষুধার্ত হলে খুঁটে খুঁটে খাই হাঁসের মত; খুবই চমৎকার একটি অভিব্যক্তি।
ভালোবাসার কাব্যে ভালোবাসা জানবেন প্রিয় কবি।
শুভ অপরাহ্ন।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ প্রশংসাটুকুর জন্য। ভালোবাসার কাব্যে ভালোবাসার শুভেচ্ছাবাণী পেয়ে প্রীত হ'লাম।
প্লাসেও অশেষ অনুপ্রাণিত।
শুভকামনা---
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
প্রেম ও ভালোবাসা মানুষকে অন্য একজন মানুষের কাছে অনেক বড় করে তোলে; সারা পৃথিবী এসে থেমে যায় একজনের মাঝে: সব ভাবনা, সব কল্পনা, সব অনুধাবন এক কেন্দ্র বিন্দুতে এসে মিলিয় হয়, সে এক অপুর্ব অনুভুতির জগৎ