|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জোয়ারে প্রাণ হাসে,
দু’কূল জলে ভাসে।  
ভাটায় পড়ে থাকে
পদচিহ্ন পাঁকে পাঁকে। 
অথৈ জলের প্রবল ঘূর্ণি 
ডুবিয়ে যায় সবকিছু চূর্ণি।
এক সময় সেও শান্ত হয়
শুধু ভাঙা পাঁজর পড়ে রয়।  
সময়ের স্রোত বহমান
জোয়ারের ন্যায় আগুয়ান।  
তীরে আছড়ে পড়া ঊর্মি
ফিরে যায় কার ডাক শুনি?
 
ঢাকা
০৬ জুন ২০১৯
 ২৪ টি
    	২৪ টি    	 +১০/-০
    	+১০/-০  ০৭ ই জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৯
০৭ ই জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: সবকিছুতেই একটি সংহতি - এটা দেখার চোখ সবার থাকে না। আপনাকে ধন্যবাদ, আপনি দেখেছেন, এবং বলেছেন।
২|  ০৭ ই জুন, ২০১৯  বিকাল ৪:১৯
০৭ ই জুন, ২০১৯  বিকাল ৪:১৯
নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ছন্দটা ভালো লাগলো । 
++ 
শুভকামনা
  ০৮ ই জুন, ২০১৯  সকাল ৭:৩০
০৮ ই জুন, ২০১৯  সকাল ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রেরণা দিয়ে গেলেন। অনেক, অনেক ধন্যবাদ। 
ভাল থাকুন, শুভকামনা......
৩|  ০৭ ই জুন, ২০১৯  বিকাল ৫:৩০
০৭ ই জুন, ২০১৯  বিকাল ৫:৩০
মেঘ প্রিয় বালক বলেছেন: দক্ষ কবি। কবিতায় মুগ্ধ হলাম।
  ০৮ ই জুন, ২০১৯  সকাল ৯:০৩
০৮ ই জুন, ২০১৯  সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। 
ভাল থাকুন, শুভকামনা....
৪|  ০৭ ই জুন, ২০১৯  বিকাল ৫:৫০
০৭ ই জুন, ২০১৯  বিকাল ৫:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগলো অনেক
  ০৮ ই জুন, ২০১৯  সকাল ১০:১৪
০৮ ই জুন, ২০১৯  সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: নেক ধন্যবাদ আপনাকে, ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্যে। 
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। শুভেচ্ছা....
৫|  ০৭ ই জুন, ২০১৯  রাত ৮:৫৩
০৭ ই জুন, ২০১৯  রাত ৮:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: সহজ সরল ও সুন্দর। ++
পোষ্টে তৃতীয় লাইক। 
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
  ০৮ ই জুন, ২০১৯  বিকাল ৪:২১
০৮ ই জুন, ২০১৯  বিকাল ৪:২১
খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক প্রশংসা এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
অনেক ধন্যবাদ এবং শুভকামনা....
৬|  ০৭ ই জুন, ২০১৯  রাত ১০:২৮
০৭ ই জুন, ২০১৯  রাত ১০:২৮
ল বলেছেন: ফিরে যায় কার ডাক শুনি ---
কায়াহীন-মায়াহীন ভালোবাসা --
বিস্ময়ের নাই কোন সীমা--
সেই কায়ার খোঁজেই!
সুনীলের বহু গভীরে অবিরাম ছুটে যাওয়া-
অজ্ঞাত পরিচয় হীন স্রোতে চলে পার্থিব লীলা-
খেয়ালী ক্ষনিকের সুখ মাঝেই গােলকধাঁধা
অশরীরী জলছাপ বুকের অলিন্দে রয় বাঁধা।
বুকের গহীনে লালান করে পার্থিব স্বপ্ন,
কল্পনার আকাশে নিয়ে হতাশার শব । 
ভীত-শংকিত করতলে বর্ম বাঁধি,
জীবন নদী বহে নিরবধি। -----------
  ০৮ ই জুন, ২০১৯  রাত ৮:১০
০৮ ই জুন, ২০১৯  রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ সুন্দর লিখেছেন তো! 
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৭|  ০৮ ই জুন, ২০১৯  রাত ১২:১১
০৮ ই জুন, ২০১৯  রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর। অত্যন্ত মনোমুগ্ধকর।
  ০৮ ই জুন, ২০১৯  রাত ৯:২৫
০৮ ই জুন, ২০১৯  রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ!
৮|  ০৯ ই জুন, ২০১৯  রাত ১২:১৮
০৯ ই জুন, ২০১৯  রাত ১২:১৮
সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর। +।
  ০৯ ই জুন, ২০১৯  সকাল ৮:১৩
০৯ ই জুন, ২০১৯  সকাল ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর appreciation! 
অনেক ধন্যবাদ। +
৯|  ০৯ ই জুন, ২০১৯  সকাল ৯:২৩
০৯ ই জুন, ২০১৯  সকাল ৯:২৩
নজসু বলেছেন: 
ছন্দের  লুকোচুরিতে জীবন নামক গল্পের প্রতিচ্ছবি পেলাম যেন। 
জীবনটা এমনই। 
  ০৯ ই জুন, ২০১৯  দুপুর ২:৫৭
০৯ ই জুন, ২০১৯  দুপুর ২:৫৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
১০|  ০৯ ই জুন, ২০১৯  বিকাল ৫:০২
০৯ ই জুন, ২০১৯  বিকাল ৫:০২
করুণাধারা বলেছেন: কবিতা ছোট, কিন্তু ভাবের গভীরতা অনেক। কয়েকবার পড়লাম।
+++++
  ০৯ ই জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৮
০৯ ই জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ, করুণাধারা। আপনার ছোট ছোট মন্তব্যগুলোতেও লেখকদের জন্য অনেক অনেক প্রেরণা লুকিয়ে থাকে। 
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। 
শুভকামনা....
১১|  ১০ ই জুন, ২০১৯  সকাল ১১:১৩
১০ ই জুন, ২০১৯  সকাল ১১:১৩
জুন বলেছেন: ছন্দের ঢেউয়ে ঢেউয়ে জীবনের কথা বলেছেন নিপুণ দক্ষতায়। কবিতায় ভালোলাগা থাকলো খায়রুল আহসান। ভালো থাকবেন।  
+       
সহ ব্লগার চাঁদগাজীর মন্তব্যে ভালোলাগা রইলো।
  ১০ ই জুন, ২০১৯  দুপুর ১২:৩২
১০ ই জুন, ২০১৯  দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম, জুন।
শুভকামনা.... 
সহ ব্লগার চাঁদগাজী'র মন্তব্যটা আমারও ভাল লেগেছে। +
১২|  ২৬ শে জুন, ২০১৯  ভোর ৪:১৬
২৬ শে জুন, ২০১৯  ভোর ৪:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো স্যার কবিতার ছন্দময় কথামালা।
সাগরের ঢেউ শান্ত হলেও মনের অস্থিরতার ঘটেনা সমাপ্তি, অতৃপ্ত বাসনায় তৃষ্ণার্ত মনের মিলেনা কোথাও প্রাপ্তি। 
শুভ সকাল
  ২৬ শে জুন, ২০১৯  সকাল ৭:২৭
২৬ শে জুন, ২০১৯  সকাল ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরে এসে আপনি আমার এ কবিতাটা পড়ে একটা সুন্দর মন্তব্য করে গেলেন, প্লাস দিয়ে গেলেন, এজন্য অশেষ ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা....
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৯  বিকাল ৪:১৩
০৭ ই জুন, ২০১৯  বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
প্রাণী জগতের জীবনচক্র, প্রকৃতির ঋতুচক্র, সাগরের জোয়ার, মানুষের জীবন, সবকিছুতে একটি শুরু, পুর্ণতা ও শেষে সমাপ্তি, একই নয়ম মেনেই চলছে, সবকিছুতেই একটি সংহতি