নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জানালার গ্রিল ধরে একটু দাঁড়াই,
তোমাকে দেখার জন্য, অপরূপা!
মাত্র চার ইঞ্চির ব্যবধান গলিয়ে
মুগ্ধ দৃষ্টি মেলে শুধু দাঁড়িয়ে থাকি,
কখনো হয়না তেমন কোন কথা!
ভূলোকে আমি, দ্যুলোকে তুমি,
অপলকে দেখে থাকি তোমার রূপ,
আমি আছি গৃহকোণে তুমি অনন্তে,
বিহ্বল আমি, তুমি নির্বাক, নিশ্চুপ!
কখনো তুমি নীলাম্বরী,
কখনো শুভ্রবসনা।
কখনো কালো ছায়ায় আবৃত তুমি,
বক্ষে বয়ে বেড়াও বৃষ্টির জলকণা।
যেভাবেই থাকো, তুমি অনন্যা।
তোমাকে একটুখানি দেখার জন্য
আমি হয়ে রই আনমনা।
ঢাকা
২৪ জুলাই ২০১৯
(গতকাল সন্ধ্যায় এবং প্রায় মধ্যরাতে আকাশটাকে ভাল লেগেছিল। ছবি তোলার সময়ঃ সন্ধ্যা ৬:৫৫ এবং রাত ১১:৩৪। প্রায় প্রতি রাতে শোয়ার আগে একবার আকাশটাকে দেখে নেই। আকাশ আমায় যখন তখন হাতছানি দেয়।)
সন্ধ্যা ৬ঃ৫৫ এর আকাশ, ২৩ জুলাই ২০১৯
রাত ১১ঃ৩৪ এর আকাশ, ২৩ জুলাই ২০১৯
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ, কাজী ফাতেমা ছবি।
আপনার ছবি-কবিতাও খুব সুন্দর হয়ে থাকে।
ভাল থাকুন, শুভকামনা....
২| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশ প্রেমীর প্রেম নৈবদ্যে মুগ্ধতা!
ভাল লাগলো প্রিয় সিনিয়র
+++
২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটাতেও অনেক মুগ্ধতা প্রকাশ করছি। অনেক, অনেক ধন্যবাদ ও শুভকামনা---
৩| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮
রাকিব আর পি এম সি বলেছেন: দারুন হয়েছে কবিতাটি। সন্ধ্যার আকাশটিও বুঝি প্রেমে পড়েছিল! অসম্ভব সুন্দর দেখাচ্ছে
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং আকাশের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৪| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর।
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩০
খায়রুল আহসান বলেছেন: এমন উচ্চমানের প্রশংসা পাওয়ায় আপ্লুত এবং অনুপ্রাণিত।
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
৫| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২২
ইসিয়াক বলেছেন: প্রিয় প্রিয় প্রিয়
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯
খায়রুল আহসান বলেছেন: এই তিন প্রিয় এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা....
৬| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০২
তারেক ফাহিম বলেছেন: ছবি কবিতা দুটোই অনেক সুন্দর হয়েছে, শ্রদ্ধেয়।
২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এমন উৎসাহব্যঞ্জক এবং প্রেরণাদায়ক মূল্যায়নের জন্য।
শুভকামনা---
৭| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা!
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
৮| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৫
ক্লে ডল বলেছেন: দ্বিতীয় ছবিটি বেশি ভাল লেগেছে। মেঘে মেঘে একেবারে মেঘ অরণ্য!! সেই সুন্দরের অরণ্যে হারিয়ে যাওয়া এক পথিকের কথা শুনলাম যেন কবিতায়!!
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: মেঘে মেঘে একেবারে মেঘ অরণ্য!! সেই সুন্দরের অরণ্যে হারিয়ে যাওয়া এক পথিকের কথা শুনলাম যেন কবিতায়!! - চমৎকার এ কাব্যিক মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
৯| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আহা জীবনটা যদি সত্যি সত্যি কবিতার মতো হতো ছন্দে ছন্দে - আহারে
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: আহা জীবনটা যদি সত্যি সত্যি কবিতার মতো হতো ছন্দে ছন্দে - আহারে - কবিতা ও ছন্দের প্রতি আপনার এ অনুরাগ সত্যিই খুব ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা ....
১০| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১০
নজসু বলেছেন:
কবিতা মানেই আমার কাছে মনের গভীরে লুকিয়ে থাকা কি যেন।
যে কোন কবিতাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে নেই।
আমার অতীত, বর্তমান আর ভবিষ্যতের ছায়া খুঁজি।
আপনার আজকে কবিতা একবার পাঠ করে পাদটীকা পড়লাম।
আবার ফিরে গেলাম কবিতায়। আরেকবার পাঠ করলাম।
এবার তো নতুন স্বাদ পেলাম।
আকাশের যে কোন রূপ আমাকে চঞ্চল করে তোলে।
অন্ধকারের এমন রাতের আকাশ খুব কমই দেখেছি আমি।
ভালো লাগায়, চঞ্চলতায় পোষ্টটি তাই প্রিয়তে নিয়ে গেলাম।
ভালো থাকবেন।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: অন্ধকারের এমন রাতের আকাশ খুব কমই দেখেছি আমি।
ভালো লাগায়, চঞ্চলতায় পোষ্টটি তাই প্রিয়তে নিয়ে গেলাম - অনেক ধন্যবাদ, এমন সুন্দর করে কথাগুলো বলার জন্য। পোস্টে প্লাসের জন্য এবং পোস্টকে "প্রিয়" তে তুলে নেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা!
১১| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৬ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১২| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
নীজকে পৃথিবীর সেরা সৌভাগ্যমান
মনে করতাম হতে পারলে এমন আনমনা
তাহলেই কেবল বের হতে পারতো এমন
সুন্দর সুন্দর সুন্দর মনমাতানো কাব্যকনা।
অনেক শুভেচ্ছা রইল
২৬ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার চারটি চরণে বেশ একটা কাব্য রচনা করে গেলেন! অনেক ধন্যবাদ, এমন প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
প্লাসে অনুপ্রাণিত!
১৩| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:১০
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আল্লাহ রাব্বুল আলামীনের সৃস্ট সব কিছুই সুন্দর আর এতে মুগ্ধ আমাদের হতেই হবে!
আমাদের চারপাশে সব কিছুই শুধুই সৃষ্টি করার হয়েছে আমাদের জন্য। যেন আমরা তার মহিমা এবং
তার করুনা উপলব্ধি করতে পারি এবং তার গুনের প্রশংসা করতে পারি। তার যেকোন কিছুর প্রশংসা করার তার
কাছে কৃতজ্ঞতা জানান। যাদের হৃদয়ে আল্লাহর জন্য ভালবাসা আছে তারাই এই
সৃস্টি রহস্যের এইসব অপার সৌন্দর্য অনুভব করতে পারেন।
আপনার কবিতা পড়ে যা মনে আসল তাই লিখে দিলাম।
কবিতা ভাল লেগেছে তবে তার চাইতেও ভাল লেগেছে আপনার অনুভূতি!
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬
খায়রুল আহসান বলেছেন: কাছে কৃতজ্ঞতা জানান। যাদের হৃদয়ে আল্লাহর জন্য ভালবাসা আছে তারাই এই সৃস্টি রহস্যের এইসব অপার সৌন্দর্য অনুভব করতে পারেন - ধন্যবাদ, এ কথাগুলোর জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১৪| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লিখেছেন স্যার কবিতাটি।
মনে হলো প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দিয়ে হৃদয়ের অভিব্যক্তিটি প্রস্ফুটিত করেছেন। ++
কবিতায় নবম লাইক।
শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।
২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২১
খায়রুল আহসান বলেছেন: মনে হলো প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দিয়ে হৃদয়ের অভিব্যক্তিটি প্রস্ফুটিত করেছেন - চমৎকার এ মূল্যায়নে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....
১৫| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: কবিতাটা রেকবার পড়তে এলাম। পড়লাম। এখন ঘুমাতে যাবো। শুভ রাত্রী।
২৬ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আরেকবার পড়ে যাবার জন্য ধন্যবাদ।
শুভরাত্রি!
১৬| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৪
আখেনাটেন বলেছেন: কখনো তুমি নীলাম্বরী,
কখনো শুভ্রবসনা।
কখনো কালো ছায়ায় আবৃত তুমি,
বক্ষে বয়ে বেড়াও বৃষ্টির জলকণা। --- চমৎকার প্রকাশ। মুগ্ধ জাগানিয়া।
২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৭| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১:০৩
ল বলেছেন: [si]কখনো তুমি নীলাম্বরী, কখনো শুভ্রবসনা।
..................................ভালো লাগা যত
২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: ভালো লাগা যত - অনেক ধন্যবাদ। কবিতা থেকে উদ্ধৃতি দেয়ায় প্রীত হ'লাম।
১৮| ২৬ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনায় ও কথামালায় প্রকৃতি প্রাণ পেয়েছে, জীবন্ত হয়ে উঠেছে, বিশাল এক অনুভবতা
২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আমার এ লেখাটা পড়ে এতটা উদার প্রশংসা করে যাবার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত। +
১৯| ২৬ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৩৪
ঢাকার লোক বলেছেন: খুব সুন্দর হয়েছে! মুগ্ধ হলাম পড়ে।
ভাল থাকুন, সুস্থ থাকুন ।
২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩
খায়রুল আহসান বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। +
২০| ২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৮
মিথী_মারজান বলেছেন: আকাশকে ঠিক যেন প্রিয়তমার মতন করে পার্সোনিফাই করেছেন।
ছবি এবং কবিতা দুটোতেই মুগ্ধ হয়েছি।
২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১
খায়রুল আহসান বলেছেন: আকাশকে ঠিক যেন প্রিয়তমার মতন করে পার্সোনিফাই করেছেন - চমৎকার মন্তব্য। প্রীত হ'লাম।
ছবি এবং কবিতা দুটোতেই মুগ্ধ হয়েছি - আমিও মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। +
ধন্যবাদ ও শুভেচ্ছা...
২১| ২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৮
মিথী_মারজান বলেছেন: আকাশকে ঠিক যেন প্রিয়তমার মতন করে পার্সোনিফাই করেছেন।
ছবি এবং কবিতা দুটোতেই মুগ্ধ হয়েছি।
২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২২| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:১২
সোহানী বলেছেন: কবিতায় মুগ্ধতা আর আকাশ প্রেমে ভালোলাগা।
২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: আকাশ প্রেমে ভালোলাগা - বাহ, বেশ তো বলেছেন! আমারও ভাল লাগলো এ ছোট্ট কথাটা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
২৩| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
আকাশ তো নির্বাক-নিশ্চুপ নয়, সে যে কথা কয় চোখে চোখে-কানে কানে। তেমন চোখ আছে যে-জনার, আকাশ সে চোখে রংধনু রং আঁকে। তেমন কান আছে যার, সে কানে আকাশের অব্যক্ত কান্নার সুরও বেজে যায় যখন আকাশের বুকে জমে ওঠে অশ্রুজল কণা!
এক মোহিনীর হাতছানিতে তাকে যেভাবে ক্যামেরার বুকে টেনে নিলেন তা নিশীথের মতোই ঘোর লাগানো চমৎকার।
আকাশকে ভালোলাগার এমন মনখানা চিরকাল আকাশের মতোই অবারিত থাকুক............
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: তেমন চোখ আছে যে-জনার, আকাশ সে চোখে রংধনু রং আঁকে - কি সুন্দর করে কথাটা বলেছেন, আহমেদ জী এস!
আজ সকাল সকাল আপনার এ চমৎকার, কাব্যিক মন্তব্যটা পড়েই আমার দিন শুরু হয়েছিল, যদিও প্রতিমন্তব্য করতে একটু দেরীই হয়ে গেল।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভকামনা....
২৪| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর। ভালো লাগল।
+।
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন ভাইয়া
শুভেচ্ছা সতত