নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আকাশনামা

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

আকাশ আমায় হাতছানি দেয় যখন তখন
সকাল দুপুর বিকেল রাতে খেয়াল মতন।
আষাঢ় শ্রাবণ বোশেখ আঘন পৌষ ভাদরে
সব মাসেতেই ডাক দিয়ে যায় কত আদরে!

ঘরে বাইরে সব ঋতুতেই আকাশ দেখি,
একেক সময় একেক সাজে থাকে মাতি।
তার বহুরূপী সাজ পোষাকের নানান বাহার
নীল সাদা আর হলদে কালোর কি সমাহার!

হাসিখুশী আকাশটাকেই দেখায় ভালো
দলছুট সব মেঘের পেঁজা ছড়ায় আলো।
তবে কালো মেঘের ভারে সে হয় গোমরামুখী,
আর সুযোগ পেলেই কান্না ঝরায় জনমদুঃখী।

ঢাকা
৩১ জুলাই ২০১৯


এপার ওপার - আমার গৃহকোণ থেকে তোলা


থাইল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট থেকে দেখা আকাশ - নভেম্বর, ২০১৭


অস্তাচলের বিষণ্ণতা - রংপুরের আকাশ, অগাস্ট-২০১৬


শরতের শুভ্র নীলাম্বরে, মন মোর যায় যে উড়ে...


ইচ্ছে করে মেঘ বিছানো শয্যাটিতে শুয়েই পড়ি! ০৩ সেপ্টেম্বর-২০১৭ এ তোলা ছবি।


চাংগি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রাক্কালে সিঙ্গাপুরের আকাশে সূর্য, মেঘ আর প্লেনের লুকোচুরি খেলা। ০৩ সেপ্টেম্বর-২০১৭ এ অপরাহ্ন ৬টা ৩০ মিঃ এ তোলা ছবি।


ফুকেট, থাইল্যান্ডের জল ও আকাশ - ০৫ নভেম্বর ২০১৭ তারিখে তোলা ছবি।


কোন এক সূর্যাস্ত- স্থান কাল মনে নেই! গুডবাই, সূয্যিমামা!!!!


কোন সুদূরে, যাই হারিয়ে!!! কি জানি- কবে, কোথায়!


কাশ্মীরের ডাল হ্রদের উপরে জলবতী মেঘ, ঝরার অপেক্ষায়... ০২ মে ২০১৯ তারিখ অপরাহ্ন ৬টা ১০ মিঃ এ তোলা ছবি।


এ ছবিটা কোথায় তুলেছিলাম, তা এখন আর মনে করতে পারছি না। তবে মনে হয়, খুব সম্ভবতঃ থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে।


ভুটানের আকাশ- মে ২০১৭


আমার ব্যালকনি থেকে দেখা ভোরের আকাশ। তবে এটা শ্রাবণের আকাশ বলে অনেকের ভ্রম হলেও, এটা ছিল চৈত্রের আকাশ। ছবিটি তোলা হয়েছিল গত ৩১ মার্চ ২০১৮ তারিখে, ভোর ৬টা ৪৫ মিনিটে।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

আদুরে আদুরে আকাশ নামাতে মুগ্ধতা।
বাস্তবে যেন অভিমানী কোন রূপসী। কখনো তার রূপের ঝংকার আবার কখনো তার গোমরা মুখো অভিমানী রূপের চমৎকার ছবি এঁকেছেন।
পোস্টে প্রথম লাইক।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০০

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাস এবং প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আদুরে আদুরে আকাশ নামাতে মুগ্ধতা - এমন আদুরে মন্তব্য পেয়ে প্রীত হ'লাম।
শুভকামনা...

২| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আমিও আকাশ ভালোবাসি
আকাশ নিয়ে হাজারখানে লেখা অলরেডি হয়ে গেছে মনে হয়। রোজই আকাশের ছবি তুলি

খুব সুন্দর পোস্ট শ্রদ্ধেয়

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৬

খায়রুল আহসান বলেছেন: আমি জানি আপনিও আকাশ ভালবাসেন, আকাশের ছবি তোলেন।
রোজই আকাশের ছবি তুলি - আমার এ পোস্টেই মন্তব্যের ঘরে একটা আকাশের ছবি দিয়ে দেন!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: আকাশ দেখে কখনো মন ভালো হয়, কখনো মন হয় ভারাক্রান্ত। শত সহস্র বছর ধরে এই আকাশপানে চেয়ে থাকা এটিই মানুষ হয়ে জন্মবার স্বার্থকতা।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: খুবই একটি ঠিক কথা বলেছেন আপনি - আকাশ দেখে কখনো মন ভালো হয়, কখনো মন হয় ভারাক্রান্ত। এখন শ্রাবণ মাস, এখন আকাশটা যখন তখন কালো মেঘে ছেয়ে যায়। আর বর্ষার মেঘ যে মানব মনে কী প্রভাব ফেলে, তা তো মুনী ঋষিগণ বহুকাল আগেই বলে গেছেন। আর কিছুদিন পরে আসবে শরৎ কাল। শরতের শ্বেত শুভ্র নীলাকাশ আর কাশফুল বিষণ্ণ মানুষের মন ভাল করে দেয়। হেমন্তের স্বচ্ছ আকাশে বাতাসে থাকে পাকা ধানের গন্ধ, কৃষকের মুখে থাকে সরল হাসি। সব মিলিয়ে বলা যায়, আকাশ আর মানুষের মন যেন এক নিবিড় বন্ধনে আবদ্ধ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৪| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ বড় ভাই, প্রথমে ভাবছিলাম একটা ছবি আর বাকিটা কবিতা, নিচে এসে দেখলাম অনেক অনেক ছবির কবিতা.......ভালোলাগা জানিয়ে গেলাম।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা ও ছবির প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো।
আপনার নষ্ট হওয়া হার্ড ডিস্ক থেকে হারিয়ে যাওয়া ছবিগুলোকে কি উদ্ধার করতে পেরেছেন?

৫| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


আকাশের দিকে তাকালে, মনটা আকাশের মতোই উদার হয়ে যায়

৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: আকাশের দিকে তাকালে, মনটা আকাশের মতোই উদার হয়ে যায় - ঠিকই বলেছেন, আর তাই তো আপনার মত কবিও বলিয়াছেনঃ আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে!

৬| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

ছবি গুলো চমৎকার।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও আমার জন্য মনোমুগ্ধকর। +
অনেক ধন্যবাদ।

৭| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কাছে নীল কেবল বেদনার রঙ নয় আকাশের বিশালতারও বটে। এটিই বোধহয় আমাদের সার্বক্ষনিক ছাঁদ। এই আকাশই আমাদের আগলে রাখে তার মেঘের ছায়ায়।

কবিতা ও ছবিতে আকাশটা চমৎকারভাবে তুলে ধরেছেন। দেশে এখন বর্ষাকাল।এসময় আকাশের সৌন্দর্য সূক্ষ্মভাবে ফুটে ওঠে।

কবিতা ছবিতে বর্ষার রিমঝিম শব্দ তোলা ভালোলাগা ...

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: এটিই বোধহয় আমাদের সার্বক্ষনিক ছাঁদ - হ্যাঁ, ঠিক তাই।
সুন্দর মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৩:৩৫

নিশাচর ভবঘুরে বলেছেন: আকাশ দেখা শুভ হোক

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার ব্লগে সুস্বাগতম!

৯| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন:
প্রকৃতি বিশালতায় এলোমেলো যত সাজ
আকাশ ও মেঘমালার অপরূপ কারুকাজ।।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: বাহ বাহ, বলেছেন কি চমৎকার,
অল্প কথায় টেনেছেন উপসংহার! :)

১০| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে ভাইয়া আমার আকাশগুলো
১।


২।


৩।


০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর আকাশ, আর আনুষঙ্গিক দৃশ্যগুলো।
অনেক ধন্যবাদ।

১১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৬

তারেক ফাহিম বলেছেন: রাতের জোৎস্না আকাশ বেশ উপভোগ্য হয়।

পোষ্টে + + শ্রদ্ধেয়।

ছবিগুলো অনেক চমৎকার

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো অনেক চমৎকার - অনেক ধন্যবাদ এ প্রশংসাটুকুর জন্য।
শুভকামনা...

১২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০০

জাহিদ অনিক বলেছেন:
আকাশের প্রতি কবিদের অনেক প্রকার এবং অনেক রঙ এর অনুভূতি থাকে--
কবি'র আকাশ পড়তে ভালো লাগছে।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: আকাশ মানুষকে ভাবতে শেখায়, উদার হতে শেখায়, মাঝে মাঝে বর্ণিল সাজে সেজে মানুষের মনে সুখানুভূতি সৃষ্টি করে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো....

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১:০৩

সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর।
+।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.