নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ভেসে চলেছি এ কোন ভেলায়, উদ্দেশ্যহীন,
মাঝে মাঝে দুর্নিবার, মাঝে মাঝে গতিহীন!
হঠাৎ হঠাৎ হুকুম আসে, ‘পেছনে তাকাও,
দেনা পাওনা যা কিছু আছে, মিটিয়ে দাও’।
তৈরী তো হতেই চাই, তবুও করি কালক্ষেপন
ওদের নিথর মুখ দেখে খুলে যায় মনের দর্পণ।
জানিনা, বেলাশেষের খেলা আর কতদিন বাকী,
জানিনা বলেই প্রস্তুতি নিতে সদা ব্যাকুল থাকি।
তোমরা, যাদেরকে মাঝে মাঝেই জানাই বিদায়,
ভাল থেকো, স্রষ্টার নিখাদ ভালবাসায়, মায়ায়।
আমরাও অনুগামী হবো, এ শুধু সময়ের ব্যাপার
প্রার্থনা, শান্তির হয় যেন আমাদের সবার ওপার।
ঢাকা
১০ আগস্ট ২০১৯
(একজন প্রয়াত জ্যেষ্ঠ্য সহকর্মীর নামাযে জানাযা থেকে ফিরে এসে, তার নিথর মুখচ্ছবি স্মরণ করে। একজন ভাল মানুষের প্রস্থান হলো, অনেকটা নীরবে)
১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: উচ্চ প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঈদ মুবারক!
২| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে্।
ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার অনেক ভালো লেগেছে্ জেনে প্রীত হ'লাম। আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
৩| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সবাই শ্রোতের অনুকুলেই ভেসে বেড়াই অনেকটা কচুরীপানার মতো, প্রতিকুলতায় লড়ে যাওয়ার সময় ও পারিপার্শ্বিক অবস্থা জীবনে খুব একটা বেশী পাই না, বাদবাকী জীবন সময়ের সাথে - সময়ের হাতে নিজেকে ছেড়ে দিই - কি করার আছে ? কিছুই না।।
১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার অনুভূতিগুলোর কথা এখানে বলে যাবার জন্য।
কি করার আছে ? কিছুই না - একমত।
প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
৪| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। তাঁরা চলে যাওয়া মানে পৃথিবী থেকে একটি বৃক্ষ চলে যাওয়া। আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে। আজ আমাদের ঈদ চলছে। ঈদ মোবারক।
১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: তাঁরা চলে যাওয়া মানে পৃথিবী থেকে একটি বৃক্ষ চলে যাওয়া - খুব সুন্দর বলেছেন কথাটা।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। আশাকরি, ঈদের দিনটা আপনার অনেক আনন্দে কেটেছে।
ভাল থাকুন, শুভকামনা....
৫| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জানিনা, বেলাশেষের খেলা আর কতদিন বাকী,
জানিনা বলেই প্রস্তুতি নিতে সদা ব্যাকুল থাকি।
........................................................................
বিশাল সমুদ্রে একটি পিপঁড়া যেমন ,
তেমনি আমাদের জীবন যাপন, সুতরাং
বেঁচে থাকার সময়টুকু হোক অর্থময়
............................................................................
১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৬
খায়রুল আহসান বলেছেন: বিশাল সমুদ্রে একটি পিপঁড়া যেমন ,
তেমনি আমাদের জীবন যাপন, সুতরাং
বেঁচে থাকার সময়টুকু হোক অর্থময় - বাহ, চমৎকার একটি কথা বলেছেন। তাই হোক!
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন, শুভকামনা...
৬| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
চলার পথের শেষ ঠিকানা, থেকে যাক অজানা
১৩ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯
খায়রুল আহসান বলেছেন: চলার পথের শেষ ঠিকানা, থেকে যাক অজানা - হৃদয়স্পর্শী মন্তব্য, অনেক ধন্যবাদ। +
৭| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২২
স্রাঞ্জি সে বলেছেন:
দুনিয়ায় কতশত পাপ করে বেড়ায়। স্রষ্টার মায়ার বন্ধনে কি থাকতে পারবো। জানিনা। আর জানিনা বলেই আমরা আজ দড়িছাড়া গরু বাছুরের মতো তিলি বিলি করে সময় শেষ করে দিচ্ছি।
১৩ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯
খায়রুল আহসান বলেছেন: স্রষ্টার মায়ার বন্ধনে কি থাকতে পারবো - স্রষ্টার মায়া অসীম, যেকোন মাপ জোখের সাধ্যাতীত। আস্থাবান হউন।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
৮| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। আমরাও ঐপথের পথিক!
বিদেহী আত্মাগুলা ভালো থাকুক....
১৩ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: আমরাও ঐপথের পথিক! - জ্বী, আমরা সবাই, এবং পথিকের কোন ক্রমিক নম্বর নেই!
৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪
আরোগ্য বলেছেন: উনার আত্মার মাগফিরাত কামনা করি।
কবিতায় অজস্র ভালোলাগা।
১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: আন্তরিক মন্তব্যে অভিভূত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!
১০| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২০
ইসিয়াক বলেছেন:
১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
১১| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন
১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: জ্বী আচ্ছা, ধন্যবাদ।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
১২| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০১
ডঃ এম এ আলী বলেছেন:
জেষ্ঠ সহকর্মীর শেষ যাত্রা
দেখার ব্যথিত অনুভুতির
ছন্দময় কাব্যিক প্রকাশ ,
মনে হল যেন
জীবনের শিহরণ শিখা
আস্তে আস্তে ভেঙে যায়
দিগন্তের উপরে ।
এই যাত্রা শেষে
জীবনের প্রান্ত বদল
হওয়ার সাথে সাথে
এ প্রান্তের সুকৃতির
কল্যানে পায় যেন
সে আরাদ্ধ প্রশান্তি।
আপনার নীরব কণ্ঠের
মুহূর্তটি অনন্ত হয়ে যায়,
কারো কারো যাত্রার
সে্ই মাহেন্দ্র ক্ষনটুকু
আবার হয় শুরু।
ঈদ শুভেচ্ছা রইল
১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে চমৎকার একটি কাব্যিক মন্তব্য এখানে রেখে যাবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্যটি একটি সুন্দর কবিতা হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
১৩| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৮
ল বলেছেন: কোন একটা শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেশতা এসে দপয় যাবার তাগিদ -
অপ্রস্তুত এলোমেলো এ গৃহে মেনে নেবো এ আমার ঈদ....
....আবার কবিতা পড়ে আল- মাহমুদের বিখ্যাত লাইনগুলো মনে পড়লো ।।
১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: প্রিয় কবি আল মাহমুদ এর কবিতার উদ্ধৃত লাইনগুলো একই সাথে মর্মস্পর্শী এবং প্রেরণাদায়ক। উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ।
১৪| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪
জাহিদ অনিক বলেছেন:
একটি চিরন্তন সত্য আবেগের কবিতা পড়লাম। মৃত্যু এমন এক ভবিতব্য, অবশ্যম্ভাবী শঙ্কা যা যেকোনো বয়সের মানুষকে ভাবাতে পারে, শূন্যতার মানে হারে হারে বুঝিয়ে দিতে পারে।
এই অবশ্যম্ভাবী বিষয় নিয়ে কবিতা কেবল পড়ি এই ভেবে, কেবল জানতে চাই ব্যক্তিভেদে মানুষের ভাবনা।
কবিতা ভালো লেগেছে। প্রিয় কবিকে ঈদের শুভেচ্ছা।
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: মৃত্যু এমন এক ভবিতব্য, অবশ্যম্ভাবী শঙ্কা যা যেকোনো বয়সের মানুষকে ভাবাতে পারে, শূন্যতার মানে হারে হারে বুঝিয়ে দিতে পারে - কবিতা পড়ে কবি'র ভাবনা নিয়ে ভেবেছেন, নিজের ভাবনাটাও জানিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম, প্লাস পেয়েও।
১৫| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উচ্চ প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঈদ মুবারক!
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা...
১৬| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: এভাবে উদ্দেশ্যহীন ভাসতে ভাসতে,
একদিন পৌঁছে যাব অপরাহ্ণের কোলে।
শেষের সেদিন নেই হয়তো খুব বাকি,
যাবার আগে শুধু শেষ পরিণতিতে স্মরি।
সহকর্মীর স্মরণিকা আমাদেরকে একবার শেষ পরিণতি ভাবতে বাধ্য করালো। ঠিকই তো মাঝে মাঝে আমরা বেমালুম ভুলে যায়।
আপনার সহকর্মীর মাগফিরাত কামনা করি।
ঈদুল আযহার শুভেচ্ছা নিয়েন স্যার।
২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে নিজস্ব ভাবনার কথা এখানে শেয়ার করে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!
১৭| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সত্যটাকে বারবার মনে রাখঅর তাগিদ দিয়েছে ইসলাম।
যাতে মানুষের মন অবাধ্য না হয়!
যাতে মানুষ অহংকারী না হয়
যাতে মানুষ নিজের পরিণতির ভেবে সুস্থ মানুস হতে পারে!
গভির অনুভূতিশীল মনের গভির অনুভবে ভাললাগা!
২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: গভির অনুভূতিশীল মনের গভির অনুভবে ভাললাগা - অনেক ধন্যবাদ, এমন একটি গভীর প্রশংসার জন্য।
প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা পড়ে একজন সহযোদ্ধার জন্য আপনার আবেগ ও ভালোবাসা উপলব্ধি করতে পারলাম।
বেলাশেষে একদিন আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
শুধু প্রার্থনা
শান্তির হয় যেন আমাদের সবার ওপার।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০১
খায়রুল আহসান বলেছেন: বেলাশেষে একদিন আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে - ধ্রুব সত্য, অলঙ্ঘনীয় পরিণতি প্রতিটি প্রাণীর জন্য।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভকামনা....
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: অসাধারন একটি কবিতা পড়লাম।