নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রত্যহের দিনলিপি

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৯

ঘর হতে পা বাড়ালেই দেখি,
দুপুরে, রাতে ভোরে কিংবা সাঁঝে-
চারিদিকে শুনশান নীরবতার মাঝে
ফ্র্যাঙ্কস্টন-ফ্লিন্ডার্স স্ট্রীট লাইন ধরে
ছুটছে মেট্রো রেল পিল-পিল করে।

পশ্চিমে নেপীয়ান হাইওয়ে,
কিংবা দক্ষিণে সাউথ রোড ধরে
সারি সারি গাড়ী, ট্রাক, লরী,
যুগল কিংবা একাকী কত পথচারী,
আপন গতিতে দিচ্ছে পথ পাড়ি।

যে যার মত ছুটছে নিজ কাজে-
চুপচাপ, কথা নেই!
ছুটে চলা মগ্ন কিছু সাইক্লিস্ট
মাথা ঢাকা হেলমেটের আড়ালে
ইয়ারফোনে কানে কানে গান শোনে।

এদের কাজের ধরণ দেখে
মনে পড়ে যায়,
নবকৃষ্ণ ভট্টাচার্যের
‘কাজের লোক’ এর কথা-
“মৌমাছি,মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই”।

এদের চলার গতি দেখে
মনে পড়ে যায়,
“পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি”।

চলার পথে হয় হাসি বিনিময়
প্রশ্ন করা নিষেধ, তা অজানা নয়।
রোলার স্কেটিং এ যারা
ছন্দে ছন্দে হেলে দুলে যায়,
তারাও বাই দিয়ে, হাসি দিয়ে যায়,
অবশ্য নিছক সৌজন্য ছাড়া
সে হাসির আর যেন নেই কোন দায়।


মেলবোর্নের হাঁটা পথে….
২২ জানুয়ারী ২০২০








[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/KA13/KA13-1579747689-bb8d00b_xlarge.jpg



মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ভাবে আবেগ ফুটিয়ে তুলেছেন কবিতায়।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেকদিন পর আপনার কবিতা পেলাম। অনেক ভালো লাগলো। সেইসাথে মেলবোর্নের রাস্তা , সাইকেল আরোহী। সর্বোপরি আপনার প্রত্যহের দিন লিপি।
ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আমার এই দিনলিপি নির্ভর কবিতাটি পড়ার জন্য।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনেকদিন পর আমি আজ একটা কবিতা পোস্ট করলাম। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

জাহিদ অনিক বলেছেন: প্রত্যেকটা শহরের রাস্তা, হাঁটাপথ, লোকজন, নাগরিক--- আশপাশের অবস্থা শব্দ ও ভাবনার ঢিবি।
কবিতায় তারই প্রকাশ।

রাস্তা, মেট্রো আর সাইকেলআরোহী, ছবিগুলো সুন্দর লাগছে দেখতে।
সুন্দর আর ঝলমলে হোক আপনার মেলবোর্নের প্রত্যেকটা দিন। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর আর ঝলমলে হোক আপনার মেলবোর্নের প্রত্যেকটা দিন - এমন সুন্দর আর ঝলমলে একটি মন্তব্যের জন্য আপনিও ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন! :)
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে। +

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

এম ডি মুসা বলেছেন: চমত্কার । ভালো লাগল ভাই

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন, আমার ব্লগে আপনাকে সুস্বাগতম!
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনিও বুঝি আমার কোন পোস্টে এই প্রথম এলেন, আমার ব্লগে আপনাকে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা এবং ছবি ।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
অনেকদিন পরে আমার কোন পোস্টে এলেন। ভাল আছেন তো?

৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
কবিতায় মাত্র তিনজন প্লাসদাতার মধ্যে আপনি একজন, এ জন্যেও অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

করুণাধারা বলেছেন: মেলবোর্নের মানুষের নানাভাবে ছুটে চলার সুন্দর ছবি কবিতায় সুন্দর ফুটিয়ে তুলেছেন।

ছবিগুলোও ভালো হয়েছে। প্রথম ছবিতে বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে; অনেক উঁচু কোন জায়গা থেকে তুলেছিলেন? তেমন উঁচু কোন বাড়ি কিন্তু দেখা যাচ্ছে না।

মেট্রো রেল চাক্ষুষ দেখার সুযোগ হয় নি। তাই আপনার ছবিতে দেখতে পেয়ে ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক উঁচু কোন জায়গা থেকে তুলেছিলেন? তেমন উঁচু কোন বাড়ি কিন্তু দেখা যাচ্ছে না - হ্যাঁ, ছবিটা আমি একটি বিল্ডিং এর ষষ্ঠ তলা থেকে তুলেছি। আশে পাশে তেমন কোন উঁচু বিল্ডিং আর নেই বললেই চলে।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তবিহীন পথে চলাই জীবন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: অন্তবিহীন পথে চলাই জীবন - জ্বী, ঠিক বলেছেন, ঠিক তাই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২২

মুক্তা নীল বলেছেন:

চলমান ব্যস্তময় জীবনের দিনলিপি খুব সুন্দর হয়েছে। সেই সাথে প্রতিটি ছবিও ভালো লাগলো এবং তিন নং ছবিটি দেখে মনে হচ্ছে অসাধারণ । এটাকি সন্ধ্যাবেলায় তুলেছিলেন ?
অনেক ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: আজ আপনি আমার চার চারটে লেখায় মন্তব্য করে গেলেন, অনেক ধন্যবাদ। অনেক খুশী হ'লাম।
দিনলিপি'র প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ছবিগুলো আপনার ভাল লেগেছে জেনেও খুশী হ'লাম।
জ্বী, ৩ নং ছবিটি সন্ধ্যে নামার একটু আগে তুলেছিলাম। তখন আকাশটাতে মেঘ করে আসছিল বলে আরো বেশী করে সন্ধ্যে মনে হচ্ছিল। ছবি তোলার সময় ও তারিখঃ সন্ধ্যে ৭টা ১৯ (তখন সূর্যাস্তের সময় ছিল ৮টা ৩০ মিনিট), ২২ জানুয়ারী ২০২০।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.