নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এর আগের পর্বটি পাবেন এখানেঃ মেলবোর্নের দিনলিপি (২)... ‘মেরী ক্রিস্টমাস ডে’ - ২৫ ডিসেম্বর ২০১৯
গতরাতে মেরী ক্রিস্টমাস উপলক্ষে নগরীর আলোকসজ্জা দেখে বাসায় ফিরে ঘুমাতে ঘুমাতে অনেক দেরী হয়ে গিয়েছিল, তাই আজ, ২৬ ডিসেম্বর ২০১৯ এ আর কোথাও বের হবোনা বলে মনে মনে ঠিক করলাম, স্ত্রীকেও রাজী করালাম। আর বের যখন হবোই না, তখন ঘরে বসে ল্যাপটপ খুলে বসার অসামান্য সুযোগ পেয়ে গেলাম। মেলবোর্ন শহর এবং এখানকার অধিবাসীদের জীবন প্রণালী সম্পর্কে, বিশেষ করে আমরা যেখানে থাকি, সেই মুরাব্বিন উপশহরটি (সাবার্ব) সম্পর্কে কিছুটা তথ্য জানার চেষ্টা শুরু করলাম।
মেলবোর্নের সংক্ষিপ্ত ইতিহাসঃ
২৯ এপ্রিল ১৭৭০ সালে ব্রিটিশ নাবিক জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব তীরে নেমে প্রথম উপলব্ধি করেন যে এটা একটি নতুন, অনাবিস্কৃত দেশ। তারও অনেক পরে, ১৮৩৫ সালে Van Diemen's Land (বর্তমানে তাসমানিয়া) থেকে আগত সমুদ্রচারীগণ কর্তৃক মেলবোর্ন শহরটিতে ইয়ারা নদীর তীরে প্রথম বসতি স্থাপন শুরু হয়। ইতিহাসে John Batman এর নামই The founder of Melbourne হিসেবে লেখা আছে, যদিও মেলবোর্নে অন্যতম আদি বসতি স্থাপনকারী John Pascoe Fawkner এর নামও অনেকে উল্লেখ করে থাকেন। তার নামে এখনও মেলবোর্নের ১২ কিমি উত্তরে সিডনী রোড সংলগ্ন “ফকনার সাবার্ব” রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালী থেকে এখানে অনেক মানুষ এসে বসতি গড়েন। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হিসেব অনুযায়ী অস্ট্রেলীয়ায় জন্মগহণকারী নাগরিকদের পরে ওরাই শীর্ষ অবস্থানে রয়েছে। তার পরে রয়েছে পাকিস্তানী এবং ইরাকীরা।
মেলবোর্নের প্রাচীন নাম ছিল Batmania এবং তারও আগে ছিল Bearbrass। ১৮৩৭ সালের ১০ই এপ্রিল Governor Richard Bourke তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী Lord Melbourne এর সম্মানে তার নামানুসারে শহরটির নতুন নামকরণ করেন Melbourne। সঙ্গীত, শিল্পকলা, কৃষ্টি ও ঐত্যিহ্যের লালন, ধারণ, বরণ, উদযাপন এবং বিকাশের জন্য মেলবোর্নকে বলা হয় অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী। আধুনিক যুগে বছরের পর বছর ধরে শহরটি তার সুশৃঙ্খল যোগাযোগ ও বসতি ব্যবস্থা এবং নাগরিক সুবিধার্থে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নাগরিক বান্ধব প্রশাসন, স্থিতিশীল ও আসঞ্জনশীল সমাজব্যবস্থা, উত্তম স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা, ইত্যাদি কারণে বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য ও কর্মযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়ে আসছে।
১৮৫১ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে স্বর্ণখনি আবিষ্কৃত হবার পর থেকে শহরটির উত্তরোত্তর প্রসার ঘটে এবং ১৮৬৫ সালে জনবহুল শহর হিসেবে তা সিডনীকে অতিক্রম করে যায়। ১৮৮০ এর দশকে মেলবোর্ন বিশ্বের অন্যতম সম্পদশালী শহরে পরিণত হয়। ট্রাম, রেল ও সড়ক পথে একাধিক গণমুখী পরিবহণ ব্যবস্থা, সহজ জীবনাচার, নিম্ন অপরাধ পরিসংখ্যান, সহজলভ্য কর্মসংস্থান, উন্নত মানের একাধিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিল্প ও সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষকতার কারণে মেলবোর্ন অতি সহজেই একটা জনপ্রিয় শহরে পরিণত হয়েছে। শহরের বুকে বিস্তৃত মহাসড়ক (ফ্রীওয়ে), সড়ক (হাইওয়ে), জনপথ (স্ট্রীট), অলিগলি (লেইন) – সবই একটি সুবিন্যস্ত, সুচিহ্নিত, সুগ্রন্থিত ও সুব্যবস্থাপনাসমৃদ্ধ নেটওয়ার্কের অন্তর্গত। ফলে, গুগল ম্যাপ ব্যবহার করে অতি সহজেই কাছের ও দূরের, ছোট ও বড়, জনবহুল ও জনবিরল, যে কোন জায়গায় অনায়াসে পৌঁছানো যায়। বিভিন্ন সংস্কৃতির মানুষজনের খাদ্যাভাসের অনুকূল সব ধরণের বাজেটের রেস্তোরাঁ বিপণীর সহজলভ্যতাও শহরটির জনপ্রিয়তার একটি বড় কারণ। পথে প্রান্তরে আনাচে কানাচে যে কোন জায়গায় চমৎকার কফিপানের সুযোগ সহজলভ্য হবার কারণে মেলবোর্নকে Coffee capital of the world ও বলা হয়ে থাকে।
মেলবোর্ন ভিক্টোরিয়া প্রদেশের অন্তর্গত। উন্নত মানের স্বাস্থ্যব্যবস্থা ভিক্টোরিয়ানদেরকে সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিষেধন সেবা দিয়ে থাকে। বেসরকারী হাসপাতালগুলোতে রোগীরা নিজে কিংবা তাদের ইন্সিওরেন্স কোম্পানীর মাধ্যমে উচ্চমূল্য পরিশোধ করে উচ্চমানের চিকিৎসা সেবা নিতে পারে। মেলবোর্ন অস্ট্রেলিয়ার একটি অন্যতম পরিবেশবান্ধব শহর। এখানে চার সদস্যের একটি পরিবারের জন্য কস্ট অভ লিভিং বা জীবন ধারণ ব্যয় নির্ধারিত হয়েছে মাসিক সাড়ে চার হাজার অস্ট্রেলীয় ডলার (বাড়ী ভাড়া ব্যতীত), যা নিউইয়র্কের জীবন ধারণ ব্যয়ের চেয়ে ৩০% কম। বেশীরভাগ অস্ট্রেলীয়রা বন্ধুবৎসল এবং সহজাচরণ (ঈজি গোয়িং) স্বভাবের হয়ে থাকে। তাদের কৌতুকবোধ প্রখর। কাজের সময়টুকু তারা নিষ্ঠার সাথে কাজ করে বাড়ী ফেরার পথে কিছুটা সময় সস্ত্রীক কিংবা সবান্ধব ‘পাব’ এ কিংবা রেস্তোরাঁয় বসে পানাহার করে তবে বাড়ী ফেরে। আর সপ্তাহান্তে প্রায় সবাই বেড়িয়ে পড়ে যার যার শখ অনুযায়ী আনন্দ অন্বেষণে। অস্ট্রেলীয়রা খেলাধুলা খুব পছন্দ করে। ১৯৫৬ সালে ওরা মেলবোর্ন অলিম্পিক্স এর স্বাগতিক শহর ছিল। এর ৪৪ বছর পরে অস্ট্রেলিয়া পুনরায় স্বাগতিক দেশ হিসেবে সিডনী অলিম্পিক্স – ২০০০ বা মিলেনিয়াম অলিম্পিক্স – ২০০০ আয়োজন করে সিডনী শহরে। আর ইয়ারা পার্কে অবস্থিত ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা MCG এর কথা তো না বললেই নয়, যা বিশ্বের একাদশতম এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে বৃহত্তম স্টেডিয়াম। দর্শক ধারণ ক্ষমতা হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ১৮৭৭ সালে এই মাঠেই ইংল্যান্ড ও অস্টেলিয়ার মাঝে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়লাভ করে, মূলতঃ Charles Bannerman এর অপরাজিত ১৬৫ রানের বদৌলতে। প্রথম টেস্ট ম্যাচেই এ মাঠে ইতিহাসের প্রথম সেঞ্চুরী এবং প্রথম “ডাক” (শূন্য) স্কোর করা হয়। টেস্ট ম্যাচের মত বিশ্বের প্রথম ODI ম্যাচও এ মাঠেই অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে, সেই একই দুই দলের মধ্যে।
এ ছাড়া ফুটি (Footy) নামে ওদের নিজস্ব এক ধরণের ফুটবল খেলা আছে, যা খুবই জনপ্রিয়। প্রতিদলে ১৮ জন খেলোয়াড় নিয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া সনাতন ফুটবল, রাগবি, ক্রিকেট ও টেনিস এদের প্রিয় খেলা। সবাই কিছু না কিছু খেলে। চড়াই উৎরাই পেরিয়ে দূর পাল্লার সাইক্লিং এ এদের নারী পুরুষের ক্লান্তিহীন বিচরণ দেখে সত্যিই অবাক হতে হয়। কখনো বা সুন্দর কোন প্রাকৃতিক পরিবেশে গিয়ে এরা তাঁবু গেড়ে একটি বা দু’টি রাত একান্তে কাটিয়ে আসে, যার নাম ক্যাম্পিং। এসব প্রতিটি এলাকায় বার্বিকিউ এর সুব্যবস্থা আছে, সেখানেই দু’জনে নিরিবিলি বসে সাথে নিয়ে যাওয়া খাবার দাবার প্রস্তুত করে খায়, তারপরে হয়তো বেড়িয়ে পড়ে নিকটস্থ সাগর তীরে কিংবা হ্রদে সাতার কাঁটার জন্য। বহিরাঙ্গণ কর্মকান্ডের জন্য এরা বেশ ফিট থাকে, মেদবহুল লোকজন খুব বেশী দেখা যায়না। ২০১৩ সালে আমেরিকা ভ্রমণের সময় আমি হরহামেশা অবিশ্বাস্য রকমের মোটা নারী পুরুষ দেখেছি। এখানে আজও পর্যন্ত সেরকম একটাও অতি স্থূলকায় মানুষ আমার চোখে পড়েনি।
মুরাব্বিনঃ
প্রচলিত ধারণা, ‘মুরাব্বিন’ শব্দটি এখানকার প্রাচীন আদিবাসীদের ‘মূরূবূন’ (Moorooboon) শব্দ থেকে নেয়া হয়েছে, যার অর্থ ‘বিশ্রামস্থল’। আবার আরেকটি মতবাদ হলো, ‘মূরূবূন’ শব্দের মূল অর্থ ‘মাতৃদুগ্ধ’, রূপান্তরিত অর্থ ‘বিশ্রামস্থল’। এর কারণ, প্রাচীনকালে এই সমতলভূমিতে ক্ষেতে খামারে কাজ করার সময় নারীগণ এখানে একত্রিত হয়ে তাদের শিশুদের স্তন্যদান করতেন এবং বিশ্রাম নিতেন, যখন পুরুষেরা আরও সম্মুখের ভূমিসমূহে কাজ করতে যেতেন। মুরাব্বিন কালক্রমে কৃষি খামার ও শস্যক্ষেত্র হিসেবে প্রসিদ্ধি লাভ করে। Wesleyan church কর্তৃক ১৮৫৪ সালে এখানে প্রথম একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যা ১৮৭২ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৮৫৭ সালের ০১ সেপ্টেম্বরে ‘সাউথ ব্রাইটন’ নামে যে ডাকঘরটি চালু করা হয়েছিল, কালান্তরে ১৯০৯ সালে সেটাকে নতুন করে ‘মুরাব্বিন’ নামকরণ করা হয়। অবশ্য আরও পরে ১৯৬০ সালে ‘মুরাব্বিন ঈস্ট’ নামে আরেকটি নতুন ডাকঘর স্থাপন করা হয়। একইভাবে, ফ্লিন্ডার্স স্ট্রীট-ফ্র্যাঙ্কস্টন লাইনে ১৮৮১ সালের ১৯ ডিসেম্বর তারিখে বর্তমানের মুরাব্বিন এলাকায় যে রেল স্টেশনটির উদ্বোধন করা হয়েছিল, সেটির আদি নাম ছিল ‘সাউথ ব্রাইটন’। পরে ০১ মে ১৯০৭ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে ‘মুরাব্বিন’ রাখা হয়। মুরাব্বিন থেকে মেলবোর্ন শহরমুখি ফ্লিন্ডার্স স্ট্রীট পর্যন্ত রেলপথটি তিন লেনের, কিন্তু মুরাব্বিন থেকে ফ্র্যাঙ্কস্টন পর্যন্ত রেলপথটি দুই লেনের। ফ্লিন্ডার্স স্ট্রীট-ফ্র্যাঙ্কস্টন লাইনটি মোট ৪৩ কি.মি দীর্ঘ, পথে মোট ৩০টি স্টেশন রয়েছে।
মেলবোর্নের ১৬ কি.মি দক্ষিণ-পূর্বে নেপীয়ান হাইওয়ের দু’ধারে অবস্থিত মুরাব্বিন মূলতঃ একটি আবাসিক উপশহর হলেও এখানে কিছু শিল্পাঞ্চলও রয়েছে। ‘মুরাব্বিন ঈস্ট’ এলাকায় প্রধানতঃ খাদ্য ও পানীয় শিল্প গড়ে উঠে। এলাকাটি সমতলভূমি হওয়াতে ১৯২০ সালে এখানে একটি বিমানবন্দর স্থাপিত হয়। ১৯৬০ সালে সেটি অস্ট্রেলিয়ার ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিগণিত হয়, যেখানে কেবল ক্ষুদ্র ও মাঝারি ধরণের প্লেন ওঠা নামা করতো। এমনকি ২০১১ সালেও এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিগণিত হয়। প্রখ্যাত অস্ট্রেলীয় বৈমানিক হ্যারী জর্জ হকার এর জন্মশত বার্ষিকীতে তাকে সম্মান জানিয়ে বিমানবন্দরটির নাম রাখা হয় “মুরাব্বিন হ্যারী হকার বিমানবন্দর” (Moorabbin Harry Hawker Airport)।
১৮৭১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুরাব্বিন একটি পৌরসভা (মিউনিসিপ্যালিটি) হিসেবে ছিল, তার পরে সিটি কাউন্সিলে উন্নীত হয়। মুরাব্বিন রেলস্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বস্থ এলাকায় সিটি কাউন্সিলের অফিস, আর্ট গ্যালারী ও নাট্যমঞ্চ অবস্থিত। পোর্ট ফিলিপ বে থেকে এটি মাত্র ৩ কি.মি দূরে অবস্থিত। আমরা যে এপার্টমেন্টে থাকি, সেটি থেকে রেলস্টেশন এবং বাস স্টেশন, উভয়টিই মাত্র দুই মিনিটের হাঁটাপথ। কমিউনিটি লিভিং এর জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই দশ মিনিটের হাঁটা পথের ভেতরেই আছে। ৪ কি.মি দূরে আছে উপসাগরের তীর, যার সমান্তরালে নেপীয়ান হাইওয়ে এবং ফ্র্যাঙ্কস্টন লাইনের রেলপথটি চলে গেছে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট, উইকিপিডিয়া। তথ্যের বর্ণনাঃ লেখকের।
মেলবোর্নের ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
মুরাব্বিন স্টেশনের এবং আশেপাশের চলতি পথের ও ফুলের ছবিগুলো লেখকের আইফোনে ধারণকৃত।
মূল পোস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা MCG এর কথা বাদ পড়ে গিয়েছিল। ব্লগার মলাসইলমুইনা তার মন্তব্যে সে কথাটি স্মরণ করিয়ে দেওয়াতে পোস্টটি ঈষৎ সম্পাদনা করতঃ সে তথ্যটুকু সংযোজিত হয়েছে। এজন্য ব্লগার মলাসইলমুইনা কে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৪ ফেব্রুয়ারী ২০২০
শব্দসংখ্যাঃ ১২৭৮
মুরাব্বিন সিটি কাউন্সিল অফিস, ঘড়ি-স্তম্ভটি (ক্লক টাওয়ার) এদের আইকন।
আজ বিকেলে হাঁটার পথে এ সুগন্ধী লালগোলাপটি আমাকে অভ্যর্থনা জানিয়েছিল।
View of city, Federation Square, and Princes Bridge from Southbank.
Photo Credit: travel Victoria.
ইয়ারা নদীর দক্ষিণ তীর থেকে দেখা মেলবোর্ন শহর, ফেডারেশন স্কোয়ার ও প্রিন্সেস ব্রীজ।
Melbourne Skyline, Yarra River and Princes Bridge.
Photo Credit: travel Victoria.
মেলবোর্নের আকাশরেখা, ইয়ারা নদী এবং প্রিন্সেস ব্রীজ।
Melbourne Central shopping center.
Photo Credit: travel Victoria.
মেলবোর্ন সেন্ট্রাল (স্টেশন) এ অবস্থিত একটি শপিং মল।
Lower stretches of River Yarra.
Photo Credit: gettyimages.
ইয়ারা নদী।
City Circle Tram at Flinders Street Station.
Photo Credit: travel Victoria.
ফ্লিন্ডারস স্ট্রীট স্টেশনে শহর প্রদক্ষিণকারী ট্রাম।
শান্ত সমাহিত ইয়ারা নদী, এ নদীর তীরেই মেলবোর্নের প্রথম জনবসতি গড়ে উঠেছিল।
The Brighton beach is 4 km from here.
এখান থেকে ব্রাইটন বীচ মাত্র ৪ কিমি দূরে, বীচের সমান্তরালে রাজপথ ও রেলপথ চলে গেছে।
Old Treasury Building, Spring Street.
Photo Credit: travel Victoria.
পুরাতন ট্রেজারী বিল্ডিং, স্প্রিং স্ট্রীট, মেলবোর্ন।
The princess in white.
শ্বেতশুভ্রবসনা রাজকন্যা, হাঁটা পথে দেখা।
বাসার কাছের মুরাব্বিন রেল ও বাস স্টেশনের দিক-নির্দেশনা।
হাঁটা পথে দেখা গোলাপী গোলাপ।
মুরাব্বিন স্টেশনে ট্রেন আসার সময় ও স্থান-নির্দেশনা।
তারার মত ফুটে আছে, হাঁটা পথে দেখা।
গুচ্ছ গুচ্ছ সাদা গোলাপ, হাঁটা পথে দেখা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০৩
খায়রুল আহসান বলেছেন: মেলবোর্নের এই সংক্ষিপ্ত ইতিহাসটুকু আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
আর মাস খানেকের মধ্যে ফিরবো বলে আশা করছি। করোনা ভাইরাসের কারণে আগে ঠিক করে রাখা ফ্লাইটটি বাতিল হবার কারণে এখন আমার দেশে ফিরা কিছুটা বিলম্বিত হচ্ছে।
প্রীতি ও শুভেচ্ছা...
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৬
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
মেলবোর্ন এর ইতিহাস ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী আরো
অনেক কিছু জানা হলো আপনার পোস্টের মাধ্যমে।
মুরাব্বিন নামটি আমার বেশ পছন্দ হয়েছে । আপনার যাতায়ত ব্যবস্থা খুবই ভালো সবদিক থেকে তা জেনে ভালো লাগলো।
ভালো থাকুন ও শুভকামনা ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: মুরাব্বিন নামটি শুনে প্রথমে আমার মনে হয়েছিল, এটা হয়তো একটা ইসলামিক নাম, হয়তো এলাকাটা মুসলিম অধ্যুষিত হবে। পরে দেখলাম, এটা এদের আদিবাসীদের আমলের নাম।
মন দিয়ে লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। দারুণ ,বেশ ভালো লাগলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। লেখাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ বাংগালী দেখলেন? বাংগালীদের কোন অনুষ্ঠানে গিয়েছিলেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: বাঙালিদের কোন সমাবেশে এখনো যাইনি। পরিবারের চারজন সদস্য মিলেই এখানে ওখানে ঘুরাফিরা করি, সুন্দর সুন্দর জায়গা দেখতে বের হই। আগামীতে বেশ কয়েকজন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের বাসায় নিমন্ত্রণে যেতে হবে। তখন হয়তো কিছু প্রবাসী বাঙালিদের সাথে দেখা হবে। তবে, এখানে অনেক বাঙালি রয়েছে বলে অনুমান করি।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: কোনো ছবি নাই ক্যান??
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪৫
খায়রুল আহসান বলেছেন: কিছু ছবি দিলাম, আরও দিচ্ছি। দেখুন।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওখানকার স্থানীয় আধিবাসীদের সাথে কি আপনার দেখা হয়েছে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: এখানকার স্থানীয় আধিবাসীদের সাথে পথে ঘাটে টুকটাক হ্যালো হাই ছাড়া কথা বলার সুযোগ কম। পাশ দিয়ে যাবার সময় এরা বেশীরভাগই 'হাই, হ্যাভ এ গুড ডে!' বলে যায়। ওটুকু বলার মত যাদের হাতে সময় নেই, তারা শুধু 'হাই' বলেই অতিক্রম করে। তাও সম্ভব না হলে শুধুমাত্র একটি মিষ্টি হাসি দিয়ে নড করে চলে যায়। এর বেশী কিছু নয়। তবে বিকেলে হাঁটার সময় মাঝে মাঝে কিছু বুড়ো বুড়ির সাথে দেখা হয়ে যায়। ওদের হাতে বোধকরি প্রচুর সময় থাকে। একবার কথা শুরু হলে আর থামতে চায় না। কিন্তু তখন ওদের সাথে কথা শুরু করে দিলে আমাদের হাঁটার লক্ষ্য অর্জিত হয়না।
আমাদের তাবলীগ জামাতীদের ন্যায় ওদেরও কিছু ধর্মানুয়াগী ব্যক্তিকে দেখা যায়, যারা পথচারীদের সাথেও যীশুখৃষ্টের ভালবাসা নিয়ে কথা বলতে ভালবাসে।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: মেলবোর্ন আর মুরাব্বিন যে কিছুটা জানা হল, এতদিন কেবল নাম ই শুনেছি। চমৎকার ঝকঝকে ছবি ! আর ইয়ারা নামটা কী যে সুন্দর ! ধন্যবাদ পোষ্টের জন্য।
আপনাদের ভ্রমণ আনন্দময় হোক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসাব্যঞ্জক মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
ভাল থাকুন সপরিবারে, শুভকামনা----
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
পদ্মপুকুর বলেছেন: মুরাব্বিন শব্দটি আসলেই আরবীর মত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন- ক্বুল সিরু ফিল আরদি, ফানজুর কায়ফা কানা আক্বিবাতুল মুকাজ্জিবিন... তোমরা জমীনে পরিভ্রমণ করো এবং দেখো অবিশ্বাসীদের কি পরিণতি হয়েছিলো।
আপনি পরিভ্রমণের সুযোগ পেয়েছেন আল্লাহর রহমতে। তার পুরো হক্ব আদায়ও করছেন আমাদেরকে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে। ধন্যবাদ আপনাকে। আর ছবিগুলো দেখে কেমন জানি হীনমন্যতায় ভুগি, একটা দেশ এত পরিচ্ছন্ন হয় কি করে?
ভালো থাকবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫২
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ'র যমীন পরিভ্রমণ করার সময় আমি দু'চোখ ভরে তার সৃষ্টি সৌন্দর্য অবলোকন করি আর শুধুই মুগ্ধ হই! কি নিখুঁত এবং নিয়মনিষ্ঠ তাঁর সকল সৃষ্টি! তিনি তাঁর যমীনকে উন্মুক্ত রেখেছেন মানুষের বাধাহীন বিচরণের জন্য, কিন্তু দখলদার মানুষ নিয়মের বেড়াজালে আবদ্ধ করেছে সে যমীনকে, অন্যকে জীবিকা আহরণ থেকে বঞ্চিত করার জন্য। একদিন হয়তো পুনরায় ভিসামুক্ত বিশ্ব দেখা যাবে, তবে তা কেবলই একটা বিরাট ধ্বংসযজ্ঞের পর।
পরিচ্ছন্নতা আমাদের ধর্মে ঈমানের অঙ্গ বলে অভিহিত হয়েছে। কিন্তু আামরা সেই ঈমানে বেধর্মীদের চেয়ে অনেক পিছিয়ে আছি।
শুভেচ্ছা জানবেন। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
জুন বলেছেন: নদীর তীরেই একদা সব বসতির সৃষ্টি শুধুমাত্র যাতায়াতের সুবিধার জন্য। ওরা ইয়ারা নদীটাকে কি সুন্দর রেখেছে আর আমরা বুড়িগংগাকে মেরে ফেলেছি খায়রুল আহসান। জানা হলো মেলবোর্ন এর ইতিহাস। লাল গোলাপ আর গোলাপি গোলাপে মুগ্ধ।
নীল তারার মত ফুলগুলো আমার জানামতে "ফরগেট মি নট "। আপনাকে ভুলে না যেতে অনুরোধ করছে হয়তো বা। আপনি ফুলের নাম লিখে গুগুলে সার্চ দিয়ে দেখেনতো এটাই আপনার নাম না জানা নীল ফুল কি না?
অনেক ভালোলাগা রইলো লেখায়।
+
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: ওরা ইয়ারা নদীটাকে কি সুন্দর রেখেছে আর আমরা বুড়িগংগাকে মেরে ফেলেছি - সত্যি, বুড়ীগঙ্গার কথা ভাবলে খুবই দুঃখবোধ করি, আবার ক্রোধান্বিতও হই সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের অবহেলার কারণে। মহামান্য হাইকোর্ট থেকেও নদী সংরক্ষণের ব্যাপারে একাধিক দিক-নির্দেশনামূলক আদেশ রয়েছে বলে জানি। তথাপি এমন বেদিশা হাল!
হ্যাঁ, ওগুলো "ফরগেট মি নট" ই। গুগলও তাই বলে। এদেরকে Scorpion grasses ও বলা হয়ে থাকে, যদিও colloquial name "Forget-me-Not"।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৯
সোহানী বলেছেন: আপাতত: ছবিগুলো দেখলাম ও ভালোলাগা জানিয়ে গেলাম। লিখাটা মনোযোগ সহকারে পড়বো পরে..........
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১২
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ধন্যবাদ।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৪১
মিরোরডডল বলেছেন: খুব ভালো লাগলো ছবিগুলো দেখে ।
গ্রেইট ওশেন ড্রাইভ আর ফিলিপ আইল্যান্ড এই দুটো ড্রাইভে যদি যাওয়া না হয়ে থাকে তাহলে যেতে পারেন ।
দুটো লোকেশানই মুরাব্বিন থেকে দেড়ঘণ্টার ড্রাইভ ১৩০ কিঃমি । ট্রাফিক থাকলে ম্যাক্স ঘণ্টা দুয়েক ।
অনেক সুন্দর !!! মিস করা ঠিক হবে না ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৩
খায়রুল আহসান বলেছেন: গ্রেইট ওশেন ড্রাইভ - এ যাবত দু'বার গিয়েছি। কি চমৎকার ড্রাইভ, কি পরিচ্ছন্ন এবং প্রাকৃ্তিক মায়ায় ভরা পরিবেশ, আর পর্যটকদের এবং প্রকৃতি প্রেমিকদের জন্য কত কি যে সুযোগ সুবিধা.... সে বর্ণনায় পরে আসবো।
ফিলিপ আইল্যান্ড এ এখনো যাওয়া হয়নি, তবে সেদিন ওটার খুব কাছাকাছি দুটো সুন্দর জায়গা থেকে ঘুরে এসেছি। অচিরেই যাবো সেখানেও, ইন শা আল্লাহ!
সাজেশন দুটোর জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১২| ০১ লা মার্চ, ২০২০ রাত ৯:১৯
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
হায় আল্লাহ ! আপনিতো ক্রিকেট খেলার বেশি ভক্ত না মনে হচ্ছে ! অস্ট্রেলিয়াতে ক্রিকেট পাগল জাতি । অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটের সম্পর্কতো অহিনকুল সম্বন্ধ না।বরং এই দুইয়ের সম্পর্ককে মণিকাঞ্চন যোগ বলা যায় । আর এই সম্পর্কের একটা খুবই উল্লেখযোগ্য ইতিহাসের সাথে আপনার মেলবোর্নও জড়িয়ে আছে। টেস্ট ক্রিকেটের প্রথম পাঁচদিনের টেস্টম্যাচ কিন্তু এই মেলবোর্নের মাঠেই (MCG)হয়েছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে । এই টেস্ট ম্যাচে আরেকটা বড় ঘটনা ঘটেছিলো সেটা হলো টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিটাও করেছিল অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান। প্রথম ইনিনসে ১৬৫ করেছিলেন ব্যানারম্যান। আমাদের ব্লগে এতো ক্রিকেট নিয়ে উত্তেজনা হয়, পোস্ট হয়, কমেন্ট রিকমেন্ট হয় কিন্তু কেউ লেখায় সেটা মনে করিয়ে দেয়নি দেখে একটু অবাক হলাম । ফটো,লেখার তথ্যে আর বর্ণনায় পোস্ট অসাধারণ। ভালো থাকুন ।
১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা MCG এর কথা বেখেয়ালে বাদ পড়ে গিয়েছিল। স্মরণ করিয়ে দেওয়াতে তা এই পোস্টে সংযোজিত হলো, আপনার নামোল্লেখপূর্বক। আর এজন্য জানাচ্ছি অশেষ ধন্যবাদ। এতে পোস্টটি তথ্যের অপূর্ণতার অপবাদ থেকে রক্ষা পেল।
এজন্যই, সচেতন পাঠক মাত্রই একজন লেখকের জন্য পরম প্রাপ্তি।
ভাল থাকুন, আনন্দে থাকুন, সকল ভাইরাসের আক্রমণ থেকে স্রষ্টার সুরক্ষায় থাকুন!
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক।
আপনার অবসরের সুুযোগে আমরাও জানতে পারলাম মেলবোর্নের দারুন ইতিহাস।
কবে ফিরবেন দেশে?
অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় সিনিয়র