নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
করোনা লিমেরিক-একঃ ভুলো মন
করোনা ভয়ে ভীত হয়ে ঘরেই বসে আছি,
ঘরের বাইরে বের হবো না শপথ করেছি।
খাচ্ছি দাচ্ছি যখন তখন,
গল্প করছি ইচ্ছে মতন,
গোঁফ দাড়ি যে কাটতে হবে, সেটাও ভুলেছি!
ঢাকা
১৯ এপ্রিল ২০২০
করোনা লিমেরিক-দুইঃ নিষ্ফল প্রচেষ্টা
লকডাউনে আটকে আছি সারাটা দিন ঘরে,
এই সুযোগে লিস্টি করি গভীর চিন্তা করে।
লকডাউন যখন উঠে যাবে,
তখন কী কী করতে হবে?
ফর্দটাকে হারিয়ে ফেলি একটুখানি পরে!
ঢাকা
২২ এপ্রিল ২০২০
২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৫
আখেনাটেন বলেছেন: গোঁফ দাড়ি যে কাটতে হবে, সেটাও ভুলেছি! --- হা হা হা; সত্যিই বটে।
বেশ লিখেছেন।
২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: লকডাউন পিরিয়ডে এসব ঝামেলা এড়াতে আমার চেনা জানা অনেকেই মাথা ন্যাড়া করে ফেলেছে! এখন আর মাথা আঁচড়ানোর ঝামেলাও নেই!!
মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। নিজেও লিখুন।
৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৪
মা.হাসান বলেছেন: করোনা আপনারমতো সৈনিকের জীবনের রুটিন বদলাইয়া দিয়াছে! রাত ১২টা ১১ মিনিটেও আপনি অনলাইনে!
করোনার চাইতে শক্তিশালি মন্ত্রীর কথা শুনিয়াছি (ওনার অমৃত বাণী মিস করিতেছি), কিন্তু আপনি সমায়িক ভাবে হারিয়া গেলেন।
আমার মা আর নিজের সম্মিলিত প্রচেষ্টায় ন্যাড়া হইয়াছি।
২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১১
খায়রুল আহসান বলেছেন: রুটিন বদলাইয়া দিয়াছে! - না, রুটিন পাল্টাইয়া দেয় নাই। গত রাতটা ছিল রুটিনের ব্যতিক্রম!
আমি এ মাসে মাত্র ১২ দিনে তিনজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। প্রথমজন বন্ধুপত্নীও বটে, যিনি বহুবার স্বামীর সাথে আমাদের সফরসঙ্গী হয়েছিলেন। বাকী দু'জন আমার বাল্যবন্ধু। শেষের দু'জন দুই ভিন্ন দেশে মারা যান, কিন্তু কাকতালীয়ভাবে দু'জনেরই দাফন প্রায় একই সময়ে, কয়েক ঘন্টার ব্যবধানে গতরাতে অনুষ্ঠিত হয়।
আমি ভিডিও লাইভস্ট্রীমে শেষোক্ত জনের শেষ আনুষ্ঠানিক বিদায়ের চিত্র দেখছিলাম আর অশ্রুসিক্ত হচ্ছিলাম। তিনি নিউ ইয়র্ক পুলিশের (NYPD) ট্রাফিক বিভাগে এ যাবত সর্বোচ্চ পদবীর বাংলাদেশী-আমেরিকান হিসেবে কর্মরত ছিলেন। আর মাত্র দু'সপ্তাহ পরেই NYPD তে তার ৩০ বছরের চাকুরী পূরণ হতো। তিনি কর্তব্য পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরবর্তীতে কিডনী জটিলতায় (যার কোন পূর্ব-ইতিহাস তার ছিল না) মারা যান। তিনি কর্তব্যনিষ্ঠার জন্য NYPD কর্তৃক সম্মাননা পদকে ভূষিত হয়েছিলেন। স্বয়ং NYPD কমিশনার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে তার উচ্চ প্রশংসা করে যে টুইটবার্তা লিখেন, তা পড়ে এবং তার সম্মানে NYPD যে ফ্ল্যাগ সার্ভিস এবং অনার গার্ড প্রদান করে, তা দেখে মুহূর্তের মধ্যে আমার বেদনার অশ্রুজল আনন্দ ও গর্বের অশ্রুতে পরিণত হয়ে যায়। তার এ সম্মানজনক মৃত্যুতে বন্ধু হিসেবে এবং একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।
মনটা যখন এমনই বেদনাক্রান্ত ছিল, তখন সাময়িক ভাবে হাল্কা হবার জন্য অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি করোনা নিয়ে লেখা লিমেরিক দুটো পোস্ট করে শুয়ে পরি।
প্রয়াত বন্ধুকে নিয়ে NYPD এর একটি পোস্টের লিঙ্কঃ https://www.pscp.tv/NYPDnews/1DXxyeNodqyxM
প্রয়াত বন্ধুর ছবিঃ
বন্ধুর জানাযার ছবিঃ
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০
খায়রুল আহসান বলেছেন: Flag Service এর পর তার কফিন আবৃত NYPD Flagটি খুলে ভাঁজ করে NYPD এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেটি মরহুমের বিধবা স্ত্রীর উপস্থিতিতে তার বড় মেয়েকে স্যালুট করে তার নিকট হস্তান্তর করেন, তার কাজের প্রতি NYPD এর সম্মান, স্বীকৃতি ও শ্রদ্ধাঞ্জলির স্মারক হিসেবে। এটা আমাকে ভীষণভাবে গর্বিত করেছে।
৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: পৃথিবী এখন অনেকটা সুখী । ফিরিয়ে দিচ্ছে তার উপর করা অত্যাচার ।
২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৩
খায়রুল আহসান বলেছেন: পৃথিবী এখন অনেকটা সুখী - এটা কিভাবে বুঝলেন?
৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
জাতির সামনে কোন লীডার নেই, মানুষ অনেকটা দিশেহারা।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: তার পরেও স্বস্তির কথা এই যে মানুষ লীডার এর অপেক্ষায় বসে নেই। সরকারের উপর বেশী ভরসা না করে স্থানীয় ভিত্তিতে মানুষ অতি দরিদ্রদেরকে সাহায্য করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে দেখলাম জনগণকে সাথে নিয়ে কৃষকের ক্ষেতে নেমে পাকা ধান কেটে দিচ্ছে, কেননা লকডাউনের কারণে দিনমজুরের অভাব। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককেও দেখলাম তিনি লুঙ্গি পরে ধান কেটে দিচ্ছেন।
৭| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৫
মা.হাসান বলেছেন: ট্রাফিক কমান্ডার জনাব মোহাম্মদ চৌধুরীর শেষ বিদায় অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং শেষ বিধায় লিংকটি এখন কাজ করছে না।
একজন বাংলাদেশি হিসেবে আমিও গর্বিত। ওনাদের তিন জনের আত্মার শান্তির জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা রইলো।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং শেষ বিধায় লিংকটি এখন কাজ করছে না - হতে পারে, সম্ভবতঃ তাই।
দোয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা....
৮| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম আপনার লিমেরিক পড়তে। সেটা তো একরকম অনুভূতি হয়েছে। কিন্তু আপনার বন্ধুর জানাজার গোটা পর্বটি দেখলাম। ভিডিওটি সৌজন্যে নিউইয়র্ক পুলিশের রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বন্ধুর জানাযা নামাযের ও তা পরবর্তী ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ হলো। পৃথিবীর মায়া ছেড়ে একদিন তো আমাদের যেতে হবেই। কিন্তু তার আগে জীবনের কৃতকর্মই উত্তরসূরিকে গর্বে ভরিয়ে দেয়। জীবনের শেষ মুহূর্তে এমন সম্মান যেকোনো মানুষের কাছে পরম কাঙ্ক্ষিত। বন্ধু হিসেবে আপনিও নিশ্চয়ই গর্বিত।
প্রিয় সুহৃদের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আপনিও বাসায় থেকে সুস্থ থাকুন; ভালো থাকুন।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: জীবনের শেষ মুহূর্তে এমন সম্মান যেকোনো মানুষের কাছে পরম কাঙ্ক্ষিত। বন্ধু হিসেবে আপনিও নিশ্চয়ই গর্বিত - নিশ্চয়ই। যেকোন বাংলাদেশী এ নিয়ে গর্ব করতে পারে। উনি মানুষের বিপদে আপদে ছুটে যেতেন। প্রবাসী অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। নিউ ইয়র্ক পুলিশে তার সহকর্মীরাও তার জন্য কেঁদেছে। NYPD এর কমিশনার তার শ্রদ্ধাঞ্জলিতে লিখেছেন, "He was revered by his colleagues and co-workers"।
৯| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
সুন্দর লিমেরিক।
করোনার হুমকিতে বসে আছি ঘরে
ভয়, কখন কি যে করে!
একবার পেয়ে নিই ছাড়া
দাপিয়ে বেড়াবো সারা পাড়া,
দেখিস তখন দাড়ি-গোঁফ-চুল সব ন্যাড়া।
বন্ধুকে নিয়ে আপনার শোক ও গর্বের আমরাও একজন অংশীদার।
২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: বাহ, আপনার লিমেরিকটাও বেশ সুন্দর হয়েছে।
বন্ধুকে নিয়ে আপনার শোক ও গর্বের আমরাও একজন অংশীদার - অনেক ধন্যবাদ, পোস্ট এবং প্রতিমন্তব্য পড়ে এখানে এমন সুন্দর একটি কথা রেখে যাবার জন্য।
মাহে রমজানের শুভেচ্ছা- ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে!
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২২
নতুন নকিব বলেছেন:
দারুণ। +++