নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কুঁড়িও ভালবাসা চায়

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯

আকাশের বুকে যখন জ্যোৎস্না ভাসে,
আর চতুর্দশীর চাঁদ দূর থেকে হাসে,
আমরা সবাই তখন আকাশটা দেখি,
জানালার পরদা গুলো সরিয়ে রাখি।

মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলা
সময় করে সানন্দে দেখি নিশি বেলা।
কৌমুদীর আলোয় ভাসে বিশ্বচরাচর
জানালা গড়িয়ে আসে কক্ষের ভেতর।

একটি নতুন চাঁদ যখন পশ্চিমাকাশে,
তৃপ্ত শিশুর মত ফোকলা হাসি হাসে,
যদিও বা পড়ে সেটা চোখের নজরে,
আমরা দৃষ্টি ফেরাই, অবহেলা করে।

শুরু নয়, আমরা কেবল পরিণতি চাই,
কুঁড়ি নয়, আমরা বিকশিত পুষ্প চাই!

ঢাকা
১৯ অগাস্ট ২০২০

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই তাই কবি দা কুঁড়ি নয় বিকাশিত পুষ্প চাই

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

খায়রুল আহসান বলেছেন: জ্বী, তবে আমাদের কুঁড়িকেও ভালবাসা উচিত। কুঁড়িকে লালন করেই তবে বিকশিত পুষ্প চাওয়া উচিত।
প্রথম মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৩

তারেক ফাহিম বলেছেন: পাঠে ভালোলাগা, পোস্টে প্রথম লাইক।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টে প্রথম লাইক - জ্বী, সে জন্যে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৩

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: কুঁড়ি নয় বিকাশিত পুষ্প চাই
এই লাইনটা কবিতাটাকে অন্য মাত্রা দিয়েছে।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা একটু সম্পাদনা করেছি। তবে এ লাইনটা কবিতার একেবারে শেষে রয়ে গেছে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও সহজ সরল সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর। +

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: ফুলের কুঁড়ি সেতো সময়ের নিয়মে প্রস্ফুটিত হবেই। কিন্তু মনের কুঁড়ি! সেতো চিরদিন আড়ালে থেকে হাত ঝাড়া দিয়ে থাকবে। জোসনা রাতে প্রস্ফুটিত চন্দ্রের মতোই আমাদের মনের দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে স্বচ্ছতা আসুক নেমে। কাব্যে ভালোলাগা।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাটুকু এখানে শেয়ার করে যাবার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের স্বপ্ন আর আকাঙ্খার চালচিত্র শেষ দু লাইনে দারুন ফুটে উঠেছে।

শুরু না হলে যে পরিণতি অসম্ভব ভুলেই আমরা কেবলই পরিণতি প্রত্যাশী
কুড়ির অযত্ন হলে বিকশিত পুষ্পের স্বপ্ন যে অধরা- বুঝেও যেন অবুঝ সবাই।

প্রকৃতির নিত্যতা আমরা অবহেলে তার পাঠ গ্রহন থেকে বঞ্চিত হই বলেই আমরা অপূর্ণ রয়ে যাই
ভাবনায়, চেতনায়, স্বপ্নে।

কবিতায় ভাল লাগা
+++


২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: "শুরু না হলে যে পরিণতি অসম্ভব ভুলেই আমরা কেবলই পরিণতি প্রত্যাশী
কুড়ির অযত্ন হলে বিকশিত পুষ্পের স্বপ্ন যে অধরা- বুঝেও যেন অবুঝ সবাই"
- যথার্থ বলেছেন। বাকি কথাগুলোও সুন্দর বলেছেন। অনেক, অনেক ধন্যবাদ চমৎকার এ মন্তব্যটির জন্য।
প্লাসে অনুপ্রাণিত।

৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

ঢুকিচেপা বলেছেন: খুব ভাল হয়েছে এবং সবকিছুর সারমর্ম বুঝি এখানেই লুকিয়ে রাখলেন “কুঁড়ি নয়, আমরা বিকশিত পুষ্প চাই!”

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: সবকিছুর সারমর্ম বুঝি এখানেই লুকিয়ে রাখলেন “কুঁড়ি নয়, আমরা বিকশিত পুষ্প চাই!” - সারমর্মের সাথে আরেকটু কথা যোগ করতে হবেঃ আমরা যেহেতু বিকশিত পুষ্প চাই, সেহেতু আমাদেরকে কুঁড়ির পরিচর্যা করতে হবে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৯| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যটাও সহজ সরল সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমি কেন কবিতা লিখতে পারি না?? আমি তো প্রচুর কবিতা পড়ি।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনি তো কবিতা মাঝে মাঝেই লিখছেন দেখেছি। এভাবে লিখতে লিখতেই একদিন আরো স্বচ্ছন্দে লিখতে পারবেন।

১০| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর কবিতা , স্যার। আবার দেখুন, রবীন্দ্রনাথ কুঁড়ি থেকে পুষ্পে পরিণত হবার পথটিকেই বেশী ভালোবেসেছিলেন। বলেছিলেন - আমার এই পথ চলাতেই আনন্দ .....

২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
"রবীন্দ্রনাথ কুঁড়ি থেকে পুষ্পে পরিণত হবার পথটিকেই বেশী ভালোবেসেছিলেন" - চমৎকার বলেছেন এ কথাটা।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুতার মত চিকন চাঁদ থেকেই পরিপুর্ন চাদের উৎপত্তি।
কুঁড়ি থেকেই গোলাপ, রেনু থেকেই কাতল, ক্ষুদ্র থেকেই সব কিছুর উৎপত্তি।
সুন্দর কাব্য, ভাল লাগল।

২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও খুব ভাল লাগলো, কারণ আপনার এ কথাগুলোই কবিতার প্রতিপাদ্য। সেই সাথে পোস্টে একটি প্লাস দিয়েও অনেক অনুপ্রাণিত করে গেলেন।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, গিয়াস উদ্দিন লিটন

১২| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

করুণাধারা বলেছেন: শেষ দুই লাইনে অল্প কথায় যা বলেছেন তা আমাদের জীবনের কঠিন সত্যি!

আপনার ভাবনা ভালো লাগলো, কবিতায় তার প্রকাশও স্বাচ্ছন্দ হয়েছে। প্লাস।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪

খায়রুল আহসান বলেছেন: শেষ দুই লাইনে অল্প কথায় যা বলেছেন তা আমাদের জীবনের কঠিন সত্যি! - অনেক ধন্যবাদ, কবিতার কথার সাথে একমত পোষণ করার জন্য।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আশাকরি, ভাল আছেন।

১৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩২

জাহিদ অনিক বলেছেন: বেশ সুন্দর ও তাৎপর্যময় কবিতা। আপনার কবিতা সবসময়েই অর্থবোধয় হয়।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা সবসময়েই অর্থবোধক হয় - আপনার এ মূল্যায়নে অনুপ্রাণিত হ'লাম। প্রেরণাদায়ক এ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
ছন্দ মিলিয়ে এবং শেষের দিকে পূর্ণাঙ্গ অর্থসহ কবিতাটি
বেশ হয়েছে । দিনের আকাশ ও রাতের আকাশ দু'টাকেই
উপভোগ করতে দারুন লাগে আমার।
ভোরের আকাশের মতোই আমাদের পুরো পৃথিবীটা যদি
সুন্দর হোক এই কামনা করি।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি বেশ হয়েছে - অনেক ধন্যবাদ, কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম।
দিনের আকাশ ও রাতের আকাশ দু'টাকেই উপভোগ করতে দারুন লাগে আমার - আমারও। "আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে"!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৫| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




কুঁড়ি থেকে ফুল হয় , ফুল থেকে ফল; সে কি তার শুরু না শেষ ?
এ প্রশ্ন রেখেই বলি, এ এক চক্র - জীবন চক্র। এখানে যত্নের জল ঢালতে হবে সব খানেই যাতে শুরু থেকে শেষটা অবধি পরিপাট্য হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: "এ এক চক্র - জীবন চক্র। এখানে যত্নের জল ঢালতে হবে সব খানেই যাতে শুরু থেকে শেষটা অবধি পরিপাট্য হয়" - চমৎকার এক জীবন দর্শনের কথা বলে গেলেন, অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।

১৬| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

আখেনাটেন বলেছেন: বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। কিন্তু সবাই আমরা একেবারেই সিন্ধু চাই।

কবিতা ভালো লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। কিন্তু সবাই আমরা একেবারেই সিন্ধু চাই - ঠিক বলেছেন, চিরন্তন সত্য।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম, মন্তব্যে অনুপ্রাণিত।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৪

সাবিনার বচন বলেছেন: আমার কিন্তু নতুন চাঁদও ভাল লাগে। কবিতাটা ভাল লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি বোধকরি এই প্রথম এলেন, আপনাকে সুস্বাগতম!
হ্যাঁ, নতুন চাঁদও দেখতে খুব সুন্দর, যেমন একটি নতুন কুঁড়ি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২

নীল আকাশ বলেছেন: পড়া কবিতা আব্র নতুন করে পড়লাম।
শেষ দুইটা লাইন কবিতাটাকে অন্য মাত্রা দিয়েছে।
ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পুনঃপঠনের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, বিশেষ করে শেষ দুটো লাইনের যে প্রশংসা করলেন, তার জন্য।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন!

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৬

এ.এস বাশার বলেছেন: অসাধান এটি কবিতা। যতবার পড়েছি ততবারই মুগ্ধতা ঘিরে ধরেছে। শেষের দুই লাইনের তর্জমা বিশাল। সুন্দর্য্য দেখার জন্য চোখ থাকা চাই। ভালোবাসা ভালোলাগা এমনিতেই চলে আসবে। ধানের শিষের শিশির বিন্দুও সুন্দর্য্য বিলোয়।

ভালো থাকবেন সবসময়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে কবিতার উদার প্রশংসা করেছেন, এজন্য অনিঃশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভকামনা....

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

এস সুলতানা বলেছেন: অসাধরণ এটি কবিতা পড়লাম।+++++++++++্

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.