নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তবুও কত মায়া ভরা আমাদের প্রাণ!

২১ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৪

এত ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী এ জীবন,
তবুও কত মায়া ভরা আমাদের প্রাণ!
কেউ আমাদের ছেড়ে চলে যায়,
কাউকে আমরা ছেড়ে আসি।
প্রতিটি মুহূর্তই একেকটি বিদায় ক্ষণ।
মিলনের মুহূর্তও আসে বিদায়ের বার্তা নিয়ে!

এই যে এখনই যা বললাম,
এটাই তো হয়ে যেতে পারে আমার শেষ কথা।
যাকে বললাম, সেও অনন্তে চলে যেতে পারে
কোন জবাব দেয়ার আগেই।
এতই ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী আমাদের জীবন,
তবুও কত মায়া ভরা আমাদের প্রাণ!


ঢাকা
২১ মার্চ ২০২১

(কৃতজ্ঞতা স্বীকারঃ কবিতার তৃতীয় ও চতুর্থ পংক্তি দুটো মূলতঃ আমার নয়। ও দুটো নিয়েছি সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ এর এ লেখাটি থেকে)

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২১ রাত ৯:১০

নেয়ামুল নাহিদ বলেছেন: জীবনের মূল কথা কি 'শোক'?

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: না, জীবনের মূল কথাটি 'শোক' হতে পারে না। তবে 'মায়া' হতে পারে।

২| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্মম বাস্তবতায় ভরা কবিতা।

+++

২১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৩| ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২২ শে মার্চ, ২০২১ সকাল ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



তীব্র কল্পনাপ্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ,
প্রকৃতির প্রতি ভালবাসা সবই ক্ষনজীবী কবির কবিতার দান।
ক্ষনজীবী হলেও কবির একটি মহান্ গুণ এই যে, তিনি প্রত্যেককে
নিদেন পক্ষে এক জনের নিকটে হলেও প্রিয় উঠেন ।
কবি ও কবিতার চেয়ে ভালো আর কিছু হতে পারে না কেননা
অন্যের ভালোর প্রতিই যে তার দৃষ্টি মহান ।
তার পরেও কিছু মানুষে কেন যে কবি ও কবিতার প্রতি
ধরে থাকে যমের মুরতি তাই শুধু ভাবি কবি ।
কবির ক্ষণজীবীতা কোন ক্ষণজীবী প্রভা ছড়ায় না,
বরং তাঁর অনবদ্য সৃষ্টি তাঁকে করে চিরন্তন ।

কবিতায় ভাল লাগা রইল ।

শুভেচ্ছা নিরন্তর

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ মন্তব্য!
"কবি ও কবিতার চেয়ে ভালো আর কিছু হতে পারে না কেননা অন্যের ভালোর প্রতিই যে তার দৃষ্টি মহান" - কবি ও কবিতার প্রতি আপনার এ অমূল্য অর্ঘ্য যে কোন কবির জন্য একটি শ্লাঘার বিষয়।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, কবিতায় চমৎকার মন্তব্য এবং প্লাস রেখে যাবার জন্য।

৫| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ক্ষনস্থায়ী বলেই এত প্রিয়।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: তাই হবে হয়তো।

৬| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:১০

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা কবিতা !

২২ শে মার্চ, ২০২১ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। + + +

৭| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর!!!

২২ শে মার্চ, ২০২১ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৩

সাজিদ উল হক আবির বলেছেন: মায়া, আর ক্ষণস্থায়ীত্বেই মানবজীবনের আকর্ষণ, ও সৌন্দর্য প্রোথিত। সুন্দর, ও গভীর কবিতায় ভাললাগা।

২২ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: "মায়া, আর ক্ষণস্থায়ীত্বেই মানবজীবনের আকর্ষণ, ও সৌন্দর্য প্রোথিত" - আপনার এ চমৎকার পর্যবেক্ষণটির জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হয়েছি।
শুভকামনা....

৯| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কবিতা আবার পড়লাম। সাথে মন্তব্য গুলোও। কে কি মন্তব্য করছে সেটা জানা দরকার আছে। আপনিই বলেন কথা ঠিক কিনা?

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৮:১০

খায়রুল আহসান বলেছেন: আমি যে পোস্টে কোন মন্তব্য রেখে আসি, সুযোগ পেলেই কয়েকদিন পর পর সে পোস্টে যাই, অন্যান্য পাঠকদের মন্তব্য এবং লেখকের প্রতিমন্তব্য পড়তে।

১০| ২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১৮

সোহানী বলেছেন: জীবনের সবকিছুর মূলমন্ত্রই "মায়া"। মায়া শুধু মানুষের জন্য না ও হতে পারে!!! হতে পারে অর্থ সম্পদ, ক্ষমতা, নিষিদ্ধ কিছুর প্রতি!!!!

এ থিমের উপর মনে হয় আপনার আরো কবিতা পড়েছিলাম। কবিতায় ভালোলাগা।

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: জীবনের সবকিছুর মূলমন্ত্রই "মায়া" - এ কথাটার সাথে একমত।
এ থিমের উপর মনে হয় আপনার আরো কবিতা পড়েছিলাম - জ্বী, আপনি ঠিকই মনে রেখেছেন। এ থীমের উপরে আমি আগেও লিখেছিলাম।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হয়েছি।
শুভকামনা....

১১| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

করুণাধারা বলেছেন: জীবন ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী, সেজন্যই হয়ত এ জীবনের জন্য এত মায়া। অতর্কিতে চলে আসতে পারে বিদায়ের ক্ষণ, তাই হয়ত সবকিছুর উপর মায়া ছড়িয়ে যাই...

কবিতার ভাবনা ভালো লেগেছে, অল্প কথায় চমৎকার প্রকাশ।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: প্রথম দুটো বাক্যই আপনি সঠিক বলেছেন। সে জন্যেই এত মায়া, এত মমতা, এত মায়ামমতাময়তা।
"কবিতার ভাবনা ভালো লেগেছে, অল্প কথায় চমৎকার প্রকাশ" - অনেক ধন্যবাদ, প্লাসে এবং মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.