নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রতিদিন অভ্যেসবশতঃ সকাল সন্ধ্যায়,
দখিনের জানালা দিয়ে দৃষ্টি চলে যায়
দূর দিগন্তে। ইমারত আর গাছপালার উপর দিয়ে
দৃষ্টিটা প্রসারিত হয়ে থিতু হয় আকাশের দিগন্তরেখায়।
সেই সিলুয়েটে (silhouette) আমি দেখতে পাই
নানা আকৃতির অবয়ব; কখনো কল্পনায় অনুভব করি
কোন অশরীরী সত্তাকে। প্রত্যুষে আর সাঁঝের বেলায় শুনি
এক অশ্রুত কন্ঠস্বর, যে আমায় বারে বারে দিয়ে যায় বরাভয়,
‘যতদিন তুমি খুঁজবে আমায় এ দিগন্তরেখায়, বা অন্য কোথাও,
তোমার কোন ভয় নেই’। মনের গহীনে এক ভীতু মানুষ আমি,
তাই তাকেই আমি প্রতিদিন খুঁজে ফিরি নিত্য সকাল সন্ধ্যায়,
সেই আবছায়ায়, সেই চিরচেনা, অস্পষ্ট, ধূসর দিগন্তরেখায়!
ঢাকা
১২ জুন ২০২১
১৩ ই জুন, ২০২১ সকাল ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও তাই। অনেক ধন্যবাদ।
২| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৬
হাবিব বলেছেন: অশরীরী সত্ত্বার অবয়ব কেমনে দেখেন?
১৩ ই জুন, ২০২১ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: অশরীরী সত্ত্বার অবয়ব কেমনে দেখেন? - অন্তর্দৃষ্টির প্রসারণে।
আপনার প্রশ্ন শুনে পাঠকের বোঝার সুবিধার্থে কবিতাটি ঈষৎ সম্পাদনা করেছি। প্রশ্নটির জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:৫০
ঢুকিচেপা বলেছেন: দিগন্তরেখায় দৃষ্টি আটকালে মন হয় আনমনা, তখন শুধু লুকোচুরি খেলা চলে কল্পানায়।
১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৪| ১৩ ই জুন, ২০২১ সকাল ১০:২৩
সোহানী বলেছেন: ভালো লাগলো। কিন্তু কেন ভালো লাগলো তার কোন ব্যাখ্যা নেই .......
১৩ ই জুন, ২০২১ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে, রচয়িতা হিসেবে এটুকুই আমার ভাল লাগার জন্য যথেষ্ট। কোন ব্যাখ্যার মোটেই প্রয়োজন নেই।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৫| ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২
নজসু বলেছেন:
আপনার কবিতার প্রতিটি শব্দ যেন মধু মাখা।
আমার দারুণ লাগে।
১৩ ই জুন, ২০২১ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: আপনিও কি মিষ্টি একটা মন্তব্য রেখে গেলেন!
আমার কবিতার এমন একজন একনিষ্ঠ ভক্তকে পেয়ে আমি সত্যই গর্বিত।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৩
জটিল ভাই বলেছেন:
ক্ষুদ্রের মাঝে বৃহৎ!
ভালো লাগলো