নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কর্পূরের মত উবে গেল ....

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

শোকে, বিয়োগে, বেদনায়-
কান্নাকাটি খুব কমই করেছি এ জীবনে।
যা কিছু করেছি তার বেশিরভাগই
করেছি প্রাপ্তিতে, প্রসন্নতায়, কৃতজ্ঞতায়।

তবুও ডাক্তার শুধোলেন,
‘নেত্রনালি শুকিয়ে যাচ্ছে, জল দেবেন’।
তাহলে এ দু’আঁখির অশ্রুসরোবর কি
কর্পূরের মত উবে গেল? হায়, কখন!

ঢাকা
৩০ জুলাই ২০২১

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

হাবিব বলেছেন: আপনার কবিতা মানেই অন্যরকম ফ্লেভার

০৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: "আপনার কবিতা মানেই অন্যরকম ফ্লেভার" - অনেক ধন্যবাদ, এমন চমৎকার এবং উদার মূল্যায়নের জন্য। প্রথম মন্তব্য হিসেবে এটি পেয়ে এবং প্রথম প্লাসটি পেয়েও অনেক অনুপ্রাণিত হ'লাম।

শুভেচ্ছা জানবেন।

২| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনের বাস্তবতা নিয়ে সুন্দর একটা কবিতা পড়লাম। অতি সাধারণ জিনিসও আল্লাহর নেয়ামত। আমরা অনেক সময় তা বুঝতে পারি না। যখন নেয়ামত বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারি।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: "অতি সাধারণ জিনিসও আল্লাহর নেয়ামত" - জ্বী, অবশ্যই। এই যে প্রতিদিন বিনা যাতনায় আমরা অতি স্বাভাবিকভাবে 'প্রকৃ্তির ডাকে' সাড়া দিতে পারছি, এটা যে কত বড় একটা নেয়ামত তা আমরা কখনো খেয়াল করি না। যাদের ডায়ালাইসিস করতে হয় কিংবা যারা ক্যাথেটারে মূত্র ত্যাগ করেন, তারাই সম্যক উপলব্ধি করতে পারেন, স্বাভাবিকিভাবে মল মূত্র ত্যাগ করতে পারাটাও আল্লাহ পাকের কত বড় একটা নেয়ামত! আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বাতাস থেকে প্রতিনিয়ত খেয়ালের অগোচরে অক্সিজেন নিয়ে বেঁচে আছি। যারা তা করতে পারছেন না, তারাই বোঝেন এই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াটাও কত বড় একটা নেয়ামত!

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৫

এম এ কাশেম বলেছেন: জীবনও একদিন উবে যাবে কর্পূরের মতন

ভাল লেগেছে কবিতা ।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: জীবনও একদিন উবে যাবে কর্পূরের মতন - একটি ধ্রুব সত্য উপলব্ধি, দার্শনিকতার নান্দনিক ছোঁয়ায় যার সাথে সত্যতার পাশাপাশি সৌন্দর্য যুক্ত হলো!

খুব ভালো বলেছেন। মুগ্ধ হ'লাম আপনার এ হ্রস্ব মন্তব্যে।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খায়রুল ভাই
আমি নিজেই উইরা গেছি কর্পূরের মতো :(
কবিতার কথা নিয়া চিন্তা
করার সময় কই !!

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: আশা করছি, আপনি দ্রুত 'সাধারণ থেকে নিরাপদে' ফিরে যাবেন। আপনি এখনো বহাল তবিয়তে আছেন, মোটেও 'কর্পূরের মতো' 'উইড়া' যান নাই। অতএব, লিখতে থাকুন।

৫| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০২

শায়মা বলেছেন: নেত্রনালীর জল শুকিয়ে যাচ্ছে।

এত অশ্রুর জলই কি ঝরে জীবনে যে একটা সময় তা শুকিয়ে যেতে থাকে......

:(

মন খারাপের কবিতা.....

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: নীচে ডঃ এম এ আলী এর ৬ নং মন্তব্যে সবকিছু জানতে পারবেন। তিনি ছবিসহ বিষয়গুলো ব্যাখ্যা করেছেন এবং এ কবিতাটি নিয়ে নিজের কিছু কথাও সুন্দর একটি কবিতার মত সাজিয়ে প্রেজেন্ট করেছেন।

কবিতায় মন্তব্য এবং প্লাস রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতার শিরোনাম দেখে একটু চমকে উঠেছিলাম ।
মনের মধ্যে অন্য আরেক ভীতি দেখা দিয়েছিল ।
যাহোক কবিতা পাঠে অনেকটাই আশ্বস্ত হলাম ।

চিন্তার কারণ নেই । চোখের পানি কোথায় উবে গেল দেখতে পাবেন নীচে ।
শুস্ক নেত্র নিয়ে দিন কয়েক আগে আমিউ বেশ ভোগেছি ।
বিশেযজ্ঞ চক্ষু ডাক্তারের স্মরণাপন্ন হয়েছিলাম । প্রয়োজনীয় পরীক্ষাকার্য
সমাপন করে HYLO- FORTE নামের একটি Eye drop দিয়ে দেয় ।
আর নেত্র সুস্ক হওয়ার কার্যকারণ ও প্রতিরোধের বিবরণসহ একটি
লিফলেট হাতে ধরিয়ে দেয়। ছবিসহ মুল কথাগুলি তুলে দিলাম নীচে।

Dry eyes are caused by a variety of reasons that disrupt the healthy tear film.
For some people, the cause of dry eyes is decreased tear production or increased tear
evaporation.
Aging is Common factor for dry eyes . Tear production tends to diminish as one get older.
Dry eyes are more common in people over 50.

Prevention
• Avoid air blowing in your eyes. Don't direct hair dryers, car heaters, air conditioners
or fans toward your eyes.
• Add moisture to the air. In winter, a humidifier can add moisture to dry indoor air.
• Consider wearing wraparound sunglasses or other protective eyewear.
• Take eye breaks during long tasks.

কবিতা সুন্দর হয়েছে । জীবন পরিক্রমার একটি ধাপে এসে কি পরিনতি হয় কিংবা হতে পারে
তারই কিছু ঈঙ্গিত বহন করে কবিতাটি । জীবনের একটি সময়ে এসে
হয়তবা চোখেও থাকবেনা জল
যে জল দিয়ে হৃদয় গহ্বরে
তিলে তিলে গড়া তীব্র উত্তাপ
এক ঝটিকায় নিভাতে পারে ।

জলে পুড়ে অংগার হওয়াতেই
বুঝিবা লেখা থাকে সকল সুখ
ভাল হয় সেখানেই যদি ইতি হয়
নেত্র সুস্কই থাক নিয়ে সকল দুখ ।
আর সে সবের ইতিকাহন দিয়ে
সুন্দর সুন্দর কবিতা লেখা হোক।

কবিতায় কথামালা কম হলেও
অর্থ ধরে ব্যপক, সে কারণেই
কবিতাটি ত্বরা করে প্রিয়ের
ঘরেই গেল । মাঝে মাঝে
প্রিয়তে নেয়া কবিতাগুলির
হই পাঠক । কবিতা কভু
যায়না উবে , জলহীন চোখেও
সেগুলি যেতে পারেনা নিবে,
চোখ মুদে ধ্যান করলে সেগুলি
আসে অনুভবে , তাই কর্পুরের
মত উবে গেলেও চোখের কোনে
উপরের প্রথম চিত্রের মত কোষে
বাসা বাঁধে আপন খুশীতে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: "ছবিসহ মুল কথাগুলি তুলে দিলাম নীচে" - নেত্র শুষ্ক হওয়ার কার্যকারণ ও প্রতিরোধের বিবরণসমূহ খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে আপনার 'তুলে দেয়া' কথাগুলোতে। অবশ্য বলতেই হয়, ছবিটা দেখে প্রথমে একটু ভয়ও পেয়েছি। :)

"কবিতাটি ত্বরা করে প্রিয়ের ঘরেই গেল" - অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

"জীবনের একটি সময়ে এসে হয়তবা চোখেও থাকবেনা জল" - নেত্রনালি শুকিয়ে গেলে চোখে জল থাকলেও তা চোখ ভেজাবে না। এটাও বোধকরি একটা অনুপম অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।

অনেক, অনেক শুভকামনা ....

৭| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৩

সোনালি কাবিন বলেছেন: দারুণ!

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: বাস্তব অভিজ্ঞতার কবিতা নাকি?

০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবির ভাবনায় সর্বদা বাস্তব বিরাজমান, প্রকাশ অনেক সময় কল্পনাশ্রয়ী হয়ে থাকে।

৯| ০৬ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: খুব যত্ন নিবেন চোখের। কি কমেন্ট করবো বুঝে ওঠতে পারছিনা।

মর্মান্তিক।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: ঘাবড়ানোর মত কিছু নয়, কবি। আপনার উদ্বেগ আমাকে স্পর্শ করেছে।
বয়সের সাথে সাথে মানুষের দেহ-যন্ত্রে কিছু পরিবর্তন আসতে থাকে, এটা এমনই।
ভাল থাকুন, সর্বতো-শুভকামনা!

১০| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা যখন মনের কথা বলে তখন তা বিষন্নের হলে অন্তরকে ছুঁয়ে যায়।করে তোলে একাকীত্ব বয়ে আনে নিঃসঙ্গতা....
জীবনের কবিতায় বিষন্ন ভালো লাগা রইলো।
ডাক্তারের পরামর্শে মতো চলুন স্যার। এক্ষেত্রে কবিতার প্রথম দুলাইন জীবনের মন্ত্র হয়ে বয়ে যাক...


শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে এবং প্লাসে স্পর্শিত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।

১১| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এমন সহজ সরল সুন্দর প্রশংসাটুকুর জন্য।

১২| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




সব কান্নাকাটিতেই চোখের জল ঝরেনা । নীরব কান্নাগুলোতে অশ্রু ঝরেনা, চোখের জল বাষ্প হয়ে উড়ে যায়। শুকিয়ে যায় অশ্রু সরোবর।
সুন্দর উপলব্ধির কবিতা।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: "সব কান্নাকাটিতেই চোখের জল ঝরেনা । নীরব কান্নাগুলোতে অশ্রু ঝরেনা, চোখের জল বাষ্প হয়ে উড়ে যায়। শুকিয়ে যায় অশ্রু সরোবর" - খুবই চমৎকার বলেছেন এ কথাগুলো। এ নিয়ে আরেকতা কবিতা লেখার ইচ্ছে রাখি।

সুন্দর উপলব্ধির কবিতা - অনেক প্রাণিত হ'লাম এ প্রশংসায়, এবং প্লাসে। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম।
কবিতা পড়ে কবিতায় মন্তব্য এবং প্লাস রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।

১৪| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭

দেয়ালিকা বিপাশা বলেছেন:





গভীর উপলব্ধির কবিতা।খুব ভালো লাগল।
অনেক শুভকামনা।


- দেয়ালিকা বিপাশা

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কোন কবিতায় এই প্রথম এসে সুন্দর একটি মন্তব্য এবং শুভকামনা রেখে যাবার জন্য।

১৫| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক প্রাণিত হ'লাম এ প্রশংসায়, এবং প্লাসে। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.