নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ভাবনা ও উপলব্ধি-১

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৯



নীচের কথাগুলো (শেষেরটা ব্যতীত) আমার কিছু সাম্প্রতিক ভাবনা ও উপলব্ধির সংকলন। ভাবনাগুলো গত প্রায় এক বছরের, তবে কোন সময়-ক্রমানুযায়ী লিপিবদ্ধ নয়। ভাবনার পরবর্তী কোন এক সময়ে যখন যেভাবে স্মরণে এসেছে, সেভাবেই লিখে রেখেছিঃ


*স্বপ্ন আছে বলে আশা আছে, আকাঙ্খা আছে, বর্ণ আছে, শব্দ আছে, গতি আছে, বিরাম আছে, ভাবনা আছে, ভালবাসা আছে এবং সবশেষে কিছু প্রাপ্তিও আছে। মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন থাকলেও, আমাদের জীবনটার অনেকাংশই স্বপ্নময়। স্বপ্নপূরণের আনন্দ আর স্বপ্নভঙ্গের বেদনার সমাহার নিয়েই আমাদের এ জীবন।

*যে কোন শৈল্পিক সৃষ্টি হৃদয় থেকেই উৎসারিত হয়, সেটা যে প্রকরণেই হোক না কেন। হৃদয়ের ছোঁয়া ছাড়া শিল্পসৃষ্টি সম্ভব নয়।

*শব্দ এবং নৈঃশব্দ্য যথাক্রমে সঙ্গ এবং নৈঃসঙ্গ্যের প্রতিনিধি।

*সত্যের মত সুন্দর আর কিছু নেই; মিথ্যের মত কুৎসিত আর কিছু হতে পারে না।

*জীবনটা কখনো ‘সুবর্ণ এক্সপ্রেস’, কখনো ‘কন্টেইনারবাহী ট্রেন’।

*গাছের চারপাশে যেমন আগাছা থাকে, তেমনি আগাছার মাঝেও গাছ জন্মায়, বড়ও হয়।

*মানুষের গোটা জীবনটাই একটা শিক্ষাক্রম। সিলেবাস ছাত্রের অজানা, কিন্তু শিক্ষকের নিখুঁত পরিকল্পনায় প্রণীত। আপন গৃহের শয্যাকক্ষ থেকে বহির্জগতের শেষ সীমা পর্যন্ত গোটা পৃথিবীটাই আমাদের পাঠশালা।

*মানুষের জন্য মাত্র দুটোই নিরাপদ আশ্রয় রয়েছে। একটা মাতৃক্রোড়, অপরটা ক্ববর।

*ছায়াকে দেখা যায়, আলিঙ্গণ করা যায় না।

*জলের আহবানে সাঁতারু জলে যায়, গিয়ে নির্বিঘ্নে সাঁতার কাটে, আবার অসাঁতারুও যায়। অসাঁতারু গিয়ে ডুবে মরে, অথবা মরতে মরতে বেঁচে যায়। জল সাঁতারু-অসাঁতারু চিনে আহবান জানায় না।

*প্রকৃতির সৌন্দর্য স্রষ্টার অপার দান। চির অবারিত নিসর্গ-সৌন্দর্যের ভোক্তা শুধু মানুষই নয়, বরং সকল প্রজাতির সকল সৃষ্ট জীব অণুজীব। কেবলমাত্র মানুষ ছাড়া অন্য কোন প্রজাতি প্রকৃতির এ সৌন্দর্য বৃ্দ্ধিতেও সহায়ক নয়, বিনাশেও নয়। মানুষ প্রাথমিকভাবে শুধুমাত্র তাদের দু’হাত দিয়ে এ প্রকৃতিকে যেমন সৌন্দর্যমণ্ডিত করেছে, তেমনি প্রকৃতির সৌন্দর্য বিনাশও করেছে। পরবর্তীতে মানুষ তাদের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে এ কাজ দুটো করেছে, অবশ্য তখনও সে কাজের পেছনে যন্ত্রের পেছনের মানুষের দু’হাতই ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের বিকাশ ও বিনাশ, দুটোতেই মানুষের দুটো হাতের কারুকার্য রয়েছে।

*আমি গর্বিত যে আমি একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি। মধ্যবিত্ত পরিবারগুলোকে আমি বড় ভালবাসি। জীবন ওদের মাঝে যতটা নন্দিতভাবে স্পন্দিত হয়, সেভাবে আর কোথাও নয়!

*অন্যান্য সবার মত শরতকালটা আমারও প্রিয়। সাদা কাশফুল, নীল-সাদা মেঘ, রৌদ্রকরোজ্জ্বল দিন, শারদীয় পূর্ণিমার জ্যোৎস্নালোকিত রাত, ইত্যাদি সবকিছুই ভালো লাগে, সবই উপভোগ করি। তবে গরমটা মাঝে মাঝে বেশ অসহ্য মনে হয়। সেদিক থেকে, হেমন্তকেই আমি ভালো পাই। হেমন্ত একটা নিরীহ ঋতু, তেমন শান শওকত নেই, কিন্তু কৃষকের মুখে অন্ন যুগিয়ে যায়। আসতে না আসতেই এ ঋতুটি চোখের পলকে বিদায় নিয়ে যায় কোন ঘনঘটা ছাড়াই, তবে প্রকৃতিপ্রেমী এবং শিল্প-সাহিত্যপ্রেমীদের মনে অবশ্য তার মায়া রেখে যায়। দিনসংখ্যার দিক থেকে এ ঋতুটি আর বাকি পাঁচটি ঋতুর সমান, তবে দিনের হ্রস্বতার কারণে মনে হয়, এ ঋতুটি যেন বড় দ্রুতই চোখের আড়ালে চলে যায়।

*শব্দের আর্তনাদ যেমন ভয়াবহ হয়ে থাকে, একটি শব্দের কামনায় যখন হৃদয় উদ্বেল, তখন শব্দহীনতার নিঃশব্দ হুঙ্কারও হৃদয়কে বিচূর্ণ করে দিতে পারে।

*ভাষা হচ্ছে একটি স্রোতস্বিনীর স্রোতধারার মত, এঁকে বেঁকে বয়ে যায়, নিজস্ব পথ খুঁজে নেয়। মানুষের মুখের ভাষার পরিবর্তনকে রোখা যায় না।

*এদেশে কবিদের কেউ লালন করে না! ওঁরা গ্রীষ্মের তপ্ত, চৌচির ক্ষেতে লুক্কায়িত শস্যবীজ। একটু বর্ষার জল পেলেই লকলকিয়ে বেড়ে ওঠে। ওঁদেরকে কেউ জলসিঞ্চন করে না, সুতরাং বর্ষাই ওদের একমাত্র ভরসা।

*কুটির শিল্প কুটিরে কিংবা কুটির প্রাঙ্গণে তৈরী হয়, কিন্তু তা স্থানান্তরিত হয়ে প্রাসাদ কক্ষকে সুশোভিত করে।

*মায়া মানবপ্রেমের একটা অপরিহার্য অনুষঙ্গ।

*প্রকৃতি মানুষের সমব্যথী বন্ধু। মানুষ যখন বিষণ্ণ বোধ করে, তখন চোখ মেলে খুঁজলে প্রকৃতিকে সে কাছে পাবে।

*বই মানুষের মনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, সবচেয়ে নিরাপদ আশ্রয়।

*বয়স এক সময় ঋজু মানুষকেও বাঁকিয়ে দেয়!

*আমাদের দেশে বয়স্কদের অবস্থা এখনও পাশ্চাত্যের মত ততটা খারাপ নয়, আগামীতে যদিও খারাপ হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একাধিক সন্তানের মধ্যে কেউ না কেউ এখনও এসে বয়স্ক পিতামাতার দেখাশুনার ভার নেয়, অন্যেরাও তাকে সাহায্য করে। কিন্তু উন্নত দেশের সমাজ ব্যবস্থায় সে সুযোগ নেই। একুশ বছরের পর সন্তানরাও পিতামাতার উপর নির্ভরশীল থাকতে চায় না, থাকলে তাকে বন্ধুমহলে হেয় প্রতিপন্ন হতে হয়। মা-বাবাও তাদের সন্তানদের কাছ থেকে কোন সাহায্য আশা করে না। তারা নিজেরাই নিজেদের জন্য একটা ব্যবস্থা করে নেয়, নতুবা নীরবে নিভৃতে ক্ষয়ে যায়।

* "কী ঘর বানাইলাম আমি শূন্যেরই মাঝার" - বিজ্ঞান বা সৌরজগত স্টাডি না করেও চিরকালের জন্য আমার অন্তঃস্থ একটা ভাবনা মাঝে মাঝে আমার মননে ভেসে ওঠেঃ শূন্যের মাঝে আমাদের বসবাস, শূন্যপানেই পলে পলে ছুটে চলেছি!

*আমাদের এই পৃথিবী ৭৯২৬ মাইল ব্যাসের একটি গ্রহ । ৯টি ছোট বড় গ্রহ সহ আমাদের সৌরজগত ৩০০কোটি মাইল ব্যাপী বিস্তৃত ।
আমাদের সৌরজগতের মত এক হাজার কোটি সৌরজগৎ নিয়ে গঠিত “মিল্কিওয়ে” নামক আমাদের গ্যালাক্সিটি ৫.৭ট্রিলিয়ন মাইল ব্যাপী বিস্তৃত। “মিল্কিওয়ে” এর মত কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪বিলিয়ন ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার বিস্তৃত। এরকম কোটি কোটি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার! অনেক গুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ইউনিভার্স। এ যাবত পাওয়া তথ্য-তত্ত্বজ্ঞানে আপাতত এটাই মহা-বিশ্বের একটা স্ট্রাকচার।

*ক্ষমা, কৃপা আর মায়া- অন্যান্য আরও কিছু অনুষঙ্গের সাথে এই তিন অনুভব মিলে সৃষ্টি হয় ভালোবাসা। ভালোবাসার পাত্র অথবা পাত্রীটি যোগ্য হলেও, না হলেও।

*আধ্যাত্মিক আশ্রয়ে সমর্পিত মনে প্রশান্তি একটি সহজাত অনুষঙ্গ।

*আমি মনে করি, কবি কবিতা লেখেন নিজ মনের তাড়নায়। সেটা পাঠকের জন্য সুবোধ্য কি দুর্বোধ্য হলো, তা নিয়ে কবির বেশী না ভাবলেও চলবে। তবে কৌলীন্য লাভের প্রত্যাশায় কবিতাকে দুর্বোধ্য রাখার প্রয়াস সমর্থনযোগ্য নয়।

*কবি কিংবা কবিতার মান নির্ধারণ করতে যাওয়াটাই একটা অনাবশ্যক অনুশীলন। যে কবিতা পড়ার পর আপনার হৃদয় কথা বলে ওঠে, কানে অনুরণন হতে থাকে, মনটা কেমন করে, এক বা একাধিক দৃশ্য মনে ভেসে ওঠে এবং সেখানে গেঁথে রয়, সেটাই একটি যথার্থ কবিতা। ভালো-মন্দ কবিতার কোন মানদণ্ড নেই। কবিতা হলেই সেটা ভালো কবিতা। কতটুকু ভালো, পাঠকভেদে তা অনুমানের তারতম্য হতেই পারে।

*জীবনের রিখটার স্কেলে বড় বড় কম্পনগুলোর আনন্দ বা বেদনার আতিশয্য মানুষকে শারীরিকভাবেও কম্পমান করে তোলে। মানুষ হয় ভীত -সন্ত্রস্ত হয়, নয়তো বিমূঢ়-বিহ্বল। কিন্তু মৃদু হিল্লোল দ্বারা সৃষ্ট তিরতির করে মানুষের মনে বয়ে যাওয়া অনুভূতিগুলো মানুষকে শান্ত করে, ভাবতে শেখায়, সৌম্যভাব দান করে।

*'প্রার্থিত কাল' চিরকালই অধরা অথবা অতীত

*ভালোবাসা পেলে মানুষ মোমের মত গলে যায়। ভালোবাসার গল্প কবিতা পড়েও মানুষের মন ভালোবাসা পাবার জন্য তৃষ্ণার্ত হয়।

*প্রতিটি মুহূর্তই ইতিহাস নির্মাণে নীরব ভূমিকা পালন করে। আমরা টের পাই না।

*একটি ভাষা উচ্চারণে যতই সরল হবে ততই সচল হবে।

*অতীত যখন 'বর্তমান' এ বিদ্যমান, তখন হয়তো তাকে তামাটে মনে হয়। কিন্তু 'অতীত' এর পর্যায়ে চলে গেলে বেশিরভাগ ক্ষেত্রে তা হয়ে যায় 'সোনালী অতীত'। 'সোনালী অতীত' এর স্মৃতিচারণও মনে সোনালী আভা ছড়িয়ে যায়।

*কবিতা কবি মনের সত্য ও শুদ্ধতম প্রকাশ। অনুকবিতায় তা খণ্ডিত হয় না; সেখানেও তা পরিপূর্ণ শুদ্ধ ও সত্যই থাকে।

*ডায়েরি লেখার অভ্যাসটা একটা ভালো অভ্যাস। সাধারণতঃ অন্তর্মুখী মানুষেরা ডায়েরি লিখতে ভালোবাসেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে আপন পরিবারের মধ্যেও আমাদের প্রাইভেসীর স্পেস কম। তাই ডায়েরি লিখে অনেক সময় বিব্রত হতে হয়।

*জলে ভাসা পদ্ম জীবন
আশা নিরাশায়,
হাবুডুবু খায়!

*রাতের আঁধার অনেক সময়ে মানুষের চোখে ও মনে আলো ফুটিয়ে যায়।

*জীবনের ভারসাম্যে সমঝোতা একটি যাদুকরি স্থিতি স্থাপক।




*Love is not to be kept hidden in a cocoon; its expression in words and gestures is important.

*Beneath the caricatures of the comedians, usually lie buried sad tales of personal pains.

*Silence is the language of pristine Nature. Sounds are the manipulations of restless human minds.

*Achieve at ease and let go! Do not be hell-bent to achieve, do not stick fast to your success; be at peace!

*The language of love is every soul’s mother language.

*The future history has its watchful eyes on the present day actors, of whom you are one. So, please watch your steps.

*Life is a kaleidoscopic movie with motley of images and imagery that cannot be rewound or fast forwarded.

*May the poets’ pen write on, and the fountains of poetry cascade down!

*Acqiescence to crime is no less a crime!

*A good poem emits rays like the beacon of a lighthouse.

*Poetry open windows of a seeking mind.

*How life behaves depends on how you look at it. Positivity always pays handsomely.

* We are all guinea pigs in the laboratories of the Governments. We can be free only when the frontiers disappear and the mother Earth returns to us as the one single home and habitat for all of us, and all other species having life.

* Our spiritual and temporal pursuits should be continually harmonised. Absence of such harmony turns all our melodious songs of life into discordant, dissonant, deafening cacophony.

*Sometimes, silence is louder than speech.

*Our life is bed-bound both at infancy and old age. The only difference is the presence or absence of the mother beside.

*The poets dream, the scientists bring those dreams into fruition. One shows the destination, the other walks the path.

*Science and poetry are the sisters born of the same mother.

*Time is a treasure we often love to squander away. By the time we realize it, we are almost consumed by time.

* A soul touching piece of poetry, painting, story, melody or music – all have a common birthplace; the heart! These may emerge from different sources and be caused by void feelings, a sigh, a blank look from a pair of tearless eyes, a tender touch of affection and compassion, an yearning for love or a revival of a forgotten memory.

*A poet and a parochial hater cannot walk together.

*Everybody has a piece of homework to do. So do it well; your credit will be recognised.

*A memory is the summation of moments that leave behind an imprint on our throbbing heart.

*May kindness and compassion be the constant vanguard of our frail conscience, to set it back to track whenever we tend to err!

*One who knows his/her mother language well, takes no time to learn other languages well as well!

*Beauty and jealousy is a dreadful combination!

* If parenthood is a blessing, grandparenthood is bliss!

* A sin is a sin, even if committed by a priest. A virtue is a virtue even if acquired by a sinner.

*The less governance, the greater individual responsibility, the stricter self discipline and the more 'quality freedom'.

*Everybody must live his own life, the life that he is destined to live. None can suffer his sufferings, none can take away the pieces of happiness meant for him. But understanding hearts can stay alongside and provide inspiration to battle the odds of life in grace, and draw inspiration for themselves from his pieces of happiness.


And finally, I conclude with these words which are not my thoughts but the words from the epitaph of the Nobel Laureate Irish (originally) Poet Sir W B Yeats:

*Cast a cold eye,
On life, on Death.
Horseman, pass by!”


ছবিসূত্রঃ Click This Link

ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২১
সর্বসত্ত্ব সংরক্ষিত
@Copyright Khairul Ahsan

(এ পোস্টটি হালনাগাদ হতে থাকবে। 'কপি-পেস্ট' ও 'কাট-পেস্ট' এ অভ্যস্ত কুম্ভীলকগণ দয়া করে তফাত থাকুন)

মন্তব্য ৪১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


জীবনের অভিজ্ঞার ফসল।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন:
আপনার সাম্প্রতিক ভাবনা ও উপলব্ধির প্রকাশে ভালোলাগা, জীবনে অভিজ্ঞতা সবার ই হয় , সেটুকু উপলব্ধি করা এবং তার প্রকাশ সবাই পারে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এমন চমৎকার এ্যাপ্রিসিয়েশনের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




তেমন তেমন ভাবনার সাথে যদি উপলব্দিও যোগ হয় তবে মানুষ প্রাজ্ঞ হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ভাবনার সাথে উপলব্ধির যোগ হলে, এবং তার সাথে তদনুযায়ী নিজস্ব আমল যোগ হলে মানুষ বাস্তবিকই প্রাজ্ঞ হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, শুভকামনা....

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: পড়তে পড়তে অনেক কিছু ভাবলাম।কিন্তু হৃদয় দিয়ে ভাবতে পারিনাই বলে প্রকাশ করতে পারলাম না, ভালো লেগেছে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: 'হৃদয় দিয়ে ভাবতে' পারলেন না কেন?

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রাণিত।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি একজন অভিজ্ঞ মানুষ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন: রেসপেক্টটেড স্যার,

আশাকরি ভালো আছেন।আজ একটু ব্যতিক্রমী পোস্ট বলা ভালো দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ দর্শন আমরা জানতে পারলাম। আমার কাছে বিষয়টি ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে দীগন্তরেখার পরিধি যতোটা বড় হবে আমরা যদি একটু উঁচু স্থানে দাঁড়িয়ে দেখি তখন দিগন্তরেখা সুদূর বিস্তৃত হবে। কাজেই আপনার দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ জীবনের উপলব্ধি যে জ্যোতিপ্রভার ন্যায় উজ্জ্বল তা নির্দ্বিধায় বলা যায়।++
পোস্ট লাইক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ দর্শন আমরা জানতে পারলাম - অনেক ধন্যবাদ আপনাকে, আমার ভাবনা ও উপলব্ধির প্রতি আপনার এতটা আগ্রহের জন্য এবং উদার মূল্যায়নের জন্য। দিগন্তরেখা দর্শনের তুলনাটা ভালো লেগেছে।

"কাজেই আপনার দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ জীবনের উপলব্ধি যে জ্যোতিপ্রভার ন্যায় উজ্জ্বল তা নির্দ্বিধায় বলা যায়।++" - আবারও অশেষ ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩

শেরজা তপন বলেছেন: উনেক অভিজ্ঞতায় এম্পন জ্ঞান লব্ধ হয়-

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫

শেরজা তপন বলেছেন: অনেক অভিজ্ঞতায় এমন জ্ঞান লব্ধ হয়-Age is Wisdom

* আগের মন্তব্যটা মুছে দিয়েন- মেয়ের দুষ্টুমিতে এমন হয়েছে!

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: "* আগের মন্তব্যটা মুছে দিয়েন- মেয়ের দুষ্টুমিতে এমন হয়েছে!" - দুষ্টুমিটা তো খুবই একটা সুঈট দুষ্টুমি। আমার নাতনি আনায়াও আমার লেখার সময় মাঝে মাঝে এসে এমনটা করে যায়। একটা হাল্কা ব্রাশ এনে মনিটর এবং কীবোর্ড জোর করে মুছে দিয়ে যায়। এবং সেটা করতে গিয়ে আমার লেখাগুলোর এমন অবস্থাই করে দিয়ে যায়। তবুও সেটাই আমার কাছে খুব ভালো লাগে। তাই আপনার উপরের মন্তব্যটা আমি মুছে দিলাম না। এটা আমার কাছে খুবই একটা পরিচিত এবং সহনীয় মিষ্টি দুষ্টুমি। এটা আমি যখনই দেখবো, আনায়ার কথা মনে হবে।

Wisdom আছে কিনা জানিনা, Age কে সম্মান জানিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: মানুষ রাতের আকাশ দেখে বিস্মিত হয়, বিশাল সাগরের জলরাশি দেখে বিস্মিত হয়, কিন্তু সে জানেনা মহাবিশ্বের মহাবিস্ময় সে নিজেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: মানুষ কিভাবে মহাবিশ্বের মহাবিস্ময় তা তো আমি নিজেও জানি না, বা বুঝতেও পারছি না।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪

ওমেরা বলেছেন: প্রত্যেক মানুষের মনেই ভাবনা আসে তবে সবার ভাবনা যেমন সুন্দর হয় না উপলদ্বি সুন্দর হয়না ।
খুব ভালো লাগা আপনার লেখায় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার উপলব্ধিটা কিন্তু সুন্দর হয়েছে। :)

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ভালো থাকুন, শুভকামনা....

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আপনার ভাবনা সুন্দর ও সত্য। সবার ভাবনা প্রকৃর মত সুন্দর হোক।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২১

খায়রুল আহসান বলেছেন: আমার ভাবনা এবং উপলব্ধিগুলো আপনার কাছে 'সুন্দর ও সত্য' বলে প্রতিভাত হয়েছে জেনে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার লেখাকে এমন সুন্দর বিশেষণে ভূষিত করার জন্য।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:০১

সোহানী বলেছেন: এ অভ্যাস ছিল আমার বাবার ও। সবসময়ই বাবা ডায়রী মেইনটেইন করতেন। আর লিখে রাখতেন নিজের কোন ভাবনা কিংবা চমকপ্রদ কোন ঘটনা সে দিনের। দেশে থাকার সময় প্রায় ১০/১২ টা ডায়রী আমি সংগ্রহে রেখেছিলাম। কিন্তু এবার যেয়ে দেখি একটিও নেই। খুব খারাপ লেগেছিল। ইচ্ছে ছিল এ নিয়ে কিছু লিখা তৈরী করার কিন্তু হলো না। এখন ফোন দিলে সাংসারিক আলাপই থাকে পুরো কথোপকথন জুড়ে। তাই শোনা হয় না তেমন কোন গল্প।

আপনার ভাবনা নিজের ভাবনার সাথে যোগ করলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: আমার অনেক লেখা পড়ে আপনি আপনার বাবাকে স্মরণ করেন, এটা জেনে আমার অনেক ভাল লাগে। এর আগেও আপনি আমার লেখা পড়ে এমন কিছু জানিয়েছিলেন। আপনার বাবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। ভালো থাকুন, শুভকামনা....

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

নীল আকাশ বলেছেন: *গাছের চারপাশে যেমন আগাছা থাকে, তেমনি আগাছার মাঝেও গাছ জন্মায়, বড়ও হয়। এটা বেশি পছন্দ হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনাকে 'স্পেশাল থ্যাঙ্কস' জানাচ্ছি, আমার এতগুলো পর্যবেক্ষণ মনযোগ দিয়ে পড়ে আপনার সবচেয়ে বেশি পছন্দের কথাগুলো এখানে উদ্ধৃত করে গেলেন বলে। অবশ্য আমি জানি যে আপনি (আমারই মত :) ) কোন লেখা আদ্যপান্ত মনযোগ দিয়ে না পড়ে মন্তব্য করেন না।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। অনেক ভালো থাকুন, শুভকামনায়....

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৮

সাগর শরীফ বলেছেন: আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুক। আনেক দিন আমাদের মাঝে থাকুন। আর আমদের জীবন সম্পর্কে শিখিয়ে যান। আনেক ভাল থাকুন স্যর!

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনার এ আন্তরিক দোয়ার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুন এবং আপনাকেও বারাকাহ দান করুন!

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ভাবনাগুলির মধ্যে কিছু সার্বজনীন সত্য কথা আছে। বাংলার পাশাপাশি বেশ উঁচু মানের ইংরেজিতে আপনার ভাবনাগুলি লিখেছেন। আপনার ব্যবহৃত অনেক ইংরেজি শব্দের অর্থ জানা নাই। আমি ইংরেজিতে দুর্বল।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: আমার ভাবনাগুলো এ্যাপ্রিশিয়েট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। ভালো থাকুন, শুভকামনা....

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




Acqiescence to crime is no less a crime! - absolute truth

প্রাকৃতিক সৌন্দর্যের বিকাশ ও বিনাশ, দুটোতেই মানুষের দুটো হাতের কারুকার্য রয়েছে। - পৃথিবী কোনোদিন ধ্বংস হলে তার জন্য অন্যতম দায়ী থাকবে এই মনুষ্য জাতি।

জীবনটা কখনো ‘সুবর্ণ এক্সপ্রেস’, কখনো ‘কন্টেইনারবাহী ট্রেন। - চলমান ট্রেনের ইঞ্জিন যখন রেল পথে নষ্ট হয় বিকল হয় - ঠিক তখন আরেকটি চলমান ইঞ্জিন এসে তাঁকে টেনে নিয়ে যায়। জীবনের জন্য জীবনের প্রয়োজন হয়।

*** আপনার মূল্যবান সংকলনটি প্রিয়তে রাখছি। অত্যন্ত মূল্যবান ও প্রয়োজনীয় কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমার ভাবনাগুলো থেকে কয়েকটা উদ্ধৃত করার জন্য অশেষ ধন্যবাদ। সংকলনটি প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা।

"চলমান ট্রেনের ইঞ্জিন যখন রেল পথে নষ্ট হয় বিকল হয় - ঠিক তখন আরেকটি চলমান ইঞ্জিন এসে তাঁকে টেনে নিয়ে যায়। জীবনের জন্য জীবনের প্রয়োজন হয়" - খুব সুন্দর বলেছেন কথাটা।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬

হাবিব বলেছেন: ভাবনাগুলো ভালো লাগলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম জেনে। পোস্টে আসার জন্য ধন্যবাদ।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

ফারহানা শারমিন বলেছেন: এমন চমৎকার লেখা শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ।প্রিয়তে রেখে দিলাম।
অনেক কিছু লিখার ইচ্ছে ছিল। কোলে দেড় মাসের বাচ্চা। টাইপ করতে কষ্ট। শুভ কামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: আমার এ সংকলনটি প্রিয় তালিকায় তুলে রাখার জন্য জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা।

"টাইপ করতে কষ্ট" - কষ্ট সত্ত্বেও লেখাটি পড়ে গেলেন, মন্তব্য করে গেলেন, প্লাস দিয়ে গেলেন-- এ জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

অধীতি বলেছেন: দীর্ঘ জীবনে খুঁটিয়ে খুঁটিয়ে অনুধাবন করেছেন নিজের ব্যর্থতা, সফলতাগুলো। প্রকৃতির সাথে কখনো মিল খুঁজে পেয়েছেন অথবা পান নি। এই বয়সে এসে আমাদের এখানকার মানুষ এগুলো নিয়ে ভাবে কম
অথচ আপনি কি সুন্দর করে উপলব্দি প্রকাশ করলেন ছায়াকে দেখা যায়, আলিঙ্গণ করা যায়না
Poetry open window of a seeking mind

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। সেখান থেকে দুটো উদ্ধৃতি দেয়ায় অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল ভাইয়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: আমার এ পোস্টটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন, শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.