নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমি ডাকলেই তুমি সাড়া দাও, কখনো দ্রুত,
কখনো কিছুটা বিলম্বে হলেও, পরে বুঝতে পারি,
সে সময়টাই ছিল উপযুক্ত। এমন ভাবে সাড়া দাও,
যেন চোখের আড়ালেই ছিলে, শুধু ডাকের অপেক্ষায়।
সাড়া পাই তবে কায়া দেখি না, কারণ তুমি কায়াহীন।
আমি তো এতদিনে বিলক্ষণ বুঝে গেছি,
অদৃশ্য কার কাছে চাইতে হয়, তার কায়া না দেখেও!
তোমাকে ছিলাম ভুলে বহুদিন, মতিভ্রমে, নয়তো
অধিক সুখে, কিন্তু তুমি আমাকে ভুলোনি কখনো।
ভ্রান্তিতে পতিত হয়ে যখনই দিশে ফিরে পেয়েছি,
তোমাকে দ্রুত ডেকেছি; তুমি ঠিকই সাড়া দিয়েছো।
তোমার ঐশী বাণী আমায় যে পথ দেখিয়েছে,
সে পথ ধরে আমি ফিরে এসেছি আমার আপন ঘরে,
যেখানে তুমিও বসত করো শ্বাস প্রশ্বাসের স্পন্দনে।
এখন চোখের জ্যোতি যখন ক্ষীণ হয়ে আসছে,
আমার দেখার পরিধি ক্রমশঃ তত বেড়ে যাচ্ছে।
আমি তোমাকে দেখতে পাই বাতাসে, বৃষ্টিতে,
ভাসমান মেঘে, সদ্যজাত শিশুর স্বর্গীয় হাসিতে,
নিশ্চিন্ত পাখির উড়ন্ত ডানায়, শারদীয় জ্যোৎস্নায়
নির্বাক পাহাড় চূড়ায়, নিরুচ্চার প্রেমিকের আর্তিতে,
আর বহু আলোকবর্ষ দূর থেকে আসা আলোর আভাসে।
ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২১
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
২| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৭
পদাতিক চৌধুরি বলেছেন:
"আমি তোমাকে দেখতে পাই বাতাসে, বৃষ্টিতে,
ভাসমান মেঘে, সদ্যোজাত শিশুর স্বর্গীয় হাসিতে,
নিশ্চিন্ত পাখির উড়ন্ত ডানায়, শারদীয় জোৎস্নায়,
নির্বাক পাহাড় চূড়ায়, নিরুচ্চার প্রেমিকের আর্তিতে,
আর বহু আলোকবর্ষ দূর থেকে আসা আলোর আভাসে।" চমৎকার লাগলো স্রষ্টার প্রতি অভিব্যক্তিতে। ++
আপনার ভাবনায় গভীরতায় মুগ্ধতা।সাথে সাথে ভাবনার প্রতি রইল শ্রদ্ধা।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: "চমৎকার লাগলো স্রষ্টার প্রতি অভিব্যক্তিতে" - অনেক ধন্যবাদ। কবিতায় অভিব্যক্ত ভাবনা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে প্রাণিত।
৩| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার 'সদ্যোজাত' বানানটা যদি কাইন্ডলি একবার দেখে নিতেন। অবশ্য আমারও ভুল হতে পারে..
এই কমেন্টটি ডিলিট করার অনুরোধ রইলো।
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: অভিধানে দেখলাম, বানানটা দু'ভাবে লেখা যায়ঃ 'সদ্যো-জাত' এবং আমি যেভাবে লিখেছি, 'সদ্যজাত'।
৪| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:০১
*কালজয়ী* বলেছেন: স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার অপরূপ নিদর্শন। কবিতায় ভক্তি ও বিনয়ের পাশাপাশি শব্দের অলংকারের সন্নিবেশ ঘটেছে। সুপাঠ্য কবিতা।
২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ উদার মূল্যায়নের জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।
৫| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: "তোমায় যখন দেখি, তারচেয়ে বেশি দেখি যখন দেখি না।"
চোখের দেখার চেয়ে মনের চোখে দেখাটাই বোধহয় আসল।
২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৬| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। কোনো বানান ভুল নেই। গ্রেট।
২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: বানান ভুল থাকবে কেন? আমার পোস্টে সাধারণতঃ বানান ভুল থাকে না, কারণ আমি সঠিক বানান সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোন কিছু লিখি না। তবে স্বীকার করি, তার পরেও অনবধানতা বশতঃ কদাচিৎ যদি কখনো দুই একটি ভুল বানান নজর এড়িয়ে লেখায় ঢুকেও পড়ে, পোস্ট পুনঃ পঠনের সময় তা খেয়াল করলে কিংবা কেউ ধরিয়ে দিলে আমি সাথে সাথে সংশোধন করে দেই।
৭| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ২:৪৮
সোহানী বলেছেন: রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। কোনো বানান ভুল নেই। গ্রেট।
রাজিব নুর ব্রাদার সম্ভবত: বানান নিয়ে যথেস্ট জ্ঞান রাখে। নেক্সট বানান নিয়ে কোন সমস্যা হলে উনাকে ধরবো!
স্রষ্টা সবসময়ই আমাদের পাশেই থাকেন, আমরা ডাকি কিংবা না ডাকি।........
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: "রাজিব নুর ব্রাদার সম্ভবত: বানান নিয়ে যথেস্ট জ্ঞান রাখে। নেক্সট বানান নিয়ে কোন সমস্যা হলে উনাকে ধরবো!" - কথাটা হয়তো তিনি স্রেফ বলার জন্য বলেছেন, বলার মত আর কিছু খুঁজে না পেয়ে বলেছেন।
"স্রষ্টা সবসময়ই আমাদের পাশেই থাকেন, আমরা ডাকি কিংবা না ডাকি।........" - তা তো বটেই! সঠিক বলেছেন।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৮| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: শারদীয় জ্যোৎস্না ভালোবাসা জড়িয়ে থাকুক সবার সাথে।
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ।
৯| ২৪ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: " অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
স্পিনোজার ভাষ্য মতে, ঈশ্বরই হচ্ছে মহাবিশ্বের বা প্রকৃতির ‘’একমাত্র’’ সাবস্টেন্স। তিনি লিখেছেন: “যা কিছু অস্তিত্বশীল, তা ঈশ্বরের মধ্যেই, ঈশ্বরের ধারণা ছাড়া অন্য কোনো ধারণাকেই গ্রহণ করা সম্ভব নয়, এবং গ্রহণ করা হবেও না”। কিন্তু আজও দার্শনিকরা এই বাক্যের অর্থ নিয়ে দ্বিধাবিভক্ত; কেউ ভাবে স্পিনোজা বলতে চেয়েছেন যে ঈশ্বর হচ্ছে প্রকৃতির একটি অতিপ্রাকৃত উপাদান অনেকটা স্পঞ্জের মধ্যে বিদ্যমান পানির মতো, অন্যরা মনে করেন স্পিনোজা বুঝিয়েছেন ঈশ্বর ও প্রকৃতি হচ্ছে মিলে মিশে একক বস্তু, যেমন ‘একটি ভেজা স্পঞ্জ’।
২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য অনেক ধন্যবাদ।
১০| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২১
শেরজা তপন বলেছেন: শেষের এই কথাগুলো আসলেই চমৎকার~
আমি তোমাকে দেখতে পাই বাতাসে, বৃষ্টিতে,
ভাসমান মেঘে, সদ্যোজাত শিশুর স্বর্গীয় হাসিতে,
নিশ্চিন্ত পাখির উড়ন্ত ডানায়, শারদীয় জোৎস্নায়,
নির্বাক পাহাড় চূড়ায়, নিরুচ্চার প্রেমিকের আর্তিতে,
আর বহু আলোকবর্ষ দূর থেকে আসা আলোর আভাসে।
২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। প্রশংসায় প্রাণিত হ'লাম।
১১| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য, কিছুটা অনুবাদ কবিতার মত মনে হলো।
২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৭
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে না, এটা কোন 'অনুবাদ কবিতা' নয়। এটা আমার লেখা মূল কবিতা।
১২| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭
মিরোরডডল বলেছেন:
গভীর অনুভূতি ও ভাবনার কবিতা যার একটি অন্তর্নিহিত অর্থ আছে ।
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩১
খায়রুল আহসান বলেছেন: আপনার এই এক লাইনের মন্তব্যটাতেও লেখকের সন্তুষ্টির জন্য অনেক উপাদান আছে। অনেক ধন্যবাদ মন্তব্য এবং প্লাসের জন্য।
আপনাদের ওখানে নাকি বর্ডার খুলে দিয়েছে, অর্থাৎ ট্যুরিস্টরা এখন যেতে পারবে, ০১ নভেম্বর ২০২১ থেকে? বর্তমান পরিস্থিতি নিয়ে একটা পোস্ট লিখতে পারেন।
১৩| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৯
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর কবিতা-মন ছুঁইয়ে গিয়েছে। +
২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কবিতায় মনোগ্রাহী মন্তব্য এবং প্লাস দিয়ে যাবার জন্য।
১৪| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: অন্তর থেকে যেই কথা উঠে আসে তা সবাইকেই স্পর্শ করে যায়।
অনেক ভালো লাগা ভাইয়া।
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর, সুবিবেচিত একটা কথা বলেছেন, যা সত্যিই হৃদয়গ্রাহী। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই চমৎকার মন্তব্যটির জন্য।
১৫| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯
ইসিয়াক বলেছেন: সৃষ্টি কর্তা তার সৃষ্টির মাঝে চির বিরাজমান। তারে ভুলে গেলেও সে ভোলে না তার কর্তব্য কর্ম।
জগতের সকল সৃষ্টির ভালো হোক।
শুভকামনা রইল প্রিয় ব্লগার।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায়ও এ কথাগুলো বলতে চেয়েছি। কবিতা পড়ে চমৎকার এ মন্তব্যটি রেখে যাবার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
১৬| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর কবিতা
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতার প্রশংসা এবং 'লাইক' এর জন্য।
১৭| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
মিরোরডডল বলেছেন:
নাহ এখনও ওপেন হয়নি । নভেম্বরে যেটা ওপেন হবে আশা করছে সেটা অনলি ফর অস্ট্রেলিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট যারা এখন বাইরে আছে, তারা অস্ট্রেলিয়াতে রিটার্ন করতে পারবে । আগে হোটেল কোয়ারেন্টাইন ছিলো কিন্তু এখন বাসায় 14 ডেইজ কোয়ারেন্টাইন করবে ।
অন্যান্য ভিসা স্কিলড মাইগ্রেশন , স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ওগুলো এখনও ওপেন হয়নি, হবে সুন সম্ভবত ডিসেম্বরে ।
যদি ভুলে না যাই আবার আপডেট দিবো
ম্যানি থ্যাংকস । ভালো থাকবেন ।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: "যদি ভুলে না যাই আবার আপডেট দিবো" - অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, শুভকামনা....
১৮| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৪
এস সুলতানা বলেছেন: অনেক একটি সুন্দর কবিতা পড়লাম। শুভ কামনা
২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং শুভকামনায় প্রীত হ'লাম।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৫
রোকসানা লেইস বলেছেন: যার সাথে সর্বক্ষণের সম্পর্ক ডাকলে সে সাড়া দিবেই সব সময়।
সম্পর্ক সে যে রূপেরই হোক।
সুন্দর লেখা ভালোলাগল।