নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনুরণন

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৮

মাঝে মাঝে এমন হয় যে আমি যখন কোন গান শুনি, সে গান শেষ হয়ে যাবার পরও গানের কয়েকটা কিংবা অন্ততঃ একটা লাইন, তা না হলেও অন্ততঃ কোন লাইনের অংশ বিশেষ আমার কানে বাব্জতেই থাকে, বাজতেই থাকে! শুধু সে গান শেষ হবার পরে পরেই নয়, সেই লাইনগুলো দীর্ঘ সময় ধরে আমার কানে বাজতে থাকে। ভাবছি, এখন থেকে এসব অনুরণিত চরণগুলো যখনই কানে বেজে উঠবে, তখনই লিখে রাখবো। প্রথমেই, সম্প্রতি শোনা কয়েকটি গানের কিছু চরণ দিয়ে শুরু করছিঃ

*অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে!
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে!

* মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে...

*গ্রহতারক, চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে...
আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর!

* আমার কোন কুলে আজ ভিড়লো তরী এ কোন সোনার গাঁয়?

* মোর ঘুম মাঝি শুধু দাঁড় বায়, ময়ূরপঙ্খী ভেসে যায়, রামধনু জ্বলে তার গায়!

*তোমার নয়নে তাই কান্না জাগে মধুর মায়ায়,
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়!

*মনের সোনার রঙে রাঙায়ে, নিজেরে নিয়েছি আমি সাজায়ে।

*এসো মা লক্ষী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে...

*বাজিয়াছে বুকে যেন কার অবহেলা!

*চোখেরও আড়ালে মাটির নীচে ঐ ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে।

*তারে সে আঁঁধারে চিনিতে যে পারিনি!

*বিজলী দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে.....

*যাক, যা গেছে তা যাক!

*হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা, আমার মনে মেঘের মেলা।

*বেদনায় হাসি ঢেকো না....

*বাতাসের এই আবেশে, চলে যাই অজানা দেশে,
পাখিরা যেখানে শুধু, মরমের কাকলি শোনায়

*জানে সূর্যরে পাবেনা, তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী!

* আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা ঝড় হয়ে আকাশ মাতায়।


*La la la life goes on!

* People talking without speaking
People hearing withouy listening
People writing songs, that voices
Never share, and no one dare
Disturb the sound of silence!

*There will be an answer, ‘let it be’….

*Mountain momma, take me home!

*Dark and dusty, painted on the sky,
Misty taste of moonshine,
Teardrop in my eye!

*You can hear the whistle blow a hundred miles!

*When I woke up the sun was shining in my eyes...

*My feet is my only carriage, so I've got to push on through...

*There's a brook nearby, the grass grows high
Where we both can hide side by side....

*Drove she ducklings, to the water
Every morning just at nine,
Stubbed her toe against a splinter
Fell into the foaming brine....

*And may each step you take bring you closer to love you seek to find....


ঢাকা
০৫ নভেম্বর ২০২১

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর সব গানের পংতি শেয়ার করার জন্য ধন্যবাদ। +

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: এ্যাপ্রিশিয়েটিভ মন্তব্যে প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।

কবিতা ও সঙ্গীত মানুষের মনের শুদ্ধতম অনুভূতি প্রকাশে সহায়ক।

২| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদানীং নজরুলের কিছু গান অনুরণিত হচ্ছে। যেমন: শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, তুমি যখন এসেছিলে, আমার যাবার সময় হলো, শাওন রাতে যদি।

রবীন্দ্রনাথের কিছু গান তো সবসময়ই মনের বীণায় বাজতে থাকে। যেমন: সেদিন দুজনে, আমার হিয়ার মাঝে, যখন এসেছিলে, আমার সকল দুঃখের প্রদীপ সহ আরও অনেক।

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: আমাদের জাতীয় কবি নজরুল ছিলেন যতটা না বিদ্রোহের কবি, তার চেয়ে ঢের বেশি প্রেমের কবি, মায়ার কবি, মানবতার কবি।
কবিগুরুর প্রেমের গান, জীবন দর্শনের গানগুলো অতি সাধারণ শ্রোতার মনোবীণাতেও সুরের ঝংকার তুলে যায়। একটু আত্মস্থ করতে পারলে সেগুলো নতুন নতুন বোধের দিগোন্মোচন করে যায়।

৩| ০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কথাগুলো

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

৪| ০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



যা মনে দাগকাটে, উহা মনে মাঝে বাজতে থাকে।

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: "যা মনে দাগকাটে, উহা মনে মাঝে বাজতে থাকে" - চমৎকার বলেছেন কথাটা। সঠিক।

৫| ০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ কয়েকদিন পরে একটু আয়েশ করে সামুতে প্রবেশ করলাম । একটু রিরাক্সি্ং মুডে থাকলে
মাঝে মধ্যে ইউটিউবে পছন্দের রবিন্দ্র সঙ্গিত চালু করে সামুতে প্রচ্ছন্ন মেজাজে বিচরণ করি ।
আজকে ইন্দ্রানী সেনের কন্ঠে কবি গুরুর
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা। গানটি লাগিয়ে সামুতে প্রবেশ করে
প্রথম পাতাতে প্রথমেই চোখ আটকে গেল এই পোষ্টে থাকা গানের কথা মালার মাঝে।
মনের মাজে অনুরনন চলছিল কবিগুরুর গানের কলিগুলি । এই অনুভুতি নিয়েই পোষ্টে থাকা গানের
কলিগুলি দেখছিলাম আর ভাবছিলাম এতো যেন কবি গুরুর গানের কথার ভাবমালারই সুন্দরতর বিস্তার
ও আমার প্রিয় অনেক গানেরই কলি সম্ভার ।

আপনার চয়ন করা সবগুলি গানের কলিই যেন হৃদয় গহিনে আলো জাগানিয়া, যেমনটি মনে অনুরনন
তুলছে কবিগুরুর গানটি-
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥


পোষ্টে থাকা সবগুলি গানের কথাই যেন আলোর বিচ্ছুরন ও হৃদয় হরা ক্ষমতার আধার ।
গানের কলির আনুরননে সত্যি সত্যিই আলো নাচে প্রাণের কাছে, সুর বাজে হৃদয় বীনার মাজে
সেগুলিতে যেন পাল তুলে হাজার প্রজাপতি , হৃদয় মাঝে যেন নেচে উঠে হাজার মল্লিকা মালতী ।
কলিগুলি যেন নিয়ে করছে কেবল খেলা , মনে বাজে ডুবতে রাজি গানের কলির এমন ভুবনে।
আশা করি নিয়মিতই দেখতে পাব এমনতর হৃদয় হরা গানের কলি, যার অনুরনন তুলবে সকল
পাঠকের হৃদয় বীনার মাঝে ।

পোষ্টটি প্রিয়তে গেল

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

খায়রুল আহসান বলেছেন: আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা গানটি আমারও খুব প্রিয়। গানের কথাগুলো খুবই রিফ্রেশিং।
পোষ্টটি প্রিয়তে নেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।
আশাকরি ভ্রমণের ক্লান্তি কাটিয়ে উঠেছেন। শীঘ্রই হয়তো নতুন কোন পোস্ট দেখতে পাবো।
শুভকামনা ....

৬| ০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা নির্ভর করে মানসিক অবস্থার উপর।অবশ্য আপনার মতো সুখী মানুষের কথা আলাদা।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: সুখ শান্তি অনুভব করাটা অনেকটা বিশ্বাস এবং সুশৃঙ্খল মানসিক অনুশীলনের উপর নির্ভর করে।

৭| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কত গান শোনা হয়নি!!!

মাত্র কয়েকটা গান শুনেছি। সম্ভবত কিছু গান অনেক আগের।

"ময়ূরপঙ্খি ভেসে যায়, রামধনু জ্বলে তার গায়।" এই গানটা বেশ ভালো লাগে।
শাওন রাতে যদি
লেট ইট বি
Country road take home
Hooray, hooray, it's a holi-holiday

বাকিগুলি শুনতে হবে। আপনার ভালো লাগলে আশা করি আমারও ভালো লাগবে।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেকগুলো লাইন গানের ভেতর থেকে (অন্তরা বা সঞ্চারী) নেয়া হয়েছে বলে হয়তো আপনি ধরতে পারেন নি। তবে আমার বিশ্বাস, আপনি ওপরের সবগুলো গানই শুনেছেন। Hooray, hooray যখন বের করতে পেরেছেন, চেষ্টা করলে বাকিগুলোও পারবেন। দেখা যাক, গান বিশেষজ্ঞ (আপনি ব্যতীত) মিররডডল কিংবা শায়মা কখনো এ পোস্টে এসে কিছু বলে যান কিনা।

অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য।

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০২

Abida-আবিদা বলেছেন: গানগুলো সুখের সময়কে নির্দেশ করে। আর আনন্দের ধর্মই তো সমক্রামক।

সুন্দর ছান্দসিক শব্দগুলো।

০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....
আমার কোন পোস্টে এটাই আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে সুস্বাগতম।

৯| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সোহানী বলেছেন: আমার মাথায় ঘুরতে ঘুরতে হয় মিলিয়ে যায় নতুবা নতুন কিছু জায়গা দখল করে নেয়। কিন্তু আপনি লিখতে পেরেছেন দেখে অবাকই হচ্ছি। তারমানে, আপনার মাথায় এরা বেশ কিছুক্ষন স্থায়ী বাস নেয়.........হাহাহাহা

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

খায়রুল আহসান বলেছেন: "আমার মাথায় ঘুরতে ঘুরতে হয় মিলিয়ে যায় নতুবা নতুন কিছু জায়গা দখল করে নেয়" - :) বেশ তো!

"তারমানে, আপনার মাথায় এরা বেশ কিছুক্ষন স্থায়ী বাস নেয়" - আপনি একেবারে ঠিক ধরেছেন! :)

অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য।




১০| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: সব গান সব বয়সে ভালো লাগে না। এই বিষয়ে কি আপনি আমার সাথে একমত?

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: শুধু সব বয়সে কেন, একই বয়সে সবার ভালো লাগে না। আবার একই ব্যক্তির কাছেও সব ভালো লাগা গান সব সময়েই ভালো নাও লাগতে পারে। গান ভালো লাগা বা না লাগাটা মনের শাসনাধীন।

১১| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: অনেক চমৎকার । সুখে সুখে কাটুক আপনার দিন।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার শুভকামনা পেয়ে অভিভূত হ'লাম।

১২| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০৮

কাছের-মানুষ বলেছেন: চমৎকার গানের কথাগুলো। এখানে অনেকগুলো গানই শোনা হয়নি বুঝলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: "এখানে অনেকগুলো গানই শোনা হয়নি বুঝলাম" - এখানে অনেকগুলো গানের কথা ভেতর থেকে নেয়া হয়েছে বলে হয়তো আপনার মনে হচ্ছে 'কমন পড়েনি'। গানগুলোর ইউটিউব লিঙ্ক দিয়ে দিতে পারলে ভালো হতো। তখন হয়তো দেখতেন, বেশিরভাগ গানই কমন পড়েছে! :)

পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকগুলি শোনা হয়নি। কিছু গান থাকে কালজয়ী, শুনতেই মন চায়।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: "কিছু গান থাকে কালজয়ী, শুনতেই মন চায়" - জ্বী, অবশ্যই এরকম গানগুলো 'শুধু শুনতেই মন চায়'!

১৪| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

খায়রুল আহসান বলেছেন: আসুন, পড়ুন এবং কিছু কথা বলেও যান। পুনঃআগমনে প্রীত হ'লাম।

১৫| ০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ভালো লাগা গানগুলো বেশিরভাগ খুবই সুন্দর। লিস্টে বেশকিছু গান আমারও খুব প্রিয়। যদিও আধুনিক বাংলা গান, রবীন্দ্র সংগীতের পাশাপাশি বেশকিছু ফোক আমার ভীষণ ভালো লাগে। কিছু ফোক যেমন পার্টিকুলার কোনো একজন শিল্পীর কণ্ঠে বেশি ভালো লাগে। যেমন আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে- গানটা সাহানা বাজপেয়ি ও দেব গৌতমের কন্ঠে হাজার বার শুনলেও ক্ষিদে মেটে না। পল্লিকবি জসিম উদ্দিনের কিছু গান নীনা হামিদের নী লুনা লায়লার কন্ঠেও ভালো লাগে।আয়ুব বাচ্চুর কয়েকটি গান অসাধারণ লাগে।এন্ড্রোকিশোর সাবিনা ইয়াসমিনের কিছু ডুয়েট ভালো লাগে। ভালো লাগে লতার গান শুনতে। ভূপেন হাজারিকা আমার অন্যতম পছন্দের একজন শিল্পী। ভালো লাগে বন্যা,ইন্দ্রানী সেন, শান ও শ্রীকান্ত আচার্যের কন্ঠে রবীন্দ্র সংগীত। ফিরোজ বেগমের কন্ঠে নজরুল গীতিও বেশ পছন্দের। সবশেষে আব্বাসউদ্দীনের নাম না করলে নিজের যথাথথ পরিচয় তুলে ধরা হবে না। নুতন দের কয়েকজনের কন্ঠে বেশ কিছু গান খুবই ভালো লাগে। এদের মধ্যে ঐশীর নাম সর্বাগ্রে এসে যায়। ভালো লাগে ব্যতিক্রমী শিল্পী হিসেবে মৌসুমী ভৌমিকের বেশ কিছু গান।যেগুলো হৃদয়ে অনুরণিত হয়।
কমেন্টের মধ্যে ড. আলী ভাইয়ের কমেন্টটি ভালো লেগেছে।++
পোস্টে অষ্টম লাইক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।


১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: লোকসঙ্গীত আমারও খুব প্রিয়। তালিকা দীর্ঘ হয়ে যাবে বলে সেটা পরিহার করেছি। এ ছাড়া ডি,এল, রয় এর গান, রজনীকান্তের গান, অখিল বন্ধু ঘোষ এর গাওয়া কিছু গান আমার প্রিয়। পরের তালিকায় সেগুলো আসবে।

পোস্টে অষ্টম লাইক এবং সুবিবেচিত মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ড. আলী যথারীতি বিচক্ষণ মন্তব্য দিয়ে পোস্টকে সমৃদ্ধ করেছেন, প্লাস দিয়ে প্রাণিত করেছেন এবং পোস্টকে "প্রিয়"তে তুলে নিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।

১৬| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




গানের কিছু লাইন বা সুর আপনার মতোই আমারও মনের তন্ত্রীতে অনুরণিত হতে থাকে দিনভর যদি সে গান হৃদয় ছুঁয়ে যায়।
মনে হয় , মনের কোনও কুলে কোথাও একটা তরী এসে ভিড়েছে। হৃদয় তখন বিকশিত হয়ে ওঠে, নির্মল হয়ে ওঠে , হয়ে ওঠে সুন্দরতর।
অনুরণিত যতো সুর সব আমার বাংলা গানেরই। ইংরেজী গান তেমন দোলা দেয়না।
রবীন্দ্র, নজরুলের পাশাপাশি আধুনিক বাংলা গান বিশেষ করে "মান্না দে" আর "হেমন্ত" এর গানগুলিই বেশী অনুরনিত হয়।
একটি দু'টি গানের কথা তুলে দেয়ার লোভ সামলাতে পারলুম না------

******সে কি ভোলা যায়, তুমি আমারই ছিলে ............ মান্না দে

******খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো না কি অনেকখানি বদলে গেছো....... মান্না দে


*******যাবার বেলায় কিছু বলে গেলে না.............. হেমন্ত



*****আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো......................রবীন্দ্র সঙ্গীত / ইন্দ্রানী সেনের কন্ঠে

*****এই করেছো ভালো নিঠুর হে.......রবীন্দ্র সঙ্গীত


********বঁধুয়া নিদ নাহি আখিঁপাতে............অতুল প্রসাদ / কৃষ্ণা চট্টোপাধ্যায়


এই মূহুর্তে দেশের বাইরে বলে আর বেশী কিছু সংযোজন করতে পারলুম না!!!!

পোস্টে ++++

১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়ে আপনার পছন্দের চমৎকার কিছু গানের চরণ এখানে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। আপনার উল্লেখিত সবগুলো গানই আমারও পছন্দের।

পোস্টে ++++ এর জন্যেও অনেক ধন্যবাদ। প্রীত ও প্রাণিত হ'লাম।

প্রবাসে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সপরিবারে। শুভকামনা....

১৭| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

এস সুলতানা বলেছেন: অসাধারণ সুন্দর

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন, শুভকামনা....

১৮| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: এমন আমার প্রায় ই হয়, আবার মাঝে মাঝে একটা গান সমস্ত দিন ধরে থাকে মনে।
আপনার রিসেন্ট প্লে লিস্ট মনে হচ্ছে শেয়ার করলেন ! দারুণ পছন্দ আপনার !!

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: "আবার মাঝে মাঝে একটা গান সমস্ত দিন ধরে থাকে মনে" - আমার তো শুধুমাত্র একটি দিন নয়, কোন কোন গান কয়েক দিন ধরে থাকে মনে।

প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৯| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৭

মিরোরডডল বলেছেন:



এটা মনে হয় সবারই মাঝে মাঝে হয় ।
ভালোলাগার গানের কলি কাজের মাঝেও মাথার ভেতর চলতেই থাকে ।
শিরোনাম অনুরণন শব্দটি খুব সুন্দর ।

বলেছিলাম আপডেট দিবো । ফ্লাইট ওপেন হয়েছে বোথ ওয়ে । যাওয়া আসা দুটোই ।
শুধু কিছু এক্সট্রা ফরমালিটিজ মেইন্টেইন করতে হবে কোভিডের জন্য ।


১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: পিছিয়ে পড়া এই পোস্টটাতে আপনি একটু দেরিতে হলেও, এসেছেন বলে প্রীত হ'লাম। এক শব্দের শিরোনামের প্রশংসায় প্রাণিত।

আপডেটের কথাটি স্মরণে রেখেছেন বলে ধন্যবাদ। কিন্তু "ফ্লাইট ওপেন হয়েছে" - এ কথাটি তো বোধহয় শুধুমাত্র সিডনী'র (নিউ সাউথ ওয়েলস এর) জন্য প্রযোজ্য। ভিক্টোরিয়া এখনো তাদের দুয়ার খোলে নাই। যাহোক, অনলাইন ভিসা আবেদনের কাগজপত্র নিয়ে অচিরেই বসতে হবে।

শুভকামনা....

২০| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:




ভিক্টোরিয়াসহ ওপেন হয়েছে । এখানে কপি দিলাম ।

International travel

From 1 November, fully vaccinated international travellers will be able to enter Victoria without spending 14 days in hotel quarantine as part of the Victorian Government’s Roadmap to Deliver the National Plan. There will also no longer be a cap on fully vaccinated returning Australians wishing to enter Victoria.


International travel and COVID-19

Fully vaccinated Australian citizens and permanent residents can travel overseas without an exemption. There will also be reduced quarantine requirements for fully vaccinated travellers when they return to or enter Australia. Learn more about vaccinations, pre-flight testing and travel requirements.



১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: মেনী থ্যাঙ্কস!

২১| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৬

মিরোরডডল বলেছেন:




তবে ওয়াইজ হবে আরও ৩ মাস ওয়েট করা । বাই দ্যা টাইম কোনও এক্সট্রা ফর্মালিটিজ থাকবে না ।

মনে আছে কিনা বলেছিলাম নেক্সট টাইম বিডি থেকে এপ্লাই না করতে ।
এপ্লিক্যান্ট নিজে এপ্লাই করার চেয়ে মাচ বেটার যদি ছেলে এখান থেকে অনালাইনে ফ্যামিলি স্পনসরশিপ ভিসার জন্য এপ্লাই করে প্যারেন্টদের জন্য । তাহলে আপনাদের দুজনের পাসপোর্ট ছাড়া আর কিছুই লাগবে না । এটা সবচেয়ে কুইকেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে টু গেইট ভিসা ।

ছেলে স্পন্সর এবং অথরাইজড পারসন হয়ে যখন এপ্লাই করবে, তার ডিটেইলস লাগবে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এমপ্লয়ার ডিটেইলস, ইনকাম এগুলো । নরমালি সাবমিট করার ৭-১০ দিনের মধ্যে হয়ে যায় । করোনায় একটু সামান্য সময় বেশী লাগতে পারে ।

১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: "মনে আছে কিনা বলেছিলাম নেক্সট টাইম বিডি থেকে এপ্লাই না করতে" - খুব মনে আছে! সে কথাটাই ভাবছিলাম।
ডিটেইলসগুলো বলে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২২| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

অব্যক্ত কাব্য বলেছেন: অনেক চেষ্টা করে দেখলাম আমার সাথে কয়টা মিলে।
খুজে শেষে একটি পেলাম।
দারুন পোস্ট

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: "খুজে শেষে একটি পেলাম" - কোনটা পেলেন?

২৩| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৮

অব্যক্ত কাব্য বলেছেন: তারে সে আঁধারে চিনিতে যে পারিনি

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
যাক, তবু একটা তো কমন পড়লো। গানগুলোর শুরুর লাইনগুলো দিয়ে দিলে হয়তো আরও কয়েকটা খুঁজে পেতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.