নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
"অমর একুশে গ্রন্থমেলা" উপলক্ষে মেলার 'একাডেমি চত্বর' এ রাওয়ার ৬৭১ নম্বর স্টলে আমার এ বইগুলো পাওয়া যাচ্ছেঃ
ক। গোধূলির স্বপ্নছায়া
খ। জীবনের জার্নাল
গ। প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই
ঘ। বহতা নদীর মত সতত বহমান
ঙ। Wandering Thoughts
এগুলোর কোনটাই নতুন বই নয়। শেষ দুটো প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারী তে, তথা ১৪২৫ এর ফাল্গুনে।
এবারের একুশে ফেব্রুয়ারীতে (অপরাহ্নে) মেলায় উপস্থিত থাকবো বলে আশা রাখছি। কারো কারো সাথে হয়তো দেখা হলেও হয়ে যেতে পারে। বই এর জন্য মেলা ছাড়াও যোগাযোগ করা যেতে পারে আমার WhatsApp কিংবা Viber নম্বরেঃ ০১৭১৩ ৩৬৭৮২৩।
এবারের মেলায় যাদের নতুন বই আসছে, তাদের প্রত্যেকের জন্য আন্তরিক শুভকামনা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: “জীবনের জার্নাল” বইটির প্রচ্ছদ মনকাড়া - অনেক ধন্যবাদ, আপনার এই 'মনকাড়া' মন্তব্যটির জন্য। প্রচ্ছদটি আমারও খুব পছন্দের।
শুধু মন্তব্য এবং প্লাস দিয়েই নয়, আমার এ পোস্টটাকে আপনি "প্রিয়" তালিকায় তুলে নিয়ে আমাকে ধন্য করেছেন, এজন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অফুরন্ত শুভ কামনা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১১
গরল বলেছেন: অনেক বই লিখেছেন আপনি, অভিনন্দন ও শুভকামনা রইল।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৭
ফারহানা শারমিন বলেছেন: আমার জন্যে ভালোই হলো। আমি সব সময় ভাবতাম আপমাকে জিজ্ঞেস করবো আপনার বইগুলি কোথায় পাওয়া যাবে। অনেক অনেক শুভকামনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: 'অনেক অনেক শুভকামনা'র জন্য অশেষ ধন্যবাদ।
নতুন বই নয়, কয়েক বছরের পুরনো। তাই কাউকে বলতেও ভরসা পাই না। প্রথম দু'টি বই এর প্রকাশকাল ২০১৬ সালে, তৃতীয়টির ২০১৭ সালে এবং চতুর্থ ও পঞ্চম বই দু'টি প্রকাশিত হয়েছে ২০১৯ সালে। পাওয়া যাচ্ছে মূল বইমেলা প্রাঙ্গণের উল্টো (পশ্চিম) পার্শ্বে, "একাডেমী চত্বর" এর 'রাওয়া স্টল' এ (৬৭১ নং স্টল)।
আমার বই এর প্রতি আপনার আগ্রহের কথা জেনে প্রীত হ'লাম।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬
কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য!
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৩
খায়রুল আহসান বলেছেন: শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
গতকাল আপনার বইটি মেলা থেকে সংগ্রহ করেছি। কিছু পৃষ্ঠা উল্টেও দেখেছি ইতোমধ্যে। প্রচুর ছবি দিয়েছেন!
তিনজন অত্যন্ত কৃ্তি সন্তানের মা আপনি। মা বাবা উভয়কে আন্তরিক অভিনন্দন!
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৪
সোহানী বলেছেন: আহ্ যদি যেতে পারতাম!! খুব ইচ্ছে হয় ঠিক আগের মতো বই মেলায় ছুটোছুটি করতে, স্টলে বসে বসে বই পড়তে, আড্ডা দিতে............।
আপনি ২০১৯ এর পর কোন বই বের করেননি। এ করোনাকালনি বন্দী জীবনে আবার শুরু করেন। অনেক লিখাই নিশ্চয় জমা হয়ে আছে।
অনেক অনেক শুভকামনা। তবে আপনি কানাডায় আসার সময় আপনার বইগুলোর কপি নিয়ে আসবেন আমার জন্য.............হাহাহাহাহা । কারন আমার আপাতত: দেশে যাওয়া হচ্ছে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: "অনেক লিখাই নিশ্চয় জমা হয়ে আছে" - জ্বী, তা আছে। লিখার মজুদ আছে যথেষ্ট, শুধু প্রয়োজন সামান্য সম্পাদনা করে পাণ্ডুলিপি আকারে প্রস্তুত করা। আলসেমির কারণে এটুকু সময় বের করাই সম্ভব হয়ে উঠছে না। কয়েকজন প্রকাশক জিজ্ঞাসাও করেছিলেন পাণ্ডুলিপির কথা। দেখা যাক, আগামী বইমেলাতে দুই একটা বই প্রকাশ করার ইচ্ছে আছে।
আপনারও তো নতুন বই এর জন্য অনেক কাঁচামাল জমা হয়ে আছে। এখন শুধু প্রয়োজন সেগুলোকে চূড়ান্ত সম্পাদনা করা। আসুন আগামী বইমেলায় নতুন বই নিয়ে।
"তবে আপনি কানাডায় আসার সময় আপনার বইগুলোর কপি নিয়ে আসবেন আমার জন্য" - ইন শা আল্লাহ!
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ, এটি আমার সংগ্রহে আছে। চমৎকার একটা বই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আমার ঐ বইটি সংগ্রহ করার জন্য এবং প্রশংসা করার জন্য। আপনারও দু'টি বই আমার সংগ্রহে আছে।
২০১৬ ও ১৭ সালে বইমেলায় আপনার সাথে দেখা হবে হবে করেও শেষ পর্যন্ত হয়নি। তবে আশা আছে, এবারে কিংবা আগামীতে হয়তো কোন এক মেলায় দেখা হয়ে যাবে এবং তখন আলাপচারিতাও হবে।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: আপনার কোনো বই আমার সংগ্রহে নেই। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৬
খায়রুল আহসান বলেছেন: আমার বইগুলো সংগ্রহে রাখার মত উন্নত মানের নয়। অতএব, 'ক্ষমাপ্রার্থী' হবার কোনই প্রয়োজন নেই। আর তা ছাড়া বইগুলোতে যা আপনি পাবেন, সেগুলো হয়তো এ ব্লগেই ইতোমধ্যে পড়ে ফেলেছেন।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: আমি সেদিন আপনাদের স্টল দেখে এসছি , আশা করছি আবার একদিন সংগ্রহ করতে যাবো আপনার লেখা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: প্রীত ও কৃতার্থ হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৬
নীল আকাশ বলেছেন: ২৫ তারিখে আমি যাবো আপনার স্টলে। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা দেখা যাক, ২৫ তারিখে যেতে পারি কিনা। গেলে ইনশাআল্লাহ আপনার সাথে এবং আরও অনেকের সাথে দেখা হবে।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪
নীল আকাশ বলেছেন: জীবনের জার্নাল (হার্ডকভার) / by কর্নেল খায়রুল আহসান (অব.) / Category: জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
আমি রকমারীতে অর্ডার দিতে পারছি না। প্লীজ কনফার্ম করুন এটা এখন এভ্যাইলেবল আছে।
গতকাল মেলায় আপনার স্টল খুজে পাইনি। এখন অফিসে ফিরে অর্ডার দেবো। দেখি এই অবস্থা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আমার এ বইটির প্রতি আপনার আগ্রহ প্রকাশের জন্য।
স্যরি, আমার বই এর স্টলটি খুঁজে পান নি বলে। স্টল নং ৬৭১, 'রাওয়া' স্টলটি মূল মেলা এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত নয়। এটা রাস্তার অপর পার্শ্বস্থিত 'বাংলা একাডেমী চত্বর' এ অবস্থিত। সেখানকার তথ্যকেন্দ্রটির দিকে পেছন ফিরে সামনের দিকে তাকালে 'রাওয়া' স্টলটি চোখে পড়বে।
"বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই" - জ্বী, প্রকাশকের অসাধুতার কারণে আমি সব বই উঠায়ে এনেছি, ক্রয়মূল্য পরিশোধ করে। আমার এই ইমেইলে আপনি যে ঠিকানায় বইটি পেতে চান, তা জানিয়ে দিন, আমি ক্যুরিয়ারে পাঠিয়ে দেব; ক্যুরিয়ার চার্জ আমারঃ
[email protected]
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৯
নীল আকাশ বলেছেন: আমি আপ্নাকে ইমেইল করবো ঠিকানা সহ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
“জীবনের জার্নাল” বইটির প্রচ্ছদ মনকাড়া। আমার মনে হয় এটি আপনার বিশাল বড় প্রাপ্তি ও লেখালেখির প্রতি অদম্য অগ্রযাত্রা ও ভালোবাসার আত্মতৃপ্তি। আপনি পাঁচ পাঁচটি বইয়ের গর্বিত লেখক।
শুভ কামনা রইলো।