নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের বৃষ্টি

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫২

মধ্যরাতে বৃষ্টি হলে,
হাল্কা কিংবা মুষলধারে,
তার শব্দ শুনি ঘুমের মাঝেও
শার্সিতে না শব্দ হলেও।

স্বর্গ মর্ত্যের এ প্রণয়লীলা
ভরিয়ে ফেলে নদী নালা।
বৃষ্টি স্নাত গাছপালায়
রাতের পাখি ডানা ঝাপ্টায়।

তৃষিত মাটি তৃষ্ণা মেটায়
মধ্যরাতের জলধারায়।
মেঘমল্লারের জলদ আহ্বান
স্বপন মাঝে গেয়ে যায় গান।


ঢাকা
০১ আগস্ট ২০১৪

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আজ রাতে মেঘমল্লার খুব ভাবালো। সকালে ভাবাচ্ছেন আপনি।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: "আজ রাতে মেঘমল্লার খুব ভাবালো। সকালে ভাবাচ্ছেন আপনি" - হুম! গত রাতে লেখা আপনার 'রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমল্লার' পোস্টটা এইমাত্র পরে আসলাম। সুন্দর লিখেছেন পোস্টটা।
প্রথম মন্তব্যটির জন্য স্পেশাল থ্যাঙ্কস! +

২| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: আজ ফজরের নামাজ আদায় করে ছাদে গিয়ে বৃষ্টিস্নাত ঢাকা শহর দেখে মনটা একধরনের স্নিগ্ধতায় ভরে গিয়েছে, যেভাবে আপনার মধ্যরাতের বৃষ্টি কবিতা আমার মনকে স্নাত করেছে এক অনাবিল মুগ্ধতায়।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রেরণাদায়ক এবং মনছোঁয়া একটি মন্তব্য করেছেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। +
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৫

শেরজা তপন বলেছেন: ১লা আগষ্টে কি বৃষ্টি হয়েছিল?
~ তার শব্দ শুনি ঘুমের মাঝেও
শার্সিতে না শব্দ হলেও।


এই প্যারাটা সবচেয়ে ভাল লেগেছে।

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: "১লা আগষ্টে কি বৃষ্টি হয়েছিল?" - কবিতাটি লিখেছিলাম আজ থেকে ৮ বছর আগের এক পহেলা অগাস্টে। সেদিন বৃষ্টি হয়েছিল কিনা, তা আজ আর স্পষ্ট মনে নেই। তবে হয়তো হয়েছিল খুব সম্ভবতঃ। নইলে কবিতাটি লিখেছিলাম কেন?
কবিতা থেকে ভালো লাগা অংশটুকুর উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৮

জাহিদ অনিক বলেছেন: মধ্যরাতের বৃষ্টি বন্দনা ভালো লাগলো প্রিয় শ্রদ্ধেয় কবি।
অনেক অনেক ভালো থাকবেন

১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার উপস্থিতিতে প্রীত হ'লাম। তবে আপনি কম এলেও আমি অন্যভাবে, অন্যবোধে প্রীত হই, কারণ তখন আমি বুঝতে পারি আপনি আপনার পেশায় কর্মব্যস্ত। এটাও একটা উন্নতির লক্ষণ।
কবিতায় মন্তব্য এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।

৫| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৪৪ টি শব্দ মাত্র! কি চমৎকার ভাব প্রকাশ!

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। এক পশলা বৃষ্টির মতন।

১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: "সুন্দর। এক পশলা বৃষ্টির মতন" - আহা, কি স্নিগ্ধ, মনোহর মন্তব্য! অসংখ্য ধন্যবাদ, কবি!

৭| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩

জটিল ভাই বলেছেন:
অসাধারণ.......

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: মধ্যরাতে বৃষ্টির কাব্যিক অনুভূতিতে ভালো লাগা রইল।
শুভকামনা স্যার আপনাকে।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটির 'কাব্যিক অনুভূতি' আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। পঞ্চম প্লাসে প্রাণিত।
ধন্যবাদ এবং শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.