নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার বৃত্ত

১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫

জীবন সংসার একটি শূন্যতার বৃত্ত,
যার কেন্দ্রবিন্দুতে আছি আমি।
বৃত্ত বড়, মাঝারি কিংবা ছোট হলেও,
আমার অবস্থানের ব্যতিক্রম হয় না মোটেও।

বৃত্তের পরিধি আমার ধরা ছোঁয়ার বাইরে।
স্পর্শ করার কোন উপায় নাই।
অতএব, যেখানে আছি আমি,
সেখানেই নিত্য থেকে যাই।

শূন্যের মাঝে বসত গড়ি, শূন্যেই করি বসবাস।
অপেক্ষা, একদিন শূন্যের মাঝে মিলিয়ে যাবার।
'কী ঘর বানাইলাম আমি শূন্যেরই মাঝার'-
আমার মোটেও নেই এমন কোন হাহাকার!


ঢাকা
১৪ অগাস্ট ২০১৪

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাক্সবন্দী আমরা।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: বৃত্তবন্দী!

২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সকল কিছুর মাঝে শূন্যতাই মানুষের শেষ সম্বল।কবিতায় প্লাস।

১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: শূন্য থেকে আসছি আবার শূন্যের মাঝে হারিয়ে যাব। ++

১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, সেটাই সত্য!

৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বোধের কবিতা। ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।

৫| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: যেন মহাশূন্যের মধ্যে আছি... মিথ্যার মায়াজালে জড়িয়ে থাকি।চোখ বুজালেই কেবলেই শূন্যতা।
কবিতা ভালো লেগেছে।

শুভেচ্ছা স্যার আপনাকে।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: "চোখ বুজালেই কেবলেই শূন্যতা" - এটা অনুভব করতে পারাটাও এক ধরণের সফলতা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: " শূণ্যতায় শুরু শূণ্যতেই বিলীণ" - মানব জীবন। কোথায় ছিলাম + কোথা থেকে আসছি + কোথায় যাব? ভাবতে গেলে কিছুই মিলেনা । সবটাই শূন্যই মনে হয়।

তারপরেও এ মানব জীবন, বড়ই মায়াময় ও ভালবাসার জীবন।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: "সবটাই শূন্যই মনে হয়" - আসলেই তো সবটাই শূন্য! শূন্যতার মাঝেই বিশ্বব্রহ্মাণ্ড ভাসমান, আর ঘূর্ণনের মাঝে নিজ নিজ 'কক্ষপথে' চলমান।

"তারপরেও এ মানব জীবন, বড়ই মায়াময় ও ভালবাসার জীবন" - এটাও সত্য। জগত-সংসারের আনাচে কানাচে মায়ার জাল বিছানো রয়েছে। জীবনে কোন না কোন মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে যাই।

৭| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬

জটিল ভাই বলেছেন:
অসাধারণ জীবনবোধ!

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.