নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনিরুদ্ধ সময়

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৬

যে বায়ু বয়ে যায়,
তাকে আর ধরা যায় না।
একবার যে জলস্রোত পা ছুঁয়ে যায়,
তাকে আর কখনো স্পর্শ করা যায় না।
হাওয়ার পিঠে সওয়ার হওয়া যায়, তবে
‘পাস্ট’ হয়ে যাওয়া হাওয়া কে ধরা যায় না।
জলের বুকে সাঁতার কাটা যায়, তবে
জলমগ্ন হয়েও জলস্রোতকে ধরে রাখা যায় না।

তরুণী প্রৌঢ়া হয়ে যায়, প্রৌঢ়া প্রবীণা।
যে তরুণটি ক্রিং ক্রিং করে সাইকেল চেপে যায়,
সেও অচিরেই যষ্টিনির্ভর হয়ে যায়। জলকপাটের মত
সময়ের জোয়ারকে কোন কপাট আটকে রাখতে পারে না।


ঢাকা
২২ অগাস্ট ২০২২

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও প্রাণিত।

২| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৮

জটিল ভাই বলেছেন:
সময় বহতা নদীর মতোই।
বয়ে চলে নিজের নিয়মেই।

অসাধারণ হয়েছে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও অসাধারণ হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬

জুল ভার্ন বলেছেন: অপুর্ব! অসাধারণ! হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা!!!

আমিও একটু যোগ করি-
ছুটন্ত ঘোড়ার পিঠে দুরন্ত সওয়ার
উদ্দাম বেগে চলেছে নিয়ে তলোয়ার।
সুখের খোঁজে সে চলেছে দিনদিন
বুঝছে না সে আয়ু হচ্ছে ক্রমে ক্ষীণ।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার সংযোজিত চারটে পংক্তিও অসাধারণ হয়েছে। মন্তব্যটাও হৃদয় ছুঁয়ে গেছে।
প্লাসে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

সময় চলে যায় আমাদের ছেড়ে আমরা বুড়ো হই

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: "সময় চলে যায় আমাদের ছেড়ে আমরা বুড়ো হই" - খুবই সহজ কথায় বলতে গেলে এটাই কবিতার সারমর্ম!
কবিতা পাঠের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩০

কামাল৮০ বলেছেন: কেমন একটা বিরহের সুর।হারিয়ে যাবার বেদনা,ফিরে পাবার আকাঙ্খা।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: হারিয়ে যাবার বেদনার সুরটি অবশ্যই কবিতায় আছে। মানুষ যা কিছু পায়, হারিয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৮| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর কবিতা ,
বায়ু আর জলস্রোতের মত জীবনও
প্রবাহমান।

শুভেচ্ছা রইল

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: "বায়ু আর জলস্রোতের মত জীবনও প্রবাহমান" - চমৎকার বলেছেন!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৯| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে চমৎকারভাবে অনিরুদ্ধ সময়ের পরিচয় ঘটিয়েছেন।
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৪ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনিও চমৎকার একটি মন্তব্য এবং প্লাসের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করে গেলেন! অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৩

সোহানী বলেছেন: ছোটবেলায় পড়া ভাব সম্প্রসারন "সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না" এর বিস্তারিত ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: "ছোটবেলায় পড়া ভাব সম্প্রসারন "সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না" এর বিস্তারিত" - ছোটবেলায় আপনি ভাব সম্প্রসারন এবং সারমর্ম লিখনে বেশ পটু ছিলেন, তা বুঝতেই পারছি। :)
তবে ব্লগে আপনার মন্তব্য/প্রতিমন্তব্য পড়ে আমার ধারণা জন্মেছে যে আপনি শুধু ও দুটো বিষয়েই পারঙ্গম ছিলেন না, 'দ্রুতপঠন' এও ছিলেন। এজন্য আপনি তুলনামূলকভাবে অনেকের চেয়ে অনেক কম সময়ে অনেক বেশি পোস্ট পড়তে পারেন এবং সঠিকভাবে মন্তব্যও করতে পারেন।
মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.