![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ছোট বেলায় ইচ্ছে হতো,
লম্বা হবো, বড় হবো।
ধীরে ধীরে হলাম ঠিকই,
লম্বা হ’লাম, বড়ও হ’লাম।
মাঝ বয়সে ইচ্ছে হতো,
আরও অনেক বড় হবো।
দিনে দিনে বড় হলো,
বড় হবার স্বপ্নগুলো।
হঠাৎ একদিন চেয়ে দেখি,
কায়ার চেয়ে ছায়া বড়।
তারপরেতেই বড় হবার
স্বপ্নগুলো বিদায় নিলো।
ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২২
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: মন বুড়া করা যাবে না -
ঠিক, ঠিক!
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩২
সোহানী বলেছেন: উহু..... স্বপ্নরা কখনই বিদেয় হয়না। এরা বাড়তেই থাকে.........
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার!
আপনার এই আত্মপ্রত্যয়ী মনোভাবে মুগ্ধ না হয়ে পারলাম না।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর!
মুগ্ধতায় কবিতায় স্বপ্ন ভাঙ্গার গল্প!
ইচ্ছেগুলো খুবই অল্প কিন্তু প্রতি ইচ্ছেতেই না পাওয়ার গল্প! ইচ্ছেমতো না হতে পারার গল্পই জীবনের গল্প! ইচ্ছেমতো না হওয়া ছাড়া কিছুই হতে পারে না- এটাই জীবন। ইচ্ছে হলো- কল্পলোকের গল্প, যা সব সময় পূর্ণতা পায়না। +
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: "ইচ্ছে হলো- কল্পলোকের গল্প, যা সব সময় পূর্ণতা পায়না' - বড় কঠিন উপললব্ধি!
"ইচ্ছেমতো না হতে পারার গল্পই জীবনের গল্প" - অনেক বড় মূল্য দেয়ার পরই এমন উপলব্ধি অর্জিত হয়।
চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: মাত্র তিন প্যারাগ্রাফে ছোট ছোট লাইনে এত সুন্দরভাবে মানুষের জীবনের ইচ্ছে আর স্বপ্ন আর এগুলির শেষ পরিণতি নিয়ে লিখেছেন। খুব ভালো লেগেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার এ প্রশংসাজ্ঞাপক মন্তব্যটা পড়েও আমার খুব ভালো লাগল। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৭
গেঁয়ো ভূত বলেছেন:
যতদিন ইচ্ছেগুলি বেঁচে থাকে ততদিন বাঁচতেও ভালো লাগে। যখন ইচ্ছেগুলি ফিকে হয়ে যায়, হারিয়ে যায়, তখন বাঁচার ইচ্ছেগুলিও পানসে হয়ে যায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। আপনার কথাটা বিষাদসিঞ্চিত হলেও সত্য।
চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
শুভকামনা....
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
ককচক বলেছেন: দারুণ
১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এবং শুভকামনা....।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭
নব ভাস্কর বলেছেন: স্বপ্নগুলো না হোক ফিকে
মনের রঙ ছড়াক চতুর্দিকে।
কখন সময় কখন অসময়
সে তো মনই বলে দেয়,
তবে কেন এত সংশয়
কেন স্বপ্নেরা হবে বিদায়।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবি, এত সুন্দর করে পংক্তিগুলোর মাধ্যমে উৎসাহ যুগিয়ে যাবার জন্য।
ভালো থাকুন, শুভকামনা....
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৫
কালো যাদুকর বলেছেন: বাহ বেশ ভাল লেগেছে।। সপ্ন গুলো বেড়ে বড় হয়। সেখান থেকেই বড় বড় কাজ হয়। সপ্ন গুলো সত্যি হোক।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫২
খায়রুল আহসান বলেছেন: সব স্বপ্ন না হলেও, কিছু কিছু স্বপ্ন তো জীবনে বাস্তবায়িত হয়ই, যদি নিষ্ঠার সাথে লেগে থাকা যায়।
মন্তব্যে প্রীত হ'লাম, ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত স্বপ্ন মানুষের অধরা থেকে যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: তাই তো। তবুও মানুষ স্বপ্ন দেখে চলে; সব স্বপ্ন না হলেও, কিছু কিছু স্বপ্ন তার জীবনে তো অবশ্যই বাস্তবায়িত হয়, যদি সে নিষ্ঠার সাথে লেগে থাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বড়ো হওয়ার পর ছোটো হওয়ার ইচ্ছা- এমনই আমাদের মন।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০১
খায়রুল আহসান বলেছেন: হয়তো তাই, এমনই আমাদের মন!
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
অপ্সরা বলেছেন: একদম এমনই হয়......
ছোটবেলায় বড় হবো আর বড়বেলায় ছোট......
যাক তবুও কায়াগুলো বড় হয়ে সকল দুঃখ ভুলিয়ে দিলো।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: "একদম এমনই হয়" - জ্বী, সেজন্যেই তো লিখলাম।
পোস্ট পড়েছেন, মন্তব্য করেছেন, পোস্টে প্লাস দিয়েছেন-- এ সব কিছুর জন্যই জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্নগুলো থাকুক আপনার মন ছুঁয়এ
মন বুড়া করা যাবে না