নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অলখে চলে গেল ব্লগে আমার সপ্তম বর্ষপূর্তির দিনটি

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

শুরুতেই উল্লেখ করছি, আমার ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টটি পড়তে পারবেন এখানেঃ “সামহোয়্যারইন ব্লগ” এ আমার ষষ্ঠ বর্ষপূর্তি হলো


এ ব্লগে আমার প্রথম পোস্টটি প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, রাত ১১টা ২৬ মিনিটে। একটি স্বরচিত কবিতার মাধ্যমে ব্লগে আমার লেখালেখির প্রথম প্রকাশ শুরু হয়। তারপর ২০১৬ সাল থেকে আমি নিয়মিতভাবে বর্ষপূর্তির এই দিনটিকে স্মরণ করে পোস্ট লিখে এসেছি। কিন্তু এবারে কিভাবে যেন একেবারে অলখেই দিনটি পার হয়ে গেছে। প্রথম যেদিন খেয়াল হলো, সেদিন আমার ব্যক্তিগত ব্লগ পরিসংখ্যানের দিকে তাকিয়ে দেখি, ব্লগে আমার স্থায়ীত্বকাল ৭ বছর ২ দিন। অর্থাৎ দুটো দিন আমার অজ্ঞাতসারে পার হয়ে যাওয়ায় আমি ব্লগে পরিসংখ্যানগত আমার অন্যতম একটি মাইলফলক পোস্ট লিখতে মিস করে গেছি। তারপরেও নানাবিধ চাপের মুখে ব্যস্ত থাকায় আরও তিনটে দিন আমি এ নিয়ে লেখার বা ভাবার অবকাশ পাই নি। আজ যখন অনেকটা জোর করেই লিখতে বসলাম, তখন ব্লগে আমার স্থায়ীত্বকাল ৭ বছর ৫ দিন।

মাইলফলক পোস্ট নিয়ে লিখতে মিস হয়ে যাওয়ায় আজ আর আমার পরিসংখ্যান নিয়ে বেশি কিছু ঘাটাঘাটি করতে ইচ্ছে হচ্ছেনা। আমার ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টে আগের সকল বর্ষপূর্তি পোস্টের লিঙ্ক দেয়া আছে, এবং আজকের এ পোস্টের শুরুতেই ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টের লিঙ্কটি দেয়া আছে। । আজ আমি শুধু গত একটি বছরের কিছু পরিসংখ্যানের উল্লেখ করে বিদায় নিচ্ছি, কারণ এবারে সবকিছু সাজিয়ে গুছিয়ে লিখতে না পারলেও, এসব পরিসংখ্যান আগামী বছরের বর্ষপূর্তি পোস্ট লিখতে সহায়ক হতে পারে।

গত এক বছর পাঁচ দিনে আমি পোস্ট লিখেছি ৬৬টি, অর্থাৎ গড়ে প্রতি মাসে সাড়ে ছয়টি করে, দিনের হিসেবে প্রতি সাড়ে চার দিনে একটি করে। এ সংখ্যাটি ষষ্ঠ বর্ষপূর্তিতে ছিল ৫৫টি। গত এক বছরে আমি মন্তব্য করেছিঃ ২৬৫১টি, অর্থাৎ প্রতিদিন প্রায় সোয়া সাতটি করে। এ সংখ্যাটি ষষ্ঠ বর্ষের তুলনায় ৫২১টি কমে গেছে। অর্থাৎ এ বছরে পোস্ট লিখার সংখ্যা ১৮% বাড়লেও মন্তব্যের সংখ্যা ১৬% কমে গেছে। তাহলে কি আমি মন্তব্য করা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি? জানিনা, তবে অবশ্য সামগ্রিকভাবে ব্লগে মন্তব্যের সংখ্যা দৃশ্যমানভাবেই অনেক কমে গেছে। গড়ে প্রতিদিন প্রায় সোয়া সাতটি করে মন্তব্য করাটাও বোধকরি অসন্তোষজনক কিছু নয়। গত এক বছরে আমি মন্তব্য পেয়েছি ২২৫০টি, অর্থাৎ প্রতিদিন প্রায় ৬টি। গত বছরের তুলনায় এ সংখ্যা ৮১টি বেশি, শতকরা হিসেবে যা +৩.৭৪%। অর্থাৎ এ বছরে আমার মন্তব্য করার সংখ্যা কমলেও, মন্তব্য পাওয়ার সংখ্যাটি কিন্তু বেড়েছে। এর একটি কারণ হতে পারে যে এ বছরে কবিতার সংখ্যাটি একটু কমেছে আর দিনলিপি এবং ভ্রমণ অভিজ্ঞতার সংখ্যাটি বেড়েছে। প্রথমটার তুলনায় পরের বিষয়টির প্রতি পাঠক চাহিদা বরাবরই বেশ বেশিই থাকে। গত বছরের চেয়ে এ বছরে আমাকে অনুসরণ করেছেন ১১ জন বেশি পাঠক, গত বছরের তুলনায় বৃদ্ধির সংখ্যাটি ৩ জন কম। গত এক বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা ছিল ৪৩২২০ (গড়ে দৈনিক ১১৭ জন), যা তার আগের বছরের চেয়ে ১০১০৮ জন বেশি। অর্থাৎ ষষ্ঠ বছরের চেয়ে সপ্তম বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা গড়ে প্রতিদিন প্রায় ২৭ জন করে বেড়ে গেছে। ব্লগের এই দুর্দিনেও যারা আমার ব্লগ ভিজিট করেছেন, আমাকে অনুসরণ করেছেন, আমার পোস্ট পড়েছেন, মন্তব্য করেছেন, ‘লাইক’ দিয়েছেন, “প্রিয়”তে নিয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মত শেষ করছি।

সবাই সুস্থ থাকুন, করোনা এবং ডেঙ্গুমুক্ত থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে।


ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২২
শব্দ সংখ্যাঃ ৪৬৪



মন্তব্য ৭৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১

সোনালি কাবিন বলেছেন: শুভেচ্ছা অফুরান

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়েছেন, শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, পোস্টে প্লাস দিয়েছেন-- এ সব কিছুর জন্যই জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং শুভকামনা।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: ৭ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা । এভাবে লিখে চলুন নিরন্তর !

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। উৎসাহিত হ'লাম।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম।
ভালো থাকুন, শুভকামনা....

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৮

আরোগ্য বলেছেন: অভিনন্দন স্যার। আপনার কলম কীবোর্ড চলতে থাকুক বহুকাল।

একই তারিখে আমিও স্বরচিত কবিতা দিয়ে এ পথে যাত্রা শুরু করি। আমার এবার চতুর্থ বর্ষ পূর্ণ হলো।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: ব্লগে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর শুভকামনা!
আপনার অভিনন্দন, প্লাস এবং শুভকামনা আমাকে অনেক অনুপ্রাণিত করে গেল।
আপনার পোস্ট সংখ্যা শূন্য দেখাচ্ছে কেন? আগের পোস্টগুলো গেল কোথায়?

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩১

পোড়া বেগুন বলেছেন:
ব্লগে আপনার ষষ্ঠ বর্ষপূর্তিে আন্তিরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: "ষষ্ঠ বর্ষপূর্তি"তে নয়, কথাটা হবে "সপ্তম বর্ষপূর্তি"তে। :)
শুভেচ্ছা ও অভিনন্দন এর জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫১

ককচক বলেছেন: আপনার ব্লগ পরিসংখ্যান বেশ ভালো। শুভকামনা সবসময়।
হ্যাপি ব্লগিং

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫২

ককচক বলেছেন: সপ্তম বর্ষপূর্তির অভিনন্দন

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৩৫

জানা বলেছেন:
এই ব্লগে আপনার সপ্তম বর্ষপূর্তির জন্যে অভিনন্দন এবং শুভ কামনা খায়রুল আহসান ভাই। পোস্টে এবং মন্তব্যে নানাভাবে নিজে যুক্ত থাকা এবং অন্যদের সংযুক্ত করে চলার অংকগুলো আরও বড় হতে থাকুক। সুস্থ, সুন্দর, সক্রিয় এবং আনন্দময় হোক আপনার প্রতিদিন।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: 'অভিনন্দন এবং শুভ কামনা'র জন্য অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার যুগান্তকারী উদ্যোগের ফলে এ ব্লগের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় সতের বছর আগে। এর সাথে আমি যুক্ত হয়েছি কেবল সাত বছর হলো। এর মধ্যে বিশ্বব্যাপী আমার মত লক্ষাধিক বাংলাভাষী ব্লগার এখানে বাংলায় লেখালেখি করার সুযোগ পেয়ে ধন্য হয়েছেন। অনেককেই জানি, যারা এখানে লেখালেখি করেই কালক্রমে একজন 'পাবলিশড অথার' হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আন্তর্জাতিক এবং 'আন্তর্জালিক' বিশ্বে বাংলা ভাষার প্রচার ও প্রসারে এ ব্লুগ ইতোমধ্যে কালজয়ী অবদান রেখে একটি সম্মানজনক আসনে অধিষ্ঠিত হয়েছে। এ অসামান্য কৃতিত্বের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন! আনুষ্ঠানিক সম্মাননা এবং স্বীকৃতি আসাটা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে করি।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৫৭

রানার ব্লগ বলেছেন: অভিন্দন

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



সামুতে ৭ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ।
বাংলা সাহিত্যের বিবিধ শাখার সমন্বয়ে গড়া আপনার
লেখাগুলি আমাদের জন্য সম্পদ হয়ে আছে । উত্তরোত্তর
তা আরো সমৃদ্ধ হোক এ কামনা থাকল । সে সাথে
আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ
ও সমৃদ্ধিও আসুক সে দোয়াও রইল ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

খায়রুল আহসান বলেছেন: আপনি উদার মনের মানুষ। মনের এ ঐশ্বর্য আপনার প্রতিটি কথায় প্রকাশ পায়। আপনার আন্তরিক প্রশংসা আমার মনে সমীহ জাগালো, ধন্যবাদ জানানোর যথার্থ ভাষা জানা নেই।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: শুভ ৭ম জন্মদিন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিন।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩০

নাহল তরকারি বলেছেন: We love blog.

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আমরা সবাই এ ব্লগকে ভালবাসি।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কয়েকদিন পর বারো বছর হবে মনে হয়

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১২

খায়রুল আহসান বলেছেন: আর মাত্র দু'মাস পরে এ ব্লগে আপনার এক যুগ পূরণ হবে। অগ্রিম অভিনন্দন! এক যুগ একটা বিরাট সময়, যুগের সাক্ষী হয়ে থাকবে আপনার লেখাগুলো।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

জাহিদ অনিক বলেছেন: বর্ষপূর্তির ২ দিন পরে মনে পড়ে গেলেও তবুও পোষ্ট করলেন আর আমরা আবারও মনে করতে পারলাম এই ব্লগে আপনি আছেন আমাদের সাথেই ৭ বছর ধরে। আরও অনেকদিন থাকুন আমাদের সাথে শ্রদ্ধেয় প্রিয় কবি।

চমৎকার সূচনা কথা আর তথ্য উপাত্ত দিয়ে সাজিয়েন সপ্তম বর্ষপূর্তির পোষ্ট, উপাত্তগুলো পড়তে ভালো লেগেছে। ইন্টারেস্টিং অবশ্যই উপাত্তগুলো।

সপ্তম বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টে পুরনো পাঠককে পেয়ে প্রীত হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন চির সবুজ ব্লগার।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

খায়রুল আহসান বলেছেন: 'চিরসবুজ ব্লগার'? আপনার মুখে ফুলচন্দন পড়ুক! :)

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫০

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার,

অভিনন্দন আপনাকে। এভাবেই প্রাণোচ্ছল হয়ে থাকুন আমাদের মাঝে।


শুভেচ্ছান্তে,

- দেয়ালিকা বিপাশা

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: পোস্টে আসার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও প্রাণিত।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

ইসিয়াক বলেছেন:



শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় ব্লগার।
দিন চলে যায় এমনই.....

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: "দিন চলে যায় এমনই....." - ঠিক।
"শুভেচ্ছা ও শুভকামনা"র জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভকামনা । আমার দশ বছর পূর্তি হয়ে গেছে আজকে খেয়াল করলাম ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: দশ বছর পূর্তি উপলক্ষে আপনাকেও জানাচ্ছি অভিনন্দন শুভকামনা!
মন্তব্যে প্রীত হ'লাম, ধন্যবাদ।

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫

অঙ্গনা বলেছেন: শুভেচ্ছা ।
বলতেই হবে সুন্দর একটা জার্নি আপনার ব্লগে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার এই ছোট্ট মন্তব্যটাও, বলতেই হবে, খুব সুন্দর! ভালো লেগেছে। +
প্লাসে প্রাণিত।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সপ্তম বর্ষ্পূর্তির অষ্টম দিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন, স্যার।

পরিসংখ্যানের হ্রাসবৃদ্ধি কোনো ব্যাপার না, আপনি ব্লগারদের মন জয় করে চলেছেন, সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সবার মনে আপনার স্থান সুসংহত হচ্ছে, এটা বিশাল অর্জন আপনার। আমি আপনার জন্য গর্ব বোধ করি।

আগামী দিনের জন্যও অজস্র শুভ কামনা রইল স্যার।


২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সাদরে গৃহীত হলো, মাথা পেতে নিলাম।
আমিও আপনার জন্য গর্ব বোধ করি, দিনে দিনে আপনার বহুমুখি প্রতিভার পরিচয় পেয়ে। আপনিও এ ব্লগে পাঠকের মাঝে এক সম্মানজনক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আপনি একজন গুণী লেখক, গীতিকার, সুরকার এবং কবি তো বটেই, আপনি একজন অত্যন্ত মনযোগী ও বোদ্ধা পাঠক এবং বস্তুনিষ্ঠ সমালোচকও। যারা তাদের লেখায় আপনার সুবিবেচিত সমালোচনা পায়, আমি তাদেরকে ভাগ্যবান বলে মনে করি।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন স্যার সুখে-দুঃখে,ভাল-খারাপ মিলিয়ে দীর্ঘ ৭ বছর সামুর সাথে ও আমাদের মাঝে থাকার জন্য।

সাথে সাথে রইলো আরও আরও অনেক দিন সামুর সাথে থাকার প্রত্যাশা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনার আন্তরিক শুভেচ্ছাব্যঞ্জক প্রত্যাশা এবং অভিনন্দন বাণীতে অভিভূত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৪

অপ্‌সরা বলেছেন: অনেক ভালোবাসা ভাইয়া!

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অভিনন্দন, শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।

আপনার দূর্দান্ত ব্লগিং জারী থাকুক এই কামনা করি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: আমার 'দূর্দান্ত ব্লগিং'? অনেক ধন্যবাদ এই প্রাণোদ্দীপক বিশেষণটি্র জন্য এবং পোস্টটি 'লাইক' করার জন্য। ।
আপনিও ব্লগে সক্রিয় থাকুন যতটা সম্ভব, এই কামনা করি।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সপ্তম বর্ষপূরণের শুভেচ্ছা।

আপনার পোস্ট থেকে একটা সুন্দর শব্দ শিখলাম। সেটা হল 'অলখে'। যার অর্থ হল দৃষ্টির অগোচরে। বাংলাভাষী হওয়া সত্ত্বেও কত শব্দের অর্থ জানি না আমরা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: 'অলখে' শব্দটার মানে আমিও আপনার মত আরেকজন ব্লগারের পোস্টে পেয়ে, অভিধান দেখে শিখেছি। শব্দটা আমার ভালো লেগেছে, তাই নিজেও ব্যবহার করেছি। আপনার অনিসন্ধিৎসু চোখ শব্দটার মানে খুঁজে বের করেছে দেখে প্রীত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

আরোগ্য বলেছেন: প্রতিমন্তব্যের জবাবে আবার আসা। ২০২০ অসুখের সময় হাই পাওয়ার ডোজ নিয়ে মাথায় ভীমরতি হয়েছিল। অকাজের কাজ, সব পোস্ট ডিলিট করে এখন অনুশোচনা হচ্ছে। কয়েকটা পোস্ট পুনরুদ্ধারের জন্য আবেদন করেছি দেখি হয়।
দোয়া করবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

খায়রুল আহসান বলেছেন: পুনরায় এসে প্রতিমন্তব্যের জবাব দিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার পুনরুদ্ধার প্রচেষ্টা সফল হোক!

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাত বছর সুদীর্ঘ সময় বলবো না।
তবে এই সাত বছরে শতবর্ষী সুবিশাল মহীরুহ হয়ে ব্লগে অবস্থান করছেন।
শ্রদ্ধা ও অভিনন্দন।


২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: শতবর্ষী সুবিশাল মহীরুহ - এর সাথে আমার তুলনাটা মন প্রফুল্ল করে দেয়ার মত হলেও, আমি জানি নিজেকে এর যোগ্য প্রমাণ করতে হলে আরও কতটা পথ পাড়ি দিতে হবে! আর ইহকালে সেটা সম্ভব নাও হতে পারে।

আপনি অনেক উদার প্রশংসা করেছেন আমার। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১১

মিরোরডডল বলেছেন:




সাতবছরে জীবনে কতো পরিবর্তন হতে পারে, একজন মানুষ কতো ঘটনার সাক্ষী হয়ে যায় !
অনেক প্রিয় মুখ আসে, আবার অনেক চলেও যায় ।

অভিনন্দন ! আরও অনেক বছর সামুর পথচলার শুভকামনা ।


২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: "সাতবছরে জীবনে কতো পরিবর্তন হতে পারে, একজন মানুষ কতো ঘটনার সাক্ষী হয়ে যায়!
অনেক প্রিয় মুখ আসে, আবার অনেক চলেও যায়"
- তাই তো! খুব সুন্দর ভেবেছেন এবং বলেছেন।

'অভিনন্দন আর পথচলার শুভকামনা'র জন্য অশেষ ধন্যবাদ জানবেন। আপনার ওখানে শীত কমেছে? গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে? ফুল আসছে?

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা স্যার আপনাকে।
মনের অজান্তেই সাত বছর চলে যাওয়ায় সম্ভবত কিছুটা মনঃকষ্টের কারণে এবারের বর্ষপূর্তির পোস্টটি বেশ সাধারণ হয়ে গেছে। আপনার বর্ষপূর্তির পোস্টটি রীতিমতো গবেষণা পেপারের মতো সমৃদ্ধ হতো।যাক সবসময় সবকিছু হয়না। আপনার ভাবনার অবসন্নতা দূর হোক।

পোস্টে লাইক।
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: "এবারের বর্ষপূর্তির পোস্টটি বেশ সাধারণ হয়ে গেছে" - জ্বী, আমি তা স্বীকার করেছি, করছি।
নির্মোহ মন্তব্য এবং পোস্ট 'লাইক' করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৩৩

সোহানী বলেছেন: এর মানে দাঁড়াচ্ছে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান তাইতো বলছে।

আপনার মতো মনে হয় কেউই বর্ষপূর্তির হিসাব দেয় না। আর জটিল অংকের হিসেবেই বোঝা যায় আপনি খুবই গোছানো একজন
মানুষ।

বর্ষপূর্তিতে শুভেচ্ছা। এভাবে আরো অনেক অনেক বছর এমন পরিসংখ্যান পোস্ট নিয়ে আসুন এ কামনায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার মত কিছু ডেডিকেটেড পাঠকের এবং লেখকের উপস্থিতি নিয়মিতভাবে পেয়ে এসেছি, এটাই বড় পাওয়া।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

ডার্ক ম্যান বলেছেন: অভিনন্দন আপনাকে।
সামুকে নিয়ে একটা গান লিখেছিলাম অন্জন দত্তের "তুমি না থাকলে" গানটির অনুকরণে বছরখানেক আগে। কিন্তু লেখাটা খুঁজে পাচ্ছি না। আপনাকে নিয়ে একটা লাইন ছিল।
"" তুমি না থাকলে খায়রুল আহসান লিখতো না জীবনের জার্নাল "।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: সামু না থাকলেও খায়রুল আহসান লিখতো তার "জীবনের জার্নাল", কিন্তু সেটা বই আকারে প্রকাশ পেত কিনা তাতে সন্দেহ রয়েছে।
যাহোক, আপনি এখনও জীবনের জার্নালকে স্মরণে রেখেছেন, সেটা জেনে প্রীত বোধ করছি।

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




ব্লগে সাতবছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা...............

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, সময় করে পোস্টে এসে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য। আপনার প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা।

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও রইলো অনেক শুভকামনা।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

মিরোরডডল বলেছেন:




শীত নেই, এখন বসন্ত ।
প্রায় এক মাস হয়ে গেলো ।
খুব ভোরে বা বেশি রাতে সামান্য ঠাণ্ডা থাকে যেটা ভালোলাগার, ওম ওম ।

গতকাল প্রায় সামারের মতো গরম ছিলো । ভীষণ রৌদ্রজ্জ্বল একটা দিন কিন্তু আজ থেকে আবার মেঘলা ।
কাল থেকে বেশ কদিন বৃষ্টি হবে ।

হুম, সবুজের সমারোহ, ফুলে ফুলে সয়লাব, সামনে আরও হবে ।
সেদিন বুশ ওয়াকে গিয়েছিলাম ।
কিছু পাহাড়ি বনোফুলের ছবি তুলেছিলাম ।









২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: বুশ ওয়াকে তোলা পাহাড়ি বনোফুলের ছবিগুলো খুব সুন্দর! প্রত্যেকটিই আলাদা আলাদাভাবে সুন্দর!
শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:




২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: এগুলোও খুব সুন্দর! ধন্যবাদ।
আমিও হাঁটাহাটির সময় পথপাশের ফুল, পাখি, জলধারা, ইত্যাদির ছবি তুলে থাকি।

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা নিন আহসান ভাই !
বিশুদ্ধ ব্লগিং মিথস্ক্রিয়া, সহজিয়া অনুভবের প্রকাশ ! সবকিছুই আপনার ব্লগিং জীবন কে অনন্য করেছে।
শুভেচ্ছা সতত।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা জানাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
পরের কথাগুলো অনেক প্রেরণা যুগিয়ে গেল। অল্প কথায় অনেক বড় কমপ্লিমেন্ট দিলেন, কৃতজ্ঞতা!

৩৮| ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩১

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও বর্ষপূর্তির শুভেচ্ছা।আশা করি আপনি ভাল আছেন?

০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পরে ব্লগে এসে আমার এ পোস্ট খুঁজে বের করে বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে গেলেন বলে। অনেক খুশি হলাম এবং ২৪তম প্লাসেও প্রাণিত হলাম।
আন্তরিক শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.