নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

একটি প্রার্থনা

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৮:১৫

মা’বুদ,
তুমি জানো, আমি আজীবন
আমার এ কল্যাণময় জীবনের জন্য
তোমার প্রতি কৃতজ্ঞ থেকেছি মনের মর্মমূলে।
এ জীবন ভেসে যেতে পারতো খড়কুটোর ন্যায়,
হারিয়ে যেতে পারতো দিগদিগন্তে অনায়াসে,
তোমার করুণায় প্রচণ্ড ঘূর্ণনের মাঝেও আমি
স্থৈত্য পেয়েছি, স্বস্তি ও শান্তি পেয়েছি,
ক্লান্তিতে ও শ্রান্তিতে বিশ্রাম ও ভরসা পেয়েছি,
অপ্রত্যাশিত সাফল্যে উজ্জ্বল ও বিহ্বল হয়েছি,
ক্ষণিকের তরে একটি ঠাঁই-ঠিকানাও পেয়েছি।

মা’বুদ,
তুমি জানো, তুমি ছাড়া আমি কারও উপর
নির্ভরশীল নই। আজীবন আমার ভার
তুমিই বয়েছো আমি চাওয়ার আগেই।
আমার দোষ-ত্রুটি, ব্যর্থতা-বিচ্যূতি ক্ষমা করে,
সকল গ্লানি গুপ্ত রেখে আমায় সতর্ক করেছো।
আজ যখন ভাঙনের শব্দ শুনি, সমবয়সীদের
এক এক করে প্রস্থানের খবর শুনি, তখন--
একান্তে আমি তোমাকেই চাই। শেষকালে আমার
ভারটুকু তুমি কাউকে দিও না মাবুদ; পরিবারের
কিংবা বন্ধু-সতীর্থ, অধীনস্থ-উপরস্থ কাউকেও না।
আমার ভারটুকু তুমিই তুলে নিও আপন করুণায়!

ঢাকা
০৪ অক্টোবর ২০২২

মন্তব্য ৪০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৮:৩১

গেঁয়ো ভূত বলেছেন:
হৃদয় নিংড়ানো প্রার্থনাটুকু রাব্বুল আল-আমিন নিশ্চই কবুল করবেন। ভাল থাকবেন। অনেক অনেক ভালোবাসা।

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যেই এমন হার্দিক শুভকামনা পেয়ে অভিভূত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

মুনাওয়ার সিফাত বলেছেন: প্রার্থনা কবুল হোক। আমিন

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: আমীন।

০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

জুন বলেছেন: মন কেমন করা এক প্রার্থনা। এমন যেন আমার ক্ষেত্রেও হয় সেই দোয়া করবেন। কবিতায় ভালো লাগা রইলো।
+

০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, নিশ্চয়ই করবো।
অনেকদিন পর আমার কোন পোস্টে আসা এবং কবিতায় ভালোলাগা রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৩০

কামাল৮০ বলেছেন: ব্লগেও আমিন ডুকে গেলো।ফেসবুক ওয়ালার এখন কি বলবে।

০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২১

খায়রুল আহসান বলেছেন: "ব্লগেও আমিন ডুকে গেলো" - ব্লগে 'আমিন' তো কেবলমাত্র আজই ডুকে নাই, বহু আগে থেকেই ডুকে আছে! :)

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭

ইসিয়াক বলেছেন: জগতে সকল প্রাণীর ভালো হোক। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।অনেক অনেক ভালো রেখেছেন তিনি। তিনি আমাদের দোষত্রুটি ক্ষমা করুন। তিনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্থ হবো।
দোয়া রইলো প্রিয় ব্লগার।

০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কবিতার মূল কথার সাথে সঙ্গতিপূর্ণ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

৭| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম মন্তব্যে 'গেঁয়ো ভূত' ভাইয়া একদম মনের কথা বলেছেন। এমন নির্মল আকুতি কখনও মিথ্যা হওয়ার নয়। সুন্দর কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা স্যার আপনাকে।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: "এমন নির্মল আকুতি কখনও মিথ্যা হওয়ার নয়" - তাই যেন হয়, আপনার কথা সত্য হোক!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

৮| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: আমাদের সকলের অনেকটা এই একই রকম প্রার্থনা ।
প্রার্থনা কবুল হোক ।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: "আমাদের সকলের অনেকটা এই একই রকম প্রার্থনা" - জ্বী, সেটা আপনার 'ভয়'সম্পর্কিত পোস্টটাতে মন্তব্যের ঘরে যেমন দেখতে পেয়েছি, আমার এ পোস্টেও তেমনি কয়েকজন জানিয়েছেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

৯| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
উপলব্ধির চমৎকার এক প্রকাশ।

১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, অল্প কথায় চমৎকার একটি মন্তব্য এখানে রেখে যাবার জন্য।
কিছুদিন ঢাকার বাইরে ছিলাম বিধায় মন্তব্যের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল!

১০| ০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:০৯

সোহানী বলেছেন: আমিন।

একটা বয়সে এসে এমন উপলব্ধি হয়তো সবার হয়।

১২ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: যাদের কম বয়সে এমন উপলব্ধি হয় তারা সত্যি ভাগ্যবান। জবু থবু বার্ধক্যে এসে তো সবাই এমনিতেই ইয়া মা'বুদ ইয়া মা'বুদ করে থাকে পরিত্রাণের আশায়!

১১| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

১২| ০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রার্থনা !
আমাদের দৈনন্দিন মোনাজাতের কথাগুলো এমন ই হয় সবার বোধকরি।
আমার আব্বা কে দেখতাম পরের অংশটুকু নিজমনে কখনো আমাদের সাথে শেয়ার করতেন। সব সময় এই প্রার্থনা ছিল- সর্বশক্তিমান আল্লাহর মুখাপেক্ষীতা এবং তার দরবারে ইবাদত।

ভালোলাগা।

১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: "আমাদের দৈনন্দিন মোনাজাতের কথাগুলো এমন ই হয় সবার বোধকরি" - ধন্যবাদ, কবিতার সাথে সহমত পোষণের জন্য।
আপনার আব্বার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সন্তানকে সঠিকভাবে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তোলাও একটা বড় ইবাদত। তিনি এর প্রতিদান পাবেন।
চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। শুভকামনা নিরন্তর....

১৩| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

আরোগ্য বলেছেন: ما شاء الله

খুব ভালো লাগলো। যখন পড়ছিলাম, মনে হচ্ছিল যেন আমার মনের আকুতি কেউ কলম বন্দি করে লিখে দিয়েছে। জুন আপা আর মনিরা আপা ও অপু তানভীর ভাইয়ের মন্তব্য পড়ে মনে হলো হয়তো প্রত্যেক মুসলিমই মনের গহীনে একই প্রত্যাশা করে থাকে সময়ের তারতম্যে। পোস্ট প্রিয়তে। আল্লাহ আপনার কল্যান করুক।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অশেষ ধন্যবাদ। প্রেরণাদায়ক মন্তব্য এবং শুভকামনায় অভিভূত!

১৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

নব ভাস্কর বলেছেন: আপনার লেখনিতে পাওয়া আল্লাহর ভয়, সদা সন্তুষ্ট চিত্ত, সব কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা এসবই মুমিনের বৈশিষ্ট্য।

আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। আমিন।

১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রমাণ পাওয়া যায় আপনার দৃষ্টি কতটা স্বচ্ছ, গভীর এবং অন্তর্ভেদী। কৃতজ্ঞতা জানবেন প্রেরণাদায়ক মন্তব্য, দোয়া এবং শুভকামনার জন্য।

১৫| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৮

ANIKAT KAMAL বলেছেন: অনন্য সহজ সরল ভাষা‌শৈলী । পরম বিশ্বাস অার নিরভরতার ব‌হিঃপ্রকাশ ধন্যবাদ স্যার

১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি মন্তব্য পোস্ট পাঠান্তে এখানে রেখে যাবার জন্য।
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে প্রীত হ'লাম। আশাকরি ভালো আছেন/ছিলেন।

১৬| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মুক্তা নীল বলেছেন:
রহমানের রহমতের উপড়ে পূর্ণ আস্থা ও বিশ্বাস আছেই বলে হয়তো আমরা এখনো সুন্দরভাবে বেঁচে আছি ।
আপনার কবিতায় এক প্রকারের প্রশান্তি পেলাম ।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার সদয় মন্তব্যটা পড়েও আমি এক প্রকারের প্রশান্তি পেলাম। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৭| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "এ জীবন ভেসে যেতে পারতো খড়কুটোর ন্যায়,
হারিয়ে যেতে পারতো দিগদিগন্তে অনায়াসে,
তোমার করুণায় প্রচন্ড ঘূর্ণনের মাঝেও আমি
স্থৈত্য পেয়েছি, স্বস্তি ও শান্তি পেয়েছি,
ক্লান্তিতে ও শ্রান্তিতে বিশ্রাম ও ভরসা পেয়েছি,
অপ্রত্যাশিত সাফল্যে উজ্জ্বল ও বিহ্বল হয়েছি,
ক্ষণিকের তরে একটি ঠাই-ঠিকানাও পেয়েছি।"

অনবদ্য, এ যেন আমারই মনের কথা। পছন্দের সাথে প্রিয়তে তুলে রাখলাম পোস্টখানি। +++

কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো। ভালো থাকুন সবসময়, এই শুভকামনাই রইবো সর্বদা।

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: "পছন্দের সাথে প্রিয়তে তুলে রাখলাম পোস্টখানি" - সেই সাথে আমাকেও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন! অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা এ উদারতার জন্য।
আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ! আপনিও ভালো থাকুন নিরন্তর, সুস্বাস্থ্যে, সপরিবারে!

১৮| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




সে জন্যেই তো আমরা বলে থাকি - "লা ইলাহা ইল্লাল্লাহ...."

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ধন্যবাদ। ওটাই প্রথম এবং শেষ কথা।

১৯| ১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪০

নজসু বলেছেন:


আমি প্রায়ই আল্লাহর কাছে প্রার্থণা করি তিনি যেন আমাকে হুট করে মৃত্যুদান করেন। রোগে শোকে জরাজীর্ণ হয়ে, বিছানায় শয্যাশায়ী থেকে অপরের করুণার পাত্র হতে চাইনা। তারা কেউ কেউ হয়তো হাসিমুখে আমার সেবা যত্ন করবে। কিন্তু মনে মনে যে বিরক্ত হবেনা তার নিশ্চয়তা কি?

বিরক্তি নয়, করুণা নয় সবার ভালোবাসা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। তাই আমার মৃত্যু ইচ্ছাটা এরকম।

আমার মনের মতো কবিতা।

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: যার মৃত্যু যেভাবে নির্ধারিত রয়েছে, সেভাবেই হবে। তবে চাইতে বা প্রার্থনা করতে তো কোন দোষ নেই। আমাদের নবীজী অকর্মণ্য বয়স হতে পানাহ চাইতেন, তাই আমিও চাই। যে বয়সে নবীজী'র ওফাত হয়েছিল, আমি সে বয়সটা পার হয়ে এসেছি। নিকটাত্মীয়দের মাঝে অকর্মণ্য বয়সের সীমাবদ্ধতা দেখে আমি ব্যথিত হয়েছি, বুঝেছি নবীজী কেন তেমন বয়স থেকে আল্লাহ'র কাছে পানাহ চাইতেন।

"বিরক্তি নয়, করুণা নয় সবার ভালোবাসা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে চাই" - এমনটা পেলে তো নিজেকে অবশ্যই অতি ভাগ্যবান হিসেবে গণ্য করবো। তবে আমি সষ্টার অপার করুণায় বিশ্বাসী এবং প্রত্যাশী। সে বিশ্বাস এবং প্রত্যাশার উপর ভর করে আমি দিনাতিপাত করি, এবং তাতে শান্তি পাই।

"আমার মনের মতো কবিতা" - অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।

২০| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬

নীল-দর্পণ বলেছেন: কী চমৎকার প্রার্থনা। খুব ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রশংসাজ্ঞাপক মন্তব্যটাও আমার খুব ভালো লাগল। সবার উপরে থাকা (এবং সম্ভবতঃ এ পোস্টের সর্বশেষ) ভাললাগাটাও।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.