নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বয়ে যায়, বয়ে যায়, অলক্ষ্যে বয়ে যায়।
নিরবধি বয়ে যায়, বেলা অবেলায়!
কে যায়, কে যায় বলো কার ইশারায়,
শৈশব, যৌবন-জীবন সব নিয়ে যায়!
সময় বড় নিষ্ঠুর, নীরবে বয়ে যায়।
পদযাত্রা শ্লথ করে দেয়, শ্রী চলে যায়,
শুধু ছায়া রেখে দিয়ে সে কায়া নিয়ে যায়।
দণ্ডায়মান শায়িত হয় নিভৃত ঘরের ঘেরায়।
সময় নীরবে জীবনের পথচলা থামিয়ে দেয়।
একে একে সবাইকে স্তব্ধ করে দেয়।
সব গান, সব কলতান নিমেষে শেষ হয়ে যায়!
অদৃশ্য রেফারির ইশারায় জীবনের খেলা থেমে যায়!
ঢাকা
২৬ ডিসেম্বর ২০২২
২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, নির্বিবাদী কবি!
আপনিও ভাল থাকবেন----------
২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দোদুল্যমান জীবনের গল্প ।
২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: জীবনটা তো মনে হয় এক নিমেষেই শেষ হয়ে যায়! কত কিছু বলার থাকে, সামান্যই বলা হয়।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১১
বাকপ্রবাস বলেছেন: সময় বয়ে যায়, জীবন ক্ষয়ে যায়, রয়ে যায় আমলনামা
হিসাবে গড়মিল হলেই জীবন তামাতামা
২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: "সময় বয়ে যায়, জীবন ক্ষয়ে যায়, রয়ে যায় আমলনামা হিসাবে গড়মিল হলেই জীবন তামাতামা" - এত সুন্দর কথার পর আর কিছু বলতে মানা! তাই বললাম না!
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বয়ে যায় সময় । না করলে ইবাদত আল্লাহর...।পরজীবন হবে লৌহময়
২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: বাহ, খুব সুন্দর মিলিয়েছেন তো!
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
সময় এক রহস্যময় ব্যাপার।
২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: এক জটিল রহস্যময় ব্যাপার।
আমরা থাকি আনমনে,
সে কাজ করে যায় গোপনে গোপনে!
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার এবং শাহ আজিজের কবিতা আমার পছন্দ।
২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২
সোনাগাজী বলেছেন:
মানুষ সব সময় সুসময়ের আশায় থাকে! যা বয়ে যাচ্ছে, তার থেকে সুসময়ের জন্য অপেক্ষা
২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: সুসময়ের জন্য এ অপেক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে, মনে আশার জোগান দেয়।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ অনুভূতির প্রকাশ ।
২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৪
ইসিয়াক বলেছেন:
এই তো জীবন। কেটে যায়, যাচ্ছে একদিন অন্তও হয়/ হবে।
ইদানীং আমার প্রায় একটা প্রশ্ন জাগে মনে। এত দুঃখ এত কষ্ট এই হাসি খেলা গান আরও কত কি। কি লাভ আর কি'বা ক্ষতি এই দক্ষ যজ্ঞের? সবশেষে তো সেই পঞ্চভুতে বিলীন হওয়া।
কবিতা ভালো লেগেছে।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: লাভ ক্ষতি বলতে কিছু নেই। সবকিছুই পূর্ব নির্ধারিত। সময় বহমান, আমাদের কাজ সময়ের সাথে বয়ে যাওয়া। যেতে যেতে ভালো কিছু করা, কিছু ভালবাসার দেয়া নেয়া। এই তো!
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫১
সোহানী বলেছেন: নো ওয়ে............ এটাই নিয়তি। মানি বা না মানি সেটা আমাদের সমস্যা।
২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১
খায়রুল আহসান বলেছেন: ''এটাই নিয়তি। মানি বা না মানি সেটা আমাদের সমস্যা'' - জ্বী, ঠিক বলেছেন, সেটা 'আমাদের সমস্যা'।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৬
নতুন নকিব বলেছেন:
চমৎকার কবিতা। জীবনের, সময়ের সত্যিকারের বাস্তবতা ফুটে উঠেছে। +
২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার সপ্রশংস মন্তব্য এবং প্লাসের জন্য।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৯
নীল আকাশ বলেছেন: দোলনা থেকে কবর পর্যন্ত এভাবেই দেখতে দেখতে সময় কেটে যায়।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: ঠিক কথা। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০০
পদাতিক চৌধুরি বলেছেন: জীবনের শাশ্বত নিয়মের কথা কত সুন্দর সহজ ভাবে মিষ্টি করে তুলে ধরেছেন।
শুভেচ্ছা স্যার আপনাকে।
২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনার এ প্রেরণাদায়ক মূল্যায়নের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে প্রাণিত।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
সময় তো চিরকালই বিনাশী। সব কিছু ধুঁয়ে মুছে ফেলে অনন্তের পথে যাত্রাই যে তার নিয়তি!
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: "সময় তো চিরকালই বিনাশী। সব কিছু ধুঁয়ে মুছে ফেলে অনন্তের পথে যাত্রাই যে তার নিয়তি" - চমৎকার বলেছেন।
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
জীবনের গতিময়তা নিয়ে অভিজ্ঞতাপ্রসুত সত্যিকার অনুভব ।
জীবনের এই পরিনতি আগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব নয় ।
শুভেচ্ছা রইল
৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০
খায়রুল আহসান বলেছেন: "জীবনের গতিময়তা নিয়ে অভিজ্ঞতাপ্রসুত সত্যিকার অনুভব ।
জীবনের এই পরিনতি আগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব নয় " - অমোঘ সত্য কথা।
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৯
অক্পটে বলেছেন: জীবনের প্রত্যেক পরতে পরতে রয়েছে আমাদের জন্য আলাদা আলাদা অনুভব অনুভূতি। জীবন থেকে নেয়া কবিতাটি খুব ভাল লাগলো। জীবন সায়াহ্নের বিমূর্ত উপসংহার।
২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: "জীবন সায়াহ্নের বিমূর্ত উপসংহার" - মাত্র চারটি শব্দে কবিতার ভাবার্থ, চমৎকার!
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবি দা
ভাল থাকবেন----------